চট্টগ্রামের রাউজানে প্রবীণ রাজনীতিবিদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক মেয়র মরহুম আলহাজ্ব শফিকুল ইসলাম চৌধুরী বেবী’র তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার।
প্রবীণ এ রাজনীতিবিদের স্মরণে নানা কর্মসূচি পালনের উদ্দ্যেগ নেয়া হয়েছে। শুক্রবার সকাল দশ টায় মুন্সিরঘাটাস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভা অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত ) এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।
প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম এবং বিশেষ অতিথি থাকবেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।
রাউজান উপজেলা আওয়ামীলীগের সি.সহ-সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে জেলা-উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
মরহুম শফিকুল ইসলাম চৌধুরীর পুত্র সাইফুল ইসলাম চৌধুরী রানা ও আরিফুল ইসলাম চৌধুরী সোহেল ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবী’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন, কবর জেয়ারত, কবরে পুষ্পার্ঘ অর্পন ও মেজবানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য প্রবীণ এই রাজনীতিবিদ ২০১৬ সালের ২৭ অক্টোবর বৃহস্পতিবার ভোর ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।