Tag: প্রতারক

  • লোহাগাড়ায় আদম বেপারী জহিরের প্রতারণার ফাঁদে পড়ে নি:স্ব দুই প্রবাসী

    লোহাগাড়ায় আদম বেপারী জহিরের প্রতারণার ফাঁদে পড়ে নি:স্ব দুই প্রবাসী

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি সাতগড় খন্দকার পাড়ার জহির উদ্দিন নামের এক প্রতারক আদম বেপারীর প্রতারণার ফাঁদে পড়ে নি:স্ব হয়েছে দুই প্রবাসী। প্রতারণার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন তাঁরা।

    ওই অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চুনতি পানত্রিশা এলাকার মৃত এয়াকুব মিয়ার পুত্র সাদ্দাম হোসেন ২০১৭ সালে একই ইউনিয়নের সাতগড় খন্দকার পাড়ার মৃত আবদুর রাজ্জাকের পুত্র আদম বেপারী খ্যাত জহির উদ্দিনের মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে আবাহার মাহিল খানা শহরে জহির তাকে মুদির দোকানে চাকরি দেন। দৈনিক ১৯ ঘন্টা শ্রম দিয়ে ৫ মাসেও কপালে জুটেনি বেতনের টাকা। সে বেতনের টাকা খুঁজলে উল্টো করা হতো শারিরীক ও মানসিক নির্যাতন।

    এক পর্যায়ে বকেয়া বেতন পেতে কপিলকে (মালিক) অভিযোগ করলে জহির ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেন। পরে তিনি জহিরের কপিলের (মালিককে) কাছে চাকরি না করলে প্রতিমাসে ২৫০ রিয়াল হিসেবে ১০০০ হাজার রিয়াল জহিরকে দেওয়ার পরও সাদ্দামের ভিসা বাতিল করে পুলিশের হাতে আটক হয়। পরে তিন মাস কারাভোগের পর দেশে ফিরেন। এর আড়াই বছরেও ৫ মাসের বেতন এবং ভিসা বাবদ মোট ৭ লাখ টাকা ফেরত না দেওয়ায় চলতি বছরের ২৭ আগষ্ট চুনতি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে সাদ্দাম বাদি হয়ে জহিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নং- ২৮৪)। এরপর ইউনিয়ন পরিষদ থেকে কয়েক বার নোটিশ দেওয়ার পরেও তিনি হাজির না হওয়ায় স্থানীয় চেয়ারম্যান বাদীকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন।

    এদিকে, প্রতারক জহিরের প্রতারণার শিকার হয়েছেন তার প্রতিবেশী ছৈয়দ মোক্তার আহমেদের পুত্র মোহাম্মদ ফারুক। থানায় তার করা অভিযোগে উল্লেখ করা হয়, জহির আবাহা এলাকায় শেয়ারি ব্যবসার নামে ফারুককে ফাঁদে ফেলে তার কাছ থেকে ৫০ হাজার সৌদি রিয়াল নেন। এ সময় মৌখিকভাবে প্রতিমাসে তাকে লভ্যাংশ প্রদান করার কথা বলেন। এরপর বেশ কিছুদিন ব্যবসা করার পরেও তাকে হিসাব-নিকাশ দেখানো তো দুরের কথা লভ্যাংশের এক টাকাও না দিয়ে অন্যজনকে দোকান বিক্রি করে দিয়ে অন্যত্র চলে যান। পরে চলে-বলে কৌশলে প্রতারণার ফাঁদ পেতে পূর্বের টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়ে কাবাঘর সাক্ষী রেখে মোরশেদ আলম ও মুসা নামের দুই ব্যক্তির অনুরোধে আবারও ১ লাখ রিয়াল ধার নেন জহির। দুই দফায় বাংলাদেশী মুদ্রায় ৩৩ লাখ টাকা আত্মসাৎ করে দেশে চলে আসেন প্রতারক জহির। ফারুক দেশে এসে চলতি বছরের ১০ মে চুনতি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে ফারুক বাদী হয়ে জহিরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ থেকে কয়েকবার নোটিশ দেওয়া হলেও জহির হাজির না হওয়ায় স্থানীয় চেয়ারম্যান বাদীকে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

    এমতাবস্থায় চলতি বছরের ৩ আগষ্ট বিকেল ৪টার দিকে বিবাদীর নিজ বাড়ির পাশে দেখা হলে তাকে পাওনা টাকা ফেরত দেয়ার অনুরোধ জানালে তিনি ক্ষিপ্ত হয়ে পাওনা টাকার বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে কিংবা তার বিরুদ্ধে আইনের আশ্রয় নিলে খুন-জখমের হুমকি দেন। এছাড়া মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেন। বর্তমানে প্রতারক আদম বেপারী জহিরের প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতারণার শিকার দুই প্রবাসী। এ ব্যাপারে প্রতারক জহিরের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন তারা।

    ২৪ ঘণ্টা/রিহাম/আজাদ

  • অস্ত্র মামলায় প্রতারক সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড

    অস্ত্র মামলায় প্রতারক সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড

    ডেস্ক নিউজ : রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান এবং করোনা ভাইরাসের পরীক্ষা নিয়ে প্রতারণার হোতা সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে করা একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

    সোমবার দুপুর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। এই আইনের অপর ধারায় সাহেদকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রায়ে আদালত বলেছেন, উভয় ধারা একসঙ্গে কার্যকর হবে।

    অর্থপাচার, মাদক মামলাসহ সারা দেশে সাহেদের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা থাকলেও এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলার রায় দিয়েছেন আদালত।

    রায় ঘোষণার আগে বেলা ১১ টার দিকে সাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাকে প্রথমে আদালতের গারদ খানায় রাখা হয়। পরে এজলাসে তোলা হয়। মামলায় ১৪ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১১ জন আদালতে সাক্ষ্য দেন।

    গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে।

    এ ঘটনার পর পালিয়ে যান সাহেদ। ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে হেলিকপ্টারে করে সাতক্ষীরা থেকে ঢাকায় আনা হয়।

    করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ১৬ জুলাই সাহেদকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়। এরপর ১৯ জুলাই তাকে নিয়ে উত্তরার বাসার সামনে অভিযান চালায় ডিবি পুলিশ।

    সেখানে সাহেদের নিজস্ব সাদা প্রাইভেটকারে পাঁচ বোতল বিদেশি মদ, ১০ বোতল ফেনসিডিল, একটি পিস্তল এবং একটি গুলি উদ্ধার করা হয়। এরপর উত্তরা পশ্চিম থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়।

    গোয়েন্দা পুলিশ অস্ত্র মামলায় ৩০ জুলাই আদালতে সাহেদের বিরুদ্ধে চার্জশিট দেয়। আর ২৭ আগস্ট অভিযোগ গঠনের মধ্যে দিয়ে সাহেদের বিরুদ্ধে বিচার শুরু করেন আদালত।

    ২০ সেপ্টেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। মামলাটির আট কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষ করা হয়।

    আদালতে সাহেদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ১১ জন সাক্ষী। আর রাষ্ট্রপক্ষ আদালতে চেয়েছেন সাহেদের বিরুদ্ধে সবোর্চ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। রাষ্ট্রপক্ষের দাবি, সাহেদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • লকডাউনের সুযোগে সক্রিয় প্রতারকচক্র :  সীতাকুণ্ডে জনতার হাতে ধরা ৩ ভুয়া ডিবি

    লকডাউনের সুযোগে সক্রিয় প্রতারকচক্র : সীতাকুণ্ডে জনতার হাতে ধরা ৩ ভুয়া ডিবি

    ২৪ ঘণ্টা ডট নিউজ : সীতাকুণ্ড প্রতিনিধি :  প্ররাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে দেশব্যাপী লকডাউনের সুযোগে পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে কয়েকটি প্রতারক চক্র। 

    সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ এমনই এক চক্রের ৩ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

    গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার বড় কুমিরা মাজার গেইট রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, উক্ত ৩ ব্যাক্তি নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে করোনা ভাইরাসের বন্ধের মধ্যে দোকান খোলা রাখার কারণে ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়িদের কাছ থেকে চাঁদা আদায় করছিল।

    এসময় তাদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় আলাউদ্দীন মেম্বার এবং সীতাকুণ্ড ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মেজবা ও কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাইহান এবং কুমিরা ৭/৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে এলাতার জনগন তিনজনকে আটক করেন।

    পরে খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ মোল্লা, ওসি তদন্ত শেখ শামীম ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে আটত তিনজন পুলিশ প্রশাসনের কোন দপ্তরেই কর্মরত নয় জানিয়ে তিনজনকে থানায় নিয়ে যায়।

    ওসি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয়দের  বরাতে তিনি জানায়, এসব ভুয়া পুলিশ মূলত সড়কের পাশে দোকানে অভিযানের নামে বেধড়ক মারধর করে টাকা নিয়ে যায়। বেশ কয়েকটি দোকান হতে টাকা নেয়া শেষে বড় কুমিরা মাজার গেইটে গিয়ে একই কায়দায় টাকা দাবী করলে সেখানে জনতার সন্দেহ হলে আটক করে থানায় খবর দেয়।

    এসময় জনতা তাদের ব্যবহ্নত একটি প্রাইভেটকার ভাঙচুর করেছে। গাড়িটি পুলিশ জব্দ করেছে। তাছাড়া আটককৃত প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় ওসি।

    ২৪ ঘণ্টা/কামরুল দুলু/আর এসপি

  • আনোয়ারায় প্রবাসির কাছ থেকে টাকা নিতে গিয়ে র‌্যাবের হাতে ধরা ২ প্রতারক

    আনোয়ারায় প্রবাসির কাছ থেকে টাকা নিতে গিয়ে র‌্যাবের হাতে ধরা ২ প্রতারক

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের হাতে ধরা পড়েছে দুই প্রতারক। র‌্যাব সদস্য পরিচয়ে প্রতারণার আশ্রয় নিয়ে এক প্রবাসীর কাছ থেকে টাকা আদায়কালে হাতে নাতে গ্রেফতার করা হয় এ দুই প্রতারককে।

    বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আনোয়ারা উপজেলার বরুমছড়ার বাসিন্দা নুরুল আলম টিপু (৩১) ও বৈরাগের বাসিন্দা নাজিম উদ্দিন (৩৬)।

    র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান জানান, গত ১ ডিসেম্বর কাতার থেকে দেশে ফিরেন বরুমছড়া এলাকার এক প্রবাসী। এরপর থেকে র‌্যাব সদস্য পরিচয়ে নাজিম ও টিপু তার বিরুদ্ধে র‌্যাবের কাছে ৪টি অভিযোগ রয়েছে দাবি করেন এবং চাঁদা দাবি করেন। এ বিষয়ে প্রবাসী ব্যাক্তিটি র‌্যাবকে অবহিত করেন।

    বুধবার বিকেলে র‌্যাবের পরামর্শে ওই দুই প্রতারককে উপজেলার চাতরি চৌমুহনী বাজারে এসে ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ার কথা বলেন প্রবাসি। এসময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া র‌্যাবের একটি টিম দুই প্রতারককে হাতে নাতে গ্রেফতার করে।

    র‌্যাবের এ কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে টিপুর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। সে চিহ্নিত চাঁদাবাজ। এর আগেও র‌্যাব পরিচয়ে টেলিফোন করে কয়েকজনের কাছ থেকে টাকা আদায় করেছিল।

  • প্রতারক জ্যোতিষীর আতঙ্কে সীতাকুণ্ডে অতিষ্ঠ ৯২ পরিবার,সংবাদ সম্মেলন

    প্রতারক জ্যোতিষীর আতঙ্কে সীতাকুণ্ডে অতিষ্ঠ ৯২ পরিবার,সংবাদ সম্মেলন

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ডে গৌরাঙ্গ আচার্য রাঠুর নামের এক জ্যোতিষী প্রতারক ও দুষ্কৃতিকারীর অত্যাচার থেকে পরিত্রান পেতে সংবাদ সম্মেলন করেন উপজেলার ৮নং বহরপুর,বারৈয়ারঢালা ইউনিয়ন এর ভুক্তভোগী এলাকাবাসী।

    বুধবার (১১ডিসেম্বর) সকালে সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সন্মেলনে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এলাকার সর্দার মাখন শীল।

    লিখিত বক্তব্যে মাখম শীল বলেন, অশিক্ষিত গৌরাঙ্গ আচার্য (প্রকাশ) রাঠু মানুষের ভাগ্য পরিবর্তন করে দিবে বলে সহজ সরল মানুষকে গুপ্তধন পাওয়ার আশায় আংটিসহ নানারকম প্রলোভন দেখিয়ে সর্বস্বান্ত করছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে তার বিরুদ্ধে অভিযোগ দিলে এলাকার মানুষ এ ব্যাপারে প্রতিবাদ করতে গেলে তাদের উপর নানা রকম অকথ্য ভাষায় গালিগালাজ করে মামলার ভয় দেখায় সে। বহরপুর কালি মন্দিরে সর্বজনীন পূজাকালীন সময়ে প্রশাসনের নাম দিয়ে বিভিন্ন অজুহাতে পূজা বন্ধ করে দিয়ে আসছে। গ্রামের মানুষ তার বিরুদ্ধে কিছু বললে মামলা জড়ায়ে দিবে বলে হুমকি প্রদান করে।

    গৌরাঙ্গ আচার্য্য রাটু

    তার বিরুদ্ধে টিএনও ও পুলিশ সুপার, সীতাকুণ্ড থানায় একাধিক মামলা ও জিডি এবং কোটে সিআর মামলা রহিয়াছে। এছাড়া প্রতিনিয়ত পরিবারের ভাই ও বৌদি দের সাথে মারামারি-হাতাহাতি লেগে থাকে তার যেকোনো কথায় পরিবারের পুরুষ মহিলাদের উপর ঝাপিয়ে পড়ে সে।

    এছাড়া যেকোনো সময় পুলিশি হয়রানির প্রদান করছে এবং সে ফোন করা মাত্রই পুলিশ গিয়ে নিরীহ মানুষদের হয়রানি করে আসছে। তার যন্ত্রণায় অতিষ্ঠ সনাতনধর্মী এলাকার ৯২ টি পরিবার।

    দীর্ঘ ১২ বছর যাবৎ জগদ্ধাত্রী পূজা পড়াকালীন সে পূজা অর্চনা করতে নানা রকম বাধা বিঘ্ন সৃষ্টি করে আসছে বলে জানায় এলাকাবাসী। তাই পুলিশ প্রশাসনের পক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা পুলিশ প্রশাসনের নিকট বিশেষ অনুরোধ জানান।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজের সর্দার মাখন লাল শীল, রাঠুর ভাই নিতাই আচার্য্য, লক্ষিরানী ভট্টাচার্য্য, রত্নাশীল ভাচার্য্য, অঞ্জলিরাণী আচার্য্য, শম্ভু শর্মা।

  • বিমানবালায় চাকরি দেওয়ার নামে প্রতারণা : এনএসআই’র জালে আটক ২ প্রতারক

    বিমানবালায় চাকরি দেওয়ার নামে প্রতারণা : এনএসআই’র জালে আটক ২ প্রতারক

    সিলেটের এক নারীকে ফেসবুকের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানবালায় চাকরির লোভনীয় অপারের ফাঁদে ফেলে বড় অংকের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা চালিয়েছে দুই প্রতারক। তবে টাকাটা হাতিয়ে নেয়ার আগেই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই)’র জালে আটকা পড়ে দুই প্রতারক।

    বিমানবালার চাকরির নিয়োগপত্রের নামে প্রার্থীর কাছ থেকে ৬০ হাজার টাকা নিজেদের কব্জায় নেয়ার আগেই ঘটনাস্থলে পৌছে যায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) চট্টগ্রাম মেট্রো শাখার বিমানবন্দর টিম।

    মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বিমানবন্দর এলাকা থেকে চাকরি প্রার্থীর পিতার হাত থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় দুই প্রতারককে হাতেনাতে আটক করে এনএসআই সদস্যরা।

    আটককৃত দুই প্রতারক হলেন, নোয়াখালীর চরজব্বারের মো. জাকির সোহাগ (২৯) ও বাগেরহাটের দীঘির পাড়ের রুবেল হাওলাদার (২৭)।

    জানা যায়, দীর্ঘদিন ধরে এ দুই প্রতারক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানবালা পদে চাকরির লোভনীয় অপার দিয়ে চাকরি প্রত্যাশী বিভিন্ন প্রার্থীর সাথে চ্যাটে কথা বলেন। ভুয়া পরীক্ষাও নেয়া হয় অনেকের কাছ থেকে। সর্বশেষ নিয়োগপত্র প্রদানের জন্য দেড় লাখ টাকা দাবি করে।

    তাদের এ লোভনীয় অপারে পা রেখেছেন সিলেটের হবিগঞ্জ এলাকার রেশমিনা বেগম (২৩)। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এসে পরীক্ষাও দিয়ে গেছেন তিনি। দেড় লাখ টাকা থেকে কমিয়ে ৬০ হাজার টাকায় রাজি হলে মঙ্গলবার চুড়ান্তভাবে নিয়োগ পত্র সংগ্রহ করতে বাবার সাথেই বিমান বন্দর এলাকায় আসেন রেশমিনা।

    এ খবর গোপনভাবে পেয়ে এনএসআই সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টাকা লেনদেনের সময় দুই প্রতারককে আটক করে থানায় হস্তান্তর করে।

    বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান ২৪ ঘন্টা ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিমানবালার চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার সময় দুই প্রতারককে আটক করে এনএসআই। আটক দুই প্রতারকের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।