২০১১ সালে ৩য় শ্রেণির পৌরসভা হিসেবে ২৫.০২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে ফটিকছড়ি পৌরসভা। পরবর্তীতে ২য় শ্রেণিতে উন্নীত হয়। বর্তমানে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভাটির লোকসংখ্যা প্রায় ১লক্ষ।
এ পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল হোসেন। তিনি ২০১২ সালের ৬ নভেম্বর ফটিকছড়ি পৌরসভার প্রথম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৭ সালের ৩০ অক্টোবর পূনরায় তিনি ২য় বার মেয়র নির্বাচিত হন।
দু’বছর আগে আজকের এই দিনে ফটিকছড়ি পৌরসভার দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
দ্বিতীয় বার তিনি ক্ষমতায় এসে বিদ্যুৎ, আইনশৃঙ্খলাসহ নানা খাতে যতেষ্ঠ উন্নতি হয়েছে। ইতোমধ্যে পরিচ্ছন্নতা অভিযান, মশকনিধন, অবকাঠামোগত উন্নয়ন, পৌর এলাকার সৌন্দর্যবর্ধন, পৌবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিকরণ, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে পৌরসেবা দেওয়া, নারীসহ দরিদ্র জনগোষ্ঠীকে কর্মদ্যোগী করা, ভূমিহীন বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের জন্য আবাসন প্রকল্প, বেকার তরুণ-তরুণীদের জন্য প্রযুক্তিনির্ভর প্রকল্প, দুর্যোগকালীন জরুরি ত্রাণ সরবরাহ করাসহ আরও অসংখ্য প্রকল্প বাস্তবায়িত এবং বাস্তবায়নাধীন রয়েছে এ পৌরসভায়।
দ্বিতীয় মেয়াদের ২বছর ফুর্তিতে পৌরসভার জনসাধারণের সাথে কথা হলে তারা জানান, এখনো পৌরসভার ১লক্ষ মানুষ নিরাপদ পৌরসভা নিয়ে ভাবে। নিজেদের ভাগ্য বদল করবে এমন কোন প্রত্যাশা নয়, আমাদের দাবি পৌরসভার উন্নয়ন। আর ক্ষমতার এই পালাবদল প্রক্রিয়া যেনো অহিংস হয় এমনটাই প্রত্যাশা ২৬ বর্গ কিঃমিঃ আয়তনের পৌরসভার বসবাসকারী ১লক্ষ মানুষগুলোর।
অনেকে মন্তব্য করতে গিয়ে বলেন, এ পৌরসভার বেশিরভাগ মানুষ রাজনীতি সচেতন হলেও গ্রুপিং রাজনীতির মারপ্যাঁচ কিংবা ভোটের মাঠের হিসেব নিকেশ নিয়ে তেমন খুব একটা ভাবেনা না তারা। দলমত নির্বিশেষে তাদের একটাই চাওয়া, শান্ত ছোট্ট এ পৌর শহরটি যেন আরো শান্তিময় হয়।