Tag: প্রাণহানি

  • মৃতুর মিছিল দীর্ঘ হচ্ছে ইতালিতে, একদিনেই ৭১২, মোট মৃত্যু ৮২১৫

    মৃতুর মিছিল দীর্ঘ হচ্ছে ইতালিতে, একদিনেই ৭১২, মোট মৃত্যু ৮২১৫

    ২৪ ঘন্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ২৩ হাজার ছাড়িয়েছে। প্রাণঘাতী ভাইরাসের আঘাতে ইতালিতে ক্রান্তিলগ্ন চলছে। প্রতিদিন মৃতুর মিছিল দীর্ঘ হচ্ছে। বাড়ছে সবার মনে আতঙ্ক। রোগীদের ভিড় সামলাতে রীতিমত হিমশিম অবস্থা ইতালির হাসপাতাল গুলোতে। যেন পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল।

    গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ইতালিতে নতুন করে ৭১২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২১৫ জনে।

    ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যা ৬ হাজার ১৫৩ জন। দেশটিতে এখন পর্যন্ত ৮০ হাজার ৫শ ৩৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১০ হাজার ৩৬১ জন। চিকিৎসাধীন ৬২হাজার ১৩ জন। এর গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ৬১২।

    এদিকে সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত মারা গেছেন ২৩ হাজার ৪ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯ হাজার ৪২৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২২ হাজার ২২৬ জন।

    বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৪ জন। মারা গেছেন ৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। ভারতসহ বিভিন্ন দেশে চলছে লকডাউন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শুধু লকডাউন দিয়ে ভাইরাসটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

    ২৪ ঘন্টা/ আর এস পি

  • ইন্দোনেশিয়ায় বন্যায় ১৮ জনের প্রাণহানি

    ইন্দোনেশিয়ায় বন্যায় ১৮ জনের প্রাণহানি

    ইন্দোনেশিয়ায় নতুন বছরের প্রাক্কালে শুরু হওয়া প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ব্যাপক বন্যা ও ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানায়।

    এ প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার লোককে সাময়িকভাবে স্থাপিত বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। দক্ষিণপূর্ব এশীয় এ দেশের দুর্যোগ সংস্থা মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে।

    এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এ দুর্যোগে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছে।

    বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র আগুস উইবোয়ো বলেন, ‘আমরা এখন বিভিন্ন সূত্র থেকে হাল নাগাদ তথ্য সংগ্রহ করছি। এতে যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।’ নিহতদের মধ্যে আট বছরের এক বালক ও ৮২ বছর বয়সী এক বৃদ্ধ রয়েছে।