Tag: প্রতিবাদ

  • মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ

    মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ

    মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টারশেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডে‌কে কড়া প্রতিবাদ জানানো হয়।

    মিয়ানমারের রাষ্ট্রদূত বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মুহাম্মদ মাইনুল কবির তাকে তলব করে কড়া প্রতিবাদ জানান। দুজনের মৃত্যুর ঘটনা ছাড়াও সীমান্তে চলমান পরিস্থিতির কার‌ণে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হ‌য়ে‌ছে।

    রাষ্ট্রদূত‌কে তল‌বের প্রস‌ঙ্গে মহাপরিচালক মিয়া মুহাম্মদ মাইনুল কবির ব‌লেন, রাষ্ট্রদূ‌তের স‌ঙ্গে বৈঠক হ‌য়ে‌ছে। প্রতিবাদ জানা‌নোর জন্য আমরা তাকে ডে‌কে এনে‌ছি।

    মিয়ানমারের বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বর্ডার গার্ড পুলিশ-বিজিপি) সংঘাতের জে‌রে বাংলাদেশে আশ্রয় নি‌য়ে‌ছে বিজিপির সদস্যসহ মোট ২২৯ জন।

    বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে মিয়ানমার যোগাযোগ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    এদিকে, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সশস্ত্রবাহিনী ও বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সীতাকুণ্ডে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

    বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সীতাকুণ্ডে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

    সীতাকুণ্ড প্রতিনিধি : “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান”এই স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা শনিবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা চত্বরে মানববন্ধনের আয়োজন করে।

    মানববন্ধন শেষে উপজেলা হল রুমে এক প্রতিবাদ সভার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আশরাফুল করিম, সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: নুরুদ্দিন রাশেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শামীম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    প্রতিবাদ সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও মুজিববর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারীদের রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যায়িত। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ও স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের প্রাক্কালে স্বাধীনতাবিরোধী উগ্রবাদী অপশক্তির সংস্কৃতি বিরোধী ও রাষ্ট্রবিরোধী এহেন কর্মকাণ্ডের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।

    সভায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি যেকোন অবমাননাকর কর্মকাণ্ড প্রতিহত আহবান জানানো হয়। একই সঙ্গে ভাস্কর্য শিল্প ও সাংস্কৃতিক স্বাধীনতার বিরুদ্ধে অবস্থানকারী মৌলবাদীদের আস্ফালন বন্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।

    ২৪ ঘণ্টা/দুলু

  • বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কুমিরা আ’লীগের বিক্ষোভ সমাবেশ

    বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কুমিরা আ’লীগের বিক্ষোভ সমাবেশ

    সীতাকুণ্ড প্রতিনিধি : কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সীতাকুণ্ড উপজেলা কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগ।

    আজ সোমবার(৭ ডিসেম্বর) বিকালে ছোট কুমিরাস্থ মছজিদ্দা এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন (সওঃ) এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী।

    এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ হারুন, মোঃ আলাউদ্দিন, আওয়ামীলীগ নেতা গাজী সেকান্দর, যুবলীগ সভপতি জিয়াউদ্দিন রাজু, ছাত্রনেতা সামী,নজরুল ইসলাম ঝিনুকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী।

    এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানে একটি দেশ, একটি মানচিত্র, যার কারণে আমরা একটি দেশ পেয়েছি, একটি পতাকা পেয়েছি তার অবমাননা বাংলার জনগন কখনো সহ্য করবে না। যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদেরকে কোন ছাড় নেই। অভিলম্বে মামুনুলহকগণকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানায়।

    ২৪ ঘণ্টা/দুলু

  • বেতন বৈষম্য’র প্রতিবাদে সীতাকুণ্ডে হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশনের কর্মবিরতি পালন শুরু

    বেতন বৈষম্য’র প্রতিবাদে সীতাকুণ্ডে হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশনের কর্মবিরতি পালন শুরু

    কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় সীতাকুণ্ডেও নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে বাংলাদেশ হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশন এর স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীবৃন্দ ২৬ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছে।

    বৃহস্পতিবার সকাল থেকে সীতাকুণ্ড উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কাজে যোগ না দিয়ে তারা অবস্থান কর্মসূচী পালন করছেন।

    এসময় তারা জানান, বেতন বৈষম্য দূর করতে দাবি মেনে নেয়ার ব্যাপারে অনেক আগে ঘোষণা দেয়া হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। আমরা চাকরির প্রারম্ভিককাল হতে অবহেলিত, বঞ্চিত ও চরম বৈষম্যোর শিকার। অথচ টিকাদান কর্মসূচীতে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। শুধু টিকাদানে সাফল্য নয় এর ধারাবাহিকতা বজায় রেখে আমরা কাজ করে চলেছি।

    তারা আরো বলেন, চলিত বছরের ২০ ফেব্রুয়ারি আমরা হাম-রুবেলা ক্যাম্পেইন এর কার্যক্রম বর্জন করলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব দাবীগুলো মেনে নিয়ে লিখিত সমঝোতা পত্রে স্বাক্ষর করেন। দুঃখজনক হলেও সত্যি আজো তা বাস্তবায়ন হয়নি। মহামারী করোনাভাইরাস এর সময় অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘরে মধ্যেই ছিল আর আমরা নিজেদেরকে চরম ঝুঁকির মধ্যে ফেলে মাঠে কাজ করে গেছি। এমন অবস্থায় দাবি পূরণে ২৬ নভেম্বর থেকে দাবী পুরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। এতে দেশে ইপিআই কার্যক্রম ও ৫ই ডিসেম্বর থেকে শুরু হওয়া হাম-রুবেলা ক্যাম্পেইন সহ দেশের এক লাখ বিশ হাজার আউটরিচ রুটিন টিকাদান কেন্দ্রের টিকাদান কার্যক্রম ব্যাহত হবে। এবং সংশ্লিষ্ট সকল কার্যক্রম বন্ধ থাকবে।

    কর্ম বিরতি পালনকালে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশন সীতাকুণ্ড শাখার সভাপতি- বাবু সুরেশ চন্দ্র দাশ, সহ সভাপতি আনোয়ারা বেগম, নুরুল করিম, সাধারণ সম্পাদক কাজী আরিফ উদ্দীন, সাংগঠিক সম্পাদক মহিউদ্দীন ও শান্তা চৌধুরী, কাউছার তৈয়বা, সাকিয়া আকতার প্রমূূখ।

  • বোয়ালখালীর পৌর মেয়রকে সরকারী ত্রান বরাদ্দ না দেয়ায় দক্ষিণ জেলা বিএনপির প্রতিবাদ

    বোয়ালখালীর পৌর মেয়রকে সরকারী ত্রান বরাদ্দ না দেয়ায় দক্ষিণ জেলা বিএনপির প্রতিবাদ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সংগঠন সংবাদ : করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় সরকারের পক্ষ থেকে আসা ত্রাণের বরাদ্দ চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার মেয়র আবুল কালাম আবুকে না দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।

    আজ মঙ্গলবার (১২ মে) দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সি. যুগ্ম আহবায়ক আলী আব্বাস ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খান স্বাক্ষরিত এক যুক্তবিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, করোনার সংকট শুরু হওয়ার পর থেকে বোয়ালখালীতে এ পর্যন্ত ৮ দফায় ত্রাণ এসেছে। প্রতিবারই ব্যবস্থাপনার স্তর লঙ্ঘন করে ত্রাণ বরাদ্দে মেয়রকে বাদ দিয়ে পৌর এলাকায় বিতরণ করা হয়েছে।

    বোয়ালখালী পৌর মেয়র বিএনপি দলীয় হওয়ায় এলাকায় ত্রাণ বিতরণের জন্য পৌর মেয়রকে বরাদ্দ প্রদান করা হয়নি। সেখানে আওয়ামী লীগের নেতাদের দেওয়া তালিকা অনুযায়ী ত্রাণ বিতরণ করা হয়েছে।

    সরকারের ত্রাণ পৌর মেয়রের নামে বরাদ্দ না দিয়ে কাউন্সিলরের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের কোথাও এই ধরনের নজির নেই।

    নেতৃবৃন্দরা বলেন, বোয়ালখালীর পার্শ্ববর্তী পটিয়া, চন্দনাইশ, বাঁশখালীসহ জেলার সব পৌরসভা এলাকায় মেয়রের নামে পৌর এলাকার ত্রাণ বরাদ্দ হয়েছে। কিন্তু বোয়ালখালী পৌরসভার ক্ষেত্রে ব্যতিক্রম। এটি জনগণের ভোটের রায়ের প্রতি অবিচার ও ক্ষমতার অপব্যবহার।

    নেতৃবৃন্দ বলেন, বোয়ালখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সরকারি নিয়মনীতির তোয়ক্কা না করে পৌর এলাকার সরকারি ত্রাণ পৌর মেয়রকে বরাদ্দ না দিয়ে নিজের ইচ্ছে মাফিক বিলি বন্টন করেন।

    তিনি নিয়ম লঙ্গন করে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে তাদের দেয়া তালিকা অনুযায়ী ত্রাণ বরাদ্দ এবং বিতরণ করছেন।
    ফলে সুবিধা বঞ্চিত মানুষ ত্রাণ বরাদ্দ পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।

    ত্রাণ বিতরণে অনিয়মের বিষয়ে বোয়ালখালীর ইউএনও’র বিরুদ্ধে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে পৌর মেয়র লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু জেলা প্রসাশন এই অভিযোগের ব্যাপারে এখনো কার্যকর কোন প্রদক্ষেপ গ্রহন করেনি।

    নেতৃবৃন্দ বলেন, এখন আওয়ামী লীগ নেতাদের বাড়িতে চাল ও খাটের মধ্যে তেল পাওয়া যাচ্ছে। জনগণের টাকায় কেনা ত্রাণ ক্ষমতাসীন দলের চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামী লীগের নেতারা আত্মসাৎ করছেন।

    প্রতিদিন সারাদেশে ত্রাণের চাল, ডাল ও তেল ধরা পড়ছে। আওয়ামী দলীয় চেয়ারম্যান, মেম্বাররা গরীবের ত্রাণের চাল চুরির উৎসবে মেতে উঠেছে।

    দেশের সকল সংকটকালীন মুহুর্তে আওয়ামীলীগ জনগণের কথা না ভেবে লুটপাতে ব্যস্ত হয়ে যায়। আওয়ামীলীগের এমপিরা জনগণের জন্য বরাদ্ধকৃত ত্রাণ থেকে ভাগ বসাচ্ছে। আবার বিভিন্ন এলাকায় বিএনপি দলীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকারী ত্রাণের বরাদ্দ থেকেও বাদ দিচ্ছে।

    নেতৃবৃন্দরা আরো বলেন, সারাদেশে অসহায় মানুষের জন্য সরকার যে ত্রাণ বরাদ্দ দিচ্ছে তা পর্যাপ্ত নয়, তার উপরে এসব ত্রাণ থেকে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান, মেম্বাররা তা আত্মসাত করছে। তাদের যে চোরের মনমানসিকতা তারা সে দৃষ্টিভঙ্গির সংকির্ণতা থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি।

    অপরদিকে বিএনপি দীর্ঘ এক যুগ ক্ষমতার বাহিরে থাকার পরও সারাদেশে বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিজস্ব অর্থায়নে কর্মহীন মানুষদের পাশে দাড়িয়েছে।

    জনগণের দল হিসাবে বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে দাড়িয়েছে। করোনা শুরু থেকে চট্টগ্রামে বিএনপি সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

    নেতৃবৃন্দরা বলেন, বর্তমানে দেশের এই দূর্যোগকালীন সময়ে কে কোন কোন দল করে তা বিবেচনা করার সময় নয়। মানুষ হিসাবে মানুষের পাশে দাড়ানো সবার কর্তব্য। নেতৃবৃন্দ বোয়ালখালীর নির্বাচিত র্পৌর মেয়র আবুল কালাম আবুকে ত্রাণের বরাদ্দ থেকে বাদ চিন্তা থেকে বেরিয়ে এসে দলমত নির্বিশেষে জনগনের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

    ২৪ ঘন্টা/এম আর

  • চবিতে ভারতের সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ

    চবিতে ভারতের সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ

    চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনকারীদের উপর উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সমর্থকদের সাম্প্রতিক হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ।

    রোববার (১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার হয়ে বিভিন্ন অনুষদ ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

    বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চবি সংসদের সাধারণ সম্পাদক আশরাফী নিতুর পরিচালনায় একটি প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চবি সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আবীর এইচ. তিতাস এবং সাংগঠনিক সম্পাদক প্রত্যয় নাফাক।

    বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চবি সংসদের সভাপতি গৌরচাঁদ ঠাকুর বলেন, বর্তমান সরকার আসন্ন মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি করতে চলেছে। কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের সাথে নিয়ে এই বাংলায় নরেন্দ্র মোদীর আগমনকে রুখে দেবে।

  • ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় কুবি শিক্ষক সমিতির প্রতিবাদ

    ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় কুবি শিক্ষক সমিতির প্রতিবাদ

    কুবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একজন ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকের কঠিন শাস্তি দাবি করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি।

    বুধবার (০৮ জানুয়ারি) সমিতির সভাপতি রশিদুল ইসলাম শেখ ও সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদার সাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ প্রতিবাদ জানান শিক্ষক নেতারা।

    বিবৃতিতে তারা উল্লেখ করেন, আমরা অত্যন্ত বেদনা ও তীব্র সংক্ষুব্ধতার সঙ্গে জানাচ্ছি যে, গত ০৫ জানুয়ারি সন্ধ্যায় কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে তাঁর সহপাঠীর বাসায় যাওয়ার পথে দুর্বৃত্তদের দ্বারা শারীরিক নির্যাতন ও ধর্ষণের শিকার হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীরভাবে শঙ্কিত ও বেদনাহত। এহেন জঘন্য, মানবতাবিরোধী ও পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    বিবৃতিতে শঙ্কার কারণ উল্লেখ করে তারা বলেন, আমরা ধর্ষণের মতো জঘন্য সামাজিক ব্যাধির করাল হিংস্র থাবার বিস্তার রোধ করতে পারছি না। এ ধরনের ঘটনা সমাজে নারীর মর্যাদা ক্ষুণ্ণ করার পাশাপাশি দেশের আপামর জনসাধারণের মনে আতংক ও অস্থিরতা তৈরি করছে।

    একইসাথে কুবি শিক্ষক সমিতির পক্ষ থেকে ধর্ষক সেই নরপশুকে গ্রেফতার করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে আসামীর সর্বোচ্চ শাস্তি দাবি করা হয় বিবৃতিতে।

    উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলায় এক ঢাবি ছাত্রী ধর্ষণের শিকার হন এবং বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এরইমধ্যে অভিযুক্ত ধর্ষককে আটক করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

  • আয়কর মেলায় সাংবাদিক প্রদীপ লাঞ্চিত : সিইউজের নিন্দা ও প্রতিবাদ

    আয়কর মেলায় সাংবাদিক প্রদীপ লাঞ্চিত : সিইউজের নিন্দা ও প্রতিবাদ

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজের সদস্য সাংবাদিক প্রদীপ শীলকে লাঞ্চিত করার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা।

    আয়কর মেলায় পেশাগত কাজ করতে গেলে প্রদীপ শীলকে লাঞ্চিত করে কয়েকজন দুর্বৃত্ত। এ ঘটনার গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে সিইউজে।

    সিইউজের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন পেশাদার সাংবাদিক লাঞ্চিত হবেন এটা কাম্য নয়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তির দাবি করেছেন তারা।

    ভবিষ্যতে পেশাগত দায়িত্ব পালনকালে কোন সাংবাদিককে হেনস্থা করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন সিইউজে।

  • রাবিতে র‌্যাগিংয়ের প্রতিবাদ করায় রক্তাক্ত করা হলো শিক্ষার্থীর চোখ

    রাবিতে র‌্যাগিংয়ের প্রতিবাদ করায় রক্তাক্ত করা হলো শিক্ষার্থীর চোখ

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তিচ্ছুক শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের প্রতিবাদ করায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বাংলা বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

    রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাদিক। অভিযুক্ত শিক্ষার্থী বাংলা বিভাগের মাসুম শিকদার। উভয়ের বাসা টাঙ্গাইল জেলায় এবং ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভর্তিচ্ছু শিক্ষার্থী আরিফ তালুকদারকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন সাদিক। শহীদ সোহরাওয়ার্দী হলের সামনে গেলে আরিফ আলাদা হয়ে পড়েন। সেই সময়েই মাসুম শিকদারের সঙ্গে দেখা হয় তার।

    প্রথমে তার পরিচয় জানতে চান। টাঙ্গাইল পরিচয় দেয়ার পর তাকে নানাভাবে প্রশ্ন শুরু করেন মাসুম শিকদার। পরে হলের গেস্টরুমে নিয়ে টাঙ্গাইলের এক ছাত্রলীগ নেতাকে চেনে কিনা এটা জানতে চান।

    ভর্তিচ্ছু শিক্ষার্থী আরিফ ওই ছাত্রলীগ নেতাকে চিনেন না বলে জানালে তুই-তোকারি করে আলাপ শুরু করেন মাসুম। এর মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন সাদিক।

    সাদিকের ভাষ্য, আরিফকে র‌্যাগ দেয়া হচ্ছে কিনা মাসুমের কাছে এমনটি জানতে চেয়েছিলেন তিনি এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীকে র‌্যাগ দেয়া উচিত নয় এমন বলতেই তাকে কিলঘুষি মারতে শুরু করেন।

    হাতে চাবির রিং দিয়ে আঘাতের একপর্যায়ে চোখের কোণ ফেটে যায় সাদিকের। রক্তাক্ত করা হয় তাকে। ঘটনার সঙ্গে জড়িত মাসুমের শাস্তির দাবি করেন তিনি।

    ঘটনার সঙ্গে সঙ্গেই আহত সাদিককে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে আসেন সহপাঠীরা। সেখানে দুটি সেলাই দেয়া হয়।

    এ বিষয়ে জানতে চাইলে মাসুম শিকদার বলেন, সাদিক আমার খুব কাছের বন্ধু। আমরা মজা করি সবসময়। ওর সঙ্গে কিলঘুষি এমন নিত্যদিন চলে। তবে আজকে একটু বেশি চরমে চলে গেছে। ওর চোখের কোণ কেটে যায়। পরে আমরা বিষয়টি মীমাংসা করে নিয়েছি।

    এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।