Tag: প্রয়াত আওয়ামী লীগ নেতা

  • রাউজানে প্রয়াত আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম চৌধুরীর স্মরণসভা কাল

    রাউজানে প্রয়াত আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম চৌধুরীর স্মরণসভা কাল

    চট্টগ্রামের রাউজানে প্রবীণ রাজনীতিবিদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক মেয়র মরহুম আলহাজ্ব শফিকুল ইসলাম চৌধুরী বেবী’র তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার।

    প্রবীণ এ রাজনীতিবিদের স্মরণে নানা কর্মসূচি পালনের উদ্দ্যেগ নেয়া হয়েছে। শুক্রবার সকাল দশ টায় মুন্সিরঘাটাস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

    উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভা অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত ) এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

    প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম এবং বিশেষ অতিথি থাকবেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।

    রাউজান উপজেলা আওয়ামীলীগের সি.সহ-সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে জেলা-উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

    মরহুম শফিকুল ইসলাম চৌধুরীর পুত্র সাইফুল ইসলাম চৌধুরী রানা ও আরিফুল ইসলাম চৌধুরী সোহেল ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবী’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন, কবর জেয়ারত, কবরে পুষ্পার্ঘ অর্পন ও মেজবানের আয়োজন করা হয়েছে।

    উল্লেখ্য প্রবীণ এই রাজনীতিবিদ ২০১৬ সালের ২৭ অক্টোবর বৃহস্পতিবার ভোর ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।