Tag: প্রশাসনের

  • আনোয়ারা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময়

    আনোয়ারা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময়

    ২৪ ঘণ্টা আনোয়ারা প্রতিনিধি : আসন্ন সার্বজনীন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের সাথে আনোয়ারা পূজা উদযাপন পরিষদের মতাবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ সোমবার (১২অক্টোবর) বিকাল ৩টায় আনোয়ারা থানা মিলনায়তন রুমে ওসি দুলাল মাহমুদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

    পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিউটন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন।

    এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কল্লোল সেন, সাগর মিত্র, অজিত কুমার নাথ, সজীব দেবনাথ, রামলাল দেবনাথ, ঝোটন মজুমদার, পীযুষ দত্ত, অনুপম দত্ত, আনন্দ মোহন দত্ত, কাজল মিত্র, টিটু আইচ, সুভাষ সিংহ, রনি সিংহ, রাজীব নাথ, রুপম দত্ত, বাবুল শীল,মাষ্টার রতন শীল, জহরলাল শীল, সত্যজিৎ সিকদার, রতন কুমার প্রমুখ।

    ২৪ ঘণ্টা/জাবেদুল/

  • চট্টগ্রামে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী জোড় ইজতেমা : ব্যাপক প্রস্তুতি প্রশাসনের

    চট্টগ্রামে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী জোড় ইজতেমা : ব্যাপক প্রস্তুতি প্রশাসনের

    ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : আগামী ৬ ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে চট্টগ্রামের চারিয়ায় জোড় ইজতেমা। আগামী ৮ ডিসেম্বর রবিবার পর্যন্ত তিনদিনব্যাপী এ ইজতেমার জন্য ইতিমধ্যে মাঠের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে পুরোপুরি সম্পন্ন হবে বলে জানিয়েছেন কতৃপক্ষ।

    এ জোড় ইজতেমায় চট্টগ্রাম বিভাগের মোট ১৫ টি জেলা তথা চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বি-বাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার থেকে সাথীরা অংশগ্রহণ করবেন। তবে চট্টগ্রাম জেলার জন্য দ্বীনদার তাবলীগ পছন্দ করেন এমন সকল সাথীদের মাঠে আমন্ত্রণ জানিয়েছেন কর্তৃপক্ষ।

    ইজতিমায় মোট খিত্তা হলো ১৭ টি। রয়েছে বিদেশী মেহমান খানা, উলামা খাওয়াছ টেন্ট, মুরব্বিদের খাস রুম। উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী মেহমান যোগ দিচ্ছেন এই জোড়ে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের প্রায় শীর্ষস্থানীয় ৩৫ জন আলমী শুরার মুরব্বী যোগ দিচ্ছেন এই ইজতেমায়।

    এতে বাংলাদেশের তাবলীগ জামাতের মুরব্বী আল্লামা হাফেজ জুবাইর আহমেদ, আল্লামা শাহ আহমেদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ বড় বড় আলেমগণ যোগ দিচ্ছেন বলে জানা গেছে। ইজতিমা উপলক্ষে চট্টগ্রামের প্রায় সব কওমী মাদ্রাসার ক্লাস শুক্রবার, শনিবার, রবিবার স্থগিত থাকবে।

    ইজতিমার মাঠে পর্যাপ্ত পরিমান বাথরুম প্রায় ৭০০ এবং পর্যাপ্ত পরিমান পানির ব্যাবস্থা করা হয়েছে। মাঠের পাশের আনিস খালও খুলে দেওয়া হয়েছে। যেখানে প্রায় ১ হাজার মুসল্লি একসাথে অজুর করার ব্যবস্থা করেছে।

    ইজতিমা উপলক্ষে ২৫০০ নিরাপত্তা রক্ষী নিয়োগ করেছে প্রশাসন, সাথে রয়েছে প্রায় ৫ হাজার ইজতেমার নিজস্ব নিরাপত্তা পাহারদারের জামাত। নেওয়া হচ্ছে বিশেষ ট্রাফিক ব্যবস্থা।

    ইজতেমা চলাকালীন হাটহাজারী থেকে সরকার হাট পর্যন্ত সকল প্রকার মাইক নিষিদ্ধ করা হয়েছে। ইজতেমার মাঠের দিকে রাস্তার পূর্ব পাশে যেকোন ধরনের দোকান বসানো নিষিদ্ধ করা হয়েছে। দূরের গাড়ির জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

    হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বাতিল করা হয়েছে সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি। বেসরকারিভাবেও বেশ কয়েকটি চিকিৎসা ক্যাম্প খোলা হয়েছে। রয়েছে জরুরি অ্যম্বুলেন্স সার্ভিস। প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

    ইজতিমায় ৫ লক্ষাধিক মুসল্লির সমাগম হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

  • তিনদিন পর সেন্টমার্টিন থেকে ফিরলেন আটকে থাকা পর্যটকরা : প্রশাসনের ফুল ও চকলেট বিতরণ

    তিনদিন পর সেন্টমার্টিন থেকে ফিরলেন আটকে থাকা পর্যটকরা : প্রশাসনের ফুল ও চকলেট বিতরণ

    ইসলাম মাহমুদ, কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনে আটকাপড়া বৈরী আবহাওয়ার কারণে প্রায় দেড় হাজার পর্যটক অবশেষে স্বস্থি নিয়ে ফিরেছেন। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সোমবার (১১ নভেম্বের) বিকাল সাড়ে ৪টার দিকে পর্যটকবাহী জাহাজে করে টেকনাফের দমদমিয়া জেটিঘাট পৌঁছান তারা। 

    এসময় জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পর্যটকদের হাতে ফুল ও চকলেট তুলে দেন স্থানীয় প্রশাসনের লোকজন।

    ঘূর্ণিঝড় বুলবুলের কারণে গত শুক্রবার থেকে সব ধরনের নৌ চলাচল বন্ধ থাকায় তারা সেন্টমার্টিনে আটকে পড়েছিলেন। তবে আবহাওয়া ভালো হয়ে আসায় জাহাজ পৌছানোর আগেই আজ সোমবার সকালে কাঠের ট্রলারে করে শতাধিক পর্যটক টেকনাফে ফিরে আসেন।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের সমন্বয় কর্মকর্তা আমজাদ হোসেন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, সকালে বৈরী আবহাওয়া স্বাভাবিক হওয়ায় টেকনাফ থেকে তিনটি পর্যটকবাহী জাহাজ টেকনাফ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছাড়ে। আবার এসব জাহাজ ফেরার সময় আটকাপড়া পর্যটকদের নিয়ে আসে।

    কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় কক্সবাজারের উপকূলে স্থানীয় সর্তক সংকেত উঠিয়ে নেওয়া হয়েছে। নাফ নদ ও সমুদ্র শান্ত আছে। ফলে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযানকে চলাচল করতে বলা হয়েছে।

    সোমবার সকালে টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে বিআইডব্লিউটিএর অনুমতি নিয়ে ফরহান, আটলান্টিক ক্রুজ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন কিছু লোকজন নিয়ে টেকনাফ দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে জাহাজগুলো ছেড়ে যায়। একই দিন সন্ধ্যায় এসব জাহাজে করে আটকাপড়া পর্যটকরা ফিরে আসে।

    তিন দিন আটকে থাকার পর আজ ফিরে আসা পর্যটকদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৬০ জনের একটি দল। এই দলের নেতা উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ‘আমরা একটু ভয়ে ছিলাম। তবে ছাত্রদের নিয়ে ফিরে এসেছি এটা অনেক বড় বিষয়। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন খুবই অপরিষ্কার ছিল। ফলে সবাইকে নিয়ে একদিন বিচ পরিষ্কার করছি।’

    ঢাকা মিরপুর থেকে পরিবার নিয়ে দ্বীপে বেড়াতে গিয়ে আটকা পড়েছিলেন অন্তরা নামে এক নারী। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ‘প্রথমবারের মতো দ্বীপে এসেছিলাম। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গত তিন দিন আটকে ছিলাম। সন্তানদের নিয়ে অনেক টেনশন করেছিলাম। তবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অনেক সহযোগিতা পেয়েছি।’

    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ‘বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় সেন্টমার্টিনে আটকাপড়া পর্যটকদের ফেরত আনা হয়েছে। তারা সবাই ভালো আছেন। অনেকে নিজ নিজ বাড়ির পথে রওনাও দিয়েছেন। আসলে আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম। অবশেষে পর্যটকদের ফিরিয়ে আনা হয়েছে। এখন স্বস্তিতে আছি।

  • দূর্যোগ মোকাবেলায় সীতাকুণ্ডে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি

    দূর্যোগ মোকাবেলায় সীতাকুণ্ডে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপকূলের সর্বত্র মাইকিং করে জনসাধারণকে সতর্ক করছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের (সিপিপি) স্বেচ্ছাসেবকরা।

    এবিষয়ে জনগণকে সচেতন করে তাদের জানমাল নিরাপদে রাখতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাইকিং করা হচ্ছে। উপজেলায় ৬০টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রয়োজনে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অবকাঠামো দুর্যোগকালীন সময়ে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে পারে।

    দুর্যোগে আক্রান্ত হলেও সবগুলো সাইক্লোন শেল্টারে পর্যাপ্ত খাদ্য মজুদ রাখা হয়েছে বলে জেলা প্রশাসক জানান। ঘূর্ণিঝড় বিষয়ে জনসাধারণকে অবগত করার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট স্থানসমূহে বিশেষ পতাকা টানানো হয়েছে। বন্ধ রাখা হয়েছে চট্টগ্রাম-কুমিরা ঘাট। কুমিরা থেকে সন্দ্বীপে এবং সন্দ্বীপ থেকে যাত্রীবাহী কোন বোট ছেড়ে যায়নি।

    উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় সকালে কুমিরা-সন্দ্বীপ ঘাটসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেছেন, দূর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলো শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ সবধরণের সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

    দূর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস,পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সাথে সমন্বয়ক রেখে কাজ করে যাচ্ছেন বলে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে জানিয়েছেন।