Tag: ফটিকছড়ি

  • ফটিকছড়িতে মহিলার মাথার খুলি ও পোষাক উদ্ধার

    ফটিকছড়িতে মহিলার মাথার খুলি ও পোষাক উদ্ধার

    ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন থেকে অজ্ঞাতনামা মহিলার কংকাল ও পোষাক উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

    রোববার (৮মার্চ) লেলাং বন্দেরাজা গায়েবি মসজিদের কবরস্থানের পাশে আকাশি গাছের বাগান থেকে অজ্ঞাতনামা ওই মহিলার মাথার খুলি, চুল, নীচের চোয়াল সহ কংকালের বিভিন্ন অংশের হাঁড় পাওয়া যায়। এছাড়া ঘটনাস্থল থেকে মেয়েটির পড়নের জামা-কাপড়ও পাওয়া যায়।

    এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে এসব উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

    মেয়েটির পড়নের কামিজ‌‌‌ দেখে কেউ যদি মেয়েটিকে সনাক্ত করতে পারলে ফটিকছড়ি থানায় জানানোর জন্য অনুরোধ করেছে থানার ওসি বাবুল আকতার।

  • বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে ফটিকছড়ি ধর্মপুর খেলোয়াড় সমিতি

    বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে ফটিকছড়ি ধর্মপুর খেলোয়াড় সমিতি

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ২য় সেমিফাইনালে ফটিকছড়ি ধর্মপুর খেলোয়াড় সমিতি ৪-১ গোলে হাটহাজারী ফরহাদাবাদ ক্রীড়া ও সমাজ কল্যান সংসদকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। বিজয়ী দলের এভিল হ্যাট্রিক করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে ৫ হাজার টাকার প্রাইজমানি গ্রহন করেন।

    খেলায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় এবিএম ফজলে করিম চৌধুরী এম পি।

    টুর্নামেন্ট উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক সুমন দে এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক তপন দে’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্ল্যাহ , উপজেলা আ.লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, আ.লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, টূর্ণামেন্টের আহবায়ক উপজেলা যুব লীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, ইউপি চেযারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, আ.লীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা, অধ্যাপক সেলিম নেওয়াজ , সদস্য সচিব আহসান হাবীব চৌধুরী হাসান, নুরুল ইসলাম চৌধুরী শাহাজান, সারজু মোঃ নাছের, শওকত হোসেন, ম্যালকম চক্রবর্তী, সেকান্দর হোসেন, দিপলু দে দিপু, ইমরান হোসেন ইমু, জিল্লুর রহমান মাসুদ, অনুপ চক্রবর্তী মোঃ আসিফ ওয়াহেদ বাবলু, ইমরান হোসেন জীবন, আরমান শান্ত, তানভীর হোসেন চৌধুরী, রাজু দে ,বেলাল হোসেন সিফাত, মোবারক হোসেন রাব্বি ,অনন্ত প্রলয় চাকমা।

  • ফটিকছড়িতে নিখোঁজের ৭দিন পর যুবকের বিকৃত লাশ উদ্ধার

    ফটিকছড়িতে নিখোঁজের ৭দিন পর যুবকের বিকৃত লাশ উদ্ধার

    ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে নিখোঁজের ৭দিন পর ইউনুস (৩৮) নামের এক যুবকের বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার (৭মার্চ) দুপুর ২টায় উপজেলার লেলাং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লালপুল সংলগ্ন লেলাং খাল থেকে বালি চাপা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

    স্থানীয় ইউপি সদস্য সরোয়ার জানান, সকাল ১১টার দিকে লেলাং খালের পাড় দিয়ে যাতায়াতকারী কয়েকজন ব্যক্তি খালে বালি চাপা দেওয়া লাশটির কিছু অংশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

    খবর পেয়ে থানার ওসি বাবুল আকতারের নেতৃত্বে ওসি(তদন্ত) রবিউল হোসেন সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় ২ঘন্টা চেষ্ঠা চালিয়ে বালি ও পানি সরিয়ে মরেদহটি উদ্ধার করেন।
    এসময় মরদেহটি হাত- পা বাঁধা অবস্থায় ছিল।
    তার শরীরের পুরো অংশ বিকৃত হলেও পরনের জামা-কাপড় দেখে স্বজনরা লাশটি নিখোঁজ ইউনুসের বলে নিশ্চিত করেন।

    তার বাড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর গ্রামে।  পিতার নাম আবুল বশর,তার
    ৩ ও ৫ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে।

    গত রোববার (১ মার্চ) রাতে ইউনুস বিবিরহাট বাজারের উদ্দ্যেশ্যে বের হয়ে আর বাড়ীতে ফিরে আসেনি। নিখোঁজের পর থেকে তার পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখু্ঁজি করেও তার সন্ধান পায়নি।

    ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার বলেন- আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ঘটনাস্থল থেকে আমাদের টিম সম্ভাব্য আলামত জব্দ করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • ফটিকছড়িতে হেদায়াতুল ইসলাম সংস্থার মতবিনিময় অনুষ্ঠিত

    ফটিকছড়িতে হেদায়াতুল ইসলাম সংস্থার মতবিনিময় অনুষ্ঠিত

    ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে হেদায়াতুল ইসলাম সংস্থার উদ্যোগে এলাকার সচেতন ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৬ মার্চ) রাতে পৌরসভাধীন দক্ষিণ রাঙ্গামাটিয়া সংস্হার স্হায়ী কার্যালয়ে হাজী রহমত আলি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ রফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কমিটির সাবেক সদস্য ইঞ্জিনিয়ার মুহাম্মদ রফিকুল আলম। প্রধান আলোচক ছিলেন তাহসীনুল কুরআন একাডেমীর পরিচালক কে এম হাবীব মুক্তার। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এম জুনায়েদ।

    সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আজিজ উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা রহমত উল্লাহ, সাবেক সভাপতি শহিদুল আলম রুবেল, সভাপতি মোঃ মামুন উদ্দীন, এনাম উদ্দীন সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুন্দর জীবন গড়া জন্য এবং এলাকাকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে শিক্ষিত হওয়া অতিব জরুবি। তবে মনে রাখবে শিক্ষিত হওয়া আর সুশিক্ষিত হওয়ার মধ্য পার্থক্য রয়েছে। শিক্ষিত হয়ে তোমরা মানুষের মতো মানুষ হবে। সঠিক নেতৃত্ব এগিয়ে যাবে। সৎ সঙ্গ নিবে,অসৎ সঙ্গ ত্যাগ করবে। তাহলে সফল হবে।

    এমন সময় তিনি অত্র সংস্থার নানা কার্যক্রমের জন্য প্রসাংশা করেন। এমন একটা সুন্দর অনুষ্ঠানের আযোজনে জন্য সবাইকে ধন্যবাদ জানান।

  • ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

    ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

    ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির বখতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    রোববার সকালে বখতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কামাল উদ্দীন মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকার মরহুম ওয়াহেদ বিন আনোয়ার বাবুল ও সাহেদ বিন আনোয়ার দিলালের ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের সহায়তায় দুই পরিবারের লোকজন কোন রকম প্রাণে বাঁচে।

    জানা যায়, ভোর সকালে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পায় পরিবারের লোকজন। দ্রুততম সময়ে আগুন সবখানে ছড়িয়ে পরে। আগুনে দুই হতদরিদ্রের বসতঘর পুরোপুরিভাবে ভষ্মিভূত হয়ে যায়।

    তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

  • বর্নিল পারিবারিক মিলনমেলা : আল আমিন সমিতির ব্যতিক্রম উদ্যোগ

    বর্নিল পারিবারিক মিলনমেলা : আল আমিন সমিতির ব্যতিক্রম উদ্যোগ

    ফটিকছড়ি প্রতিনিধি: জোয়ান-বুড়ো, বউ-শাশুড়ি, জামাই-শাশুর, কচি-কাচা শিশুর কোলাহলে ভরা
    বর্নিল আয়োজন। আড্ডা, কবিতা আবৃতি, গান, হাড়ি ভাঙ্গা, সাতাঁর কাটা, চেয়ার খেলা, বালিশ খেলা, দৌড় প্রতিযোগিতা আর “শহর বনাম গ্রাম” বির্তক প্রতিযোগীতা। চাকরী-ব্যবসা ছেড়ে শহর-বন্ধর প্রবাস থেকে যুগ যুগ পরে পরে সবাই একত্রিত হওয়া।

    এমনি এক ব্যতিক্রম পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে ফটিকছড়ির ধর্মপুর আল আমিন সমিতির আয়োজনে।

    ২১শে ফেব্রুয়ারী শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুল্লুভের বাড়ী প্রাঙ্গনে পবিত্র কোরআন খতমের মাধ্যমে অনুষ্টানের সুচনা হয়।

    সন্ধ্যায় মুহাম্মদ ইউছুপের সভাপতিত্বে কৃতি ছাত্রদের সংবর্ধনা এবং পুরষ্কার বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি চেয়ারম্যান সমিতির সভাপতি ও ১৮ নং ধর্মপুর ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম।

    বিশেষ অতিথি ছিলেন ধর্মপুর ইউপি প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম আকাশ, ইউপি সদস্য শিহাব উদ্দিন সোয়েব, আজাদী বাজার ব্যাবসায়ী সমিতি সাধারণ সম্পাদক তৌহিদুল আলম।

    মাওলানা জামশেদুল আলম ও মো. কাউসারের সঞ্চলনায় বক্তব্য রাখেন, সৃজনী ট্রাস্টের চেয়ারম্যান ড. মোহাম্মদ মুছা চৌধুরী, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন, সারাদিনের স্কুলের প্রিন্সিপাল আবদুস ছালাম, মো. দিদারুল আলম, মুহাম্মদ নুরুল আবছার, মো. ইলিয়াছ, ফজলুল বারি বাদল, এরশাহ উল্লাহ, নুরুল আজিম শাহাদাত, সোলাইমান আকাশ, শাহ জাহান দুলাল,
    রাশেদুল আলম, আজম উদ্দিন, সোহেল, জিসান, ফারুক, আজগর প্রমুখ।

    “শহর বনাম গ্রাম” বির্তক প্রতিযোগীতায় বিচারক ছিলেন ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ আলমগীর, জজ বাড়ি সরকারী প্রাথমিক
    বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ বড়ুয়া, ধর্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চন্দন বড়ুয়া। নানান যুক্তি তর্ক আর দর্শকের মুহ মুহ
    করতালীতে গ্রামের পক্ষের দল বিজয়ী হয়।

    মিলন মেলা প্রস্তুতি কমিটির সদস্য মো. নিজাম উদ্দীন জানান, দিনব্যাপী নানান অনুষ্ঠানের মধ্যে ছিল-কোরআন হাফেজদের সংবর্ধনা, পিএসসি/ইবতেদায়ি জেএসসি/জেডিসি এসএসসি/দাখিল উর্ত্তীণদের সংবর্ধনা, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, ছোটদের মোরগ লড়াই, ছোটদের বিস্কুট খেলা, মেয়েদের বালিশ খেলা, দৌড় প্রতিযোগিতা, বড়দের সাঁতার প্রতিযোগিতা, প্রীতি ব্যাডমিন্টন,
    পুরষ্কার বিতরণ ও প্রীতিভোজ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ধর্মপুর ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম বলেন, পারিবারিক মিলনমেলা যেন একই সুতোঁই গাঁথা সব পরিবার একত্রে আনন্দোৎসব উদযাপন একে-অপরকে অনেকদিন পর সাথে পাওয়া সেই সাথে শৈশবে ফিরে যাওয়া
    সত্যিই মনোমুগ্ধকর অনুষ্ঠানই পারিবারিক মিলনমেলা। বর্তমান সময়ে যেভাবে আমরা দিনদিন একান্নবর্তী পরিবার থেকে ছিন্ন হচ্ছিলাম সেই সময়ে পারিবারিক মিলনমেলা আমাদেরকে একত্রে করার সবচেয়ে সুযোগ সৃষ্টি করে দিয়েছে।

    সৃজনী ট্রাস্টের চেয়ারম্যান ড. মুহাম্মদ মুছা চৌধুরী বলেন, ভেঙ্গে যাচ্ছে পরিবারের আদর্শ ও মূল্যবোধ, ধুঁকছে সমাজ। কালের পরিক্রমায় এই বন্ধন আজ
    হুমকির সন্মুখীন, আধুনিক ব্যস্ত জীবনে ফিরে আসুক পুরনো সেই পারিবারিক সম্প্রীতির বন্ধন তাই প্রতি বছর স্বপরিবারে মেলায় অংশ গ্রহণ করা হয়।

    সাংবাদিক সোলাইমান আকাশ বলেন, একান্নবর্তী পরিবার দিন দিন ভেঙেই চলছে এমতাবস্থায় আমাদের বাড়ীর এই পারিবারিক মিলনমেলা সবাইকে একই ফ্রেমবন্দী করেছে ফিরে নিয়েছে শৈশবে। বয়োবৃদ্ধ সকলে যে নিদারুণ সঙ্গ দিয়েছে তা সত্যিই মনোমুগ্ধকর। পারিবারিক মিলনমেলায় অঙ্গীকারবদ্ধ কোন শিক্ষার্থী যেন কমপক্ষে ডিগ্রি পাশ করেন। এব্যাপারের ক্লাবের পক্ষ থেকে সব সহযোগিতা করা হবে। আমাদের আল আমিন সমিতি বাড়ির অধিকাংশ উন্নয়নের কাজ করেছে! ভবিষ্যতে কিছু দিক নির্দেশনার মাধ্যমে এই সমিতি ভবিষ্যত কার্যক্রম অব্যাহত থাকবে।

    পরে দেশ-জাতির সুখ সমৃদ্ধি, মিলন মেলার সহযোগী প্রবাসীদের মঙ্গল কামনায় মুনাজাত পরিচালনা করেন মারলানা কামাল উদ্দিন

  • রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ে একদিনের শহীদ মিনার

    রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ে একদিনের শহীদ মিনার

    এম.জুনায়েদ : শহীদ মিনার নেই তবে তাদের শহীদদের প্রতি ভালোবাসা আছে। তাই বাঁশ আর কাঠের শহীদ মিনারেই শ্রদ্ধা জানান শিক্ষার্থীরা। মহান একুশে ফেব্রুয়ারি পালনে ফটিকছড়ির রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ে বাঁশ আর কাঠ দিয়ে শহীদ মিনার তৈরি করেছেন ছাত্র-ছাত্রীরা।

    এভাবে প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলেই এ প্রতিষ্ঠানে একদিনের জন্য অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে দিবসটি পালন করা হয়। ১৯৯৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো শহীদ মিনার তৈরি হয়নি। এতে বিদ্যালয়টির শিক্ষার্থীরা জানতে পারছে না ভাষার সঠিক তাৎপর্য, জানাতে পারছেনা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা। শুধু রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয় নয়, উপজেলার প্রায় তিন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানেই নেই কোনো শহীদ মিনার।

    জানতে চাইলে রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ সরোয়ার উদ্দীন বলেন, এ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মান করা খুবই জরুরী হয়ে পড়েছে। কারণ, শিক্ষার্থীরা শহীদ মিনার দেখে মাতৃভাষা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করবে। কিন্তু অর্থ না থাকায় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছেনা।

  • ফটিকছড়িতে সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর খোশরোজ উদযাপন

    ফটিকছড়িতে সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর খোশরোজ উদযাপন

    ফটিকছড়ি প্রতিনিধি: ত্বরিকায়ে মাইজভান্ডারীয়ার প্রধান প্রচারক, গাউছে জমান হযরত শাহসূফি মাওলানা সৈয়দ শফিউল বশর আল-হাসানী, ওয়াল হোসাইনী, আল-মাইজভান্ডারী (ক.). প্রকাশ-ছোট মিয়ার ১০১তম পবিত্র খোশরোজ শরীফ মাইজভান্ডার দরবার শরীফস্থ গাউছিয়া রহমান মঞ্জিলে উদযাপিত হয়েছে।

    এ উপলক্ষে মাইজভান্ডার শাহী মহাসমাবেশ ঘটে ভক্তদের মিলন মেলা। ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাদ আসর ওরশের প্রধান আখেরি মোনাজাত পরিচালনা করেন, মূখ্য সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী (ম.জি.আ.)।

    সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত জীবনালোচনায় বক্তব্য রাখেন, শাহসূফি সৈয়দ মুহিবুল বশর মাইজভান্ডারী, শাহসূফি সৈয়দ আমিনুল বশর মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ মাহতাবুল বশর মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী প্রমুখ।

  • রাত দশটার পর ফটিকছড়িতে মাইক বাজানো যাবেনা : নজিবুল বশর

    রাত দশটার পর ফটিকছড়িতে মাইক বাজানো যাবেনা : নজিবুল বশর

    ফটিকছড়ি প্রতিনিধি: বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি বলেছেন, ওরশ, ওয়াজ-মাহফিল কিংবা বিয়ে-শাদীতে বিকট আওয়াজের মাইক লাগানো হয়। এ শব্দ সন্ত্রাসে জনজীবন বিপন্ন; রোগীরা কষ্ট পাচ্ছে, শিক্ষার্থীরা মারাত্মক সমস্যার সম্মূখীন হচ্ছে। তাই রাত ১০টার পর আর কোন মাইক ফটিকছড়িতে বাজাতে দেয়া হবে না। প্রয়োজনে প্রথম নোটিশ আমাদের ৫ ভাইকে দিয়ে শুরু করা হোক; কেননা- আগামী ২০ ফেব্রুয়ারী আমার পিতার ওরশ। সে ওরশ থেকেই এ শব্দ নিয়ন্ত্রণ চালু করা হোক। কারণ- আরো ৪ বছর আমি এমপি আছি; জনগণের জন্য কিছু করে যেতে চাই।

    তিনি আরো বলেন, আমি ওয়াজ-মাহফিলের বিরোধী নই। কিন্তু ওয়াজ মাহফিলের নামে কারো বিরুদ্ধে কোন উদ্দেশ্য মূলক বক্তব্য দেয়া যাবে না। কোন মাহফিলে শেখ হাসিনার বিপক্ষে কথা বললে কিংবা সাঈদীর পক্ষে বক্তব্য দিলে মেনে নেয়া হবে না। সে ওয়াজ-মাহফিলে আমাদের আ’লীগ-ছাত্রলীগের কোন জনপ্রতিনিধি কিংবা নেতা গেলে তাদের বিরুদ্ধেও মামলা দিতে হবে এবং আটক করতে হবে।

    তিনি বলেন, আজহারী-আমির হামজাসহ ১০০ আলেম দিয়ে দেশের মানুষকে উদ্বুদ্ধ করে সরকারের বিরুদ্ধে জনরোষ তৈরীর পরিকল্পণা হাতে নিয়ে একটি মহল মাঠে নেমেছে। তারা ওয়াজ মাহফিলের শুরুতে কিছু ভাল কথা বলার পর সুর হয়ে যায় উদ্দেশ্য প্রণোদিত; যা মেনে নয়া যায় না। এখন থেকে উদ্দেশ্য প্রণোদিত কথা বললে সারা দেশে মামলা শুরু হবে।

    তিনি আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) ফটিকছড়ি উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, উপজেলা ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি পৌর মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌর মেয়র এসএম সিরাজুদ্দৌল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জানে আলম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহনেওয়াজ, মুহাম্মদ অহিদুল আলম, সোহরাব হোসেন সৌরভ, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী প্রমূখ।

    পরে উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়বের সভাপতিত্বে উপজেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে ইউপি চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

  • ফটিকছড়িতে অস্ত্রসহ তিন অস্ত্র ব্যবসায়ী আটক

    ফটিকছড়িতে অস্ত্রসহ তিন অস্ত্র ব্যবসায়ী আটক

    ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।

    সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল উপজেলার রোসাংগিরী এলাকার নাজিরহাট-নানুপুর সড়কের ফারুক চেয়ারম্যান ঘাটায় অভিযান চালিয়ে তাদের আটক করে বলে জানা গেছে।

    এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শ্যুটার গান ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে।

    গ্রেফতারকৃতরা হলেন, উত্তর রোসাংগিরী কাবিলার বাড়ীর আবদুস শুক্কুরের পুত্র টেক্সি জাফর (৪০), খিরাম প্রেমপুর কাশেম বাপের বাড়ীর মোহাম্মদ আলমের পুত্র মোহাম্মদ লোকমান (৩৬), উত্তর রোসাংগিরী ফরিদ মাস্টারের বাড়ীর মোঃ ইউনুসের পুত্র মোঃ মোজাহার (৩৪)।

    এদের মধ্যে মোঃ জাফর প্রকাশ টেক্সি জাফর (৪০) ২টি হত্যা ও ১টি অস্ত্র মামলার আসামী। সে সাজাপ্রাপ্ত আসামী। তার বাকি মামলাগুলো বিচারাধীন আছে। মোহাম্মদ লোকমান (৩৬) অপহরণ মামলার আসামি। এ মামলায় সে সম্প্রতি গ্রেফতার হয়েছে।

    এব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবুল আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, র‍্যাব অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে। থানায় মামলা রেকর্ড করে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

  • ফটিকছড়ির রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার বিদায় সংবর্ধনা

    ফটিকছড়ির রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার বিদায় সংবর্ধনা

    ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা ও পৌরসভাস্থ রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুমা আকতারের বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান (১২ ফেব্রুয়ারী) বুধবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

    ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে ও মুহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ সরোয়ার উদ্দীন।

    এতে মুহাম্মদ ইউসুফ চৌধুরী, মুহাম্মদ নজরুল ইসলাম, মোহম্মদ সেলিম উদ্দীন, জামাল উদ্দীন, মুহাম্মদ আবু জাফর, সাংবাদিক এম.জুনায়েদ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীবৃন্দ উপস্হিত ছিলেন।

    এতে ছাত্র-ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন, সানজিয়া তাবাস্সুম, ফারহানা জান্নাত ও প্রমি সুলতানা লিজা।

    প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ সরোয়ার উদ্দীন বলেন, বিদায়ী শিক্ষিকা শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি বিদ্যালয়েরর যাবতীয় কাজ অত্যান্ত দায়িত্বশীলতার সাথে পালন করেছেন। ম্যাডামের অবদান স্কুল কতৃপক্ষ সব সময়ই শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমি রুনা ম্যাডামের সুখী ও সুস্থ জীবন কামনা করছি।

    বিদায়ী শিক্ষিকা রুনা আকতার বলেন, শিক্ষকতা মহান ও পবিত্র পেশা। এ বিদ্যালয়ের প্রতিটি অবকাঠামো আমার অঙ্গ। প্রতিজন ছাত্র-ছাত্রী আমার সন্তান। যেখানে থাকি সবসময় তাদের প্রতি ভালোবাসা থাকবে।

  • ফটিকছড়িতে আছমত উল্লাহ শাহ’র ওরশ কাল

    ফটিকছড়িতে আছমত উল্লাহ শাহ’র ওরশ কাল

    ফটিকছড়ি প্রতিনিধি: আধ্যাত্ম শরাফতের অন্যতম প্রাণপুরুষ হযরত শাহসুফী মাওলানা সৈয়দ মুহাম্মদ আছমত উল্লাহ শাহ রহ.’র বার্ষিক ১৪০ তম ওরশ শরীফ আগামীকাল ১২ ফেব্রুয়ারী (বুধবার) উপজেলার ফটিকছড়ি পৌরসভাধীন উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের ১ নং ওয়ার্ডে মাজার প্রাঙ্গনে মহাসমারোহে অনুষ্ঠিত হবে। এতে দিনব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে ওরশ পরিচালনা কমিটি।

    কর্মসূচীর মধ্যে রয়েছে বাদে ফজর গিলাপ পড়ানো, পুস্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত, খতমে কোরআন, খতমে গাউছিয়া, সন্ধ্যায় হযরতের জীবন ও দর্শনের ওপর আলোচনা সভা।

    হযরত মাওলানা সরোয়ার উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব। প্রধান আলোচক থাকবেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার।

    প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রিজভী।

    এতে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন ওরশ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।