Tag: ফটিকছড়ি

  • পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠানেই বিনিয়োগ করছে বাংলাদেশ ব্যাংক

    পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠানেই বিনিয়োগ করছে বাংলাদেশ ব্যাংক

    বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার খন্দকার মোর্শেদ মিল্লাত বলেছেন, মানুষের বাসস্থান এবং শিল্প-কারখানা তৈরীতে পরিবেশ সম্মত ইট, সিমেন্ট-লোহা ব্যবহার সকলের কাম্য। কিন্তু এসব উপাদান আমাদের চাহিদার তুলনায় অপ্রতুল। তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে ১০০ ভাগ পরিবেশ সম্মত ইট তৈরী করা সরকারের ভিশন ২০২১ এর একটি বৃহৎ উদ্যেগ।

    সেই উদ্যেগকে সফল করতে পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠনেই বিনিয়োগ করছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থ বছরেই এ লক্ষ্যে চট্টগ্রাম অঞ্চলে ১৬টি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে।

    শুধু বিনিয়োগ করেই দায়িত্ব শেষ নয়, বিনিয়োগকৃত অর্থের যথাযথ ব্যবহার, শিল্প প্রতিষ্টানের পন্য উন্নয়ন ও সরবরাহ পর্যন্ত তদারকি করছে। নয়তো এক সময় এসব প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হলে রাষ্ট্রেরই ক্ষতি হবে।

    তিনি সোমবার (২৮ অক্টোবর) ফটিকছড়ির শোভনছড়িতে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে স্থাপিত ‘ফনিক্স সিরামিক্স এন্ড অটো ব্রিকস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য এসব কথা বলেন।

    এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ইনফ্রাসট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের প্রধান অপারেশন অফিসার সগীর হোসাইন খান, বাংলাদেশ কমার্স ব্যাংক এর ইভিপি, হেড অফ সিএমডি মো. জিয়াউল করিম, ফনিক্স সিরামিক্স এন্ড অটো ব্রিকস এর চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, এম.ডি সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন, ফ্যাক্টরী প্রকৌশলী মং জিন, সমাজ কর্মী এস এম মাসুদুল আলম মাসুদ, মো. মহিউদ্দিন, ম্যানেজার মো. আজিজ প্রমুখ।

    প্রতিষ্ঠানের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মানের পরিবেশ বান্ধব অটো ব্রিকস এই প্রথম উত্তর চট্টগ্রামে এটি। নভেম্বরের শেষ সপ্তাহে এটি পুরোদমে উৎপাদনে যাবে। তখন কোন ধরনের হাতের স্পর্শ ছাড়াই এ কারখানায় দৈনিক ১ লক্ষ ৫০ হাজার পিস ব্রিকস উৎপাদন হবে। যা বিএসটিআই কর্তৃক স্ট্যান্ডার্ড নির্ধারিত এবং বুয়েট কর্তৃক পরীক্ষিত, উন্নত মানের
    নিখুঁত, দৃষ্টি নন্দন, সাইজ অনুযায়ী প্রতিটি ইট একই মানের হবে।

  • মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিণ ধর্মপুর শাখার তাওয়াল্লেদে গাউছিয়া মাহফিল সম্পন্ন

    মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিণ ধর্মপুর শাখার তাওয়াল্লেদে গাউছিয়া মাহফিল সম্পন্ন

    ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিন ধর্মপুরস্হ হাজি আব্দুল মালেক মার্কেট শাখার কার্যালয়ে ২৫অক্টোবর বাদে এশা শাখার উপদেষ্টা ফজল করিমের ব্যবস্থাপনায় বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী( ক:) স্মরণে পবিত্র মিলাদে তাওয়াল্লেদে গাউছিয়া ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়।

    সৈয়দ শায়ের জিয়াউদ্দীনের পরিচালনায় মাহফিলে অতিথি হিসাবে উপস্তিত ছিলেন কাতার প্রবাসী জনাব রিদোয়ান ভান্ডারী সংগঠনের উপদেষ্টা জনাব নুরু জাহাঙ্গীর আলম কন্ট্রাক্টর তাওয়াল্লেদে ও মিলাদ শরীফ পাঠ করেন উওর সর্তা দায়রা শাখার মৌলনা শহিদুল্লাহ্ মাইজভান্ডারী।

    আলোচনায় অংশ নেন কড়িওয়ালা বটতল শাখার মৌলনা আব্দুল আল মামুন উপস্তিত ছিলেন কাতার প্রবাসী সিনিয়র সদস্য এমরান হোসেন রনি শাখার সভাপতি জাহেদুল আলম জাহেদ সম্পাদক মাসুদ সাংগঠনিক সম্পাদক সাব্বীর আলম,
    সাইফু উদ্দীন চিশতি  মৌলনা ইকবাল হোসেন, মৌলনা সাইফুল ইসলাম, মৌলনা নাছির ইব্রাহীম, সাজ্জাদ, রিয়াজ, শহিদ, মজাহার, রিয়াদ, আরমান, জাহেদ, বাবু সহ এলাকার অনেক মুরব্বীগন।

    দোয়া ও মোনাজাত করেন মৌলনা আব্দুল আল মামুন মাইজভান্ডারী জিকিরে ছেমা পরিবেশন করেন গায়ক রাশেদ ও তার দল পরে উপস্তিতিদের মাঝে তাবরুক পরিবেশন করা হয়।

    কাতার প্রবাসী ফকির রিদোয়ান শাখায় তাশরিফ আনলে তাকে অএ শাখার পক্ষ হইতে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

  • ফটিকছড়িতে অষ্টম শ্রেণীর ছাত্রীর বিয়ের আগেই সন্তান প্রসব: সমঝোতার চেষ্টা!

    ফটিকছড়িতে অষ্টম শ্রেণীর ছাত্রীর বিয়ের আগেই সন্তান প্রসব: সমঝোতার চেষ্টা!

    ফটিকছড়িতে অষ্টম শ্রেণির এক ছাত্রী বিয়ের আগেই পুত্র সন্তান প্রসব করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

    স্থানীয় সূত্র জানায়, উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ও ফটিকছড়ি সিনিয়র মাদ্রসার অষ্টম শ্রেণীর ছাত্রী কুলসুম(ছদ্মনাম) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে একই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র মুহাম্মদ ইমরান কাদের(১৮)। ইমরান কাদের ওই ইউনিয়নের মোখলেসুর রহমান বাড়ীর প্রবাসী হারুনের পুত্র ।

    ইমরান বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির সাথে শারিরীক সম্পর্কে লিপ্ত হয়।
    একপর্যায়ে গত ৯ অক্টোবর মেয়েটি একটি পুত্র সন্তান প্রসব করে।

    তখন ঘটনাটি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্য সৃষ্টি হয়। গত ২০ অক্টোবর এ বিষয়ে সামাজিকভাবে উভয়ে পক্ষের উপস্থিতিতে একটি বৈঠক হয়। বৈঠকে ছেলে-মেয়ে উভয়ে ঘটনার স্বীকারোক্তি দেন।

    এরপরেও ছেলের পক্ষ প্রভাবশালী হওয়ায় মেয়ের পক্ষকে টাকা দিয়ে ঘটনাটি সমঝোতার চেষ্টা চালাচ্ছে বলে মেয়েটির পরিবার দাবী করেছে।

    সরেজমিন গেলে মেয়েটির পরিবার জানায়, ছেলেপক্ষের কিছু প্রভাবশলী ব্যক্তি টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপার জন্য আমাদের চাপ সৃষ্টি করছে।

    মেয়েটির বড় ভাই বলেন,
    আমরা গরীব মানুষ হতে পারি, আমাদেরতো একটা মানসম্মান আছে। আমার বোনের এত বড় একটা সর্বনাশ করেছে। আমার বোনকে বৌ হিসেবে ঘরে তুলে নিতে হবে ছেলে পক্ষকে।

    এ বিষয়ে অভিযুক্ত ইমরান কাদেরের বাড়ীতে গেলে তাকে পাওয়া যায়নি। ঘরে তার মা থাকলেও তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

    স্থানীয় ইউপি সদস্য মুজিব মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি জঘন্য অপরাধ বলে আমি মনেকরি। দু’জনেই এখনো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

    সমঝোতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একটি পক্ষ টাকার বিনিময়ে সমঝোতার চেষ্ঠা করছে বলে আমিও শুনেছি।

    এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা খানম বলেন, ঘটনাটির ব্যাপারে আমি অবগত নই, তবে দুইজনেই যখন অপ্রাপ্তবয়স্ক আইনি জটিলতা আছে। এটা আদালতের মামলা করতে হবে। আদালত যা সিদ্ধান্ত দেয়।

    এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, ঘটনাটির বিষয়ে কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি,অভিযোগ বা মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ভুজপুর ইউপি আ,লীগের সম্পাদক আব্দুল মান্নান কারাগারে

    ভুজপুর ইউপি আ,লীগের সম্পাদক আব্দুল মান্নান কারাগারে

    চাঁদাবাজী মামলায় ফটিকছড়ির ভুজুপুর ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.মান্নান প্রকাশ কসাই মান্নান (৪৮)কে জেল হাজতে পাঠিয়েছে বিজ্ঞ আদালত।

    পশ্চিম ভুজপুর পল্লান বাড়ীর জনৈক শামসুল আলমের ছেলে ভাড়ায় মোটর সাইকেল চালক মো.বাহাদুর এর দায়ের করা মামলায় তাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয় বলে জানা গেছে।

    বাদির দায়ের কৃত মামলার বিবরনে জানা যায়, উক্ত মোটর সাইকেল চালক ভাড়ায় মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে। কিন্ত মান্নান তাকে প্রতিদিন দুইশত টাকা করে মাসে ৬হাজার টাকা চাঁদা দেবার জন্য নির্দেশ দেয়। মোটর সাইকেল চালক বাহাদুর তা দিতে অস্বীকার করলে গত ৪ অক্টোবর সন্ধ্যায় তাকে কাজীরহাট বাজারের মাংস হাটার নিকট কয়েকজন বখাটে দিয়ে আটক করে। পরে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মান্নানের নেতৃত্বে বেদম মারধর করে বাহাদুরকে।

    এর প্রেক্ষিতে মো.বাহাদুর বাদি হয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত চট্টগ্রাম বরাবরে একটি মামলা দায়ের করে। মামলায় মো.মান্নানকে প্রধান আসামী করে ৪ জনের সুনির্দিষ্ট নাম উল্লেখ এবং আরো ৫/৬জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।

    আদালত মামলাটি আমলে নিয়ে মামলাটি এফআইআর হিসেবে গন্য করে তদন্তের নির্দেশ দেন ভুজপর থানাকে। ভুজপুর থানা পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে।

    আজ বৃহস্পতিবার উক্ত মামলায় আসামী মো.মান্নান জুডিশিাল ম্যাজিষ্ট্রেট আদালত-৪এর বিচারক জয়ন্তী রানী রায়ের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানা গেছে।

    অভিযুক্ত মান্নানের বিরুদ্ধে এ মামলা ছাড়াও একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা জানিয়েছে।

    এ ব্যাপারে ভুজপুর ইউপি আ,লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো.ইব্রাহীম তালুকদারের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, মান্নানকে ইতোপূর্বে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য একাধিকবার সতর্ক করা হয়েছিল।

  • ফটিকছড়িতে বাবা ভান্ডারীর খোশরোজ শরীফ সম্পন্ন, ভক্ত-জনতার ঢল

    ফটিকছড়িতে বাবা ভান্ডারীর খোশরোজ শরীফ সম্পন্ন, ভক্ত-জনতার ঢল

    মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক মাওলানা সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারীর (ক:)’র ১৫৭ তম ২ দিন ব্যাপী খোশরোজ শরীফ সম্পন্ন হয়েছে।

    আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে লাখো ভক্ত-জনতার অংশগ্রহণে ও দেশবাসীর ওপর আল্লাহর রহমত ও নিপীড়িত মানবতার মুক্তির কামনায় আখেরি মুনাজাতের মাধ্যমে খোশরোজ শরীফ সম্পন্ন হয়।

    আজ ১৪ অক্টোবর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভান্ডারী এসোসিয়শনের আয়োজনে খোজরোজ শরীফ উপলক্ষে দেশ-বিদেশের লাখো আশেকান ও ভক্তবৃন্দ বিভিন্ন যানবাহন যোগে দরবারে এসে অংশ গ্রহন করেন।

    আগত ভক্ত ও আশেকানরা মাইজভান্ডার এসে গাউছিয়া রহমান মঞ্জিল ও গাউছিয়া রহমানিয়া মঞ্জিলের পূর্ব বাড়ীতে সারিবদ্ধভাবে সাজ্জাদানশীনদের সাথে সাক্ষাত করেন। ভক্তরা মাইজভান্ডার শরীফের সকল রওজায় জেয়ারতের মাধ্যমে নিজ নিজ মনোবাসনা পূরনের জন্য কোরআন তেলোয়াত, জিকির আজকার করে মহান রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদে মশগুল ছিলেন।

    খোশরোজ শরিফের প্রধান ও সমাপনী দিবসের মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মুনাজাত পরিচালনা করেন মাইজভাণ্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন, আনজুমান কেন্দ্রীয় সভাপতি হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (ম.জি.আ.)।

    তিনি বলেন, ইসলামের সূফিবাদি দর্শন চর্চার উৎকৃষ্ট স্থান হচ্ছে মাইজভাণ্ডার শরিফ। সূফিসাধকরা কখনো মানুষে-মানুষে কোনো প্রভেদ-বিভাজনকে প্রশ্রয় দেন না। তেমনি গাউছুল আ’যম হযরত সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (ক.) মানুষে-মানুষে ঐক্য-সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ার দিক নির্দেশনাই দিয়ে গেছেন।

    তিনি আজকের সহিংস অশান্ত বিশ্বে শান্তি ও জননিরাপত্তা ফিরিয়ে আনতে হযরত বাবাভাণ্ডারী (ক.) ও মাইজভাণ্ডারী মহাত্মাদের প্রদর্শিত বিশ্বশান্তির রূপরেখা অনুসরণের আহ্বান জানান।

    খোশরোজ শরিফের কর্মসূচিতে ছিল খতমে কুরআন, খতমে গাউছিয়া, রওজায় গিলাফ চড়ানো, জিয়ারত, ফ্রী চিকিৎসা ক্যাম্প, হুজুর কেবলার জীবনী আলোচনা, ওয়াজ-মিলাদ, ছেমা, কাওয়ালী ও রাতে তবারক বিতরণ।

    খোশরোজ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, শাহ্জাদা আল্হাজ্ব হযরত সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী, শাহ্জাদা আল্হাজ্ব হযরত সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আল্-হাসানী, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব এডভোকেট কাজী মহসীন চৌধুরী।

    হযরত বাবাভাণ্ডারী কেবলা (ক.)’র জীবনদর্শনের ওপর আলোচনায় অংশ নেন আন্জুমান কেন্দ্রীয় সহ-সভাপতি খলীফা অ্যাডভোকেট ওয়াজউদ্দীন মিয়া, আল্হাজ্ব কবির চৌধুরী, সাধারণ সম্পাদক খলীফা আল্হাজ্ব আলমগীর খান মাইজভাণ্ডারী, খলিফা আব্দুল মান্নান, মাওলানা মুফতী বাকী বিল্লাহ আল-আযহারী, হযরত মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, হযরত মাওলানা বাকের আনসারী, হযরত মাওলানা নঈমউদ্দিন, মাওলানা এইচ এম মাকসুদুর রহমান প্রমুখ।

    খোশরোজ শরীফ সুষ্ঠভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের স্বেচ্ছা সেবকবৃন্দ আইন শৃংখলা রক্ষার্থে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেন। ফলে কোন অপ্রিতিকর ঘটনা ছাড়া সুন্দর ও সুষ্টু ভাবে খোশরোজ শরীফ সম্পন্ন হয়।

    রাতে কর্মসূচী শেষে বিশ্বের সকল উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন, সাজ্জাদানশীন শাহ ছূফি মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী (ম:জি:আ:)।

    এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ নুরুল বশর আল-হাছানী আল- মাইজভান্ডরী সহ বাবা ভান্ডারীর আওলাদ ও অশেকানে ভক্তরা। পবিত্র খোশরোজ শরীফ সুষ্ট ও সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন সকল ভক্ত ও সংশ্লিষ্ট সকলের প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করেন।

  • ফটিকছড়িতে ভন্ড শুক্কুর ফকির গ্রেফতার

    ফটিকছড়িতে ভন্ড শুক্কুর ফকির গ্রেফতার

    ফটিকছড়িতে ভন্ড ফকির আবদুর শুক্কুরকে গ্রেফতার করেছে পুলিশ।

    ৯ সেপ্টেম্বর বুধবার ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের বেড়াজালি গ্রাম থেকে জনতা কর্তৃক ধৃত হলে তাকে ফটিকছড়ি থানা পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

    তার বিরুদ্ধে এলাকার সহজ সরল লোকদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন তাবিজ. পানি পড়া. ঝাড়ঁফুক করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার অনেক অভিযোগ রয়েছে।

    স্থানীয় লোকজন অভিযোগ করে জানান হাইদচকিয়া গ্রামের ফরেষ্টার দোকানের পশ্চিম পাশের বাড়ির নুরুল আলমের সন্তান ভন্ড শুক্কুর ফকির যার কোন ধর্মীয় জ্ঞান নেই সে অনেক দিন যাবত এলাকার সাধারন মহিলাদের
    বিভিন্ন অসুখের চিকিৎসা দেওয়ার কথা বলে পানি পড়া দিয়ে টাকা হাতিয়ে নিত। তার এহেন ভন্ডামীর বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে পাইন্দং ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বপন বিচারের মাধ্যমে মানুষ ঠকানোর এ কাজ না করতে নিষেধ করেন। তখন কিছু দিন নিরব থাকার পর সে আবারো একই কাজ শুরু করলে গতকাল সাধারন জনগন পাইন্দং ইউনিয়নের বেড়াজালি গ্রামে একটি বাড়িতে তাকে আটক করে রাখলে খবর
    পেয়ে পুলিশ গ্রেফতার করে নিয়ে আসে।

    এ ব্যাপারে বেড়াজালি এলাকার পাইন্দং ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান ভন্ড শুক্কুর ফকির গতকাল রাতে প্রবাসীর এক ঘরে রাত কাটানো খবর পেয়ে আজ বুধবার সকালে এলাকার জনগন তাকে এ ঘর থেকে আটক করে পুুিলশকে খবর দিলে থানা পুলিশ তাকে
    আটক করে নিয়ে যায়।

    ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার জানান বেড়াজালি এলাকার জনগন শুক্কুর নামে এক ভন্ড ফকিরকে আটকের কথা জানালে তাকে পুলিশ পাঠিয়ে থানায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার তাকে কোর্টে চালান দেওয়া হবে।

  • ফটিকছড়িতে প্রতিমা বিসর্জনের আগে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    ফটিকছড়িতে প্রতিমা বিসর্জনের আগে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    আজ ছিলো বিজয়া দশমী। দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমাকে চোখের জলে বিসর্জন দেয়ার জন্য সবাই যে যার মতো করে ব্যস্ত হয়ে পড়েছিলো পূজো বাড়ীতে। এরই ফাঁকে কোন এক সময় পুকুরে নেমে পরে বাড়ীর সকলের নয়নের মনি ২ বছর বয়সী শিশু সৌরভ ধর।

    হঠাৎ সৌরভকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। দু’ঘন্টা খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। পরে পুকুরে তার দেহ ভেসে উঠতে দেখে বাড়ীর লোকজন। পুকুর থেকে তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

    দেবী বিসর্জনের আগ মুহুর্তে বিষাদ নেমে অাসে ওই পূজো বাড়ীতে। মঙ্গলবার (৮ অক্টোবর) ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের বণিকপাড়ার ডা. সুনিল ধরের বাড়ীতে সকাল ১১টার দিকে এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

    নিহত সৌরভ খিরাম ইউনিয়নের বনিকপাড়ার অনুপম ধরের সন্তান। শিশু সৌরভের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • ফটিকছড়িতে তিন সন্তানের জনকের লাশ উদ্ধার

    ফটিকছড়িতে তিন সন্তানের জনকের লাশ উদ্ধার

    ফটিকছড়িতে মাহবুবুল আলম (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

    আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর দু’টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের ইমামনগর গ্রামের নেজাম আলীর বাড়ী থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে। নিহত মাহবুবুল আলম ওই এলাকার শামসুল আলমের পুত্র।

    তিনি তিন সন্তানের জনক বলে জানা গেছে। নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, ‘স্ত্রী-সন্তান বাড়ীতে না থাকায় সোমবার রাতে এশার নামাজ শেষ করে শোবার ঘরে একা ঘুমিয়ে পরে মাহবুবুল আলম। সকালে ঘুম থেকে জাগতে না দেখে পরিবারের লোকজন দরজায় ধাক্কা দেয়। কোন সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে।

    এ ব্যাপারে ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এস.আই) দেলোয়ারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ খবর পেয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থা থেকে নিহতের লাশ উদ্ধার করেছি। নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

  • দূর্গাপূজা বাঙালীর ঐতিহ্য,একে অটুট রাখতে সব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে : ফয়সাল

    দূর্গাপূজা বাঙালীর ঐতিহ্য,একে অটুট রাখতে সব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে : ফয়সাল

    ফটিকছড়ির ঐতিহ্যবাহী হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ, মরণোত্তর সম্মাননা ও আলোচনা সভা ৬ অক্টোবর মহাঅষ্টমী তিথিতে সংগঠনের সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাইয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভারত-মৈত্রী সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র কেন্দ্রীয় পরিষদের সভাপতি ড. ফয়সাল কামাল চৌধুরী।

    মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ির পৌর মেয়র আলহাজ ইসমাইল হোসেন।

    বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শান্তনেশ্বরী শ্মশান কালী মন্দিরের সভাপতি পণ্ডিত অরূপ আচার্য।

    সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ফটিকছড়ি শাখার সভাপতি মাস্টার রতন কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজল কান্তি শীল।

    বিশেষ অতিথি ছিলেন বাগীশিক ফটিকছড়ি সংসদের সভাপতি ডা. সুব্রত চৌধুরী, ৬নং পাইন্দং ইউপি প্যানেল চেয়ারম্যান গৌতম সেবক বড়–য়া, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমদ রহিম মোহাব্বত, সাধারণ সম্পাদক নজরুল মুন্সি, ডা. বি কে নাথ, মাসিক ফটিকছড়ি সংবাদের সম্পাদক আহমদ আলী চৌধুরী, ফটিকছড়ি পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি মিলন দাশ, ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি সুজিত চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবক লায়ন জানে আলম, সুজন আচার্য রনি।

    প্রধান অতিথি বলেন, দূর্গাপুজা হল সনাতনী সম্প্রদায়ের প্রধান উৎসব। আর পূজার মর্মবাণী হল অসাম্প্রদায়িক চেতনায় অন্যায় ও অবিচারের বিরুদ্ধে মাতা নথ না করা। মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা। অসাম্প্রদায়িক রাষ্ট্র বলতে রাষ্ট্রের আচরণ নাগরিকের প্রতি ধর্মের ভিত্তিতে হবে না।

    বক্তারা আরো বলেন, এ বাংলাদেশে সব সম্প্রদায়ের মানুষ সৌভ্রাতৃত্ব ও সৌহার্দ্দপূর্ণ পরিবেশে আবহকাল থেকে বসবাস করে আসছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশে বিরাজমান সম্প্রীতি আবহমান বাংলায় গৌরবময় ঐতিহ্য। বাঙালীর এই ঐতিহ্য অটুট রাখতে সব সম্প্রদায়ের মানুষকে এগিয়ে আসতে হবে।

    এতে আরো উপস্থিত ছিলেন ডা. সুশীল আচার্য, সোনারাম আচার্য, নীলু দাশ, সুজন শীল, বিজন শীল, পায়েল শীল, বন্ধন আচার্য, হিমেল আচার্য, রবিন আচার্য, সজীব আচার্য, লালন আচার্য, মোহনা আচার্য, দুর্জয় আচার্য, রুদ্র আচার্য, সুজয় আচার্য, নয়ন দাশ, ঝন্টু শীল, সমীর পাল, কৃষ্ণাকলি আচার্য, বাগীশিক পাইন্দং সংসদের সভাপতি দেবাশীষ দে, উজ্জ্বল দাশ, লিটন মহাজন।

    এ সময় এলাকার গরিব দুস্থদের বস্ত্র বিতরণ করা হয় এবং দুস্থ শিক্ষার্থীদেরকে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। চিকিৎসার জন্য নগদ অর্থ বিতরণ এবং মহা অষ্টমী উপলক্ষে প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

  • পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের উদ্যোগে বার্ষিক গীতাপাঠ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের উদ্যোগে বার্ষিক গীতাপাঠ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    ফটিকছড়ি হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম নিয়ন্ত্রণাধীন পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের বার্ষিক পুরস্কার বিতরণী ৬ অক্টোবর মহাঅষ্টমী তিথিতে সকাল ৮টায় গীতাপাঠ, নৃত্য, গান, উপস্থিত বক্তব্য, কবিতা, ধর্মীয় সংগীত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অধ্যক্ষ অর্চ্চণা রানী আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    এতে স্বাগত বক্তব্য রাখেন সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি।

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির সম্মিলন ঘটাতে হবে। আলোকিত সমাজ ব্যবস্থা গড়ার পূর্বশর্ত আলোকিত প্রজন্ম গড়া। তাই প্রজন্মকে গীতাশিক্ষা তথা নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করতে হবে। দুর্গাপূজা আমাদের ঐক্যবদ্ধ হতে শেখায়। আসুরিক শক্তিকে অবদমিত করতে মা দুর্গা প্রতি বছর মর্ত্যলোকে আবির্ভূত হন।

    এতে আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মোহাম্মদ আবুল বশর, সহ-দপ্তর সম্পাদক মাস্টার মোহাম্মদ কাসেম, ত্রাণ সম্পাদক মোহাম্মদ সরওয়ার, উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, ফটিকছড়ি ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন।

    উক্ত অনুষ্ঠানে সাবেক এমপি ফটিকছড়ির মাটি ও মানুষের প্রিয় নেতা মরহুম আলহাজ্ব রফিকুল আনোয়ারকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

    এতে আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানার এএসআই মো. বাবুল মিয়া, বাগীশিক সংসদের সভাপতি দেবাশীষ দে, সাধারণ সম্পাদক উজ্জ্বল দাশ, আনসার ভিডিপি কর্মকর্তা আনজুমান আরা, ভিডিপি সহ-সম্পাদক রহিমা আকতার, তৈয়ব আলী, কৃষ্ণাকলি আচার্য, তরুণ কুমার আচার্য কৃষ্ণ, দুর্জয় আচার্য, জয় আচার্য, পূজা শীল, ঝন্টু শীল, লালন আচার্য, নয়ন দাশ, সুব্রত আচার্য, বন্ধন আচার্য, মানিক বড়–য়া, বিজয় আচার্য, সুজয় আচার্য, পূর্ণিমা আচার্য, সোনারাম আচার্য, হিরণ দাশ, রতন দাশ, লালু চক্রবর্তী, প্রিয়া শীল, পায়েল শীল, জয়া শীল, জয়া রানী নাথ প্রমুখ।

    এ সময় প্রায় ৬০ জন ছাত্রছাত্রীকে পুরস্কার বিতরণ করা হয়।

  • আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত ফটিকছড়ি দক্ষিণের সভাপতি জসিম,সম্পাদক মুহিউদ্দিন

    আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত ফটিকছড়ি দক্ষিণের সভাপতি জসিম,সম্পাদক মুহিউদ্দিন

    ফটিকছড়ি উপজেলার আজাদী বাজারস্থ কমিনিউটি সেন্টারে আল্লামা মুফতী জসিম উদ্দিন আলকাদেরীর সভাপতিত্বে ও আল্লামা হাফেজ মুহিউদ্দিন আলক্বাদেরীর সঞ্চালনায় ফটিকছড়ি দক্ষিণ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।

    উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আল্লামা মুহাম্মদ জসিম উদ্দিন আবিদীকে সভাপতি,আল্লামা হাফেজ মুহিউদ্দিন আনক্বাদেরীকে সাধারণ সম্পাদক ও আল্লামা নঈমুল হক নঈমীকে সাংগঠনিক সম্পাদক করে করে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআ’তের মহাসচিব পীরে ত্বরিক্বত আল্লামা সৈয়্যদ মছিহুদ্দৌলাহ(মঃজিঃআঃ)।

    প্রধান কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আলী শাহ নেছারী সাহেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন আল্লামা আবুল কালাম বয়ানী,অধ্যক্ষ আল্লামা আবুল বশর সিদ্দিকী,আল্লামা ইয়াছিন রজভী,আল্লামা ইয়াছিন হায়দরী, আল্লামা সরওয়ার আলম ক্বাদেরী,আল্লামা সালাহউদ্দিন শাহ,আল্লামা ফিরুজুল আলম রজভী ও আল্লামা ফজলুল বারী ক্বাদেরী।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা ইলিয়াস খাঁন,আল্লামা ইসমাঈল ক্বাদেরী,আল্লামা শামসুল আলম নঈমী,আল্লামা মনছুর নেজামী,আল্লমা জাফর কামালী,আল্লামা রফিক রজভী,আলহাজ্ব আইয়ূব আলী ম্যানেজার,আলহাজ্ব আলমগীর শেঠ,এস এম জাহাঙ্গীর সহ অসংখ্য ওলামায়ে কেরাম ও মান্যগণ্য ব্যক্তিবর্গ।

    বক্তারা ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাআ’তের প্রচার-প্রসারের মাধ্যমে ইসলামের আলো সর্বত্র ছড়িয়ে দেয়ার সকলের প্রতি আহবান জানান।

    পরিশেষে মীলাদ-ক্বিয়াম ও আখেরী মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।