Tag: প্রতিভা অন্বেষণ

  • রাউজানে ক্ষুদে প্রতিভা অন্বেষণ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ

    রাউজানে ক্ষুদে প্রতিভা অন্বেষণ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ

    রাউজানে ক্ষুদে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান রাউজান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

    আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুস।

    চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াছ হোসেনের নির্দেশনায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে আয়োজিত এই প্রতিযোগিতায় পাঁচটি ইভেন্টে উপজেলার ১৮৩ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। ইভেন্টগুলো হচ্ছে সংগীত, চিত্রাংকন, আবৃত্তি, নৃত্য ও উপস্থিত বক্তৃতা। পাঁচটি ইভেন্টে প্রথম. দ্বিতীয় ও তৃতীয়স্থান অর্জনকারীসহ মোট ৭৫ জন শিক্ষার্থীকে পুরষ্কার ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

    প্রধান অতিথি এহেছানুল হায়দর চৌধুরী বাবুল বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসকের এই উদ্যোগে নিঃসন্দেহে কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে অনন্য ভূমিকা রাখবে। আজকে ক্ষুদে শিক্ষার্থীরাই একদিন জাতীয় পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জন করে দেশের মুখ উজ্জল করবে।

    সভাপতির বক্তব্যে ইউএনও জোনায়েদ কবির সোহাগ বলেন, আমাদের সন্তানেরা যাতে নিজেদের মেধা সঠিকভাবে মেলে ধরতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখানে যারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে প্রত্যেকেই পারদর্শীতার প্রমাণ দিয়েছে। আগামীতে এরা দেশের সম্পদে পরিণত হতে পারে।