Tag: পড়ে

  • চান্দগাঁওতে ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    চান্দগাঁওতে ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. রফিকুল ইসলাম (৩০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    আজ শনিবার (৭ নভেম্বর) সকালে চান্দগাঁও থানা আমিনার দোকানের পাশে ফয়সাল মিয়ার নির্মাণাধীন ভবনের তিন তলার ছাদ থেকে পড়ে গেলে মৃত্যুর ঘটনাটি ঘটে।

    নিহত রফিকুল ইসলাম নগরীর চান্দগাঁও খাজারোড করম পাড়ার মুস্তাফিজুর রহমানের ছেলে বলে জানা গেছে।

    তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, শনিবার সকালে চান্দগাঁও থানা এলাকার একটি নির্মাণাধীন ভবনের ৩ তলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় রফিকুল নামে এক শ্রমিককে চমেক হাসপাতালে আনা হয়।

    আজ শনিবার সকাল সাড়ে ১১টার সময় হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • সলিমপুর ওভারব্রীজের নিচে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত

    সলিমপুর ওভারব্রীজের নিচে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মঞ্জুরুল ইসলাম আশিস (১৯) নামের এক কিশোর নিহত হয়েছে।

    আজ রবিবার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার সলিমপুর এলাকার ফকিরহাট ওভারব্রীজের নিচে রেললাইনে এঘটনা ঘটে।

    রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। নিহত আশিস চাঁদপুর জেলার প্রতাপপুর থানার মকবুল হোসেনের পুত্র।

    জানা যায়, রেললাইনে হাটার সময় চট্টগ্রাম বন্দরমূখী একটি মালবাহী ট্রেনে সে কাটা পড়ে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ।

    এ ব্যপারে জানতে চাইলে বিষয়টি স্বীকার করে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে এক কিশোর মারা যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় এবং দ্বিখন্ডিত লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করি।

    ২৪ ঘণ্টা/কামরুল দুলু/আর এস পি