Tag: প্রস্তুতি

  • চট্টগ্রামে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী জোড় ইজতেমা : ব্যাপক প্রস্তুতি প্রশাসনের

    চট্টগ্রামে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী জোড় ইজতেমা : ব্যাপক প্রস্তুতি প্রশাসনের

    ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : আগামী ৬ ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে চট্টগ্রামের চারিয়ায় জোড় ইজতেমা। আগামী ৮ ডিসেম্বর রবিবার পর্যন্ত তিনদিনব্যাপী এ ইজতেমার জন্য ইতিমধ্যে মাঠের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে পুরোপুরি সম্পন্ন হবে বলে জানিয়েছেন কতৃপক্ষ।

    এ জোড় ইজতেমায় চট্টগ্রাম বিভাগের মোট ১৫ টি জেলা তথা চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বি-বাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার থেকে সাথীরা অংশগ্রহণ করবেন। তবে চট্টগ্রাম জেলার জন্য দ্বীনদার তাবলীগ পছন্দ করেন এমন সকল সাথীদের মাঠে আমন্ত্রণ জানিয়েছেন কর্তৃপক্ষ।

    ইজতিমায় মোট খিত্তা হলো ১৭ টি। রয়েছে বিদেশী মেহমান খানা, উলামা খাওয়াছ টেন্ট, মুরব্বিদের খাস রুম। উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী মেহমান যোগ দিচ্ছেন এই জোড়ে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের প্রায় শীর্ষস্থানীয় ৩৫ জন আলমী শুরার মুরব্বী যোগ দিচ্ছেন এই ইজতেমায়।

    এতে বাংলাদেশের তাবলীগ জামাতের মুরব্বী আল্লামা হাফেজ জুবাইর আহমেদ, আল্লামা শাহ আহমেদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ বড় বড় আলেমগণ যোগ দিচ্ছেন বলে জানা গেছে। ইজতিমা উপলক্ষে চট্টগ্রামের প্রায় সব কওমী মাদ্রাসার ক্লাস শুক্রবার, শনিবার, রবিবার স্থগিত থাকবে।

    ইজতিমার মাঠে পর্যাপ্ত পরিমান বাথরুম প্রায় ৭০০ এবং পর্যাপ্ত পরিমান পানির ব্যাবস্থা করা হয়েছে। মাঠের পাশের আনিস খালও খুলে দেওয়া হয়েছে। যেখানে প্রায় ১ হাজার মুসল্লি একসাথে অজুর করার ব্যবস্থা করেছে।

    ইজতিমা উপলক্ষে ২৫০০ নিরাপত্তা রক্ষী নিয়োগ করেছে প্রশাসন, সাথে রয়েছে প্রায় ৫ হাজার ইজতেমার নিজস্ব নিরাপত্তা পাহারদারের জামাত। নেওয়া হচ্ছে বিশেষ ট্রাফিক ব্যবস্থা।

    ইজতেমা চলাকালীন হাটহাজারী থেকে সরকার হাট পর্যন্ত সকল প্রকার মাইক নিষিদ্ধ করা হয়েছে। ইজতেমার মাঠের দিকে রাস্তার পূর্ব পাশে যেকোন ধরনের দোকান বসানো নিষিদ্ধ করা হয়েছে। দূরের গাড়ির জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

    হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বাতিল করা হয়েছে সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি। বেসরকারিভাবেও বেশ কয়েকটি চিকিৎসা ক্যাম্প খোলা হয়েছে। রয়েছে জরুরি অ্যম্বুলেন্স সার্ভিস। প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

    ইজতিমায় ৫ লক্ষাধিক মুসল্লির সমাগম হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

  • দূর্যোগ মোকাবেলায় সীতাকুণ্ডে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি

    দূর্যোগ মোকাবেলায় সীতাকুণ্ডে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপকূলের সর্বত্র মাইকিং করে জনসাধারণকে সতর্ক করছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের (সিপিপি) স্বেচ্ছাসেবকরা।

    এবিষয়ে জনগণকে সচেতন করে তাদের জানমাল নিরাপদে রাখতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাইকিং করা হচ্ছে। উপজেলায় ৬০টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রয়োজনে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অবকাঠামো দুর্যোগকালীন সময়ে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে পারে।

    দুর্যোগে আক্রান্ত হলেও সবগুলো সাইক্লোন শেল্টারে পর্যাপ্ত খাদ্য মজুদ রাখা হয়েছে বলে জেলা প্রশাসক জানান। ঘূর্ণিঝড় বিষয়ে জনসাধারণকে অবগত করার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট স্থানসমূহে বিশেষ পতাকা টানানো হয়েছে। বন্ধ রাখা হয়েছে চট্টগ্রাম-কুমিরা ঘাট। কুমিরা থেকে সন্দ্বীপে এবং সন্দ্বীপ থেকে যাত্রীবাহী কোন বোট ছেড়ে যায়নি।

    উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় সকালে কুমিরা-সন্দ্বীপ ঘাটসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেছেন, দূর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলো শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ সবধরণের সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

    দূর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস,পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সাথে সমন্বয়ক রেখে কাজ করে যাচ্ছেন বলে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে জানিয়েছেন।

  • ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় বোয়ালখালীতে সার্বিক প্রস্তুতি

    ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় বোয়ালখালীতে সার্বিক প্রস্তুতি

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় বোয়ালখালীতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে ৬টি আশ্রয় কেন্দ্র।

    উপকূলীয় লোকজনকে সতর্ক ও নিরাপদে থাকার আহ্বান জানিয়ে মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন।

    বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে বোয়ালখালীতে শুক্রবার সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

    সৃষ্ট ঘূর্ণিঝড় আজ শনিবার মধ্য রাতে বাংলাদেশে আঘাত হানতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরকে ৯ নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

  • সেই চেয়ারে আর বসবেন না সাংসদ বাদল!

    সেই চেয়ারে আর বসবেন না সাংসদ বাদল!

    পুজন সেন, বোয়ালখালী :  চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের মরদেহ দেশে আসবে কাল শুক্রবার (৮নভেম্বর)। বিষয়টি নিশ্চিত করেছেন সাংসদের ছোট ভাই মনির উদ্দিন আহমদ খান।

    সাংসদ বাদলের মৃত্যুর সংবাদে গ্রামের বাড়ি সারোয়াতলীর খান মহলে শুনশান নিরবতা। খান মহলের সামনে চলছে শেষ বারের মতো প্রিয়মুখ বাদলকে শ্রদ্ধার সাথে বিদায় জানানোর প্রস্তুুতি। খান মহলে অন্দরে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর ভাই বোন স্বজনরা। ৫ ভাই ও ৩ বোনের মাঝে বাদল তৃতীয়।

    কথা হয় সাংসদের ছোট ভাই মনির উদ্দীন আহমদ খানের সাথে। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বাড়িতে আসলে ড্রয়িং রুমে সেই চেয়ারে তিনি (বাদল) আর বসবেন না। ভাইটি সেতুর জন্য পদত্যাগ করবেন বলেছিলেন। পদত্যাগের আগেই পরপাড়ে চলে গেলেন তিনি।

    তিনি জানান, বাংলাদেশ-ভারত-পাকিস্তান পিপলস ত্রিদেশীয় কমিটির সেক্রেটারী জেনারেল হিসেবে এ কমিটি সভায় যোগ দিতে তিনি গত ১৮ অক্টোবর কলকাতা যান। এরপর ২৫ অক্টোবর বেঙ্গালুর নারায়ণা হৃদয়ালয়ে চেকআপ করাতে যান।

    সেখানে তাঁর এনজিওগ্রাম করা হয়। পরে তিনি দ্বিতীয়বারের মতো ব্রেন স্টোক করেন এবং তাঁর নিউমোনিয়া ধরা পরে। তখনই তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

    এরই মধ্যে বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে শায়িত পিতা-মাতার পাশেই দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, মরদেহ দেশে পৌঁছলেই জানাযার সময় নির্ধারণ করা হবে।