Tag: প্রাণ

  • সড়ক বন্ধ করে সাইকেল র‌্যালির প্রতিবাদ করায় প্রাণ হারায় যুবক

    সড়ক বন্ধ করে সাইকেল র‌্যালির প্রতিবাদ করায় প্রাণ হারায় যুবক

    ২৪ ঘন্টায় চট্টগ্রাম : চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় সড়ক অবরোধ করে সাইকেল র‌্যালি করার প্রতিবাদ জানাতে গিয়ে খুন হলেন মো. হাশেম খান নামে ৩৩ বছর বয়সী এক যুবক। তিনি নগরীর হালিশহর রঙ্গিপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

    আজ বুধবার (১৭ মার্চ) দুপুরে নগরীর ডবলমুরিং থানা আগ্রাবাদ জাম্বুরি পার্ক সংলগ্ন এলাকায় খুনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া যায়।

    তথ্যটি নিশ্চিত করে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িত ২৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বললেন ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন।

    তিনি বলেন, আটককৃতদের বেশিরভাগই আগ্রাবাদ ইস্টার্ণ বয়েজ ক্লাব নামে একটি সংগঠনের সদস্য। তারা সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জাম্বুরি পার্ক এলাকায় সাইকেল র‌্যালি করছিলো।

    ওইসময় রিকশাযোগে জরুরি কাজে বাসায় যাচ্ছিলেন যুবক হাশেম। সড়ক বন্ধ করে র‌্যালি করার প্রতিবাদ করলে তার উপর চড়াও হয় সাইকেল র‌্যালিতে অংশগ্রহণকারীরা।

    পরে হাশেমের প্রতিবাদে একমত পোষণ করে আশেপাশের আরো কয়েকজন এগিয়ে এলে তাদের উপরও হামলা চালানো হয়। পিটুনীতে এক পর্যায়ে গুরুতর আহত হয় হাশেম, সজীব, আরমান ও রবিউল।

    পরে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় যুবক হাশেম। আহত অপর তিনজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানায় ওসি।

    ২৪ ঘন্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামে প্রথম এক চিকিৎসকের প্রাণ কেড়ে নিল করোনা/মারা গেলেন মেডিসিন বিশেষজ্ঞ এহসানুল করিম

    চট্টগ্রামে প্রথম এক চিকিৎসকের প্রাণ কেড়ে নিল করোনা/মারা গেলেন মেডিসিন বিশেষজ্ঞ এহসানুল করিম

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে এবার এক মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রাণ কেড়ে নিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। আজ ৩ জুন বুধবার দুপুর দেড়টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ প্রথম কোন চিকিৎসক মারা গেছেন। মৃত্যুবরণকারী চিকিৎসকের নাম ডা. এহসানুল করিম। তিনি চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার বেসরকারি মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। 

    এর আগে তিনি চট্টগ্রাম নগরীর ফয়েজলেক সংলগ্ন ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

    তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান। তিনি বলেন, কিছুদিন আগে মেডিসিন বিশেষজ্ঞ ডা. এহসানুল করিমের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা টেস্ট করান।

    মেডিসিন বিশেষজ্ঞ ডা: এহসানুল করিম

    গত চারদিন আগে তার করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়। এরপর তিনি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

    আজ বুধবার দুপুরে তার শারিরীক অবস্থায় অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়ার পথেই তিনি মারা যান। করোনা শনাক্তের আগে থেকে ব্লাড ক্যান্সারেও ভুগছিলেন মৃত্যুবরণকারী এ মেডিসিন বিশেষজ্ঞ।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • প্রাণঘাতী করোনা কেড়ে নিলো আরো ২ পুলিশ সদস্যের প্রাণ

    প্রাণঘাতী করোনা কেড়ে নিলো আরো ২ পুলিশ সদস্যের প্রাণ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সারাদেশ ডেস্ক : প্রাণঘাতী করোনা (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন দেশের আরও দুই পুলিশ সদস্য। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশ তথ্যটি নিশ্চিত করেছেন।

    বলা হয় ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত এই দুই সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে ছিলেন। বুধবার রাতে ও ‍বৃহস্পতিবার ভোরে আইসোলেশনে থাকাবস্থায়ই ২ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

    এর মধ্যে একজনের নাম আব্দুল খালেকের (৩৬)। তিনি ঢাকার মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত পুলিশের এসআই এবং মসজিদের ইমাম ছিলেন। তিনি বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামের আজিম উদ্দিন মৃধার ছেলে বলে জানা গেছে।

    জানা গেছে, আব্দুল খালেক আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর রাতে ঢাকা আরামবাগ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পুলিশ কর্মকর্তা আব্দুল খালেক মৃত্যুর স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্যক আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করছেন।

    পরিবার সূত্রে জানা গেছে, ঢাকায় বেলা ১১টায় জানাজা শেষে বেতাগীর উদ্দেশে রওনা দিবেন এবং নিজ বাড়িতে পারিবারিক গোরস্থানে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হবে।

    অন্যজনের নাম আশেক মাহমুদ (৪২)। তিনি ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা গেছেন। আশেক মাহমুদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

    এর আগে বুধবার করোনায় দেশে প্রথম পুলিশ সদস্যের মৃত্যু হয়। গতকাল করোনা ভাইরাসে মৃতের তালিকায় পুলিশ কনস্টেবল জসিম উদ্দিনের (৪০) নাম ওঠে।

    তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা ছিলেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। জসিম উদ্দিন ওয়ারি থানায় পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ওয়ারি ফাঁড়িতে দায়িত্ব পালনের সময় তিনি করোনায় সংক্রমিত হন। তিনি পুলিশ সদস্যদের মধ্যে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

    ওয়ারি বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমেদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকদিন আগে জসিম উদ্দিনের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়। এরপর করোনা সন্দেহে তাকে ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়। ২৫ এপ্রিল তার নমুনা আইইডিসিআরে পাঠানো হয়।

    এদিকে বুধবার (২৯ এপ্রিল) করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা মোট ১৬৩ জন। এছাড়া দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১০৩ জনে।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • সাতকানিয়া ফাঁকা সড়কে প্রাণ হারালো মোটরসাইকেল আরোহী,আহত ১

    সাতকানিয়া ফাঁকা সড়কে প্রাণ হারালো মোটরসাইকেল আরোহী,আহত ১

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সাতকানিয়া প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমনরোধে সারাদেশে বন্ধ রয়েছে গণমাধ্যম চলাচল। এরপরও থেমে নেই সড়ক দুর্ঘটনা।

    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানিহাট নয়াখাল এলাকার ফাঁকা সড়কেও ঘটেছে সড়ক দুর্ঘটনা। এতে প্রাণ গেছে এক মোটর সাইকেল আরোহীর। একই ঘটনায় আহত হয়েছে আরো এক আরোহী।

    আজ ৫ এপ্রিল রবিবার সকাল সোয়া ১১টার সময় কাভার্ডভ্যান ও বিপরীতমুখী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণহানীর ঘটনাটি ঘটে।

    নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তার ব্যবহৃত মোটরসাইকেলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) মোহরা ইউনিটের জরুরি কাজে নিয়োজিত বলে একটি প্ল্যাকার্ড পাওয়া গেছে।

    দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আরাফাত।

    তিনি বলেন, সাতকানিয়ার কেরানিহাটের উত্তর পাশে নয়াখালে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্তলে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

    এসময় মোটর সাইকেলে থাকা অন্য একজন আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁকে গুরুতর আহতবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    ২৪ ঘন্টা/ আর এস পি

  • করোনায় ইরানি রাষ্ট্রদূতের মৃত্যু

    করোনায় ইরানি রাষ্ট্রদূতের মৃত্যু

    প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের সাবেক এক রাষ্ট্রদূতের মৃত্যু হয়েছে। তার নাম হাদি খোসরো শাহী (৮১)। তিনি ভ্যাটিকান নগরীতে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    বৃহস্পতিবার ইরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।

    স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, খোসরা শাহীকে বুধবার তেহরানের একটি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরীক্ষার পর তার করোনা ভাইরাস ধরা পড়ে। এর একদিন পর শ্বাস-প্রশ্বাসের জটিতায় তার মৃত্যু হলো।

    এদিকে, দেশটিতে এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৪৫।

    অপরদিকে এখন পর্যন্ত মারা গেছে ২৬ জন।
    এর আগে, প্রাণঘাতী করোনাভাইরাসে ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছির শরীরে করোনাভাইরাসের উপস্থিতির বিষয়টি ধরা পড়েছে।