চট্টগ্রামের আনোয়ারায় একটি প্রাইভেট কার থেকে উদ্ধার করা হয়েছে প্রায় পৌনে চার লাখ টাকা মূল্যের ৭৫ বোতল বিদেশি মদ। এসময় মদ বহনে প্রাইভেট কারটি জব্দ করার পাশাপাশি অবৈধভাবে বিদেশি মদ পাচারের অভিযোগে ৫ যুবককে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, আনোয়ারা উপজেলার দুধকুমড়া এলাকার হাজী দলিলুর রহমানের ছেলে মো. জামাল হোসেন (৩২), নুরুজ্জামানের ছেলে নুর কবির (২৭), মৃত আবদুর রহিমের ছেলে নুর নবী (২৫), বাঁশখালী পশ্চিম চাম্বলের জাকির হোসেনের ছেলে মোহাম্মদ আশিক (২৪) ও বোয়ালখালী পশ্চিম গুমদন্ডী এলাকার মৃত মোহাম্মদ রফিকের ছেলে মো. জিল্লুর রহমান (৩২)।
আজ ২৭ অক্টোবর রবিবার ভোর সোয়া ৫টার সময় উপজেলার বারশত ইউনিয়নের বখতিয়ারপাড়া অগ্রণী ব্যাংকের সামনে থেকে এসব মদভর্তি প্রাইভেটকার (চট্টমেট্রো-গ ১১-৪৪৯৪) জব্দ করে পুলিশ।
গাড়ি থেকে ইতালির তৈরি ২০ বোতল ভূট্টকা ও ইউকে তৈরি ৫৫ বোতল রাইট লেভেল উদ্ধার করা হয়। এছাড়াও নগদ ৫৫ হাজার ৫শত টাকা উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।
বিদেশি মদসহ ৫ যুবককে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ। তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে জামাল হোসেনের নামে এর আগেও অভিযোগ ছিলো। পর্যটন সৈকত পারকি বিচে ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে এসব বিদেশি মদের মজুদ করে বিক্রি করে আসছেন জামাল হোসেন। তিনি পারকি বিচ দোকান ব্যবসায়ি সমিতির সভাপতি হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস করেনি।
এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ডের পাশাপাশি মাদক সেবন ও পাচার কাজে জড়িত থাকার অভিযোগ ছিল গ্রেফতারকৃতদের বিরুদ্ধে। দীর্ঘদিন থেকে এ অপরাধী চক্রটিকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
অবশেষে বিদেশি মদসহ তাদেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি দুলাল।