Tag: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

  • প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া করোনায় আক্রান্ত

    প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া করোনায় আক্রান্ত

    প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

    শুক্রবার (২৬ জুন) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ তথ্য জানান।

    তিনি বলেন, ‌কয়েক দিন আগে আমাদের দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনাভাইরাস টেস্ট করিয়েছেন, টেস্টে রিপোর্ট পজিটিভ এসেছে।

    ডাক্তারের পরামর্শ অনুযায়ী গণভবন কমপ্লেক্সের নিজের সরকারি বাসায় থেকেই বিপ্লব বড়ুয়া চিকিৎসা নিচ্ছেন বলে জানান হাছান মাহমুদ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রামের মানুষের মূল্যায়ণ করেছে প্রধানমন্ত্রী-বিপ্লব বড়ুয়া

    চট্টগ্রামের মানুষের মূল্যায়ণ করেছে প্রধানমন্ত্রী-বিপ্লব বড়ুয়া

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : আওয়ামী লীগের নবনির্বাচিত দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, রাজনীতিতে পদপদবী বড় বিষয় নয়, রাজনীতির সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষের অস্থা ও ভালবাসা অর্জন করা।

    তিনি বলেন, আমি চট্টগ্রামের সন্তান। দেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে সংগঠনটির দফতর সম্পাদক পদ দিয়ে চট্টগ্রামের মানুষকে সেবা করার সুযোগ করে দিয়েছেন। সরকার ও দল পরিচালনার জন্য চট্টগ্রামের মানুষের মূল্যায়ণ করেছেন প্রধানমন্ত্রী।

    বুধবার (৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পুরাতন রেল স্টেশন চত্বরে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী রীগ আয়োজিত গণসংবর্ধণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    ব্রারিস্টার বিপ্লব বড়ুয়া ২
    চট্টগ্রাম রেল স্টেশনে গণসংবর্ধণাস্থল থেকে ছবিগুলো তুলেছেন ২৪ ঘন্টা ডট নিউজের সিনিয়র ফটোগ্রাফার দেব প্রসাদ দাস দেবু

    চট্টগ্রাম আওয়ামী লীগের আয়োজিত এ গণসংবর্ধনা প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেছেন জানিয়ে আওয়ামী লীগের নব নির্বাচিত দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, প্রিয় নেত্রী চট্টগ্রামকে মূল্যায়ন করে চট্টগ্রামের ৮ জনকে কেন্দ্রীয় আওয়ামী লীগে স্থান দিয়েছেন। চট্টগ্রামের মানুষ জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।

    তিনি বলেন, পদ-পদবী আমার কাছে মূখ্য নয়, আমি দলীয় কর্মী হিসেবে, আপনাদের ভাই হিসেবে পাশে থাকতে চাই। নেত্রী আমাকে প্রতিনিধিত্ব করার যে সুযোগ দিয়েছেন আমি চট্টগ্রামবাসীদের সহযোগীতা নিয়ে সে গুরু দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই।

    বিপ্লব বড়ুয়া বলেন, কর্মজীবনে আমি সাংবাদিকতা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলাম। বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রাম প্রডিউসার ছিলাম। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর শুধুমাত্র ছাত্রলীগের রাজনীতি করার কারণে বিএনপি আমাকে চাকুরিচ্যুত করে।

    ব্রারিস্টার বিপ্লব বড়ুয়া ৩
    চট্টগ্রাম রেল স্টেশনে গণসংবর্ধণাস্থল থেকে ছবিগুলো তুলেছেন ২৪ ঘন্টা ডট নিউজের সিনিয়র ফটোগ্রাফার দেব প্রসাদ দাস দেবু

    পরে আমি লন্ডনে গিয়েছি। আমার সঙ্গে অনেকে লন্ডনে গিয়েছেন। তারা সেখানের নাগরিকত্ব নিয়ে থেকে গেছেন। আমি যে সবুজ পাসপোর্ট নিয়ে লন্ডনে গিয়েছিলাম সেই পাসপোর্ট নিয়ে ফেরত এসেছি।

    দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আওয়ামী লীগের নানা পরিকল্পনার কথা উল্লেখ করে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, জনগণের আস্থা অর্জনে আওয়ামী লীগ সফল হয়েছে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। কেউ যেন উন্নয়ন বাধাগ্রস্থ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

    সরকার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে জানিয়ে নির্ধারিত সময়ের আগেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে সকলের সহযোগিতা প্রয়োজন।

    এর আগে আওয়ামী লীগের নবনির্বাচিত দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াকে বরণ করে নিতে বুধবার সকাল থেকেই ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে মিছিল সহকারে চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা জড়ো হতে থাকেন রেল স্টেশন চত্ত্বরে।

    সমাবেশ উপলক্ষে সিটি কলেজ, মহসিন কলেজ, বাকলিয়া কলেজসহ নগরীর ৪৩ ওয়ার্ড আওয়ামী লীগের পরিবহনযোগে ও হেঁটে অসংখ্য নেতা-কর্মী, চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী ও সাধারণ জনগণ এই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।

    পুরো রেলস্টেশন জুড়ে জয় বাংলা স্লোগানে মুখরিত ছিলো। দুপর দেড়টার মধ্যেই নেতা কর্মীদের ভিড়ে ভরপুর হয়ে যায় রেলস্টেশনের সংবর্ধনাস্থল ও আশপাশের এলাকা। দুপুর ২টার কিছু পরে ঢাকা থেকে ট্রেনযোগে চট্টগ্রাম রেল স্টেশনে নামার পর নবনির্বাচিত নেতা বিপ্লব বড়ুয়া ও প্রধানমন্ত্রীর নামে স্লোগানের ঝড় তুলেন আগত নেতাকর্মীরা।

    ফুলের মালা গলায় পড়িয়ে আওয়ামী লীগের নবনির্বাচিত দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াকে বরণ করে নেন চট্টগ্রামের সিনিয়র নেতৃবৃন্দরা। পরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত গণসংবর্ধনা সভায় তিনি নেতাকর্মীদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন।

    বক্তব্যে আগামি ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী মোছলেম উদ্দিন আহমদকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান বিপ্লব বড়ুয়া।

    এর আগে বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী।

    এ সময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ রশিদ, মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, সাতকানিয়া পৌর মেয়র ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জোবায়ের, সাবেক ছাত্রলীগ নেতা আরশেদুল আলম বাচ্চুসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।