Tag: প্রেস ক্লাব

  • মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচন উত্তর চট্টগ্রামে উদাহরণ সৃষ্টি করেছে

    মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচন উত্তর চট্টগ্রামে উদাহরণ সৃষ্টি করেছে

    আশরাফ উদ্দিন::::সিলেকশান নয় উন্মোক্ত গনতান্ত্রিক প্রক্রিয়ায় ইলেকশনের মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচনে উত্তর চট্টগ্রামে উদাহরণ সৃষ্টি করেছে মিরসরাই উপজেলা প্রেসক্লাব। গত শনিবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী মিরসরাই উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮ ভোটের ব্যবধানে সভাপতি হয়েছেন দৈনিক লাল সবুজ পত্রিকার সম্পাদক নয়ন কান্তি ধুম ও সাধারণ সম্পাদক দৈনিক মানব জমিনের মিরসরাই উপজেলা প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী।

    নির্বাচন ঘিরে দিন ব্যাপী ছিল উৎসব মুখর পরিবেশ। একটি জাতীয় নির্বাচনের ন্যায় মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে ছিল প্রধান নির্বাচন কমিশনার, প্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্ট। । হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যদিয়ে ৮ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বি সাংবাদিক মাহবুবুর রহমান পলাশকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন দৈনিক লাল সবুজ পত্রিকার সম্পাদক নয়ন ধুম। সাধারণ সম্পাদক নির্বাচনে নতুন ইতিহাস সৃষ্টি করে একবারের স্থলে দুইবার ভোট করতে হয় নির্বাচন কমিশনকে। প্রথমবার বেলা ১২টার ভোটে সাধারণ সম্পাদক পদে দুই প্রতিদ্বন্দ্বী ২৪ ভোটের মধ্যে ১২ ভোট পান মানবজমিনের মিরসরাই উপজেলা প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী অপরদিকে তার প্রতিপক্ষ দৈনিক বণিক বার্তা প্রত্রিকার মিরসরাই প্রতিনিধি রাজিব মজুমদার ও পেয়ে বসেন ১২টি ভোট। ফলে বিকাল ৫ টায় পুনরায় ভোট গ্রহণ করতে বাধ্য হন প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জামশেদ আলম। ৫ ঘন্টার ব্যবধানে সহকর্মীদের মন জয় করে ৮ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আনোয়ারুল হক নিজামী।

    নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা ও মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার জামশেদ আলম বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে শক্তিশালী করতে হবে। যে দেশের গণমাধ্যম যত বেশি শক্তিশালী সে দেশের রাষ্ট্রব্যবস্থা ততো বেশি শক্তিশালী গণমাধ্যম তোষণ মুক্ত সমাজ গড়ার অন্যতম হাতিয়ার। আজকের সমাজে যত অনাচার অনিয়ম দুর্নীতি আছে এটা তুলে ধরার জন্য গণমাধ্যম একমাত্র পথ। গনমাধ্যম কর্মীরা পদলেহন করার কারনে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্তম্ভ ধসে পড়ে বিলিনের পথে। তাই আজকে যারা সুস্থ ধারায় মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে ভোটের মাধ্যমে জয়ি হয়েছেন তাদের প্রতি আকুল আবেদন আপনারা সাংবাদিকতার ধসে পড়া স্তম্ভের মেরামতে কাজ করবেন।
    ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৪ -২৫ সালের নির্বাচত হওয়া সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ কার্যদিবসের মধ্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। ভোটের আনুষ্ঠানিকতা শেষে প্রধান নির্বাচন কমিশনার ডাঃ জামসেদ আলম সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন। এদিকে নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

  • জমকালো আয়োজনে চকরিয়া প্রেসক্লাবের পিকনিক ও ফ্যামিলি ডে সম্পন্ন

    জমকালো আয়োজনে চকরিয়া প্রেসক্লাবের পিকনিক ও ফ্যামিলি ডে সম্পন্ন

    জমকালো আয়োজনের মধ্যদিয়ে চকরিয়া প্রেসক্লাবের বার্ষিক পিকনিক ও ফ্যামিলি ডে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মনোরম এ বনভোজন সম্পন্ন হয়।

    এদিন সকাল থেকে ধীরে ধীরে সাফারি পার্কের পিকনিক স্পট মুখর হয়ে উঠে চকরিয়া প্রেসক্লাব সদস্যদের পদচারণায়। চকরিয়া পৌরসভা থেকে যাত্রা শুরু হয় সকাল ৮ টা থেকে। সৌহার্দ্যপূর্ণ আড্ডায় বেলা বাড়তেই মুখরিত হয়ে উঠে পার্কের পিকনিক স্পষ্ট।

    চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজবাউল হকের সঞ্চালনায় বিভিন্ন ইভেন্টের জন্য বেশ কয়েকটি পিকনিক উপকমিটি করে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

    দুপুরের ভূরিভোজন শেষে পিকনিক উপকমিটির আয়োজনে সম্পন্ন হয় শিশু ও মহিলাদের বিভিন্ন খেলা ও লাকী কুপন ড্র।

    এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফয়জুল করিম সাঈদী, মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত উজ জামান, সহকারী পুলিশ সুপার তফিকুল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া উপজেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, ওসি তদন্ত আব্দুল জব্বার, সমাজসেবক সরওয়ার আলম, ক্রীড়াসংগঠক ও রাজনীতিবিদ আলমগীর হোসাইন, দৈনিক বাকখালীর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী।

    এ অনুষ্ঠান সম্পন্ন করতে বিভিন্ন ইউনিটের দ্বায়িত্ব পালন করেন- সাবেক সভাপতি আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এ এম ওমর আলী, সহ-সভাপতি আরমান চৌধুরী, মুকুল কান্তি দাশ, জিয়াবুল হক, যুগ্ম সম্পাদক মোহাম্মদ উল্লাহ, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খোকন, ক্রীড়া সম্পাদক জামাল হোসাইন, আপ্যায়ন সম্পাদক হান্নান শাহ্, সাহিত্য সম্পাদক অলি উল্লাহ রনি, বশির আল মামুন, আবুল কালাম আজাদ, আব্দুল মতিন চৌধুরী, এডভোকেট ফয়জুল কবির, হেলাল উদ্দীন, কেএম নাসির উদ্দীন, বাপ্পী শাহরিয়ার, নাজমুল সাঈদ,শাহ্ মোহাম্মদ জাহেদ, মোস্তফা কামাল, ওয়াহিদুল হাসান রাহি, রাজু দাশ, আরাফাত হোসাইন, নুরুল আমিন টিপু, নিজাম উদ্দীন, কামাল, রুহুল কাদের, বশির আলম, ইউছুপ বিন হোসাইন, নুরুদ্দুজা জনি, ফেরদৌস ওয়াহিদ, ওসমান সরওয়ার প্রমুখ।

    সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত টানা ক্লাব সদস্য ও অতিথিদের জম্পেশ আড্ডা, খুনসুটি, চকরিয়ার উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা চলে।

    অনুষ্ঠানের ফাঁকে কেক কেটে পালন করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস।

  • সাংবাদিক শোয়েবের মৃত্যুতে তথ্যমন্ত্রী, বিএফইউজে, সিইউজে, প্রেস ক্লাব ও সিআরএফের শোক

    সাংবাদিক শোয়েবের মৃত্যুতে তথ্যমন্ত্রী, বিএফইউজে, সিইউজে, প্রেস ক্লাব ও সিআরএফের শোক

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক, অনুবাদক শোয়েব খান এর মৃত্যুতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিএফইউজে, সিইউজে, প্রেস ক্লাব, চট্টগ্রাম রিপোর্টাস ফোরাম ও চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যসোসিয়েশনের নেতৃবৃন্দরা শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

    বুধবার (২৫ নভেম্বর) সকাল পৌনে আটটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম নগরের সিএসসিআর হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। বাদ যোহর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মরহুমের জানাযা শেষে মরদেহ গ্রামের বাড়ি ফটিকছড়িতে নিয়ে যাওয়া হয়।

    সেখানেই জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। গত দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাংবাদিক এস এম শোয়েব খান।

    প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত জানাযার পূর্বে সাংবাদিক শোয়েব খানের বর্ণাঢ্য কর্মজীবন স্মরণ করে সংক্ষিপ্ত স্মরণ সভায় প্রেসক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম। সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম ।

    জানাযায় বিজিএমইএ প্রাক্তন প্রথম সহসভাপতি নাসিরুদ্দিন চৌধুরী, মহানগর বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সেখানে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

    তথ্যমন্ত্রীর শোক : সাংবাদিক শোয়েব খানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এক বিবৃতিতে তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তথ্যমন্ত্রী শোকবার্তায় মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং দৈনিক পূর্বকোণসহ বেতার ও টেলিভিশনে তার কর্মময় জীবনের কথা স্মরণ করেন।

    বিএফইউজে’র শোক : বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য এস এম শোয়েব খান মৃত্যুতে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, মহাসচিব ও দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে নবনিযুক্ত প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, যুগ্ম মহাসচিব মহসীন কাজী, নির্বাহী সদস্য রুবেল খান ও আজহার মাহমুদ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

    বিবৃতিতে বিএফইউজে নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দরা বলেন, ‘ সাংবাদিক এস এম শোয়েব খান সৎ অমায়িক নিবেদিত প্রাণ সাংবাদিক ছিলেন । তাঁর মৃত্যুতে সংবাদ মাধ্যমের অপূরণীয় ক্ষতি হলো। সাংবাদিক সমাজে তাঁর অবদান স্মরণীয় থাকবে।

    তাছাড়াও সিনিয়র সাংবাদিক সোয়েব খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক আলিউর রহমান, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি নাসির উদ্দিন তোতা ও সাধারণ সম্পাদক লতিফা আনসারি প্রমুখ নেতৃবৃন্দ ।

    মরহুমের গ্রামের বাড়ি ফটিকছড়ির বাবুনগরে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

    প্রায় ৩০ বছর তিনি দৈনিক পূর্বকোণের সহ সম্পাদক ছিলেন। এছাড়া বেতার ও টেলিভিশনেও সক্রিয় ছিলেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের লোকপ্রশাসন বিভাগের ছাত্র ছিলেন এসএম শোয়েব খান। সাংবাদিকতায় যুক্ত হন ১৯৯০ সাল থেকে।

    রাজীব/২৪ ঘণ্টা