Tag: ফটিকছড়ি

  • ফটিকছড়ির ধর্মপুর ইউপি চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল

    ফটিকছড়ির ধর্মপুর ইউপি চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল

    ফটিকছড়ি প্রতিনিধি:চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৮নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুল হক এর মাতা সাজেদা আজিজ (৭০) শুক্রবার দুপুর ২টা ৩০মিনিটের সময় নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মৃত্যুকালে তিনি চার পুত্র, দুই কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

    শনিবার সকাল ১০টায় আজাদী বাজার ঈদগাঁহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

    উনার মৃত্যুতে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, ফটিকছড়ির ইউএনও মো. সাব্বির রহমান সানি, ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইছমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র সিরাজ উদ দৌল্লাহ, ফটিকছড়ি আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম রহমান, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

    ২৪ঘণ্টা/এসএ

  • ফটিকছড়িতে বিদ্যালয়ের মাটি কেটে নেয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে; অভিযুক্তকে রক্ষায় তৎপর প্রশাসন

    ফটিকছড়িতে বিদ্যালয়ের মাটি কেটে নেয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে; অভিযুক্তকে রক্ষায় তৎপর প্রশাসন

    ফটিকছড়ির দাঁতমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিটে থেকে মাটি কেটে নেয়ার অভিযোগ উঠেছে সাবেক এক বন কর্মকর্তার বিরুদ্ধে। স্কুলের সাবেক ও বর্তমান দুই প্রধান শিক্ষকের যোগসাজসে দাঁতমারা বনবিটের সদ্য সাবেক বিট কর্মকর্তা ইউনুচ ফরেষ্টার প্রকাশ মাল্টা ইউনুচ এসব মাটি কেটে নিয়ে যায়।

    সরেজমিন পরিদর্শনে দেখা যায় স্কুলের পুরাতন ভবনের ভিটে থেকে প্রায় তিন ফুট গভীর গর্ত করে প্রায় ৩০ গাড়ী মাটি কেটে লুট করে নিয়ে গেছে ইউনুচ ফরেষ্টার।

    স্থানীয় জনতার প্রতিরোধে গত ২৯ মে মাটি কাটা বন্ধ হলেও এখনো পর্যন্ত এ ব্যাপারে আইনি কোন পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট প্রশাসন।

    বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে একাধিকবার জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিলেও এখনো কোন পদক্ষেপ নেয়া হয়নি। উল্টো মাল্টা ইউনুচকে বাঁচাতে দায়সারা গোচর তদন্তের নামে ঘটনা ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসানুল কবির।

    তিনি সাবেক ও বর্তমান দুই প্রধান শিক্ষকের সাথে গোপন আতাঁত করে ইউনুচ ফরেষ্টারকে বাঁচাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে জিডি করার পাঁয়তারা করছেন।

    এদিকে মাটি কাটার বিষয়ে জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের এসএমসির সাবেক অভিভাবক সদস্য ও বিদ্যালয়ের জমি দাতার ওয়ারিশ আবু মুছা।

    এর আগে গত ২৯ মে এবং ৬ জুন তিনি বিষয়টি মৌখিকভাবে উপজেলা প্রশাসন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছিলেন। বিষয়টি নিয়ে তাঁরা ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলেও গত ১৫ দিনেও কোন ব্যবস্থা না নেয়ায় সর্বশেষ গত ১২ জুন তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    এদিকে এ ব্যাপারে প্রতিবাদ এবং লিখিত অভিযোগ দায়ের করায় অভিযোগকারী আবু মুছাকে স্থানীয় একটি সিন্ডিকেট নানাভাবে সামাজিক চাপ প্রয়োগ করাসহ হুমকি ধমকি দিয়ে যাচ্ছে।

    অভিযোগকারী আবু মুছা জানান, বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনসহ উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাকে সবধরনের তথ্য উপাত্ত সরবরাহ করার পরেও তারা কোন ব্যবস্থা না নিয়ে পক্ষপাত মূলক আচরন করছে। বর্তমানে এ বিষয়ে অভিযোগ এবং প্রতিবাদ করে উল্টো হয়রানির মুখে পড়েছেন তিনি। এ ছাড়া অভিযোগ তুলে নিতেও চাপ দিয়ে যাচ্ছে বিভিন্ন রাজনেতিক নেতাকে দিয়ে।

    স্থানীয়রা জানান, বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙ্গার জন্য দরপত্র দেয়া হয়। মেরাজ ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান পুরাতন ভাঙ্গার কার্যাদেশ পায়। ৭ কার্যদিবসের মধ্যে পুরাতন ভবন ভেঙ্গে ভবনের সরঞ্জামাদি নিয়ে যাওয়ার জন্য সময় বেঁধে দেয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান সরঞ্জামাদি নিয়ে আসে। এর পর সাবেক ও বর্তমান দুই প্রধান শিক্ষকের যোগসাজসে ইউনুচ ফরেষ্টার স্কুলের ভিটের মাটি কেটে নিয়ে যায়।

    এ বিষয়ে ইউনুচ ফরেষ্টার প্রথমে মাটি কিনে নিয়েছে দাবি করলেও পরবর্তীতে তা অস্বিকার করেন। কি মুলে মাটি কেটেছেন এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে না পারলেও ২০ গাড়ী মাটি নেয়ার কথা স্বীকার করে তিনি সাংবাদিকদের জানান সাবেক প্রধান শিক্ষক আবু তালেবের মধ্যস্ততায় এসব মাটি কেটে নিয়ে গেছেন তিনি।

    স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবু তালেব এবং বর্তমান প্রধান শিক্ষক রহিমা বেগম বিষয়টি অবগত নন বলে জানান। তবে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা বেগম বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ বিষয়ে প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

    এদিকে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনি পদক্ষেপ নেয়া হবে।

    স্থানীয় সুত্র জানায়, মাটি কাটার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করার পর স্থানীয় একটি মহলের পরামর্শে স্কুলের দুই (সাবেক ও বর্তমান) প্রধান শিক্ষকের যোগসাজসে গত রোববার রাতে ইউনুচ ফরেষ্টার পিকাপ ভর্তি এক গাড়ী মাটি অন্য এলাকা থেকে এনে স্কুলের ভিটের মাটি কেটে নেয়ার স্থানে ফেলেন।

    এ বিষয়ে রাতে দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশকে জানানো হলেও তারা রহস্যজনক কারনে কোন ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়দের প্রতিরোধে তা বন্ধ হয়ে যায়।

  • পাহাড় কাটায় ছাত্রলীগ সভাপতিকে ৩ লাখ টাকা জরিমানা

    পাহাড় কাটায় ছাত্রলীগ সভাপতিকে ৩ লাখ টাকা জরিমানা

    ফটিকছড়ি প্রতিনিধিঃ ফটিকছড়িতে রাতের আঁধারে অবৈধভাবে রিজার্ভ ফরেস্ট থেকে পাহাড় কাটার অপরাধে দাঁতমারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে ৩ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

    স্থানীয় সূত্র জানায়, ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও হেঁয়াকো বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হানিফ সরকারের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ দাঁতমারা ইউপির হেঁয়াকো পশ্চিম সিকদারখীলস্থ জনৈক সিরাজ ও সফিকের বাড়ির নীচে রিজার্ভ ফরেস্ট থেকে স্কেভেটর লাগিয়ে পাহাড় কেটে ৮/১০টি ড্রামট্রাক যোগে মাটি পাচারের লক্ষ্যে হেঁয়াকো সওজ রেস্টহাউজ মাঠে জমাচ্ছিল। রাতের আঁধারে এ পাহাড় কাটার সংবাদ পেয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির রাহমান সানি ও ভূজপুর থানার ওসি হেলাল ফারুকী মাটি ভর্তি গাড়ী আটকের নির্দেশ দেন দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনির হোসেনকে। তিনি হেঁয়াকো বাজারে মাটি ভর্তি দু’টি ড্রামট্রাক আটক করে থানায় নিতে চাইলে ছাত্রলীগ সভাপতি হানিফ সরকারের ভাই সেলিম ও পাটনার বাবুল মিয়াসহ মাটি কাটার লোকজন পুলিশের কাছ থেকে গাড়ী দু’টি ছিনিয়ে নেয়।

    এ খবর পেয়ে সংক্ষুব্ধ ইউএনও সাব্বির রহমান সানি দাঁতমারা থেকে উপজেলা সদরে ফেরেন এবং ভূজপুরের ওসিকে রাতের মধ্যেই গাড়ী এবং স্কেভেটর আটক করে মোবাইল কোর্টের সামনে হাজির করার নির্দেশনা দেন। এরই ফাঁকে স্কেভেটর সরিয়ে ফেললেও রাত সাড়ে ১২টা নাগাদ ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী ঘটনাস্থলে গিয়ে ছিনিয়ে নেয়া গাড়ী দু’টি জব্দ করে উপজেলা কমপ্লেক্সে পাঠায়।

    বুধবার বিকেলে দাতমারা ছাত্রলীগের সভাপতি হানিফ সরকার নিজে উপস্থিত না হয়ে তার পাটনার বাবুল মিয়া, পিতা- আব্দুল কাদের, গ্রাম- দক্ষিণ জুজখোলা (নারায়ণহাট), ফটিকছড়ি, চট্টগ্রামকে ফটিকছড়ি’র ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির রাহমান সানি’র মোবাইল কোর্টে উপস্থিত করায়। সে অপরাধ স্বীকার করায় এবং দোষ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (চ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ (১) ধারা অনুযায়ী অপরাধীকে ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা) অর্থদন্ড; অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডে দন্ডিত করে মোবাইল কোর্ট। পরে অভিযুক্তরা দণ্ডের ৩ লাখ টাকা পরিশোধ করলে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়। এ ঘটনা পুরো উত্তর ফটিকছড়ি জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • ফটিকছড়িতে মসজিদে সুন্নী-কওমী গন্ডগোল;এলাকায় উত্তেজনা

    ফটিকছড়িতে মসজিদে সুন্নী-কওমী গন্ডগোল;এলাকায় উত্তেজনা

    ফটিকছড়ি প্রতিনিধিঃ ফটিকছড়িতে একটি মসজিদে জুমার নামাজের পর দুই পক্ষের মাঝে গন্ডগোলের ঘটনা ঘটেছে। নানুপুর ঢালকাটা মেহের আলী মসজিদে শুক্রবার জুমার নামাজের পরে মিলাদ কিয়াম করার সময় সুন্নীপন্থী মুসল্লিদের উপর কওমীপন্থী মুসল্লীরা এই হামলা চালায় বলে অভিযোগ করেন স্থানীয় মুসল্লীরা।

    এ ঘটনার সময় ফটিকছড়ি থানা পুলিশের একটি টহল টিমও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানান ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাসুদ।

    জানা গেছে, ঢালকাটা গ্রামের মেহের আলী মসজিদ নিয়ে সুন্নীপন্থী ও কওমীপন্থী লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবৎ মামলা মোকদ্দমা চলছিল।

    সস্প্রতি সংবাদ সম্মেলন করে এনিয়ে দুই পক্ষ পাল্টা পাল্টি পরষ্পর বিরোধী বক্তব্য দিয়েছে। যা বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

    কওমীপন্থী মুসল্লী মোহাম্মদ রফিক জানান, মসজিদে নিষেধ অমান্য করে মিলাদ কিয়াম করার সময় আমরা বাঁধা দিই। তখন সুন্নীরা আমাদের মোতোয়াল্লী মোহাম্মদ মহিবুল্লাহকে লাঞ্ছিত করে।

    সুন্নীপন্থী মুসল্লী মোহাম্মদ হাসান আলী অভিযোগ করে জানান, জুমার নামাজের পর মিলাদ কিয়াম করার সময় কওমীপন্থী মসজিদের ভিতর হামলা চালায়। তখন পুলিশ টহল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সফিউল আজম জানান, মেহের আলী জামে মসজিদের দুই পক্ষের দন্ধের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেখাশুনা করছেন। স্থানীয় সূত্রে জেনেছি আজ জুমার নামাজের সময় দুই পক্ষ গন্ডগোল হয়েছে।

    এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রাহমান সানি বলেন, নানুপুর মেহের আলী জামে মসজিদ নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষ গন্ডগোলে জড়ায়। এলাকায় পুলিশ টহল রয়েছে। আগামী রবিবার দুই পক্ষকে সমঝোতার জন্য ডাকা হয়েছে। আশা করি সমাধান হবে।

  • ফটিকছড়ির আনসার ভিডিপি ও নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা

    ফটিকছড়ির আনসার ভিডিপি ও নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা

    চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম ও সদ্য বিদায়ী নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীরের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছে জরিনা (৪৭) নামের এক গৃহকর্মী।

    বৃহস্পতিবার (১২ মে) ফটিকছড়ি থানায় মামলাটি দায়ের হয়।

    মামলার বিবরণে জানা যায়, উপজেলা পরিষদের দক্ষিণ পাশের একটি ভবনে ব্যাচেলর হিসেবে বসবাস করতো নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির ও আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুল ইসলাম। সে বাসায় গৃহকর্তীর কাজ করতো জরিনা। দীর্ঘদিন কাজ করার সুবাদে ২ কর্মকর্তার সাথে জরিনার ঘনিষ্ঠ সম্পর্ক হয়। একপর্যায়ে সরল বিশ্বাসে বাসায় এলে জোরপূর্বক ধর্ষণ করে জরিনাকে। পরে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে দুই কর্মকর্তা। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে জরিনা প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেয়। বিষয়টি ইউএনও’র ক্ষমতাবহির্ভূত হওয়ায় আইনীভাবে ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেন জরিনাকে। পরে জরিনা ফটিকছড়ি থানায় গিয়ে মামলা দায়ের করেন।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রাহমান সানি বলেন, আমার কাছে জরিনা অভিযোগ নিয়ে এসেছিল। বিষয়টি সেনসেটিভ হওয়ায় এবং আমার ক্ষমতার বাহিরে হওয়ায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জরিনাকে পরামর্শ দিয়েছি।

    এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ ইবনে আনোয়ার বলেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও সদ্য বিদায়ী নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের হয়েছে।

    এ ব্যাপারে আনসার ভিডিপি কর্মকর্তা সাঈদুল ইসলাম বলেন, আমাকে ষড়যন্ত্রমূলক একটি মামলায় ফাঁসানো হয়েছে। আমি ডায়বেটিস এর রোগী শারীরিক ভাবেও অক্ষম। আমাকে যে অভিযোগটি করা হচ্ছে সেটি সম্পূর্ণ মিথ্যা।

    এ ব্যাপারে ফটিকছড়ি থেকে সদ্য বিধায়ী নির্বাচন কর্মকর্তা ও বর্তমানে রামগড়ে কর্মরত হুমায়ুন কবির বলেন, মহিলাটি খারাপ। এ মহিলাকে দিয়ে আমাকে ফাঁসানো হয়েছে। আমি এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

  • মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবীত শিক্ষিত তরুনরা একদিন সাংবাদিকতায় নেতৃত্ব দিবেঃ মহসিন কাজী

    মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবীত শিক্ষিত তরুনরা একদিন সাংবাদিকতায় নেতৃত্ব দিবেঃ মহসিন কাজী

    ফটিকছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহা সচিব মহসিন কাজী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবীত শিক্ষিত তরুণরা একদিন সাংবাদিকতায় নেতৃত্ব দিবে। ইতিহাস ঐতিহ্যকে লালন করে সুফী সাধকের এ বাংলায় প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে সাংবাদিকতায়ও ব্যাপক পরিবর্তন এসেছে। এই ধারাবাহিকতায় শিক্ষিত তরুণ সমাজই রক্ষা করতে পারবে।

    ‘ফটিকছড়ি সাংবাদিক সমাজ’র উদ্দ্যোগে শনিবার বিকাল ৪টায় ফটিকছড়ি করোনেশন উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।

    ফেড়ারেল সাংবাদিক ইউনিয়নের নেতা মহসিন কাজী আরো বলেন, হাজারো ঐতিহ্যে ভরা সবুজ শ্যামল এই ফটিকছড়িতে সন্ত্রাস এক সময় কলঙ্খিত করেছে। সেই কঠিন সময়ে ফটিকছড়ি থেকে সাংবাদিকতা অনেক কঠিন ছিল। আজ তথ্য প্রযুক্তির কল্যাণে সাংবাদিকতা অরেক সজহ হয়েছে। এখানে বিবেক ও দেশপ্রেমকে জাগ্রত করতে পারলে আলোকিত ফটিকছড়ির সুনাম ছড়াবে।

    দৈনিক আজাদীর ফটিকছড়ি প্রতিনিধি সোলাইমান আকাশের সভাপতিত্বে ও দৈনিক নয়াবাংলার ফটিকছড়ি প্রতিনিধি এইচ.এম. সাইফুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার আবদুস সাত্তার, বিজয় টিভির প্রতিনিধি মোঃ সেলিম।

    এতে উপস্তিত ছিলেন দৈনিক খবর পত্র ফটিকছড়ি প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি এম মামুন বশর ভূঁইয়া, দৈনিক যায়যায় কাল’র প্রতিনিধি মুহাম্মদ রায়হান উদ্দিন, ফটিকছড়ি ভিশনের এডমিন আব্দুল কাদের চৌধুরী, ওয়ান মোশনের এডমিন মোঃ আব্দুল আজিজ, মোঃ তারেকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • মাইজভাণ্ডারী তরিকা লালনের দিকপাল সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারী অবদান স্মরনীয়

    মাইজভাণ্ডারী তরিকা লালনের দিকপাল সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারী অবদান স্মরনীয়

    ফটিকছড়ি প্রতিনিধিঃ মাইজভান্ডার দরবার শরীফের মুন্তাজেম আলহাজ্ব শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী বলেছেন, মাইজভাণ্ডারী তরিকা লালনের দিকপাল ছিলেন সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারী। এই তরিকতের প্রচার প্রসার ও লালন পালনে তার অবদান স্মরনীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়।

    তিনি গতকাল মাইজভান্ডার দরবার শরীফের গাউসুল আজম মাইজভাণ্ডারী’র একক উত্তরাধিকারী পৌত্র অছি-এ-গাউসুলআজম মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.) কর্তৃক মনোনীত মোন্তাজেমে দরবার আলহাজ্ব শাহসুফি সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারী (রহঃ)’র পবিত্র বেছাল দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন।

    অনুষ্ঠানে ছদারত করেন আলহাজ্ব শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী।
    সংগঠনের কেন্দ্রীয় সহকারী সচিব মাওলানা মুহাম্মদ হাসানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, ফটিকছড়ি জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ ইব্রাহিম কাসেম কাঞ্চনপুরী, মাইজভাণ্ডার শরীফ শাহী জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ বশিরুল আলম মাইজভাণ্ডারী। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব নাজমুল হাসান মাহমুদ শিমুল, সহকারী সচিব লালন ওসমান।

    উপস্থিত ছিলন কেন্দ্রীয় আহবায়ক আলহাজ্ব কাজী মুহাম্মদ জানে আলম বাবুল, আলহাজ্ব জাফর আহমদ,মাওলানা মুহাম্মদ জহুরুল হক, মোবারক হোসেন, মোস্তফা কায়সার, সৈয়দ মামুনুল ইসলাম,নুরুল কবির মাসুদ প্রমুখ।

    মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ওসমান গনী। এতে বিভিন্ন শাখা/দায়রার বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

  • মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

    মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

    ফটিকছড়ি উপজেলা পরিষদ মিলানায়তনে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটির সূর্যগিরি আশ্রম শাখার ব্যবস্থাপনায় সংগঠনের সভাপতি তরুণ কুমার আচার্যের সভাপতিত্ত্বে নির্বাহী সদস্য ডাঃ বরুণ কুমার আচার্য বলাই এর সঞ্চালনায় বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ আবু তৈয়ব, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, সাজু সর্দ্দার, সোনারাম আচার্য, রুবেল শীল, রন শীল, সোমা, কাশ্মীরি, ঝুমু চৌধুরী।

    অনুষ্ঠান শেষে এলাকার অসচ্ছল রোজাদারদের দরবার গাউসুল আজম মাইজভাণ্ডারী গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহাবর আলম মওলা হুজুর আলহাজ্ব হযরত সৈয়দ হাসান (মঃ) নির্দেশে ১৫০ জনকে লুঙ্গি, শাড়ি, পাঞ্জাবি, সেমাই, চিনি, ১৫ রকমের ঈদসামগ্রী ও ঈদবস্ত্র প্রদান করা হয়।

    এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, মানবতার সেবায় উজ্বল দৃষ্টান্ত মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম।

  • ফটিকছড়িতে আদালত ভবনে বিচারকের কম্পিউটার চুরি

    ফটিকছড়িতে আদালত ভবনে বিচারকের কম্পিউটার চুরি

    ফটিকছড়ি প্রতিনিধিঃ ফটিকছড়ি আদালত ভবণে বিচারকের অফিস থেকে কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে ফটিকছড়ি থানায়।

    জানা গেছে, ফটিকছড়ি আদালত ভবনের বিচারক মোহাম্মদ মেজবা উদ্দিনের কক্ষ থেকে থেকে কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কম্পিউটারের মনিটর ছাড়া কন্ট্রোল পাওয়ার ইউনিট বা সিপিইউ খুলে নিয়ে যায়। এ সিপিইউতে আদালতের মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি রয়েছে। পুলিশের ধারণা, চোরের দল নথ ধ্বংস করতে এ কাজ করেছে। কয়েকদিন আগেই সিপিইউটি চুরি হয়েছিল। তবে, ঘটনায় আদালত ভবনে কাজ করেন এমন লোক জড়িত থাকতে পারে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

    বুধবার (২০ এপ্রিল) ফটিকছড়ি আদালতের কর্মকর্তা (নাজের) ছৈয়দ কুদরত এ খোদা বাদি হয়ে ফটিকছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

    এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ কাজী মাসুম ইবনে আনোয়ার বলেন, আদালত ভবনে জজের কম্পিউটারের মুল অংশ সিপিইউটি মিসিং হয়েছে। থানায় একটি অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি নিয়ে গভিরভাবে তদন্ত করছি।

  • কর্মসৃজন প্রকল্পের অর্থ আত্মসাতের দায়ে দাঁতমারা ইউপি চেয়ারম্যান কারাগারে

    কর্মসৃজন প্রকল্পের অর্থ আত্মসাতের দায়ে দাঁতমারা ইউপি চেয়ারম্যান কারাগারে

    ফটিকছড়ি প্রতিনিধিঃ সরকারী কর্মসৃজন প্রকল্পের অর্থ আত্মসাতের দায়ে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় ফটিকছড়ির দাঁতমারা ইউপি চেয়ারম্যান মো. জানে আলমকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভুঁইয়া শুনানী শেষে এ আদেশ দেন। মামলার শুনানীতে রাস্ট্র পক্ষে অংশ নেন দুদকের পিপি এড. মুজিবুর রহমান চৌধুরী।

    এর আগে গত ২৬ জানুয়ারি অর্থ আত্মসাতের অভিযোগে ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের চেয়ারম্যান জানে আলমসহ ৫ জনের বিরুদ্ধে
    দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এ মামলাটি দাযের করেন কার্যালয়টির সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম।

    মামলার আসামিরা হলেন, দাঁতমারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জানে আলম, ফটিকছড়ির কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মুহাম্মদ আজিজুল হক, একই ব্যাংকের সাবেক কর্মকর্তা সুজিত কুমার নাথ, ক্যাশিয়ার আবুল কাশেম ও তৎকালীন ট্যাগ অফিসার প্রণবেশ মহাজন।

    মামলার এজাহারে অভিযোগ আনা হয়, ২০১৫-১৬ অর্থ বছরের ১ম ও ২য় পর্যায়ের মোট ৮০ দিনের কর্মসৃজন প্রকল্পের দৈনিক ২০০ টাকা মজুরি হারে ৪১ জন শ্রমিকের ৬ লাখ ৫৬ হাজার টাকা ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে প্রকল্পে ভুয়া শ্রমিক দেখিয়ে আত্মসাৎ করা হয়। তারা কেউই শ্রমিক নয় এবং সকলেই স্বাবলম্বী।

    তাদের মধ্যে স্কুল প্রধান শিক্ষক, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, প্রবাসী, ব্যবসায়ী, চিকিৎসক এবং রাজনৈতিক ব্যক্তিদের নাম ছিল। তারা কখনো কৃষি ব্যাংকে যান নাই কিংবা হিসাব খোলেননি এবং টাকাও উত্তোলন করেননি।

    এরপর ২০২০ সালে দুদকের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন তদন্ত করে ৪১ জন শ্রমিকের অর্থ আত্মসাতের দালিলিক প্রমাণ পাওয়ায় চেয়ারম্যানসহ বাকিদের বিরুদ্ধে মামলার সুপারিশ করে দুদক কমিশনের প্রতিবেদন জমা দেন।

    মামলা দায়েরের পর চেয়ারম্যান জানে আলম মহামান্য হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। হাইকোর্টের দেয়া আগাম জামিনের সময় সীমা শেষ হওয়ায় চেয়ারম্যান জানে আলম জজ কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

  • পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ পরিদর্শন করলেন হিন্দু কল্যাণ ট্রাস্ট চট্টগ্রামের সহকারী প্রকল্প পরিচালক

    পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ পরিদর্শন করলেন হিন্দু কল্যাণ ট্রাস্ট চট্টগ্রামের সহকারী প্রকল্প পরিচালক

    ফটিকছড়ি প্রতিনিধিঃ ফটিকছড়ির হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ পরিদর্শন করেছেন হিন্দু কল্যাণ ট্রাস্ট, মশিগশি সুজিত কুমার হালদার, ফিল্ড সুপারভাইজার, হিন্দু কল্যাণ ট্রাস্ট চট্টগ্রামের সহকারী প্রকল্প পরিচালক রিংকু কুমার শর্মা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ফটিকছড়ি শাখার সাধারণ সম্পাদক মাস্টার রতন কান্তি চৌধুরী। এ সময় হাজিরা খাতা এবং বিভিন্ন ডকুমেন্টারি কাগজপত্র, হিসাবনিকাশ পরিদর্শন করেন।

    পরিদর্শনকালে বলেন, আজ নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠে এসে যে আন্তরিকতা নিয়ে আপনারা গীতা শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন তা যদি অব্যাহত থাকে তবে মনে করব সরকারিভাবে গীতা স্কুল প্রতিষ্ঠা হলে অত্যন্ত সফলভাবে পরিচালিত হবে। প্রান্তিক সনাতনী জনগোষ্ঠীর উন্নয়ন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যে মহান ব্রত গ্রহণ করেছে পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ অচিরেই তার অন্যতম অংশে প্রতিষ্ঠা হবে। আবারও পরিচালনা পর্ষদের বৎসরব্যাপী বিভিন্ন এলাকার মানবিক উন্নয়নমূলক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে তার বক্তব্য শেষ করেন।

    এতে উপস্থিত ছিলেন পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের পরিচালক শিক্ষিকা অর্চনা রানী আচার্য, শিক্ষক তূর্ণা আচার্য, সহকারী শিক্ষক সংগীতা শীল, সূর্যগিরি আশ্রমের সভাপতি তরুণ কুমার আচার্য কৃষ্ণ, উপদেষ্টা রতন কুমার আচার্য, নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, উপদেষ্টা শান্তিপদ আচার্য, উপদেষ্টা সোনারাম আচার্য, উপদেষ্টা ডা. সুশীল আচার্য, মানিক বড়ুয়া, লালু চক্রবর্তী, সমীর দাশ, অমর শর্মা প্রমুখ।

  • নাজিরহাট পৌর কাউন্সিলর হারুন চেক প্রতারণার মামলায় গ্রেপ্তার

    নাজিরহাট পৌর কাউন্সিলর হারুন চেক প্রতারণার মামলায় গ্রেপ্তার

    ফটিকছড়ি প্রতিনিধিঃ নাজিরহাট পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হারুনকে চেক প্রতারণার মামলায় গ্রেপ্তার করছে পুলিশ। রোববার রাতে (১০ এপ্রিল) ভুজপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তিনটি চেক প্রতারণায় মামলায় গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করে।

    চেক প্রতারণায় তিন মামলায় হারুনের বিরুদ্ধে প্রত্যেকটি এক বছর করে তিন বছরের সাজা হয়েছে আদালতে। এরপরও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াতেন। তিনি নাজিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও একই এলাকার মৃত ছৈয়দুর হকের পুত্র।

    বিষটি নিশ্চিত করে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘নাজিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হারুনকে তিনটি চেক প্রতারণার মামলার গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।’