Tag: প্রতিষ্ঠান

  • করোনা রোগীদের বিনামুল্যে অক্সিজেন দিচ্ছে সীতাকুণ্ডের এস.এল গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান

    করোনা রোগীদের বিনামুল্যে অক্সিজেন দিচ্ছে সীতাকুণ্ডের এস.এল গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে তথা চট্টগ্রাম করোনা আক্রান্ত রোগীদের প্রয়োজনে বিনামূল্যে অক্সিজেন রিফিল করে দেবে সীতাকুণ্ডের এস.এল গ্রুপের কর্নধার আলহাজ্ব মোহাম্মদ লোকমান এর মালিকানাধীন এস.এল অক্সিজেন।

    এ ক্ষেত্রে রোগীদেরকে অক্সিজেন নেওয়ার জন্য খালি বোতল দিতে হবে। এ তথ্য নিশ্চিত করেছেন এস.এল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ লোকমান।

    জানা যায়, বর্তমানে কেউ করোনা আক্রান্ত হলেই বেশিরভাগ ক্ষেত্রে তাদের শ্বাস-প্রশ্বাস ব্যাহত হচ্ছে। এ ক্ষেত্রে তাদেরকে অক্সিজেন সাপোর্ট দেওয়া জরুরী হয়ে পড়েছে। আর করোনা ছড়িয়ে পড়ার সাথে সাথে তাই চট্টগ্রামসহ সারা দেশেই অক্সিজেনের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে।

    এ সুযোগে এক শ্রেণির ব্যবসায়ী অক্সিজেনের দাম ইচ্ছেমত কয়েকগুন বাড়িয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে। ঠিক এমন সময়ে রোগীদের কথা চিন্তা করে বিশেষ উদ্দ্যোগ নিয়েছে সীতাকুণ্ডের এস.এল গ্রুপ।

    এ ব্যাপারে এস.এল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ লোকমান বলেন, বর্তমান বাস্তবতায় মানবিক সাহায্য খুবই গুরুত্বপূর্ন বৈশ্বিক মহামারীর এই দুঃসময়য়ে কিছু ব্যক্তি বিশেষের জন্য মানবিক বিপর্যয় হউক এটা আমরা চাই না।

    করোনা আক্রান্ত রোগিরা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। এটি খুবই দুঃখজনক। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে করোনা রোগীদের সহায়তায় আমাদের কারখানা থেকে বিনামূল্যে অক্সিজেন রিফিল করে দেব।

    তবে সেক্ষেত্রে রোগীদেরকে খালি বোতলের ব্যবস্থা করতে হবে। কারণ, বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে অক্সিজেনের বোতলের সংকট আছে।

    তিনি বলেন, কারো প্রয়োজনে যতগুলো বোতল লাগে তত পরিমান অক্সিজেন আমরা দেব। তাই রোগীদের আশ্বস্ত করে তিনি বলেন, আমরা চাই সীতাকুণ্ড তথা চট্টগ্রামের কোন রোগীই যেন অক্সিজেনের অভাবে মারা না যান। আমাদের অক্সিজেনের কারনে কারো বিন্দুমাত্র উপকার হলেই আমাদের এই উদ্যেগ সার্থক হবে।

    কারো অক্সিজেন প্রয়োজন হলে জালাল উদ্দিন জিকু অথবা মামুনুর রশিদ মামুন এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। মোবাইল নং-০১৬৭৫-৮৭৩৬১৬, ০১৯১৯-১৭২১০৯,০১৮৬৪-৯৯১২২৯।

    এদিকে করোনায় শ্বাসকষ্ট রোগীদের ফ্রি অক্মিজেন সেবায় এগিয়ে এসেছেন সীতাকুণ্ডের অনেক শিল্পপতিরাও।

    তাদের মধ্যে রয়েছেন জিরি সুবেদার, এমপি দিদারুল আলমের মালিকানাধীন গোল্ডেন অক্মিজেন, উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, সীমা অক্সিজেন, মাস্টার আবুল খাায়ের’ অক্মিজেনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

    ২৪ ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/রাজীব প্রিন্স

  • স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

    স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

    জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২০ পাচ্ছেন।

    পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), মরহুম কমান্ডার (অব.) আবদুর রউফ, মরহুম মুহম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান; চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির; শিক্ষায় ভারতেশ্বরী হোমস; সাহিত্যে মুক্তিযোদ্ধা এস এম রইজ উদ্দিন আহম্মদ এবং সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার।

    মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২০ প্রদান করবেন।

  • একুশে পদক পাচ্ছেন ২০ বিশিষ্ট নাগরিক ও এক প্রতিষ্ঠান

    একুশে পদক পাচ্ছেন ২০ বিশিষ্ট নাগরিক ও এক প্রতিষ্ঠান

    বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ দেশের ২০ জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠানকে ২০২০ সালের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার ।

    আগামী ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ২০২০ সালের একুশে পদক প্রদান করবেন বলে আশা করা হচ্ছে।

    বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্তদের এ তালিকা প্রকাশ করেছে।

    স্বীকৃতি প্রদানের ক্ষেত্রসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম হচ্ছে-  ভাষা আন্দোলনে মরহুম আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর)। শিল্পকলায় (সংগীত) বেগম ডালিয়া নওশিন, শঙ্কর রায় ও বেগম মিতা হক। শিল্পকলায় (নৃত্য) মো. গোলাম মোস্তফা খান। শিল্পকলায় (অভিনয়) এস এম মহসীন। শিল্পকলায় (চারুকলা) অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান। মুক্তিযুদ্ধে (মরণোত্তর) মরহুম হাজী আক্তার সরদার, মরহুম আব্দুল জব্বার ও মরহুম ডা. আ. আ .ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার)।

    সাংবাদিকতায় জাফর ওয়াজেদ (আলী ওয়াজেদ জাফর)। গবেষণায় ড. জাহাঙ্গীর আলম ও হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ। শিক্ষায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। অর্থনীতিতে অধ্যাপক ড. শামসুল আলম। সমাজসেবায় সুফি মোহাম্মদ মিজানুর রহমান। ভাষা ও সাহিত্যে ড. নুরুন নবী, মরহুম সিকদার আমিনুল হক (মরণোত্তর) ও বেগম নাজমুন নেসা পিয়ারি। চিকিৎসায় অধ্যাপক ডা. সায়েবা আখতার।

    এদিকে প্রতিষ্ঠান হিসেবে গবেষণায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট একুশে পদক পাচ্ছে।