Tag: প্রাণ গেল প্রবাসীর

  • রাউজানে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে কুকুর মারতে গিয়ে গুলিতে প্রাণ গেল প্রবাসীর

    রাউজানে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে কুকুর মারতে গিয়ে গুলিতে প্রাণ গেল প্রবাসীর

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : মাত্র দুই মাস পূর্বেই প্রবাস থেকে দেশে আসেন রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুর পাড়া এলাকার মদিনা আবাসিক এলাকার বিল্লাল হোসেনের ছেলে কোব্বাত হোসেন (৪৮)। দেশে ফেরার পর নিজের নামে লাইসেন্সকৃত দুই নল বিশিষ্ট বন্দুকটির লাইসেন্স নবায়ন করে রাউজান থানা থেকে বন্দুকটি নিয়ে যান তিনি। কে জানতো, নিজের লাইসেন্স করা বন্দুকেই প্রাণ যাবে এই প্রবাসী ব্যাবসায়ীর!

    নিহতের পরিবার ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে বন্দুকটি দিয়ে কুকুরকে গুলি করতে গিয়ে নিজেই গুলিবিদ্ধ হন কোব্বাত হোসেন। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রবাসী
    কোব্বাত হোসেন বিবাহিত জীবনে দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।

    রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, রাউজানের পূর্বগুজরায় কুকুর মারতে গিয়ে গুলিবিদ্ধ প্রবাসী ব্যবসায়ী কোব্বাত হোসেনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। তার লাশ বর্তমানে মর্গে আছে। শনিবার ময়না তদন্ত সম্পন্ন হবে। এই ঘটনায় কুকুরটিও মারা গেছে।