Tag: প্রাণ হারালেন

  • লকডাউনে বাড়ি ফেরার তাড়া, একদিনে দুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৪ শ্রমিক

    লকডাউনে বাড়ি ফেরার তাড়া, একদিনে দুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৪ শ্রমিক

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারিতে বেকায়দায় ভারতের ভিন্ন রাজ্যের শ্রমিকরা। লকডাউনে বাড়ি ফেরার জন্য উদগ্রীব হয়ে আছেন ম্রমিকরা। বাড়ি ফেরার এ তাড়াতেই ভারতে একদিনেই পৃথক দুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৪ জন ভিন্ন রাজ্যের শ্রমিক।

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তর ভারতে কানপুরের কাছে মর্মান্তিক রেল দুর্ঘটনাযর পর এবার মধ্যপ্রদেশে দুর্ঘটনার বলি হলেন আরো ৮ পরিযায়ী শ্রমিক। আহত হয়েছেন ৫৪ জনেরও বেশি।

    বুধবার গভীর রাতে মধ্যপ্রদেশের গুনায় দুর্ঘটনাটি ঘটে। করোনা ভাইরাস লকডাউনের কারণে, উত্তরপ্রদেশের মহারাষ্ট্রের মুম্বইতে আটকে পড়া প্রায় ৭০ জন শ্রমিক তাঁদের উত্তরপ্রদেশের উন্নাওয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন।

    অন্যদিকে খালি বাসে চালক ও সহকারী নিয়ে মধ্যপ্রদেশের গুনা থেকে আহমেদাবাদ যাচ্ছিল একটি বাস। গুনায় বাইপাসের উপর দ্রুতগামী বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ শ্রমিকের। আহত হয়েছে ৫৪ জনেরও বেশি শ্রমিক।

    তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের বেশিরভাগই উত্তরপ্রদেশের উন্নাওয়ের বাসিন্দা বলে জানা গেছে।

    একই দিন আরেকটি দুর্ঘটনায় উত্তর প্রদেশের মুজফ্ফরপুরে রাজ্য সরকারের বাসের চাকায় পিষ্ট হয়ে ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

    জানা যায়, লকডাউনের মধ্যেই এই পরিযায়ী শ্রমিকরা পঞ্জাব থেকে হেঁটে বিহারের গোপালগঞ্জে নিজেদের বাড়ি ফিরছিলেন। পুলিশ জানিয়েছে, বাসে কোনও যাত্রী ছিলেন না। দুর্ঘটনার পরই পালিয়েছে বাস চালক।

    বিগত কয়েকদিনে বহু শ্রমিক হেঁটে বাড়ির পথ ধরেছেন। গত সপ্তাহে, ২০ জন শ্রমিক বাড়ি ফেরার পথে মালগাড়ির ধাক্কায় ১১ জনের মৃত্যু হয়। মহারাষ্ট্রে আউরঙ্গাবাদে রেললাইনের ওপর ঘুমাচ্ছিলেন এসব শ্রমিকরা।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • কনটেইনারবাহী গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটর শ্রমিক

    কনটেইনারবাহী গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটর শ্রমিক

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম বন্দরের ১১ নম্বর বার্থে কনটেইনারবাহী গাড়ির ধাক্কায় গাড়ির ধাক্কায় প্রাণ গেছে মো. মনির (৫০) নামে এক শ্রমিকের।

    তিনি চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটর শ্রমিক এবং তার বাড়ি ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলায় বলে জানা গেছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ১১ নম্বর বার্থে দুর্ঘটনাটি ঘটে।

    বার্থ শ্রমিক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারক বলেন, সকালে রফতানি কনটেইনার জাহাজে তোলার জন্য স্প্রেডার লাগানোর সময় বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) ট্রেইলার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মনির প্রাণ হারান।

    দুর্ঘটনার জন্য দায়ী কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারক।