Tag: প্রেসিডেন্ট

  • ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা

    ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা

    চারদিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

    বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় তাকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৪-১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন জোসে রামোস হোর্তা। তার সফরে অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি হবে। এছাড়া সফরকালে ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনস্যুলেট খোলার বিষয়ে ঘোষণা আসবে।

    গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন জানিয়েছিলেন, প্রেসিডেন্ট হোর্তার এই সফরে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনার পাশাপাশি একটি দ্বিপাক্ষিক চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হবে।

    তিনি জানান, তিমুর লেস্তের রাষ্ট্রপতির সরকারি সফরে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনার পাশাপাশি একটি দ্বিপাক্ষিক চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সেগুলো হলো-অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি ও দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক পরামর্শমূলক ব্যবস্থা প্রতিষ্ঠাবিষয়ক সমঝোতা স্মারক।

    পররাষ্ট্র সচিব জানান, এই দুটি সমঝোতা সইয়ের মাধ্যমে তিমুর লেস্তের সঙ্গে একটি ব্যাপক অংশীদারত্বের দিকে এগিয়ে যেতে পারবো এবং দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা স্থাপনের মধ্যে দিয়ে দুদেশই লাভবান হতে পারবো। এই সফরকালে বাংলাদেশে তিমুর-লেস্তে অনারারি কনস্যুলেট খোলার বিষয়েও ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।

    তিনি জানান, দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, বিমান পরিষেবা, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা, পেশাদার ও কূটনৈতিক প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ক্ষুদ্রও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং ক্ষুদ্র অর্থ ও ক্ষুদ্রঋণসহ দারিদ্র্য বিমোচনের বিষয়ে চুক্তি, সমঝোতা স্মারক, সমঝোতা সহযোগিতা সইয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।

  • জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

    জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

    মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এর ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার অব-এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

    বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

    এসময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

    একই স্থানে জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেন।

    প্রধানমন্ত্রী এর আগে সকালে সম্মেলনস্থলে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

    তার আগে প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) কাতার ও ডেনমার্কের প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।

    প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে পৌঁছেন। সফর শেষে শেখ হাসিনা রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে মিউনিখ ত্যাগ করবেন। ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

  • গাজাবাসীদের অবশ্যই তাদের ভূখণ্ডে থাকতে হবে: মিশরের প্রেসিডেন্ট

    গাজাবাসীদের অবশ্যই তাদের ভূখণ্ডে থাকতে হবে: মিশরের প্রেসিডেন্ট

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের অবশ্যই তাদের ভূখণ্ডে থাকতে হবে হবে মন্তব্য করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। বৃহস্পতিবার (১২ অক্টোবর) তিনি বলেন, গাজাবাসীদের অবশ্যই ‘অবিচল থাকতে হবে এবং তাদের ভূখণ্ডে থাকতে হবে’।

    বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

    প্রতিবেদনে বলা হয়েছে, টানা প্রায় এক সপ্তাহ ধরে ইসরায়েল গাজায় হামলা চালাচ্ছে এবং হামলার মুখে গাজায় আটকে থাকা বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ের জন্য সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার আহ্বানের মধ্যে সিসি এই মন্তব্য করলেন।

    মিশর এবং অবরুদ্ধ গাজা ভূখণ্ডের মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিং হলো উপকূলীয় এই উপত্যকাটিতে প্রবেশ ও বের হওয়ার একমাত্র পথ যা ইসরায়েল নিয়ন্ত্রিত নয়।

    ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজা উপত্যকায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আকাশপথে চালানো এই হামলায় গাজায় নিহতের সংখ্যা ইতোমধ্যেই ছাড়িয়েছে দেড় হাজার।

    এছাড়া ব্যাপক হামলায় গাজা ইতোমধ্যেই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, দেখা দিয়েছে মানবিক সংকট। এমনকি ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডটির লাখ লাখ মানুষের ঘুমানোর কোনও জায়গা নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)।

    এই পরিস্থিতিতে বেসামরিক ফিলিস্তিনিদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার সুযোগ দিতে মিশরকে রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। জবাবে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জানিয়ে দিলেন, গাজাবাসীদের অবশ্যই তাদের ভূখণ্ডে থাকতে হবে।

    ফিলিস্তিনিদের ‘বৈধ অধিকার’ নিশ্চিত করার বিষয়ে কায়রোর ‘দৃঢ় অবস্থান’ নিশ্চিত করে মিশরের এই প্রেসিডেন্ট বলেন, মিশর এই কঠিন সময়ে ফিলিস্তিনিদের প্রতি ‘চিকিৎসা ও মানবিক উভয় ধরনের সহায়তা প্রদান’ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

    বৃহস্পতিবার তিনি এক সামরিক অনুষ্ঠানে বক্তৃতায় জোর দিয়ে বলেন, তবে গাজাবাসীদের অবশ্যই ‘অবিচল থাকতে হবে এবং তাদের ভূখণ্ডেই থাকতে হবে’।

    ২৪ লাখ লোকের ছোট্ট উপকূলীয় গাজা ভূখণ্ড ২০০৭ সাল থেকে ইসরায়েল অবরুদ্ধ করে রেখেছে। হামাসের হামলার জেরে এখন পানি, খাদ্য এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এছাড়া টানা ছয় দিনের বিরতিহীন বিমান ও কামানের গোলাবর্ষণে পুরো গাজা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

    ঐতিহাসিকভাবে হামাস এবং ইসরায়েলের মধ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে মিশর দাতাদেরকে গাজার জন্য এল আরিশ বিমানবন্দরে মানবিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে। কিন্তু ফিলিস্তিনিদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান নাকচ করে দিয়েছে উত্তর আফ্রিকার এই দেশটি।

    আবদেল ফাত্তাহ আল-সিসির দাবি, গাজাবাসীদের বাস্তুচ্যুত হওয়ার অর্থ হবে ‘ফিলিস্তিনিদের নির্মূল করা’। বৃহস্পতিবার তিনি বলেন, মিশর ইতোমধ্যেই ‘সুরক্ষা ও নিরাপত্তার জন্য বিভিন্ন দেশ থেকে আসা ৯০ লাখ অতিথিকে (শরণার্থী) আশ্রয় দিয়েছে।’

    তার দাবি, ‘কিন্তু গাজাবাসীদের বিষয়টি ‘অন্যরকম’। কারণ তাদের বাস্তুচ্যুত হওয়ার অর্থ হবে ‘(ফিলিস্তিনিদের) নির্মূল করা।’

  • মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো

    মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো

    ভারত মহাসাগরের দেশ মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিরোধী দলীয় নেতা মোহাম্মদ মুইজ্জো। শনিবার (৩০ সেপ্টেম্বর) রানঅফ নির্বাচনে তিনি বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে হারিয়েছেন।

    মোহাম্মদ মুইজ্জোকে ‘ভারত বিরোধী’ নেতা হিসেবে বিবেচনা করা হয়। কারণ নির্বাচনের আগে তিনি বলেছিলেন, যদি প্রেসিডেন্ট হতে পারেন তাহলে মালদ্বীপে মোতায়েনকৃত স্বল্পসংখ্যক ভারতীয় সেনাকে বের করে দেবেন এবং মালদ্বীপকে ভারতের প্রভাব থেকে মুক্ত করবেন।

    গত ৯ সেপ্টেম্বর মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে প্রথম ধাপে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় এ নির্বাচন রানঅফে গড়ায়।

    মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যম ধাওরু জানিয়েছে, নির্বাচনে ব্যবহৃত ৫৬৮ ব্যালটের সবগুলোর ভোট গণনা সম্পন্ন হয়েছে। আর ভোট গণনা শেষে দেখা গেছে, মোহাম্মদ মুইজ্জো পেয়েছেন ৫৩ দশমিক ৭৩ শতাংশ ভোট। আর বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহ পেয়েছেন ৪৬ দশমিক ২৭ শতাংশ ভোট।

    মোহাম্মদ মুইজ্জো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার অর্থ হলো— দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে ভারতের যে প্রভাব রয়েছে সেটি কমে যাবে। অপরদিকে বাড়বে চীনের প্রভাব।

    ভোট গণনা শেষ হওয়ার আগেই মুইজ্জোর সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস শুরু করেন। আহমেদ আজান নামের এক সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। নির্বাচিত প্রেসিডেন্ট মুইজ্জোকে অভিনন্দন। লড়াই এখনো শেষ হয়নি। ইন্ডিয়া আউট।’

    মোহাম্মদ মুইজ্জো এর আগে রাজধানী মালের মেয়রের দায়িত্ব পালন করেছেন। এখন তিনি আগামী পাঁচ বছরের জন্য পর্যটনসমৃদ্ধ এ দ্বীপ রাষ্ট্রটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

    মোহাম্মদ মুইজ্জোর রাজনৈতিক দল প্রোগ্রেসিভি পার্টি অব দ্য মালদ্বীপ (পিপিএম) নেতৃত্বাধীন জোট এর আগে ২০১৩-২০১৮ সাল পর্যন্ত মালদ্বীপের ক্ষমতায় ছিল।

    তখন চীনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছিল মালদ্বীপ। এমনকি ওই সময় চীনের রোড অ্যান্ড বেল্ট ইনেশিয়েটিভে যোগ দিয়েছিল দেশটি এবং বড় অবকাঠামো নির্মাণের জন্য বেইজিংয়ের কাছ থেকে বিপুল ঋণ আদায় করে নিয়েছিল।

  • দ্বিতীয় মেয়াদে বিজয়ী হলেন অ্যাঙ্গোলান প্রেসিডেন্ট লরেনকো

    দ্বিতীয় মেয়াদে বিজয়ী হলেন অ্যাঙ্গোলান প্রেসিডেন্ট লরেনকো

    অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোয়াও লরেনকো সোমবার দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য জয়লাভ করেছেন। গত সপ্তাহের কঠিন প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনে তার উদীয়মান এমপিএলএ দল অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় তিনি বিজয়ী হলেন। আর এই ফলাফলের মধ্যদিয়ে তেল সমৃদ্ধ এ দেশে তাদের শাসন দশকের পথে সম্প্রসারিত হলো।

    নির্বাচন কমিশন ফলাফল ঘোষণার পর তিনি অ্যাঙ্গোলার সকল নাগরিকের প্রেসিডেন্ট হওয়ার এবং উম্মুক্ত সংলাপ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ঘোষিত ফলাফলে বিরোধী দল অনেক ভোট পাওয়ায় তার দল একেবারে স্বল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

    ২৪ আগস্টের ভোটের ফলাফল প্রকাশের পরপরই ৬৮ বছর বয়সী লরেনকো তার উদ্বোধনী ভাষণে বলেন, “এটি অ্যাঙ্গোলা ও অ্যাঙ্গোলার জনগণের বিজয়।”

    জাতীয় নির্বাচন কমিশন (সিএনই) জানায়, নির্বাচনে পিপলস মুভমেন্ট ফর দি লিবারেশন অব অ্যাঙ্গোলা ৫১.১৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। অপরদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী দল ন্যাশনাল ইউনিয়ন ফর দি টোটাল ইন্ডিপেনডেন্স অব অ্যাঙ্গোলা (ইউএনআইটিএ) পেয়েছে ৪৩.৯৫ শতাংশ ভোট।

    এন-কে

  • আমিরাতের নতুন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

    আমিরাতের নতুন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

    সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার ইউএই’র প্রেসিডেন্টকে পাঠানো এক বার্তায় তিনি নিজের ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এ অভিনন্দন জানান।

    প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

    বার্তায় শেখ হাসিনা বলেন, “এই পদে আপনাকে নির্বাচন করায়, এটাই প্রমাণ করে যে—আপনার নেতৃত্ব প্রদানের যোগ্যতা এবং বিচক্ষণতা ও দূরদর্শীতার প্রতি ইউএই’র ফেডারেল সুপ্রিম কাউন্সিল ও ইউএই’র জনগণের গভীর আস্থা রয়েছে।”

    প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভের পর থেকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, যার ফলে উভয়ের মধ্যে বর্তমানে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক বিরাজ করছে।’

    প্রধানমন্ত্রী তাঁর বার্তায় গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বলেন, ‘১৯৭৪ সালের ১০ মার্চ উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম ইউএই বাংলাদেশকে একটি স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্র হিসেবে ঐতিহাসিক স্বীকৃতি দিয়েছিল, যার ফলে ভ্রাতৃপ্রতিম আরব দেশগুলোর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পথ সুগম হয়েছিল। আর এভাবে অঞ্চলটির সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত স্থাপিত হয়েছে।’

    শেখ হাসিনা বলেন, ‘আমি গর্বের সঙ্গে উল্লেখ করতে চাই যে, আমাদের মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক আজ পারস্পারিক সহযোগিতার উঁচু পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের দুই দেশের মধ্যে মানব সম্পদ, ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, শিক্ষা ও প্রতিরক্ষা খাতসহ অনেক ক্ষেত্রে সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করে বলেন, ‘দুই দেশের মধ্যে বিদ্যমান এ সম্পর্ক ও অংশীদারিত্ব আরও গভীর হবে এবং অভীন্ন প্রচেষ্টার মাধ্যমে উভয় দেশের জনগণের কল্যাণে অবদান রাখবে।’

    প্রধানমন্ত্রী ইউএই’র নতুন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য কামনা করার পাশাপাশি ইউএই’র ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

  • আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আর নেই

    আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আর নেই

    মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান আর নেই। শুক্রবার আমিরাতের প্রেসিডেন্ট ৭৩ বছর বয়সে মারা গেছেন বলে দেশটির প্রেসিডেন্ট কল্যাণবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

    আমিরাতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ওয়াম এক টুইট বার্তায় বলেছে, প্রেসিডেন্ট কল্যাণবিষয়ক মন্ত্রণালয় প্রেসিডেন্টের মৃত্যুতে দেশের পতাকা অর্ধনমিত করে ৪০ দিনের সরকারি শোক পালনের ঘোষণা দিয়েছে। শোক পালনের পাশাপাশি ফেডারেল ও স্থানীয় পর্যায়ে, মন্ত্রণালয়ে এবং সরকারি-বেসরকারি খাতের সংস্থাগুলো তিন দিন বন্ধ থাকবে।

    শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বেশ কয়েক বছর ধরে নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। যে কারণে দীর্ঘদিন ধরে সরকারি কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন তিনি।

    প্রেসিডেন্টের মৃত্যুতে তার ভাই ও আবু ধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আমিরাতের ডি-ফ্যাক্টো শাসক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার উত্তরসূরীর ব্যাপারে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেওয়া হয়নি।

    ২০০৪ সালে আমিরাতের প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মৃত্যুর পর তার ছেলে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এর এক দশক পর তিনি স্ট্রোকের শিকার হন, তখন থেকেই তাকে জনসম্মুখে খুব বেশি দেখা যায়নি।

    সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ারটির নাম প্রয়াত শাসকের নামে বুর্জ খলিফা রাখা হয়। শেখ খলিফা সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট এবং আবু ধাবির ১৬তম শাসক ছিলেন।

    ১৯৪৮ সালের ৭ সেপ্টেম্বর আমিরাতের আল মুওয়াইজি ফোর্টে জন্মগ্রহণ করেন শেখ খলিফা। আমিরাতের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের জ্যেষ্ঠ পূত্র ছিলেন তিনি।

    তার মা ছিলেন শেখা হেসা বিনতে মোহাম্মদ বিন খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। তার পুরো নাম ছিল খলিফা বিন জায়েদ বিন সুলতান বিন জায়েদ বিন খলিফা বিন শাখবুত বিন থেয়াব বিন ঈসা বিন নাহিয়ান বিন ফালাহ বিন ইয়াস।

    বনি ইয়াস উপজাতীয় কনফেডারেশনের আল বু ফালাহ উপজাতি এবং আল নাহিয়ান শাসক পরিবারের প্রভাবের কেন্দ্র ছিল আল মুওয়াইজি গ্রাম। পিতার নির্মিত শহরের প্রথম স্কুল আল আইনে শিক্ষা লাভ করেছিলেন শেখ খলিফা। প্রয়াত পিতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের কর্মকাণ্ডে ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন তিনি।

    বিশ্বের বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষের বসবাসের অন্যতম এক আধুনিক রাষ্ট্র হিসাবে সংযুক্ত আমিরাতকে গড়ে তোলেন শেখ খলিফা।

    আমিরাতের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট মারা যাওয়ায় দেশের ভাইস–প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। বর্তমানে দুবাইয়ের শাসক হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ মোহাম্মদ।

  • ব্রাজিলের প্রেসিডেন্টকে অপসারণের দাবিতে বিক্ষোভে হাজারও মানুষ

    ব্রাজিলের প্রেসিডেন্টকে অপসারণের দাবিতে বিক্ষোভে হাজারও মানুষ

    ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে রাস্তায় নেমেছে হাজারও মানুষ। স্থানীয় সময় গতকাল শনিবার ব্রাজিলের ১৬০টির বেশি শহরে এই বিক্ষোভ হয়। বিক্ষোভে বলসোনারোর অপসারণের দাবি জানানো হয়। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

    প্রতিবেদনে আরও বলা হয়, ব্রাজিলের পরবর্তী নির্বাচনের ঠিক এক বছর আগে বিভিন্ন বিরোধী দল এবং ট্রেড ইউনিয়ন এই বিক্ষোভ পরিচালনা করে। এরই মধ্যে জরিপে দেখা গেছে, জনসমর্থনে পিছিয়ে পড়েছেন বলসোনারো।

    অ্যাটলাস ইনস্টিটিউটের একটি জরিপে দেখানো হয়েছে, দেশ পরিচালনায় বলসোনারোর সরকারের সক্ষমতা খারাপ অথবা খুব খারাপ মনে করেন ৬১ শতাংশ ব্রাজিলীয়। বলসোনারো যখন ২০১৯ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করেন, তখন তাঁর সরকারের কর্মক্ষমতা খারাপ মনে করতেন ২৩ শতাংশ ব্রাজিলীয়।

    করোনা মহামারি মোকাবিলায় প্রেসিডেন্ট বলসোনারোর ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ব্রাজিলের অনেক মানুষ। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ছয় লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

    ভালদো অলিভেইরা নামের এক বিক্ষোভকারী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বিশ্বের পিছিয়ে থাকা সবকিছুর প্রতিনিধিত্ব করছেন এই প্রেসিডেন্ট (বলসোনারো)। এখানে ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতি রয়েছে। আমরা গণতন্ত্র রক্ষার জন্য (আজ) সমবেত হয়েছি।’

    এদিকে, ব্রাজিলের সুপ্রিম কোর্ট সম্প্রতি বলসোনারোর বিষয়ে একাধিক তদন্তের অনুমোদন দিয়েছেন।

    এন-কে

  • কোভিড টিকার বুস্টার ডোজ নিলেন জো বাইডেন

    কোভিড টিকার বুস্টার ডোজ নিলেন জো বাইডেন

    ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে এনডিটিভি এ খবর দিয়েছে।

    সম্প্রতি ৬৫ বছর বা তদুর্ধ্ব লোকজনকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার বিষয়টি অনুমোদন পেয়েছে যুক্তরাষ্ট্রে।

    যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে করোনা টিকার বুস্টার ডোজ নেন বাইডেন। বুস্টার ডোজ টিকাটি তাঁর বাম হাতে দেওয়া হয়।

    এ সময় মজা করে জো বাইডেন বলেন, ‘দেখে হয়তো মনে হয় না, কিন্ত আমার বয়স ৬৫ বছরের বেশি।’

    ৬৫ বছরের বেশি বয়স্ক ছাড়াও যাদের রোগবালাই বা শারীরিক জটিলতা রয়েছে যুক্তরাষ্ট্রে তাদেরও করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে।

    তবে সমস্যা অন্যখানে। জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের অনেকেই করোনার টিকা নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন।

    এন-কে

  • ৬০ বছর বয়সে ফুটবল খেলে রেকর্ড

    ৬০ বছর বয়সে ফুটবল খেলে রেকর্ড

    ৬০ বছর বয়সে ফুটবল মাঠ মাতাচ্ছেন! শুনে কি অবাক হচ্ছেন? অবাক করা হলেও সত্যি। এই বয়সেও যে মাঠে ফুটবল মাঠ মাতানো যায় সেটিই যেন প্রমাণ হলো। আর এই রেকর্ড গড়েছেন সুরিনামের ভাইস প্রেসিডেন্ট রনি ব্রান্সভিক।

    কনকাকাফ লিগের একটি ম্যাচে খেলতে মাঠে নেমে রেকর্ড গড়েছেন সুরিনামের ভাইস-প্রেসিডেন্ট রনি ব্রান্সভিক। রাজনৈতিক দায়িত্ব থেকে কিছু সময়ের জন্য মুক্তি পাওয়ার আশায় ৬০ বছর বয়সে আন্তর্জাতিক ক্লাব পর্যায়ের ম্যাচ খেলতে তিনি মাঠে নেমেছিলেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) লিগে হন্ডুরাসের ক্লাব সিটি অলিম্পিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। ইন্টার মোয়েনগোটাপের অধিনায়ক হিসেবে খেলেন তিনি। ক্লাবটির মালিকও তিনি।

    পুরো ৯০ মিনিটের ম্যাচে ব্রান্সভিক খেলেছেন ৫৪ মিনিটের মতো। তবে শেষ পর্যন্ত হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তার দলকে। হন্ডুরাসের ক্লাবটির কাছে ৬-০ গোলের বড় ব্যবধানে হেরেছে তারা। ব্রান্সভিক ৬১ নম্বর জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। ফরোয়ার্ড হিসেবেই খেলেন তিনি। ব্রান্সভিকের সঙ্গে তার ছেলে ডামিয়ানও নেমেছিলেন মাঠে।

    এদিকে পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি বয়সে মাঠে নামার রেকর্ডটি এর আগে করেছিলেন এজেলদিন বাহাদের। ৭৫ বছর বয়সী এই মিসরীয় পেশায় ছিলেন স্থপতি।

    ২০২০ সালের মার্চে মিসরের তৃতীয় বিভাগে ৬ অক্টোবর দলের হয়ে নেমে গোলও করেছিলেন এই বাহাদের। পরে অক্টোবরে নিজের ৭৫তম জন্মদিনের এক মাস আগে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে গিনেস বুকে নাম লিখিয়েছেন। বাহাদেরের সে ঘটনা রেকর্ড হলেও সেটি ছিল তৃতীয় স্তরের ফুটবল।

    তবে ইন্টার মোয়েনগোটাপে ও অলিম্পিয়ার ম্যাচটি ছিল মহাদেশীয় প্রতিযোগিতায়। ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের ১০০ ডলার করে উপহারও দিয়েছেন ব্রান্সভিক।

    এন-কে

  • আজ বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের সরকারপ্রধানেরা

    আজ বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের সরকারপ্রধানেরা

    ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তির প্রেক্ষাপটে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের সরকারপ্রধানেরা আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা গত মার্চ মাসে ভার্চুয়ালি দেখা করলেও, চার নেতার একসঙ্গে এই প্রথম মুখোমুখি সাক্ষাৎ হতে যাচ্ছেন।

    হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে বলেন, কোভিড-১৯ সংকট, জলবায়ু সংকট মোকাবিলা, উদীয়মান প্রযুক্তি এবং সাইবার স্পেসে অংশীদারত্ব এবং উন্মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নে ‘কোয়াড’ নেতৃবৃন্দ পরস্পরের মধ্যকার সম্পর্ককে আরও গভীর করতে এবং ব্যবহারিক সহযোগিতার দিকে মনোনিবেশ করবেন।

    চীন ধারাবাহিকভাবে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক ঘাঁটি তৈরি করছে। এবং সেগুলো ব্যবহার করে গুরুত্বপূর্ণ সামুদ্রিক লেন নিয়ন্ত্রণ করছে বলে দাবি করে আসছে।

    অস্ট্রেলিয়াকে পারমানবিক সাবমেরিন সরবরাহের বিষয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্প্রতি ঘোষিত ‘অকাস’ চুক্তির পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনে আসন্ন বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    ‘অকাস’ চুক্তির ফলে ফ্রান্সের সঙ্গে ডিজেল সাবমেরিন সরবরাহের চুক্তি থেকে অস্ট্রেলিয়া বেরিয়ে আসায় ফ্রান্স ক্ষুব্ধ হয়ে ওঠে এবং এর প্রতিবাদে তারা যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে তার রাষ্ট্রদূতদের ফেরত নেয়।

    চীন ‘অকাস’ চুক্তির নিন্দা জানিয়ে একে আঞ্চলিক শান্তির জন্য ক্ষতিকর বলে অভিহিত করেছে।

    এন-কে

  • জাতিসংঘ অধিবেশন : করোনা প্রতিরোধের আলোচনা ছাপিয়ে রাজনৈতিক উত্তেজনা

    জাতিসংঘ অধিবেশন : করোনা প্রতিরোধের আলোচনা ছাপিয়ে রাজনৈতিক উত্তেজনা

    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের দ্বিতীয় দিনে করোনা মহামারি প্রতিরোধের আলোচনা ছাপিয়ে রাজনৈতিক উত্তেজনা প্রবল হয়। মার্কিন সরকারের নিষেধাজ্ঞাকে অঘোষিত যুদ্ধের সঙ্গে তুলনা করেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আফগানিস্তান ও সিরীয় সংকটের কারণে সৃষ্ট শরণার্থী ইস্যুতে উদ্‌বেগ জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ইউএন নিউজ ও এনডিটিভি তাদের পৃথক প্রতিবেদনে ইরান ও তুর্কি প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

    নিউইয়র্কে অধিবেশনে সশরীরে যোগ দেননি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তেহরান থেকে ভিডিও বক্তব্যে মার্কিন সরকারের আরোপিত নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেন তিনি।

    ইব্রাহিস রাইসি বলেন, ‘নিষেধাজ্ঞা অঘোষিত যুদ্ধের সামিল। পরমাণু কর্মসূচি শুরুর পরই যে কেবল ইরানের ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, তা কিন্তু নয়। যখন থেকেই ইরান স্বাবলম্বী হতে শুরু করেছে তখন থেকেই আমাদের দমিয়ে রাখতে ওয়াশিংটন নানা চেষ্টা করে আসছে। এমনকি করোনা মহামারির সময়ও, মার্কিন নিষেধাজ্ঞা থেকে রক্ষা পায়নি ইরানি জনগণ।’

    আফগানিস্তান ও সিরিয়া ইস্যু নিয়ে বক্তব্য দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, এর ফলে সৃষ্ট শরণার্থী সংকটের কারণে মূল্য দিতে হচ্ছে তুরস্ককে। আফগানিস্তান সংকট যখনই শুরু হয়েছে, তখন থেকেই তুরস্কে শরণার্থী ঢল বেড়েছে।

    তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘এর আগে শুরু হওয়া সিরীয় সংকট তো আছেই। এই দুই দেশের কারণে চাপে আছে আঙ্কারা। তাই, অবিলম্বে এর সমাধান হওয়া উচিত।’

    কাশ্মীর ইস্যুতেও জাতিসংঘে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘৭৪ বছর ধরে চলে আসা কাশ্মীরী ইস্যু জাতিসংঘের রেজল্যুশন অনুযায়ী, আলোচনার মাধ্যমে সমাধান করা দরকার।’

    অন্যদিকে, নতুন করে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তৈরি না করার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর পরিবর্তে সবুজায়ন ও লো কার্বন এনার্জিভিত্তিক প্রকল্পের দিকে নজর দেওয়া হবে বলে জানান তিনি।

    অন্যদিকে, হোয়াইট হাউসে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় বাণিজ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়।

    এন-কে