Tag: প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • নানা আয়োজনে খাগড়াছড়িতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    নানা আয়োজনে খাগড়াছড়িতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    খাগড়াছড়ি প্রতিনিধি : নানা আয়োজনে খাগড়াছড়িতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

    দিনটি উপলক্ষে সোমবার(০৪ জানুয়ারী) সকালে নারিকেল বাগান এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে টাউন হল প্রাঙ্গনে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।

    পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

    প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরাসহ সাবেক ও বর্তমান ছাত্রলীগ এবং আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    জেলার বিভিন্ন উপজেলাতেও ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

    ২৪ ঘণ্টা/প্রদীপ

     

  • লোহাগাড়ায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    লোহাগাড়ায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্টাবার্ষিকী পালন করেছে লোহাগাড়া উপজেলা যুবলীগ।

    এ উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৭টায় বটতলী মোটর স্টেশনস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু ও যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজুসহ নেতৃবৃন্দ। পরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

    উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।

    এতে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য মামুন-উর রশিদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান ও লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন।

    এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নাজমুল হাসান টিপু, নাজিম উদ্দিন, রফিক আহমদ, আবু হুরাইরা জুয়েল, মো : মামুনুল হক, জসিম উদ্দিন, এরশাদ হোসাইন, মো : ফারুক, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ লোহাগাড়া উপজেলা সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী,
    যুবলীগ নেতা মহিউদ্দিন চৌধুরী বাবর, নজরুল ইসলাম লিটন, মামুনুর রশিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন সিকদার সুমন, সহ-সম্পাদক গাজী আমজাদ, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ লোহাগাড়া উপজেলার সাধারণ সম্পাদক এইচএম কবির, উপজেলা নবীন লীগের সভাপতি সাকিবুল হাসান লাভলু, চুনতি ইউপি সদস্য জমির উদ্দিন বাবর, আধুনগর ইউপি সদস্য আব্দুল মন্নান, যুবলীগ নেতা আবুল ফয়েজ, গিয়াস উদ্দিন, গৌতম দাশ, এরশাদুল হক ও আহসান হাবীব প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/রিহাম/আজাদ

  • রাউজানে স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    রাউজানে স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : বৈশ্বিক মহামারী করোনা সংকটময় সময়ে স্বাস্থ্য বিধি মেনে চট্টগ্রামের রাউজানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

    কর্মসূচীর মধ্যে ছিল ২৭ জুলাই (সোমবার) সকাল ১১ টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, রাউজান কলেজ জামে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল।

    রাউজান উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম সুমনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত খতমে কোরআন ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, আওয়ামীগ নেতা তছলিম উদ্দিন, মুছা আলম খান চৌধুরী, হাসান মোহাম্মদ রাসেল, যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান বিল্পব, মোহাম্মদ আবছার, ফজল করিম, চন্দ্র সেন বড়ুয়া, ফোরকান উদ্দিন সিরাজী, নাছির উদ্দিন বাদশা, সৈয়দ মোহাম্মদ আলম, বশর কোম্পানি, জাবেদ হোসেন, ডা: ফিপন বড়ুয়া, সাইফুল ইসলাম বখতিয়ার, সাইফুদ্দিন শেখর, সাইফুদ্দিন বাবর, মোহাম্মদ এরশাদ ও এস এম আবদুল্লা আল জাবেদ প্রমূখ। দোয়া, মিলাদ পরিচালনা করেন রাউজান কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বোরহান উদ্দিন।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম

  • ঠাকুরগাঁওয়ে কেক কেটে “দৈনিক সময়ের আলো” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    ঠাকুরগাঁওয়ে কেক কেটে “দৈনিক সময়ের আলো” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃদৈনিক “সময়ের আলো” পত্রিকার ১ম বর্ষপূর্তি ও ২য় বছরে পদার্পন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২ মার্চ) সকালে এ উপলক্ষে প্রেস ক্লাব চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। পরে প্রেস ক্লাবের নতুন হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এর আগে থেকে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম) ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।

    আলোচনা সভায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন আ’লীগের অর্থ ও পরিকল্পনা কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক রাজিউর রেজা খোকন চৌধুরী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, নির্বাহী সদস্য ও সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার রাশেল প্রমুখ।

    অনুষ্ঠানে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সদস্য ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

  • নীলফামারীতে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    নীলফামারীতে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    নীলফামারীতে শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার(১২ অক্টোবর)দুপুরের দিকে জেলা শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।

    পরে সেখান থেকে একটি শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

    এসময় জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সম্পাদক আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ মঞ্জু, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব ও শ্রমিক নেতা দেওয়ান মুজিবুদ্দৌলা জকি প্রমুখ।

    এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়।