Tag: প্রাইভেটকার

  • চট্টগ্রামে প্রাইভেটকার চালক খুনের ঘটনায় গ্রেফতার ৫

    চট্টগ্রামে প্রাইভেটকার চালক খুনের ঘটনায় গ্রেফতার ৫

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় প্রাইভেটকার চালক আইয়ুব আলী হত্যা মামলায় ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রযুক্তির ব্যবহারে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

    গ্রেফতারকৃতরা হলেন, মো রাব্বী প্রকাশ রাব্বি (২২), আল আমিন (২২), মো. সোহেল (২৫), মো. বাবু প্রকাশ ছোট বাবু প্রকাশ শাকিল (২০) ও মো. কামাল হোসেন প্রকাশ রনি (২০)।

    তথ্য নিশ্চিত করেন ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ। তিনি বলেন, চারদিন আগে নগরীর আগ্রাবাদ চৌমুনী এলাকায় খুন হওয়া প্রাইভেট কারচালক আইয়ুব আলী হত্যাকাণ্ডে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি সদীপ।

    এর আগে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর আগ্রাবাদ চৌমুহনী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয় প্রাইভেট কারচালক আইয়ুব আলী (৫৫)। ঘটনার দিন নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে সিআইডি মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে আইয়ুব আলীর পরিচয় শনাক্ত করে।

    পুলিশ জানিয়েছিল ঢাকা থেকে চট্টগ্রাম বেড়াতে এসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয় মো. আইয়ুব আলী (৫৫)। নিহত আইয়ুব আলী ফরিদপুর জেলার নাগরকান্দা এলাকার কাশেম শরীফের ছেলে। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • লোহাগাড়ায় প্রাইভেটকারে মিলল ৪ হাজার ইয়াবা, মহিলাসহ আটক ২

    লোহাগাড়ায় প্রাইভেটকারে মিলল ৪ হাজার ইয়াবা, মহিলাসহ আটক ২

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে প্রাইভেটকার যোগে ইয়াবা পাচারকালে এক মহিলাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    ২৬ জুলাই (রবিবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ।

    এদিকে, আজ সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

    এ ঘটনায় গ্রেফতারকৃতরা হল-ভোলা জেলার লালমোহন থানার চট্টলা গ্রামের জালাল আহমদের পুত্র হেলাল উদ্দিন (২৬) এবং ঢাকা বাড্ডা থানার মধ্য বাড্ডা এলাকার ইউসুফের কন্যা নিশাত জাহান নিলা (২৮)।

    লোহাগাড়া থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১২ লক্ষ টাকা বলে জানানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

  • সাতকানিয়ায় আগুনে ভস্মীভূত দুই প্রাইভেট কার ও এক মাইক্রোবাস

    সাতকানিয়ায় আগুনে ভস্মীভূত দুই প্রাইভেট কার ও এক মাইক্রোবাস

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় আগুনে পুড়ে দুটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে তিনটার সময় উপজেলার ডলুব্রিজ এলাকার একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

    সাতকানিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মাহবুবুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে বলেন, মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ধারণা করলেও তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেনি। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি নিশ্চিত করেছেন।

  • সীতাকুণ্ড ফৌজদারহাটে ৩৮৯ বোতল ফেন্সিডিলসহ আটক ৪, প্রাইভেটকার জব্দ

    সীতাকুণ্ড ফৌজদারহাটে ৩৮৯ বোতল ফেন্সিডিলসহ আটক ৪, প্রাইভেটকার জব্দ

    ২৪ ঘন্টা ডট নিউজ। কামরুল দুলু,সীতাকুণ্ড : সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে প্রাইভেটকারসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

    বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় র‌্যাব-৭ এর একটি টহল দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে ৩৮৯ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় ফেনসিডিল বহনকারী ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

    আটককৃতরা হলো, লোহাগাড়া থানার মজিদার পাড়া গ্রামের আলী হোসেনের পুত্র মোঃ আকতারুজ্জামান ওরফে রবি (২৭),চট্টগ্রাম কোতয়ালী থানার কাজির দেউড়ি এলাকার মৃত কবির আহমদের পুত্র মোঃ মোস্তাফিজুর রহমান (৩৫), ফেনী সদর থানার ধর্মপুর গ্রামের আবুল হাশেমের পুত্র মোহাম্মদ আলী (২২), ফেনী সদর উত্তর বিরিচিং গ্রামের খন্দকার বাড়ির জন্টু মিয়ার ছেলে মোঃ জহির উদ্দিন রিয়াজ(২০)।

    র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মাহামুদুল হাসান মামুনের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়িকে আটক করি।

    পরে স্থানীয় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে প্রাইভেটকারটি তল্লাশি করে পিছনের বগির ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ উক্ত প্রাইভেটকারটি (ঢাকা মেট্টো-গ-৩২-১৭৬৯) জব্দ করি।

    উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৪লক্ষ টাকা। অন্যদিকে জব্দকৃত প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা। আটককৃত আসামী ও উদ্ধাকৃত মাদকসহ প্রাইভেটকারটি জব্দ দেখিয়ে সীতাকুণ্ড থানায় মামলা পরবর্তী জেল হাজতে প্রেরণ করা হবে।

  • সীতাকুণ্ডে ফেনসিডিলসহ আটক ২, প্রাইভেটকার জব্দ

    সীতাকুণ্ডে ফেনসিডিলসহ আটক ২, প্রাইভেটকার জব্দ

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে র‌্যাব-৭ এর অভিযানে ৩৮৯ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে আটক করা হয়।

    রবিবার (২৪নভেম্বর) ভোর ৫ টায় ফৌজদারহাট লিংক রোডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৮৯ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেট কারসহ দু’জনকে আটক করে র‌্যাব ৭ ।

    আটককৃত দু’জন হল, আবুল ফয়সাল (২১) পিতা-আবুল কালাম ও শাহীন আলম(২২) পিতা-রুহুল আলম। তারা প্রত্যেকে ফেনী জেলার ছাগলনাইয়া থানার মোকামিয়া ও দক্ষিণ মটুয়া গ্রামের বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার (চট্টমেট্রো-১১-০৯৫০)জব্দ করা হয়।

    এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (ইন্টালিজেন্ট) সুমণ বনিক বলেন, র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে ৩৮৯ ফেন্সিডিল একটি প্রাইভেটকারসহ দু’জনকে আটক করে মডেল থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।