Tag: প্রতিষ্ঠা বার্ষিকী

  • সীতাকুণ্ডে নানা আয়োজনে মানবতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    সীতাকুণ্ডে নানা আয়োজনে মানবতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সেচ্ছাসেবী সংগঠন মানবতা ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার ১০ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় গ্রামার অলেম্পিয়াড। এছাড়া ৩ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে হতে সেরা ১০জনকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের মাঝে ক্লিন সীতাকুণ্ড সম্মাননা প্রদান, ৫ ইউনিয়নের ৫ জন আলোকিত মানুষকে সম্মাননা প্রদান, বৃক্ষরোপন এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচীর আয়োজন করা হয়।

    সোমবার সন্ধ্যায় একটি কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সুচনা করেন সিমনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী লায়ন মোঃ ইমরান। শিক্ষক আবু জাফর সাদেক এর সভাপতিত্বে ও বেলাল শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনের আহবায়ক লায়ন মোঃ গিয়াস উদ্দিন, মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা আহমেদ আরমান সিদ্দিকী, লায়ন ইঞ্জিনিয়ার কামরুদৌজা, হাজ্বী মোঃ ইউছুফ শাহ, শিক্ষক মোঃ লোকমান, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সংগঠনের সভাপতি মোঃ রনি খান প্রমুখ।

  • রঙিন ঘুড়ি ফাউন্ডেশন’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    রঙিন ঘুড়ি ফাউন্ডেশন’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    শীতবস্ত্র ও পবিত্র আল-কোরআন বিতরণ এবং ক্ষুদে এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে রঙিন ঘূড়ি ফাউন্ডেশন’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান।

    আজ শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামস্থ শের শাহ বাংলা বাজার লিংক রোডে অবস্থিত “মিনহাজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই মহতি আয়োজন করে “রঙিন ঘুড়ি ফাউন্ডেশন” নামের সামাজিক সংগঠনটি।

    মূলত বীর চট্টলায় বসবাসরত কর্পোরেট জগতের কয়েকজন সমমনা ও মানবতাবাদী বন্ধুমহলের ইতিবাচক মনোভাবের ফসল এই সংগঠনটি।

    প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রামের জনপ্রিয় নিউজ পোর্টাল ২৪ ঘন্টা ডট নিউজের প্রকাশক ও অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা নূর মোহাম্মদ রানা।

    সংগঠনটির উদ্যোক্তা ও আহ্বায়ক কমিটির সভাপতি মো. মাসুদ আলম চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক মো. আফাজ উদ্দিন আসিফের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা মো. আব্দুল গাফফার মিয়াজী।

    অতিথিরা বলেন, রঙিন ঘুড়ি ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও জনকল্যাণমুখী সংগঠন। নিজেদের সম্মিলিত প্রচেষ্টা, ঐকান্তিক সহযোগীতা ও আর্থিক যোগানের মাধ্যমে অনাথ শিশু ও দুস্থদের মুখে হাসি ফোটানোই এ সংগঠনের লক্ষ্য।

    শুধুমাত্র চাকুরী কিংবা ব্যবসা এবং মাসশেষে আয়লব্ধ অর্থে জাগতিক ভোগ-বিলাসিতার একঘেয়েমি যাপিত জীবন নয় বরং এই চিরাচরিত রোবটিক জীবন ব্যবস্থার দৈনন্দিন নয়টা থেকে ছয়টার রুটিন শেষে অযথা আড্ডায় সময় ব্যয় থেকে সরে এসে মানব কল্যাণের মাধ্যমে একটু আত্মার প্রশান্তি ও সৃষ্টিকর্তার নৈকট্য লাভের নিমিত্তে একগুচ্ছ বন্ধুমহলের একটি চমৎকার প্রয়াস আজকের এই “রঙ্গিন ঘুড়ি ফাউন্ডেশন”।

    চট্টগ্রাম জেলার আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা দূস্থ, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের সার্বিক কল্যাণ ও আলোকিত সমাজ বির্নিমানে সমৃদ্ধির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকে মানবতার জয় নিশ্চিত করতে নানামুখী কর্মসূচি রয়েছে এ সংগঠনের।

    সংগঠনের নানামুখী মহতি উদ্দ্যেগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে রঙিন ঘুড়ি ফাউন্ডেশনের জন্য শুভ কামনা জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা সাংবাদিক নুর মোহাম্মদ রানা।

    আয়োজিত প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনষ্ঠোনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও যুগ্ম-আহ্বায়ক মো. আফাজ উদ্দিন আসিফ, মো. শফিকুল ইসলাম বাবু এবং সম্মানিত সদস্য স্টিভেন ডায়েস, মো. রিপন, মো. আসীফ, শাখাওয়াত হোসেন রিমন, মো. আবীর, মো. সাইফুল ইসলাম চৌধুরী, মো. রাশেদুল আলম, জুয়েল রানা প্রমুখ।

    সংগঠনের সকলেই এতিম খানার সকলের সাথে একটি সুন্দর সময় কাটান। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনার মধ্য দিয়ে সফলভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন সম্পন্ন করা হয়।

    ২৪ ঘন্টা/

  • ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সীতাকুণ্ডে ছাত্রসেনার র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

    ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সীতাকুণ্ডে ছাত্রসেনার র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

    সীতাকুণ্ড প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যেগে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (২১ জানুয়ার) বিকাল ৪ টায় উপজেলাে ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকা থেকে র‌্যালীটি শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে ভাটিয়ারী শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

    এর আগ মাদামবিবিরহাটস্থ হযরত শাহজাহানীয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রসেনা সভাপতি মুহাম্মদ তাওহিদুল আলম রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র সমাবেশ উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সচিব অধ্যক্ষ মুহাম্মদ তৈয়্যব আলী।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জমাআতের চেয়ারম্যান কাযী মঈনুদ্দিন আশরাফি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি কে. এম. আজাদ রানা, বিশেষ বক্তা ছিলেন মুহাম্মদ আলী আকবর।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আহলে সুন্নত ওয়াল জমাআত সভাপতি অধ্যক্ষ মুঃ আব্দুল আউয়াল আল কাদরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সভাপতি মাওলানা মুজিব উদ্দিন আল কাদেরী, ইসলামী,ফ্রন্টের সাবেক সভাপতি মাওলানা মুঃ আশরাফ হোসাইন, সহ-সভাপতি মাওলানা মুঃ আলী সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান ওমাইর রজভী, মাওলানা মুঃ খোরশেদ আলম, মোঃ আবু কায়সার, বাংলাদেশ ইসলামী যুবসেনা উপজেলা সভাপতি মুহাম্মদ আবু মুসা, সাধারণ সম্পাদক মুঃ সাখাওয়াত হোসাইন, সহ-সাধারণ সম্পাদক রমজান আলী রুবেল প্রমূখ।

    ২৪ ঘণ্টা/দুলু

  • চট্টগ্রামে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

    চট্টগ্রামে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

    চট্টগ্রামে নানা আয়োজনে এশিয়ান টেলিভিশনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

    সোমবার (১৮ জানুয়ারী) সকালে নগরীর নন্দনকাননের পুলিশ প্লাজার ৬ষ্ঠ তলায় এশিয়ান টিভির বিভাগীয় কার্যালয়ে বর্ণিল আয়োজনে উদযাপন করা হয় বেসরকারি টেলিভিশন এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী।

    সকালে প্রথম পর্বে কেক কেটে আনুষ্ঠানিকতার সূচনা করেন সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ,জ,ম নাছির উদ্দিন। দুপুরে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম কেক কেটে ২য় পর্বের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন।

    এই সময় সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, এশিয়ান টেলিভিশন সূচনা লগ্ন থেকেই মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের নানা অনিয়ম, দুর্নীতি উঠে আসছে কর্মরত সাংবাদিকদের সংবাদের মধ্য দিয়ে। চট্টগ্রামকে নিয়ে এশিয়ান টেলিভিশনের ভাবনা নগরবাসীকে উদ্বেলিত করেছে। চলমান কাজের ধারাবাহিকতায় আগামী দিনেও সমাজের নানা কর্মকান্ডে এশিয়ান টেলিভিশন অগ্রনী ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন সাবেক মেয়র নাসির।

    অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যোগ দিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম বলেন, এশিয়ান টেলিভিশন বরাবরই বস্তুনিষ্ট সংবাদ উপস্থাপন করছে এবং চট্টগ্রামের গণ মানুষের কথা তুলে ধরে বহুমুখি মাইলফলক তৈরি করেছে সেই সূচনালগ্ন থেকেই। তিনি এশিয়ান টেলিভিশনের সফলতা কামনা করেন।

    চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস বলেন, এশিয়ান টেলিভিশন চট্টগ্রামের সংবাদকর্মিরা পেশাদারিত্বের মান বজায় রেখেছে। সামনের দিনগুলোতে সেই মান ধরে রাখতে হবে।

    এই সময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান নির্বাহী ডা: বিদুৎ বড়ুয়া, দৈনিক দেশ রুপান্তরের ব্যুরো প্রধান ফারুক ইকবাল, শ্রমিক নেতা সফর আলী, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ম শামসুল ইসলাম, সাংবাদিক শাহনেওয়াজ রিটন, দীপ্ত টিভির ব্যুরো প্রধান লতিফা আনসারী রুনা, এশিয়ান টিভির চট্টগ্রাম বিভাগের বার্তা প্রধান ওয়াহিদ জামান, সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় সমন্বয়ক এডভোকেট জিনাত সোহানা চৌধুরী, ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোবারক আলী, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সিটি কলেজের সাবেক ভিপি রাজিব হাসান রাজন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সাংবাদিক কাজী মাহফুজ, ফটো সাংবাদিক সুজন আচ্যার্য, লিটন মজুমদার ও চ্যানেল এস এর সিনিয়র সাংবাদিক মো. রাসেদ ও সাংবাদিক রানা আবির নাহা ও অন্যান্য গনমাধ্যমকর্মীরা।

  • বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে সমাবেশ

    বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে সমাবেশ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বিকাল ৩টায় বাড়বকুণ্ড স্কায়ারের হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক জহুরুল আলম জহুর।

    পৌরসভা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দীন আশরাফের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে চাকসুর ভিপি ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দীন বলেন।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ন-সম্পাদক এডভোকেট আবু তাহের,ইছাক কাদের চৌধুরী, জয়নাল আবেদীন দুলাল, সামছুল আলম আজাদ, মোঃ মোরছালিন, কাজী সালাউদ্দীন, মুক্তিযোদ্ধা আবুল মুনছুর, আরঙ্গজেব মোস্তফা, ফজলুল করিম চৌধুরী, সাহাব উদ্দীন রাজু, অমলেন্দু কনক, আবুল কালাম আজাদ, বদিউল আলম বদরুল, মুক্তিযোদ্ধা মোহরম আলী, কাজী এনামুল বারী, অহিদুল আলম চৌধুরী শরীফ, আনোয়ারুল আজিম মুকুল, আলি নেওয়াজ মামুন, জহিরুল ইসলাম নাছির, সালামত উল্ল্যাহ, মহিউদ্দদীন।

    এছাড়াও বক্তব্য রাখেন ডাঃ কমল কদর, বখতিয়ার, উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের নেতা নুরুল হুদা সোহেল, শওকত তালুকদার, জিয়া উদ্দীন, যুবদল নেতা লোকমান হোসেন রকিব, ইসমাইল, ছাত্রদল নেতা ইফরান রকি, ইসমাইল, সোহেল উদ্দীন, ইসমাইল হোসেন, আসরাফ আলী জিকু, সাজ্জাদ হোসেন শাকিল, আইনুল হক রিপন, সাইফুল ইসলাম, একরাম, আকবর হোসেন জসীম, ইদ্রিছ মিয়া মনির, ইদ্রিছ মেম্বার, আলা উদ্দীন মাসুম, শহীদুল্ল্যাহ মেম্বার, জসিম মেম্বার, হেলাল উদ্দীন বাবর, হারুন ভূইয়া, একরাম উল্ল্যাহ নয়ন, হারুনুর রশিদ ইব্রাহিম, মোশারফ হোসেন, হেলাল উদ্দীন, নুরুন্নবী, সৈয়দ আলা উদ্দীন, বাহার উদ্দীন, ছালে আহাম্মদ ছলু, কেফায়েত উল্ল্যাহ, শামসু, মহিম, গোলাম ছাদেক, সেলিম উদ্দীন মাহামুদ, কাজী বদরুদ্দীন, মুনছুর আলী, জিতেন্দ্র নারায়ন নান্টু, গোপাল শর্মা, এডভোকেট আইনুল কামাল, হেলাল মেম্বার, মহিদুল ইসলাম আবির, সৈকত প্রমুখ নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/আর এস/কে আই ডি

  • যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাল রাউজানে বর্ণাঢ্য র‌্যালী

    যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাল রাউজানে বর্ণাঢ্য র‌্যালী

    বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাউজানে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা আগামীকাল ১১ নভেম্বর সোমবার বিকেল তিন ঘটিকায় অনুষ্ঠিত হবে।

    রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রেলপথ মন্ত্রনায়লয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

    রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান সৈয়্যদ আব্দুল জব্বার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

  • সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলন মেলা

    সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলন মেলা

    সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

    আজ শুক্রবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার সীতাকুণ্ড সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত উক্ত মিলন মেলায় দেশের ৬৪ উপজেলার ব্লাড ডোনেট গ্রুপের স্বেচ্ছাসেবীরা উপস্থিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।

    মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

    তিনি বলেন, সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের সদস্যরা রুগীর জন্য রক্তের যোগান দিয়ে যে আত্নমানবতার সেবা দিয়ে যাচ্ছে তা প্রশংসার দাবীদার, মানুষের জীবন-মরনের সাথে রক্তের নিবিড় সম্পর্ক, আর এই কাজটি করে তারা সামাজিক ও মানবিক বড় দায়িত্ব পালন করছে।

    সংগঠনের এডমিন নাজমুল সোহেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুল আলমের সঞ্চলনায় উক্ত মিলন মেলার উদ্ভোধন করেন জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইছাক, মুক্তিযুদ্ধা আবুল কাসেম ওয়াহেদী, কাউন্সিলর দিদারুল আলম এ্যাপেলো, মোহাম্মদ মুরাদ, স‌ফিউল আলম চৌং মুরাদ, সমাজ সেবক প্রফেসর গনি, মর্ডান হাসপাতালের পরিচালক খালেদ মোশারফ, মেটারনিটি হাসপাতালের পরিচালক মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার কামরুদৌজ্জা, কবি ও লেখক দেবাশিষ ভট্টাচার্য, ছাত্রলীগ নেতা ফারুক, ইব্রাহিম বাবুল, সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের সেক্রেটারী রুমন, এডমিন নুর ইসলাম, আজগর আলী, এলিট, সাইফুল, নিবির প্রমুখ।

    উক্ত মিলনমেলায় সমাজের বিভিন্ন গুণিজনদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া সর্বোচ্চ রক্তদানকারীদেরকেও সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

    অনুষ্ঠানে সংগঠনের নাম ” সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের নাম পরিবর্তন করে ” সীতাকুণ্ড ব্লাড ডোনেট ডোনার্স সোসাইটি করা হয়”।

    অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে সংগঠনের জন্য ২ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষনা দেন।