Tag: প্রতিবাদে

  • চন্দ্রনাথ মন্দিরের দেওয়ান পুকুর ভরাট দখলের প্রতিবাদে পাঁচ সংগঠনের মানববন্ধন

    চন্দ্রনাথ মন্দিরের দেওয়ান পুকুর ভরাট দখলের প্রতিবাদে পাঁচ সংগঠনের মানববন্ধন

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সংগঠন সংবাদ : চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ পরিবেশ ফোরাম আয়োজিত মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন উপমহাদেশের অন্যতম পর্যটন তীর্থ সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দিরের মালিকানাধীন দেওয়ান পুকুর একটি ঐতিহাসিক স্থাপনা।

    দেড় শতাধিক বছর আগে জনকল্যাণে খননকৃত দীঘি দখল ও ভরাট করা পরিবেশ আইনে ফৌজদারী অপরাধ। অভিলম্বে উক্ত দীঘি ভরাট বন্ধ না করলে উচ্চ আদালতে মামলা জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।

    বক্তারা আরো বলেন, দীঘি ভরাট নিয়ে সংবাদ করায় এক সাংবাদিকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। যা রীতিমতো অন্যায়।
    বাংলাদেশ পরিবেশ ফোরাম চট্টগ্রাম সভাপতি অধ্যাপক ড. ইদ্রিচ আলীর সভাপতিত্বে সমাবেশে অংশ গ্রহনকারী অন্যান্য সংগঠন হচ্ছে, চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি গবেষণা কেন্দ্র, ইউনাইটেড সোশ্যাল নেটওয়ার্ক ও চটগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র।

    সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আলীউর রহমান, প্রচার দপ্তর সম্পাদক মোঃ কামাল পারভেজ, মানবাধিকার সংগঠক এডভোকেট মোঃ জাফর হায়দার, সার্ক মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আফছারুল হক, ছাত্রনেতা মোঃ সাজ্জাদ হোসাইন, রোটারিয়ান মোঃ সালাউদ্দিন, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সভাপতি এস এম পেয়ার আলী, নির্বাহী সদস্য মোহাম্মদ মিজান, আলী নূর, সাংবাদিক রিয়াজুর রহমান নারীনেত্রী আরিকা মাইশা প্রমুখ।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • লোহাগাড়ায় শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

    লোহাগাড়ায় শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

    ২৪ ঘন্টা ডট নিউজ ডেস্ক : লোহাগাড়া আধুনগর মছদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপন কান্তি নাথকে বিদ্যালয়ের সভাপতি সিরাজুল ইসলাম কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা শিক্ষক সমিতি।

    আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে লোহাগাড়া উপজেলার সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকার ব্যানারে এ মানবন্ধন কর্মসূচির আয়োজন করে।

    গত ১২ ফেব্রুয়ারি বিদ্যালয় সভাপতি সিরাজুল ইসলাম প্রধান শিক্ষককে শারীরিক ভাবে লাঞ্ছিত করে । এ ঘটনায় প্রধান শিক্ষক উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার,প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ ও লোহাগাড়া থানায় জিডি করেছিলেন।

    মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা এবং শিক্ষকদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান সভ্য মানুষের জায়গা, শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর। এ ঘটনা শিক্ষক সমাজের জন্য কলঙ্কজনক। স্কুল কমিটির সভাপতির এধরনের আচরণে উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে তিব্র নিন্দা জানানো হয়।

    সভাপতি সিরাজুল ইসলামের সদস্যপদ বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান বক্তারা।লোহাগাড়ায় শিক্ষক লাঞ্চিতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন  ২

    মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা মোহাম্মদ আহমদ হোসেন, নুরুল আমিন, শাহজামাল, আবদুল কদ্দুস,মোজাহিদুল ইমলাম,মো: ফেরদৌস,মো: ইলিয়াছ, শাহেদা করিমুনিচ্ছা, রুপসী দাশ, নাছির আহমদ। এসময় ২শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত: ১২ ফেব্রুয়ারি মছদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সিরাজুল ইসলাম অফিস কক্ষে আসেন এবং কোন ভূমিকা ছাড়াই বিদ্যালয়ের স্লিপ,রুটিন মেরামত ও প্রাক প্রাথমিক (২০১৮-২০১৯) বরাদ্দের হিসাব চাওয়ার পর প্রধান শিক্ষক রূপন কান্তি নাথ লিখিত হিসাব প্রদর্শন করে, প্রদর্শিত হিসাব না বুঝে চরম উত্তেজিত হয়ে লাঞ্ছিত করে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

  • সলিমপুরে একের পর এক সড়ক দূর্ঘটনা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

    সলিমপুরে একের পর এক সড়ক দূর্ঘটনা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সলিমপুরে একের পর এক সড়ক দূর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে এবং ফুটওভার ব্রীজ নির্মাণের দাবীতে উপজেলার সলিমপুর এলাকার মহাসড়কে মানববন্ধন করেছে এলাকাবাসী।

    আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার শত শত জনসাধারণ অংশ নেয়। তারা সলিমপুরের ফকিরহাট এলাকায় একটি ফুটওভার ব্রীজ নির্মাণ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।সলিমপুরে মানববন্ধন

    গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে রাস্তা পার হওয়ার কাভার্ডভ্যানের চাপায় এক মহিলা নিহত হয়, এ সময় তার শিশু পুত্রও গুরুত্বর আহত হয়। এদিকে প্রায় প্রতিদিনই সলিমপুর এলাকায় সড়ক দূর্ঘটনা ঘটে চলছে।

    এছাড়া মহাসড়কের সীতাকুণ্ড অংশ এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বুধবার রাত সাড়ে সাতটার সময় উপজেলার ছোট কুমিরা গুলআহম্মদ জুট মিলস এলাকার মহাসড়কে কার-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়।

  • সীতাকুণ্ডে ভূমি জবর-দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সন্মেলন

    সীতাকুণ্ডে ভূমি জবর-দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সন্মেলন

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে জায়গা দখল করে গাছ কর্তন করে গ্যারেজ নির্মানের প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছে নুর নাহার বেগম নামে এক নারী। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবে উক্ত সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।

    এসময় লিখিত বক্তব্যে নুর নাহার বেগম বলেন, আমার স্বামীর বিদেশের কষ্টার্জিত অর্থ দিয়ে বিগত ২০০৬ সালের ২৮ আগষ্ট জনৈক হাজী মহিউদ্দীনের কাছ থেকে মহাদেবপুর মৌজার ১২ শতক আন্দর ৮ শতক নাল জমি ক্রয় করি। যাহার (দাগ নং ৫০৮৫ খতিয়ান নং ২৩০১)।

    আমি ক্রয়কৃত ৮ শতক জমি নামজারি খতিয়ান করার পর জমির তিনদিকে সীমানায় দেওয়াল নির্মাণ করি, এরপর বাউন্ডারীর ভিতরে বিভিন্ন গাছ রোপন করি। দীর্ঘ ১২/১৩ বছর যাবৎ এই জায়গা ভোগ দখলে আছি। কিন্তু গত ১১ নভেম্বর সকালে এলাকার সফিকুল ইসলাম নামের এক ভূমিদস্যুর নেতৃত্বে সন্ত্রাসী দল বাউন্ডারীতে প্রবেশ করে সমস্থ গাছ কেটে সেখানে গ্যারেজ নির্মাণ করতে বাঁশের খুটিসহ বিভিন্ন মালামাল আনতে থাকে। এসময় আমি আমার মেয়েকে নিয়ে এসব কাজে বাঁধা দিলে তারা আমাদেরকে গালি গালাজ করে জানে মেরে ফেলার হুমকি দেয়।

    এরপর ভয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ হেল্প লাইন ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানালে হেল্প লাইন থেকে বিষয়টি সীতাকুণ্ড মডেল থানাকে অবহিত করলে এসআই কায়েমুল ইসলামের নেতৃত্ব পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় উভয় পক্ষকে বুঝিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেন এবং উভয়পক্ষকে মীমাংসার জন্য স্থানীয় প্রশাসন বা আইন আদালতে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।

    বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি এবং এ ব্যাপারে থানায় জিডি করেছি। আমি ভূমিদস্যু সফিকুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।

  • রাউজানে গাড়ি পার্কিংয়ের স্থানে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

    রাউজানে গাড়ি পার্কিংয়ের স্থানে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

    চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া পথেরহাটে ব্যবসায়ীদের আপত্তি থাকা সত্ত্বেও রাতের আধাঁরে পার্কিংয়ের স্থান দখল করে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে নোয়াপাড়া পথেরহাট বাজারের তিন শতাধিক ব্যবসায়ী।

    গতকাল বুধবার সন্ধ্যায় নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাটে বাজারের সর্বস্তরের ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, বাজারের ভারতেশ্বরী প্লাজার সামনে ১৬ বছর ধরে ছিল একটি গাড়ী পার্কিংয়ের জায়গা ছিল। কিন্ত গত মঙ্গলবার রাতের আধাঁরে পার্কিংটি দখল করে মার্কেট নির্মাণের জন্য পাইলিং কাজ শুরু করে করে দেন মার্কেটের মালিক পক্ষ।

    আমরা ব্যবসায়ীরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এ মানববন্ধন আয়োজন করেছি। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশ সংগঠনটির সহ-সভাপতি শফিকুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

    সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আহমেদ সৈয়দ, ব্যবসায়ী মুহাম্মদ সেকান্দর সওদাগর, মুহাম্মদ আরিফ, মুসলিম উদ্দিন, বাবু ধর, মুহাম্মদ রাশেদ, মহিউদ্দিন, মুহাম্মদ সাজ্জাদ, জসিম উদ্দিন মেম্বার, সোলেমান বাদশা, মুহাম্মদ ইসকান্দর সাজু দে, মুহাম্মদ রাসেল, মাকসুদুর রহমান সাজু, আনিসুর রহমান রুবেল, সাজ্জাদ টুটুল, মুহাম্মদ মনসুর, মুহাম্মদ বাদশা, মহিউদ্দিন, নাজিম উদ্দিন, মিন্টু দে, মুহাম্মদ জাবেদ, মুহাম্মদ করিম, মুহাম্মদ লাইকত আলী, বশির আহমদ, মনির আহমদ, রিকু বড়ুয়া প্রমুখ।

  • ভোলায় মুসল্লী নিহতের প্রতিবাদে ফটিকছড়িতে বিক্ষোভ

    ভোলায় মুসল্লী নিহতের প্রতিবাদে ফটিকছড়িতে বিক্ষোভ

    ভোলা পুলিশের গুলিতে বিক্ষোভরত মুসুল্লি নিহতের প্রতিবাদে ফটিকছড়িতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। রোববার রাতে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা।

    সংগঠনটির উপজেলা শাখা আয়োজিত মিছিলটি বিবিরহাট সদর রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    মিছিল শেষে এক পথসভায় বক্তারা বলেন, এ হত্যা উদ্দেশ্য প্রণোদিত। আল্লাহ, আল্লাহর রাসুল (সা.)কে নিয়ে কটুক্তি করার পর কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না।

    আজ ভোলার বোরহান উদ্দীন থানায় হিন্দু কর্তৃক আল্লাহ ও আল্লাহর রাসুলউ (সা.) কে কটুক্তি করার প্রতিবাদে ঈমানদার তৌহিদী জনতা রাস্তায় নেমে আসলে পুলিশ বাহিনীর নৃশংস হামলা ও গুলি নিক্ষেপে শতশত মুসলমান আহত ও মুসল্লিদের শহীদ করা হয়েছে। এ ঘটনায় সারা দুনিয়ার রাসুল প্রেমীরা মর্মাহত হয়েছেন।

    বক্তারা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আরও বলেন, রাসুল প্রেমীদের একটি মিছিলের কারণে ভোলায় পরিস্থিতির এমন কোন অবনতি ঘটেনি যে, সেখানে পুলিশকে গুলি করতে হবে।