Tag: ফটিকছড়ি আওয়ামী লীগ

  • আইসিটি মামলাঃসাবেক চেয়ারম্যান রুস্তম আলী কারাগারে

    আইসিটি মামলাঃসাবেক চেয়ারম্যান রুস্তম আলী কারাগারে

    ফটিকছড়ি প্রতিনিধিঃডিজিটাল সিকিউরিটি আইনে দায়েরকৃত মামলায় কারাগারে গেলেন ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উত্তর জেলা আওয়ামী লীগ নেতা রুস্তম আলী।

    মঙ্গলবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জহুরুল কবিরের আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    জানা গেছে, ২০২০ সালের ১৬ জানুয়ারী রাতে বাগান বাজার ইউনিয়নের বড়বিল মতিননগর জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহ্ফিলে বক্তব্য রাখতে গিয়ে ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীকে জড়িয়ে অপমানজনক মন্তব্য করেন বলে ক্ষুব্ধ হয়ে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের করেন তরিকত ফেডারেশন কর্মী ওমর ফারুক।

    এদিকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও বাগান বাজার থেকে পাঁচবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান রুস্তম আলীর বিরুদ্ধে মিথ্যা আইসিটি মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম রহমান স্বাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

  • জেল হত্যা দিবসে ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা

    জেল হত্যা দিবসে ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা

    ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। রাষ্ট্রের হেফাজতে হত্যাকাণ্ডের এই ঘটনাটি বাংলাদেশে পালিত হয়ে আসছে ‘জেল হত্যা দিবস’ হিসেবে।

    দিবসটি উপলক্ষে ২ নভেম্বর শনিবার বিকেলে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক চৌধুরী।

    উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বপনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন জেলা আ’লীগনেতা তৌহিদুল আলম বাবু, উপজেলা চেয়ারম্যান এইচ.এম আবু তৈয়ব, উপজেলা আ’লীগনেতা এমদাদুল ইসলাম চৌধুরী, আহমদুর রহমান চৌধুরী, খাইরুল বশর চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক শাহ আলম সিকদার, আ’লীগনেতা আব্দুসালাম তালুকদার, আব্বাছ উদ্দীন বাদল, আমান উল্লাহ চৌধুরী লিটন, মুহাম্মদ শাহ নেওয়াজ, শামসুদ্দীন, আব্দুল মান্নান, মোদাচ্ছের হেসেন প্রমুখ।