Tag: প্রবাসী সজিবের

  • বিয়ের আগেই মৃত্যু প্রবাসী সজিবের! লাশ মিলল শিকলবাহা কবরের পাশে

    বিয়ের আগেই মৃত্যু প্রবাসী সজিবের! লাশ মিলল শিকলবাহা কবরের পাশে

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : বিয়ের মাত্র ৮দিন আগেই মৃত্যু হলো প্রবাস ফেরত যুবক পটিয়ার বাসিন্দা রাইহানুল ইসলাম সজিবের (২৫)। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার একটি কবরের পাশ থেকে মিলে এ দুবাই প্রবাসী যুবকরে মরদেহ। 

    আজ ১৮ জানুয়ারি শনিবার সকালে কর্ণফুলী থানা পুলিশ তার মরদেহ শিকলবাহা সরোয়াদ্দীন জামে মসজিদের পাশের একটি কবরের পাশ থেকে উদ্ধার করেছে। নিহত সজিব পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের আতাউর রহমান চৌধুরীর পুত্র।

    প্রবাসীর চাচা শহীদুল আলী মনজু জানিয়েছেন, প্রবাসী সজিবের বিয়ে অনুষ্ঠান ছিল আগামী শনিবার। ইতোমধ্যে তার আকদ্ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে তার আত্মীয়-স্বজনদের বিয়ের দাওয়াত দিতে সে বস্থ হয়ে পড়ে। শুক্রবার দাওয়াত দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সে আর ঘরে ফিরেনি।

    এ বিষয়ে নগরীর বাকলিয়া থানায় একটি অভিযোগ করলে পুলিশ মোবাইল ট্যাকিং এর মাধ্যমে প্রবাসী সজিবের অবস্থান জানতে পারে। পরে কর্ণফুলী থানা পুলিশ শিকলবাহা এলাকার একটি কবরের পাশ থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে প্রেরণ করেছে।

    কর্ণফুলী থানার ওসি মো. ইসমাইল হোসেন জানিয়েছেন প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। কি ঘটনা এখনো নিশ্চিত হননি। তবে নাকে ও মুখে রক্ত পাওয়া গেছে।