Tag: প্রাণ হারালো

  • বোয়ালখালীতে এবার হাতির আক্রমণে প্রাণ হারালো দুধের শিশু

    বোয়ালখালীতে এবার হাতির আক্রমণে প্রাণ হারালো দুধের শিশু

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে আকিব( ২) নামের এক দুধের শিশু। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে এলাকা।

    শুক্রবার (১৩ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের মধ্যম করলডেঙ্গা গ্রামের বড়টিলা এলাকায় এই ঘটনা ঘটে।

    নিহত আকিব ওই গ্রামের শামশুল আলমের ছেলে।

    বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, আকিবকে নিয়ে তার বাবা-মা বাড়ির পাশে ওরশ থেকে ফিরছিলেন। পথে তারা একটি হাতির আক্রমণের মুখে পড়ে। এতে ঘটনাস্থলেই আকিবের মৃত্যু হয়। তার বাবাও আহত হয়েছেন।

    স্থানীয়রা জানিয়েছে, করলডেঙ্গা পাহাড় থেকে গত (শুক্রবার) রাতে হাতিটি লোকালয়ে এসেছে। সেটি এ মুহূর্তে করলডেঙ্গায় বু’আলী কালান্দর শাহ মাজারের পাশে লুধি সিকদার পাড়ায় অবস্থান করছে।

    তবে একসঙ্গে কয়েকটি হাতি লোকালয়ে এলেও এই হাতিটি দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অন্যগুলো আবারও পাহাড়ে ফিরে গেছে বলে ধারণা স্থানীয়দের।

  • ওরশের মেলায় নাগরদোলায় ওড়না পেঁছিয়ে প্রাণ হারালো মেধাবী ছাত্রী সাদিয়া

    ওরশের মেলায় নাগরদোলায় ওড়না পেঁছিয়ে প্রাণ হারালো মেধাবী ছাত্রী সাদিয়া

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা এলাকায় ওরশ উপলক্ষে আয়োজিত মেলায় নাগরদোলায় চড়তে গিয়ে প্রাণ হারিয়েছে স্কুলছাত্রী সাদিয়া আক্তার(১৪)।

    গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছৈয়দ আহম্মদ হাট এলাকার আবদুল হামিদ শাহ্ এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষ্যে আয়োজিত মেলায় এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।

    নিহত সাদিয়া একই ইউনিয়নের হাজী বজল সারাং বাড়ির দরিদ্র কৃষক মো. ইসহাক প্রকাশ কালুর ছোট মেয়ে এবং সে একই ইউনিয়নের মোহাম্মদীয়া তৈয়বীয়া সুন্নিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসা ছুটির পর শুক্রবার বিকেলে সাদিয়া বন্ধুদের সঙ্গে উত্তর মাদার্শা ইউনিয়নে আয়োজিত ওরশের মেলায় যায়। সেখানে নাগরদোলা দেখে উল্লসিত হয়ে লোভ সামলাতে পারেনি। তাই সে বন্ধুদের সাথে মনের সাধ মেটাতে নাগরদোলায় উঠে পড়ে।

    চলন্ত অবস্থায় নাগরদোলার সাথে তার শরীরের ওড়না পেঁছিয়ে মাটিতে পড়ে গিয়ে সাদিয়া মারাত্মভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    স্কুল ছাত্রী সাদিয়ার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন সাদিয়ার জ্যাঠা মো. মূছা। তিনি বলেন, সাদিয়া ছিলো তাদের পরিবারের সবচেয়ে মেধাবী ছাত্রী। তার এভাবে চলে যাওয়াটা পরিবারের কেউ মেনে নিতে পারছে না।

    এদিকে সাদিয়ার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শোকে বিহ্বল হয়ে পড়েছেন তার শিক্ষক ও স্বজনরা। প্রিয় বন্ধবীর মর্মান্তিক পরিণতিতে শোকাতুর তার সহপাঠীরা।

  • মিরসরাইতে সড়ক দুর্ঘটনায় হতাহত ২

    মিরসরাইতে সড়ক দুর্ঘটনায় হতাহত ২

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনার খবর পাওয়া গেছে। সোমবার সকাল সাড়ে আটটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার নয়দুয়ার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাত গাড়ীর চাপায় ঘটনাস্থলেই লেগুনা চালকের মৃত্যু। এ ঘটনায় লেগুনা চালকের হেলপারকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  

    ২৪ ঘন্টা ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল সরকার। তবে তাৎক্ষণিক তিনি নিহতের পরিচয় জানাতে পারেনি।

    তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, সোমবার সকালে যাত্রী ভাড়া নেওয়ার উদ্দ্যেশে লেগুনাটি রাস্তায় বের হয়। গাড়িটি মিরসরাই উপজেলার নয়দুয়ার এলাকায় গেলে নষ্ট হয়ে যায়। পরে মহাসড়কের পাশে গাড়িটি দাড় করিয়ে চালক ও হেলপার মেরামতের চেষ্টা করে।

    এসময় অজ্ঞাত গাড়ি তাদের দুজনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় এবং অপরজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।