Tag: ফটিকছড়ি

  • দলমত নির্বিশেষে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ান: লিটন

    দলমত নির্বিশেষে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ান: লিটন

    চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা বিপর্যস্ত হয়ে পড়েছে। লাখ লাখ মানুষ এখনো পানিবন্দি হয়ে আছে। তারা মানবেতর জীবন যাপন করছে। অসংখ্য মানুষ ও জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যাকবলিত এলাকায় সহায় সম্বল হারিয়ে লাখ লাখ মানুষ এখন নিদারুণ কষ্টে আছে। এবারের বন্যা আড়াই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। বিএনপি জনগণের দল হিসেবে দেশের যেকোনো সংকটে মানুষের পাশে থাকে। তিনি চট্টগ্রামবাসীকে দলমত নির্বিশেষে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

    তিনি সোমবার (২৬ আগস্ট) দুপুরে ফটিকছড়ির পূর্ব ভূজপুর কাজীর হাট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।

    এসময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে শুকনা খাবার, চাল, ডাল, পানি, ঔষধ, দিয়াশলাই, মোমবাতি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন।

    ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক শিল্প সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী, সাবেক ক্রীড়া সম্পাক দিদারুল আলম, সাবেক সহ ছাত্র বিষয়ক সম্পাদক ইউনুস চৌধুরী হাকিম, পাঁচলাইশ থানা বিএনপি যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম, মহানগর যুবদলের সহ সম্পাদক ইদ্রিস সবুজ, নগর কৃষকদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন জিসান, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. আনাছ, ভুজপুর যুবদলের সি. যুগ্ম আহবায়ক ফারুক বিন মুসা, মোজাহেরুল ইসলাম, জাবেদ জোবায়ের, মোবারক হোসেন, রকি সিদ্দিকি, মো. আসিফ, জয়, আকরাম সাঈদ, আবু সাঈদ, মাহমুদ, মনির হোসেন, ইফতেখার আহমেদ, মো. রিপন প্রমুখ।

  • ফটিকছড়ির এমপি সনির সংসদ সদস্য পদ বাতিল চেয়ে রিট

    ফটিকছড়ির এমপি সনির সংসদ সদস্য পদ বাতিল চেয়ে রিট

    দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় ব্যাংক ঋণের তথ্য গোপন করার অভিযোগে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নৌকা প্রতীকে বিজয়ী খাদিজাতুল আনোয়ার সনির সংসদ সদস্য পদ বাতিল চেয়ে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে ওই সংসদ সদস্য পদে পুনরায় নির্বাচনের জন্যে আর্জি জানানো হয়েছে রিট আবেদনে।

    রবিবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমেদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ্ আলম অভি বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, নির্বাচনী হলফনামায় খেলাপি ঋণ সংক্রান্ত অর্থঋণ আদালতের মামলাসহ ৮টি ব্যাংক ঋণের তথ্য গোপন করে প্রতারণামূলকভাবে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন খাদিজাতুল আনোয়ার সনি। আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

    গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব পেয়েছেন ৩৬ হাজার ৫৮৭ ভোট। একতারা প্রতীকে সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী পেয়েছেন ৩ হাজার ১৩৮ ভোট, ঈগল প্রতীকে স্বতন্ত্র মোহাম্মদ শাহাজাহান পেয়েছেন ২৫৭ ভোট, মোমবাতি প্রতীকে মো. হামিদুল্লাহ ১ হাজার ৫২৫ ভোট, চেয়ার প্রতীকে মীর ফেরদৌস আলম ৫২৫ ভোট, ফুলকপি প্রতীকে রিয়াজ উদ্দিন চৌধুরী ৩১৩ ভোট এবং লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো. শফিউল আজম ২৫৫ ভোট পেয়েছেন। এ ছাড়া নির্বাচন থেকে সরে দাঁড়ানো ১৪ দলীয় জোট নেতা ও এই আসনের বর্তমান সংসদ সদস্য ফুলের মালা প্রতীক প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী পেয়েছেন ২১৩ ভোট পেয়েছেন।

    ফটিকছড়ি উপজেলায় ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ১৪২টি ভোট কেন্দ্রে ৪ লাখ ৫৬ হাজার ৪৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৯ হাজার ৯০২ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ৫৮২ জন ভোটার রয়েছে।

  • ফটিকছড়িতে স্বতন্ত্র প্রার্থী তৈয়্যবের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ; শুনানি আজ

    ফটিকছড়িতে স্বতন্ত্র প্রার্থী তৈয়্যবের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ; শুনানি আজ

    জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-০২ ফটিকছড়ি আসনে তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হুসাইন মুহাম্মদ আবু তৈয়্যবের বিরুদ্ধে সাধারণ ভোটার, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক ও রিটার্নিং অফিসারদের ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

    জানা যায়, নির্বাচনী প্রচারণার মধ্যেই সাধারণ ভোটারদের মধ্যে বিভিন্ন সময় হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করে আসছেন তিনি।

    ভোটের আগের দিন শনিবার রাত ৮ টায় ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজুকে নিয়ে বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে প্রিসাইডিং অফিসারদের হুমকি দেন আবু তৈয়্যব। এরই প্রেক্ষিতে চট্টগ্রামের যুগ্ম জেলা জজ রাজিয়া সুলতানা তার বিরুদ্ধে সমন জারি করেন। ভোটের দিন রবিবার সকাল দশ টায় উপজেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে এই অভিযোগের শুনানি গ্রহণ করা হবে এবং যে সকল ভোট কেন্দ্রে হুমকি দেওয়া হয়েছে, সেসব কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করবেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

  • নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তরিকতের নজিবুল বশর মাইজভান্ডারী

    নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তরিকতের নজিবুল বশর মাইজভান্ডারী

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

    বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ডেকে এই ঘোষণা দেন তিনি। এবারের নির্বাচনে ফুলের মালা প্রতীক পেয়েছিলেন সৈয়দ নজিবুল বশর।

    সংবাদ সম্মেলনে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা এবং প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে আমি আগামী ৭ জানুয়ারির নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম। আমি সবসময় ফটিকছড়িবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি ও থাকব। আমি যদি নির্বাচনের মাঠে থাকি তাহলে ভোটের সমীকরণ ভিন্ন হবে। এখন আমি সরে যাওয়ায় আমার ভোটাররা নৌকার বিজয় নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করছি।

    রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে প্রার্থী হয়েছেন আটজন। এর মধ্য, আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন খাদিজাতুল আনোয়ার।

    এছাড়া, আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব তরমুজ প্রতীকে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মীর মুহামমদ ফেরদৌস আলম চেয়ার প্রতীকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ হামিদ উল্লাহ মোমবাতি প্রতীকে, জাতীয় পার্টির মোহাম্মদ শফিউল আজম চৌধুরী লাঙ্গল প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান ঈগল প্রতীক নিয়ে, বাংলাদেশ সুপ্রীম পার্টির শাহজাদা সৈয়দ সাইফুফদ্দীন আহমদ একতারা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আর বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ফুলের মালা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তবে নির্বাচনের আগমুহূর্তে সরে দাঁড়ালেন তিনি।

  • চট্টগ্রামে তিন উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

    চট্টগ্রামে তিন উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

    চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি এবং রাঙ্গুনিয়া উপজেলাকে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া এদিন প্রধানমন্ত্রী চট্টগ্রামের ৯টি প্রতিষ্ঠানের ১৫টি প্রকল্পের উদ্বোধন করবেন।

    ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব প্রকল্পের উদ্বোধন করবেন।
    ৪র্থ পর্যায়ে রাঙ্গুনিয়া উপজেলায় ৮৬টি, ৫ম পর্যায়ে চন্দনাইশে ৩৫টি, বাঁশখালীতে ৪৬টি ও চন্দনাইশ উপজেলায় জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে ১০০টি পরিবারসহ মোট ২৬৭টি পরিবারকে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ।

    এর আগে চট্টগ্রাম জেলায় ৮টি উপজেলা পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া, লোহাগাড়া, রাউজান, বোয়ালখালী, আনোয়ারা এবং হাটহাজারী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম জেলার সন্দ্বীপ, সীতাকুন্ড, মীরসরাই এবং চন্দনাইশ উপজেলা ছাড়া বাকি ১১টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হবে।

    ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ১ম পর্যায়ে ১ হাজার ৪৪৪টি, ২য় পর্যায়ে ৬৪৯টি, ৩য় পর্যায়ে ১৬২টি, ৪র্থ পর্যায়ে ১ হাজার ১৩৭টি, ৪র্থ পর্যায়ের অবশিষ্ট ৮৬টি, ৫ম পর্যায়ে ৮১টি ও জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে একক গৃহ নির্মাণ ১০০টি পরিবারসহ মোট ৫ হাজার ৪৫৯টি ঘর বরাদ্দ দেওয়া হয়।

  • আজাদী বাজার মাদ্রাসার মুহতামীমকে অব্যাহতি, নতুন মুহতামীম জাফরুল্লাহ

    আজাদী বাজার মাদ্রাসার মুহতামীমকে অব্যাহতি, নতুন মুহতামীম জাফরুল্লাহ

    ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির আজাদী বাজার আল জামেয়া ইসলামিয়া মাদ্রাসার শূরা বৈঠকে মুহতামীম মাওলানা হাবিব উল্লাহকে ৬ মাসের অব্যাহতি দিয়েছে। মাওলানা জাফরুল্লাহ কে নতুন মুহতামীম নিয়োগ দেয়া হয়েছে।

    গঠিত হয়েছে তদন্ত কমিটি। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত শূরা বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতের আমীর ও বাবুনগর মাদরাসার মুহতামিম মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী। শূরা বৈঠকে উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসার মোহতামিম খলিলুর রহমান, মাওলানা শেখ আহমদ শাহ, মাওলানা শোয়াইব, মুফতি জসিম, মাওলানা হাফেজ নূরুল হুদা, মাওলানা মাহমুদ শাহ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা আলমগীর, মাওলানা সলিম উল্লাহ, মাওলানা নাসিন, মাওলানা আবদুল মতিন, মাওলানা হাবীব উল্লাহ।

    বৈঠকে মুহতামীমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে ৪ সদস্য বিশিষ্ট্য এবং দোকানগৃহ জটিলতা নিরসনে ৫ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়।

    উল্লেখ্য, গত ২২ জুলাই মাদরাসাটির মোহতামিম হাবিবুল্লাহর বিরুদ্ধে মাদ্রাসা স্বার্থ সংরক্ষণ পরিষদের ব্যানারে এক সংবাদ সম্মেলনে মাদ্রাসার আয়-ব্যয় অনিয়ম র্দূণীতি, সেচ্চাচারিতা, শিক্ষার পরিবেশ নষ্টের অভিযোগ করেন এলাকাবাসী। তারা ৯৬ ঘন্টার আল্টিমেটাম দেন মুহতামীমকে অপসারনের দাবী জানান। এরই পেক্ষিতে জরুরী শূরার বৈঠক বসেন।

    শূরার বৈঠক চলাকালীন মাদরাসা এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন ছিল ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাসুদের নেতৃত্বে। এরি মধ্যে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি পরিদর্শন করেন যান মাদ্রাসা। তবে তারা কেউ সুরা বৈঠকে যাননি।

    এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাসুদ বলেন, আইন শৃংখলা রক্ষায় পুলিশের উপস্থিতি ছিল। তবে সুরা বৈঠক শুরু এবং শেষ পর্যন্ত কোন গন্ডগোল হয়নি।

  • আজাদী বাজার মাদ্রাসার মোহতামিমকে পদত্যাগে এলাকাবাসীর ৯৬ ঘণ্টা আল্টিমেটাম

    আজাদী বাজার মাদ্রাসার মোহতামিমকে পদত্যাগে এলাকাবাসীর ৯৬ ঘণ্টা আল্টিমেটাম

    ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির আল জামেয়া ইসলামিয়া আজাদীবাজার মাদ্রাসার মোহতামিম মৌলবি হাবিব উল্লাহ আজাদীর পদত্যাগের জন্য ৯৬ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছেন এলাকাবাসী।

    শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মোহতামিমের বিরুদ্ধে মাদ্রাসার অর্থ আত্নসাৎ, লুটপাট, সেচ্চাচারিতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন মাদ্রাসা স্বার্থ সংরক্ষণ পরিষদ ও এলাকাবাসী।

    এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পেশ করেন মাওলানা মুহাম্মদ আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২৪ বছর পূর্বে বর্তমান মোহতামিম মৌলবি হাবিব উল্লাহ আজাদী মাদ্রাসার মোহতামিমের দায়িত্বে আসার পর থেকেই মুলত মাদ্রাসার অধ:পতন শুরু হয়। তার বিতর্কিত নানাবিধ কর্মকান্ড, দুর্নীতি, সেচ্চাচারিতায় শিক্ষার পরিবেশ প্রায় নষ্ট, যা চোখের সামনে প্রত্যক্ষ করে স্থানীয় এলাকাবাসী চরম ক্ষুদ্ধ ও হতাশ।

    লিখিত বক্তব্যে এলাকাবাসী আরোও বলেন, এই মৌলভী হাবিব উল্লাহ প্রতারক শুধু নন তিনি জঘন্য পর্যায়ের মিথ্যাবাদীও। দুর্নীতি লুটপাটের খবর প্রচারিত হয়ে যাওয়াতে এসবকে ধামাচাপা দিতে মাদ্রাসা মার্কেটের বিরোধকে উসকে দিয়ে তার এসব দুর্নীতির প্রতিবাদ করায় এলাকাবাসী ও মাদ্রাসার হিসাব রক্ষকসহ মোট ৮ জনকে বিবাদী করে তিনি বাদী হয়ে গত ৮ জুলাই ফটিকছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

    সংবাদ সম্মেলনে এলাকাবাসী আগামী ৭২ ঘন্টার মধ্যে মাদ্রাসার মজলিশে শুরার বৈঠক আহবান করে মোহতামিম মৌলবি হাবিবউল্লাহ আজাদীর বিচারপুর্বক তাকে মাদ্রাসা থেকে আজীবনের জন্য বহিষ্কার করার জোরালো দাবি জানান।

    এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ নুরুল আলম
    মোহাম্মদ রফিক, হাফেজ এমদাদ উল্লাহ, মাওঃ ফয়েজ উল্লাহ, মোহাম্মদ সোলাইমান, আবুল বশর, ওবাইদুল হক পটু, নুরুল আলম নুরু, হাফেজ ইলিয়াছ, আবুল কালাম প্রমুখ।

  • ফটিকছড়িতে প্রসূতি রোগীর মৃত্যু: উত্তেজিত জনতার হাসপাতাল ভাঙচুর

    ফটিকছড়িতে প্রসূতি রোগীর মৃত্যু: উত্তেজিত জনতার হাসপাতাল ভাঙচুর

    ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি সদরের সেবা হাসপাতাল ও মেটারনিটি ক্লিনিকে জান্নাতুল মাওয়া রনি (২২) নামে এক প্রসূতি রোগীর মৃত্যুর পর ব্যাপক ভাংচুর করেছে উত্তেজিত জনতা। রোগীর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসার জন্য রোগী মৃত্যুর অভিযোগ তোলেন।

    মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফটিকছড়ি থানা পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করেন।

    এ দিকে ঘটনার সময় হাসপাতাল ছেড়ে ডাক্তার, নার্স, কর্মকর্তাসহ সবাই পালিয়ে যায বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

    নিহত জান্নাতুল মাওয়া উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মানিকপুর গ্রামের পুকুর পাড় এলাকার রোমান উদ্দীনের স্ত্রী।

    জানা গেছে, আজ সকালে ডেলিভারী করানোর জন্য ঐ রোগীকে ভর্তি করা হয় এ হাসপাতালে।

    রোগীর স্বামী রোমান উদ্দীন অভিযোগ করে বলেন, আমার স্ত্রীকে সিজার করানোর জন্য ইনজেকশনের ডাবল ডোজ প্রয়োগ করে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এটি হত্যা। আমি এই হত্যান বিচার চাই।

    এ ব্যাপারে বক্তব্য জানতে হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

    ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুদীপ্ত সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ব্যাপক পুলিশ হাসপাতালটি ঘিরে রেখেছেন। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাসুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবী করেন।

  • ঘুষের টাকাসহ গ্রেপ্তার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কারাদণ্ড

    ঘুষের টাকাসহ গ্রেপ্তার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কারাদণ্ড

    ঘুষের টাকাসহ গ্রেপ্তার এক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গ্রেপ্তারের পরপরই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন।

    দণ্ডিত ব্যক্তির নাম আজিমেল কদর। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

    দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ বলেন, আদালত আজিমেল কদরকে একটি ধারায় ১ বছর ৬ মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করেন। আরেকটি ধারায় ১ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

    আদালত সূত্র জানায়, ফটিকছড়ির বেড়াজালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা আক্তার তাঁকে তাঁর গ্রামের কাছাকাছি বদলির জন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেন বেশ কয়েকবার। ২০১৯ সালের ২০ মার্চ তাঁকে বদলির জন্য ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিমেল কদর। ২৭ মার্চ তাসলিমা আক্তার এ নিয়ে দুদক চট্টগ্রাম জেলা অফিসে অভিযোগ করেন। এর পরদিন দুদকের একটি দল ফাঁদ পেতে ঘুষের ১০ হাজার টাকাসহ আজিমেল কদরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় দুদক চট্টগ্রামের তৎকালীন উপসহকারী পরিচালক মো. নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে দুদক আজিমেল কদরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ২০২০ সালের ১৯ নভেম্বর তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

  • ফটিকছড়িতে পল্লী বিদ্যুতের অনিয়ম দুর্নীতি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

    ফটিকছড়িতে পল্লী বিদ্যুতের অনিয়ম দুর্নীতি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

    ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে পল্লী বিদ্যুৎতের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে দাঁতমারা ইউপির হাসনাবাদ গ্রামের ব্যবসায়ী মো: রফিকুল আলম।

    সোমবার উপজেলা সদরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মো: রফিকুল আলম বলেন- আমি মুদি সহ একাধিক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছি। আমি পাশ্ববর্তী বাড়িতে মিটার লাগানোর পর নিকটবর্তী খুঁটিতে কে বি সংযোগ এর জন্য পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করি। কর্তৃপক্ষ ত্রুটিপূর্ণ বলে জানালে আমি এভাবে ৫বার আবেদন করি। পরে আবেদন গৃহীত হলে টাকা জমা করার কথা বলে। প্রথমে ১৩হাজার, এরপর ৫হাজার দেয়ার পরেও তারা আবার আমার কাছ থেকে ২০হাজার টাকা দাবী করে। তবেই সংযোগ পাব বলে জানান। এরপর আমি দাঁতমার সাব জোনাল অফিসের এজিএম মো.শাকিলের সাথে দেখা করলে তিনি ইব্রাহিম দালালের মাধ্যমে ২০হাজার টাকা দাবী করেন। আমি এ টাকা না দিয়ে পূর্বের মিটার যেটি আমার পাশ্ববর্তী বাড়ি হতে স্থানান্তর জন্য প্রস্তাব করি। এতে ক্ষিপ্ত হয়ে ওই মিটার অবৈধ ও এটি সাইড লাইন উল্লেখ করে মিটারটি খুলে নিয়ে যায়। মিটারটি নিতে বাঁধা দিলে শাকিল হোসেনের নির্দেশে বাজারে আমার দোকানের মিটারটিতে কোন বকেয়া বিল না থাকার পরও সম্পূর্ণ অন্যায়ভাবে মিটারটিও খুলে নিয়ে যায়। অথচ মিটারটি আমার জমিদারের নামে। বর্তমানে আমি ১৫দিন বিদ্যুতহীন অবস্থায় আছি। আমার লাখ লাখ টাকার ব্যবসার লোকসান হচ্ছে। অথচ জনশূন্য এলাকায় অবৈধ মিটার স্থাপন করে সাইড কানেকশন দিতে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমি এ অন্যায় অত্যাচারের প্রতিবাদ জানাচ্ছি।  পল্লী বিদ্যুৎ এর মাননীয় চেয়ারম্যান/পরিচালক মহোদয় এর আশু হস্তক্ষেপ কামনা করছি সে সাথে দোষী ব্যক্তিদের তদন্তপূর্বক শাস্তির দাবি জানাচ্ছি।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-মোহাম্মদ জানে আলম জনি, মোহাম্মদ গণী, মোহাম্মদ ইসমাইল, নাসরীন সুলতানা প্রমুখ।

  • ফটিকছড়িতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন 

    ফটিকছড়িতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন 

    ফটিকছড়ি প্রতিনিধি: “স্মার্ট ভূমিসেবা” প্রতিপাদ্য নিয়ে ফটিকছড়িতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে।

    উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির রাহমান সানি।

    তিনি সোমবার সকালে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে উপজেলা ভূমি অফিসের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এসময় বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এড.সালামত উল্লাহ চৌধুরী শাহীন, মুক্তিযোদ্ধা গোলাম নূর, খায়রুল বশর, প্রাণিসম্পদ কর্নকর্তা সুচয়ন চৌধুরী, ডলার ত্রিপুরা।

    এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • ভারতীয় নারীর মামলায় কারাগারে চট্টগ্রামের যুবক

    ভারতীয় নারীর মামলায় কারাগারে চট্টগ্রামের যুবক

    ভারতীয় এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাংলাদেশে এনে ধর্ষণ, তার নগদ ২১ লাখ টাকা ও সাড়ে ৭ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া এবং ৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার এক যুবকের বিরুদ্ধে।

    এ ঘটনায় ভুক্তভোগী ওই ভারতীয় নারী ফটিকছড়ি থানায় অভিযুক্ত মো. নাছির উদ্দিন (৩৪), তার ভাই নাজিম উদ্দিন (৩০) এবং মা রওশন আরা বেগমের (৫৮) বিরুদ্ধে মামলা করেছেন। স্থানীয় মো. নেজাম উদ্দিন (২৪) নামে এক দোভাষীর সহায়তায় তিনি মামলাটির এজাহার দায়ের করেন।

    পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগী ভারতীর নারীর নাম রহিমা (৪৯)। তার বাবার নাম মো. ইউনুস শেখ এবং বাড়ি ভারতের মুম্বাইয়ের শাসরিনগর বিহান্দি এলাকায়। অভিযুক্ত যুবকের বাড়ি ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নের জাহানপুর ১ নম্বর ওয়ার্ডে।

    আসামিদের মধ্যে মো. নাছির উদ্দিন (৩৪) ও তার মা রওশন আরা বেগম (৫৮) গত ২৬ এপ্রিল থেকে কারাগারে রয়েছেন। আরেক আসামি নাজিম উদ্দিন (৩০) পলাতক রয়েছেন। তিনি বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে রয়েছেন বলে জানা গেছে।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত নাছির উদ্দিন ভারতে ভুক্তভোগী রহিমাদের এলাকায় শ্রমিকের কাজ করতেন। রহিমার স্বামীর সঙ্গে সেখানে নাছিরের ভালো সম্পর্ক ছিল। এ সুবাদে রহিমার সঙ্গে তার কথা হতো। আনুমানিক তিন বছর আগে রহিমার স্বামী মারা যান। এরপর রহিমার সঙ্গে নাছির আরও ভালো সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তিনি রহিমাকে বিয়ের ও সম্পত্তি বিক্রি করে বাংলাদেশে চলে আসার প্রস্তাব দেন। রহিমাও নাছিরের প্রস্তাবে রাজি হয়ে যান। গত ৬ জানুয়ারি রহিমা নগদ ২১ লাখ টাকা এবং স্বর্ণালংকার নিয়ে নাছিরের সঙ্গে কুমিল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশে চলে আসেন। দেশে আনার পর রহিমাকে নাছির তার বাড়িতে নিয়ে যান।

    এজাহারে উল্লেখ করা হয়, ফটিকছড়ি উপজেলায় নাছিরের বাড়িতে থাকাকালে রহিমাকে একটি কক্ষে আটকে রেখে নানা সময় নির্যাতন করতেন অভিযুক্তরা। নাছির তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করতেন। একইসঙ্গে অভিযুক্তরা রহিমার কাছে থাকা ২১ লাখ টাকা এবং স্বর্ণালংকার হাতিয়ে নেন। একপর্যায়ে তারা রহিমার কাছে পুনরায় ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে রহিমা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশের একটি টিম ২৫ এপ্রিল অভিযুক্ত নাছিরের বাড়িতে অভিযান চালিয়ে রহিমাকে উদ্ধার করে। ওই সময় নগদ আড়াই লাখ টাকা এবং সাড়ে ৭ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার এবং ৩০ ভরি ওজনের এক জোড়া রূপার নুপুর উদ্ধার করা হয়।

    মামলার তদন্ত কর্মকর্তা ও ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক শনিবার (২০ মে) বলেন, ৯৯৯-এ কলের সূত্র ধরে ২৫ এপ্রিল রাতে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ভারতীয় নারীকে উদ্ধার করা হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দিয়ে আদালতের নির্দেশে নিরাপদ আবাসে রাখা হয়েছে। ভারতীয় দূতাবাসে যোগাযোগ করা হচ্ছে। তাকে আদালতের আদেশে ভারতে পাঠানো হবে। অভিযানের দিনই অভিযুক্ত নাছির ও তার মাকে গ্রেপ্তার করা হয়। পরে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

    তিনি বলেন, মামলার তদন্ত চলছে। বিয়ে করার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী নারীকে ভারত থেকে দেশে আনা হয়েছে। এখানে আসার পর তারা একসঙ্গে ছিলেন। তবে তাদের বিয়ে হয়নি। যখনই ভুক্তভোগী নারী বুঝতে পারেন তার সঙ্গে প্রতারণা হচ্ছে, তিনি মোবাইলে কাস্টমার কেয়ারে যোগাযোগ করেন। কাস্টমার কেয়ার ৯৯৯-এ বিষয়টি জানায়। এরপর ভুক্তভোগী নারীও ৯৯৯-এ যোগাযোগ করেন। পরে তাকে উদ্ধারের পাশাপাশি নগদ টাকা ও বিভিন্ন স্বর্ণালংকার জব্দ করা হয়।

    এক প্রশ্নের জবাবে এসআই নাজমুল হক বলেন, ওই নারীর কাছ থেকে নেওয়া টাকা নাছির তার ভাইয়ের অ্যাকাউন্টের মাধ্যমে দেশে আনে। এরপর টাকাগুলো মায়ের অ্যাকাউন্টে স্থানান্তর করে। মা থেকে আবার নাছির এবং সবশেষে পুনরায় মায়ের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এ কারণে মা ও ভাই আসামি হয়েছেন। অ্যাকাউন্টগুলো জব্দের জন্য প্রক্রিয়া চলছে।

    জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সুদীপ্ত সরকার বলেন, ভারতীয় নারী ৯৯৯-এ ফোন দিয়ে সাহায্য চেয়েছিলেন। পরে তাকে উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুজন কারাগারে রয়েছেন। মামলাটির তদন্ত চলছে।