Tag: প্রশিক্ষন

  • মিরসরাই’তে তিনদিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষন কর্মশালা

    মিরসরাই’তে তিনদিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষন কর্মশালা

    ২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : মিরসরাই ও সীতাকুণ্ড সাংবাদিকদের অংশগ্রহণে তিনদিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষন আজথেকে শুরু হয়েছে। এতে মিরসরাই ও সীতাকুন্ডের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার চৌত্রিশ জন সাংবাদিক অংশগ্রহণ করেছে।

    মিরসরাই প্রেসক্লাবের আয়োজনে উক্ত প্রশিক্ষণ কর্মশালা আজ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল দশটায় মিরসরাই উপজলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

    পিআইবি সমন্বয়কারী জিলহাজ উদ্দিনের সমন্বয়ে, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম ও সেক্রেটারী এনায়েত হোসেনের পরিচালনায় প্রথম দিবসে সাংবাদিকতার বিভিন্ন কৌলশ ও পদ্ধতির উপর প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিক বিভিগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী।

  • নীলফামারীতে সাংবাদিকদের ৫ দিনের প্রশিক্ষণ শুরু

    নীলফামারীতে সাংবাদিকদের ৫ দিনের প্রশিক্ষণ শুরু

    নীলফামারীতে সাংবাদিকদের নিরাপত্তা, ঝুঁকি চি‎হ্নিতকরণ, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও দায়মুক্তি বিষয়ে পাঁচ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।

    শনিবার (১২ অক্টোবর) সকালে ডেনিশ বাংলাদেশ লেপ্রসি মিশন মিলনায়তনে প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. এলিনা আকতার।

    ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করেন নিউজ নেটওয়ার্ক এবং উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)।

    উদ্বোধনী অনুষ্ঠানে ইউএসএসের নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলীর সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফে-ারর্স ফোরামের সভাপতি সরোয়ার মানিক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম প্রমুখ।

    প্রথম দিনের প্রশিক্ষণ পরিচালনা করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হোসেন বকুল, নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুজ্জামান।

    উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী জানান, দেশে নারী অধিকার প্রতিষ্ঠায় সুরক্ষাকারী হিসেবে কাজ করছে সাংবাদিকরা। এসব সুরক্ষাকারীর নিরাপত্তা, ঝুঁকি চি‎হ্নিত, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও দায়মুক্তির কৌঁশলের বিষয়ে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

    এই প্রশিক্ষনে স্থানীয় ও জাতীয় দৈনিকের ২৫ জন সাংবাদিক অংশ গ্রহন করেন। এটি চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত।

  • সৈয়দপুরে কুষ্ঠরোগ চিহ্নিতকরণ প্রশিক্ষন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে কুষ্ঠরোগ চিহ্নিতকরণ প্রশিক্ষন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ‘লেপ্রসী (কুষ্ঠরোগ) ও টিবি (যক্ষা) অভিশাপ নয়, নিয়মিত ওষুধ খেলে ভাল হয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী লেপ্রসী (কুষ্ঠরোগ) চিহ্নিতকরণ বিষয়ক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ৩০ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে সৈয়দপুর পৌরসভার অধিবেশন কক্ষে অনুষ্ঠিত এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মণ। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের কমিউনিটি প্রোগ্রাম ও রুর‌্যাল হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম লিডার মিঃ সুরেন্দ্র নাথ সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন, রুর‌্যাল হেলথ প্রোগ্রাম ম্যানেজার খোরশেদ আলম ও ফিল্ড মেডিকেল অফিসার ডাঃ আবু সুফিয়ান চৌধুরী, প্রোজেক্ট হেলথ অফিসার মিজানুর রহমান, সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার মিসেস ইতা হামদা, সৈয়দপুর পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর আলতাফ হোসেন।

    অনুষ্ঠানে পৌর প্যানেল মেয়র জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে পৌর পরিষদের কাউন্সিলরগন সহ পৌর কর্মকর্তা, কর্মচারী, ইপিআই কার্যক্রমের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মণ জানান, লেপ্রসী রোগী চিহ্নিত করে চিকিৎসা দেওয়া হলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন। লেপ্রসী ও টিবি রোগী খুঁজে বের করে চিকিৎসা প্রদান করা। কুষ্ঠ ও টিবি রোগী দেখা যাচ্ছে। এদের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে।

    নীলফামারী জেলা লেপ্রসী রোগীর সংখ্যা বেশী। সেটাকে চিকিৎসার মাধ্যমে কমিয়ে আনার চেষ্টা চলছে। টিবি ও লেপ্রসী রোগের চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হয়। এই দুটি রোগে আক্রান্ত্রের সংখ্যা কমিয়ে আনতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

    শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি
    মোবাইল ঃ ০১৭৭৩০২০২১৬, তারিখ ঃ ৩০-৯-১৯ ইং