ফটিকছড়ি প্রতিনিধি: আগামী ৩০ ও ৩১ জানুয়ারি বৃহস্পতি ও শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাধীন এশিয়া উপমহাদেশের অন্যতম দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার ৯৭ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মাহফিলকে কেন্দ্র করে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন জামিয়া কর্তৃপক্ষ।
এশিয়াখ্যাত এ মাদ্রাসাটির মাহফিলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতি বছর হাজার হাজার মানুষের ঢল নামে। কোরআন ও হাদিসের বিশুদ্ধ আলোচনা শ্রবণের লক্ষ্যে এ মাহফিলের চাহিদা রয়েছে সর্বমহলে।
মাহফিলে আগমন মেহমানদের যাতে কোনো ধরনের কষ্ট ও ভোগান্তিতে পড়তে না হয়ে সেদিকে বিশেষ লক্ষ রাখছে জামিয়া কর্তৃপক্ষ। অজুখানা, পর্যাপ্ত পরিমাণে টয়লেট, যানজট মুক্ত রাস্তা, খানাপিনাসহ সকল ধরণের আপ্যায়নের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জামিয়ার প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এর সার্বক্ষণিক পর্যক্ষণে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম এক সাথে ধারণ ক্ষমতাসম্পন্ন জামিয়ার বিশাল মাঠ এখন পুরোপুরি তৈরি। আগামী কাল সকাল দশ ঘটিকা হতে মাহফিল আরম্ভ হওয়ার কথা রয়েছে।
দুই দিনব্যাপী এ মাহফিলে জ্ঞানগর্ভ আলোচান পেশ করবেন, দারুল উলুম হাটাহাজারী মাদ্রাসার নায়েবে মুহতামিম, হেফাজতে ইসলাম বাংলাদেশর মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী, বারিধারা মাদরাসার পরিচালক আল্লামা নুর হুসাইন কাসেমি, জিরি মাদরাসার মুহতমিম আল্লামা শাহ তৈয়ব, বসুন্ধরা ইসলামিক রিচার্জ সেন্টার মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি আরশাদ রাহমানী, জামিয়া রাহমানিয়া মাদরাসার শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, বারিধারা মাদরাসার শাইখুল মাওলানা হাদিস হাবিবুল্লাহ মাহমুদ, লালবাগ মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি সাখাওত হোসাইন, মাওলানা মোস্তা নুরী, মুফতি আব্দুল হামিদ, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা মাহমুদ হাসান গুনবী, মুজাহিরুল ইসলাম মাদরাসার মুহতমিম মাওলানা লোকমান হাকিম প্রমুখ।
মাহফিলে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহর বিশুদ্ধ আলোচনা শ্রবণ করতে বিশেষ আহ্বান জানিয়েছেন জামিয়ার পরিচালক আল্লামা মুহিব্বু্ল্লাহ বাবুনগরী।