Tag: প্রতিবাদ সভা

  • সাংবাদিক হত্যার ও নির্যাতনের প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    সাংবাদিক হত্যার ও নির্যাতনের প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : নোয়াখালীর বসুরহাটে সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যা ও বোয়ালখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবরের উপর হামলার বিচারের দাবীতে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকাল ৩ টায় রাউজান উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন চত্বরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    সংগঠনের সভাপতি প্রবীণ সাংবাদিক শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মীর আসলাম, জাহেদুল আলম, এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, তৈয়ব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এস.এম ইউসুফ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ, এম. নেজাম উদ্দিন রানা, এম. রমজান আলী, কামাল উদ্দিন, হাবিবুর রহমান প্রমুখ।

    সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা কারো পক্ষে বা বিপক্ষে নয়। আমরা সত্য, সুন্দর ও ন্যায়ের পক্ষে। অতীতে সংগঠিত সাংবাদিক হত্যা ও নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় সাংবাদিক হত্যা ও নির্যাতন এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছ।

    বক্তারা নোয়াখালীতে সাংবাদিক হত্যা, বোয়ালখালীতে সাংবাদিকের উপর হামলা ও হুমকির তীব্র নিন্দা প্রকাশ করেন। সেই সাথে সাংবাদিক হত্যা ও নির্যাতনের জড়িতদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • বোয়ালখালীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সভা

    বোয়ালখালীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সভা

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: সংবাদ প্রকাশের জেরে চট্টগ্রামের বোয়ালখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সেকান্দর আলম বাবরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২০ ফেব্রুয়ারী) বোয়ালখালী প্রেস ক্লাব মিলনায়তনে এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো.মুজাহিদুল ইসলাম, সাবেক সভাপতি এম এ মান্নান, মো.শাহীনুর কিবরিয়া মাসুদ, সাংবাদিক আবুল ফজল বাবুল, কাজী আয়েশা ফারজানা, সহ-সভাপতি রাজু দে, সাংগঠনিক সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি, অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, কার্য নির্বাহী সদস্য আলমগীর চৌধুরী রানা, আল সিরাজ ভান্ডারী, সদস্য এমএস এমরান কাদেরী, ছাদেকুর রহমান সবুজ, মো. হোসাইন মাহমুদ ও সেকান্দর আলম বাবর।

    ক্লাবের সহ-সম্পাদক পূজন সেনের সঞ্চালনায় সভায় প্রশাসনসহ সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি প্রদান, সামাজিক মাধ্যমে হুমকি ধমকি অব্যাহত রাখায় নিরাপত্তা প্রশ্নে সাধারণ ডায়েরীসহ কঠোর কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বক্তারা চিহ্নিত হামলাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

    প্রসঙ্গত গত বৃহস্পতিবার চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ পত্রিকায় উপজেলা সদরের একটি মাধ্যমিক স্কুল বিরোধীয় জায়গায় সীমানা প্রাচীর নির্মাণের দুর্বৃত্তায়ন নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল আলম গত শুক্রবার বিকেলে উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এমপি গোল্ড কাপ খেলার সংবাদ সংগ্রহে গেলে দৈনিক পূর্বকোণ প্রতিনিধি মো.সেকান্দর আলম বাবরের ওপর হামলা করেন।

    ২৪ ঘণ্টা/পূজন

  • বোয়ালখালীতে সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে সভা

    বোয়ালখালীতে সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে সভা

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হত্যার হুমকির প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলা সদরে এ প্রতি সভা অনুষ্ঠিত হয়।

    এতে বক্তারা বলেন, শুক্রবার সকালে উপজেলার পশ্চিম শাকপুরায় জায়গা জবর দখলের খবর পেয়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের জন্য ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। সাংবাদিকরা ঘটনাস্থলে যাওয়ায় শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জনার্দন চৌধুরীর ভাড়াটে গুণ্ডাবাহিনী সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা সেইদিন সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণসহ গণ ধোলাই দিয়ে হত্যার হুমকি দিয়েছে। যদি এ অবস্থা চলতে থাকে তাহলে সাধারণ মানুষ কোথা যাবে?

    নিরস্ত্র সাংবাদিকদের সাথে এধরণের আচরণকে ন্যাক্কারজনক উল্লেখ করে বক্তারা আরো বলেন, জনার্দন চৌধুরী যেই হোন, তিনি আইনের উর্ধ্বে নন। মূলত তার অপকর্ম দেখে ফেলার কারণে এ ঘটনা ঘটিয়েছেন।

    সভায় বক্তব্য রাখেন, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সহ-সভাপতি রাজু দে, বি নিউজ ডট কম সম্পাদক আবুল ফজল বাবুল, আলোকিত বোয়ালখালী সম্পাদক তাজুল ইসলাম রাজু, সাংবাদিক এম এ মান্নান, সাধারণ সম্পাদক মো. সেকান্দর আলম বাবর, মফস্বল সাংবাদিক ফোরাম চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক কাজী আয়েশা ফারজানা, প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক পূজন সেন, সাংগঠনিক সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন ও সদস্য ছাদেকুর রহমান সবুজ।

    উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার পশ্চিম শাকপুরা এলাকায় মৃদুল চৌধুরী নামের এক ব্যক্তির জায়গা জবর দখল চেষ্টার ঘটনায় স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে, শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনার্দন চৌধুরী ও তার বাহিনী ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন। এসময় তারা সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন ও গণধোলাই দিয়ে হত্যার হুমকি প্রদান করে।

    ২৪ ঘণ্টা/রিহাম/পূজন

  • মানবজমিনের সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে সীতাকুণ্ডে প্রতিবাদ সভা

    মানবজমিনের সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে সীতাকুণ্ডে প্রতিবাদ সভা

    ২৪ ঘন্টা ডট নিউজ।সীতাকুণ্ড প্রতিনিধি : দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সীতাকুণ্ডে।

    দৈনিক মানবজমিন পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের পরিচালনায় সোমবার দুপুর ১২টার সময় সীতাকুণ্ড প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সহ-সভাপতি জহিরুল ইসলাম,সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এম হেদায়েত উল্লাহ, বর্তমান সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অনিক, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদস্য তালুকদার নির্দেশ বড়ুয়া, মোঃ জাহাঙ্গীর আলম, জাহেদুল আনোয়ার চৌধুরী ও অশোক দাশ,সঞ্জয় চৌধুরী প্রমুখ।

    অনুষ্ঠানে বক্তারা, মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রতিবেদক আল অমিনসহ ৩২জন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবী জানান এবং সারা দেশে সকল সাংবাদিকদের নিরাপাত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান।