Tag: ফটিকছড়ি

  • ফটিকছড়িতে নিখোঁজের তিনদিন পর মিলল প্রবাসীর লাশ

    ফটিকছড়িতে নিখোঁজের তিনদিন পর মিলল প্রবাসীর লাশ

    ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : ফটিকছড়িতে নিখোঁজের তিন দিন পর আবদুচ ছালাম (৫০) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার (৩ জুলাই) উপজেলার দাঁতমারা ইউপির তারাখো গ্রামের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবদুচ ছালাম বড় বেতুয়া দাওয়াতের টিলার শেখ আহমদের ছেলে।

    জানা যায়, প্রবাসী আবদুচ ছালাম দুই মাস আগে ওমান থেকে দেশে আসে। গত তিন দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজের তিন দিন পর আজ বাড়ির পাশে অবস্থিত খালে তার গলিত লাশ পাওয়া যায়।

    ভুজপুর থানার এসআই রাশেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। তার আত্মীয় স্বজনের সাথে কথা বলে জানা গেছে, সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

    ২৪ ঘণ্টা/জুনায়েদ

  • ফটিকছড়িতে পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূকে কুপিয়ে হত্যা করল যুবক

    ফটিকছড়িতে পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূকে কুপিয়ে হত্যা করল যুবক

    ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে পূর্ব শত্রুতার জের ধরে
    খুকি আকতার(৪০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে যুবক।

    বুধবার (১৯ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার নূরুল্লাহ মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ প্রবাসী ইছা মিয়ার স্ত্রী।

    জানা যায়, একই এলাকার আজিজুর রহমানেরর পুত্র মানিক মিয়া(৩২) ঘরে প্রবেশ করে গৃহবধূকে এলোপাতাড়ি কোপাতে থাকে। গৃহবধূর চিৎকারে ঘরের সদস্যরা ছুটে আসলে মানিক মিয়া পালিয়ে যায়।

    স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চমেকে নেওয়ার পথে পথিমধ্যে গৃহবধু মৃত্যুবরণ করেন। চমেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে হাসপাতাল পুলিশ তাকে মর্গে প্রেরণ করেন।

    পূর্ব শত্রুতার জের ধরে এ হক্যাকান্ড ঘটিয়েছে বলে জানান নিহতের স্বজনরা।

    এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে মানিক মিয়া নামের একজন যুবক মহিলাটিকে কুপিয়ে হত্যা করেছে শুনেছি। মহিলাটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল পুলিশ তাকে মর্গে প্রেরণ করেন।

    ২৪ ঘণ্টা/জুনায়েদ

  • সাংবাদিক রোজিনার মুক্তি দাবিতে ফটিকছড়ি প্রেসক্লাবের মানববন্ধন

    সাংবাদিক রোজিনার মুক্তি দাবিতে ফটিকছড়ি প্রেসক্লাবের মানববন্ধন

    ফটিকছড়ি প্রতিনিধি : সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনেস্তা, মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ এবং তার নিঃশর্ত মুক্তিসহ পুরো ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিতে আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ফটিকছড়ি বাস স্টেশনস্থ মুক্তিযোদ্ধা চত্বরে ‘ফটিকছড়ি প্রেস ক্লাব’র আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী (দৈনিক ইনকিলাব)।

    সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল আলম চৌধূরীর (দৈনিক আমাদের সময়) সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউনুস মিয়া (দৈনিক জনকণ্ঠ), সহ-সভাপতি জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ (আজকের সূর্যোদয়), যুগ্ম-সম্পাদক মুহাম্মদ আবু এখলাছ ঝিনুক (দৈনিক কালের কণ্ঠ) কোষাধ্যক্ষ মুহাম্মদ নাসির উদ্দিন (দৈনিক সংবাদ), প্রচার সম্পাদক মুহাম্মদ দৌলত শওকত (দৈনিক ভোরের কাগজ), সমাজসেবা সম্পাদক মোঃ কামাল উদ্দিন (দৈনিক দিনকাল), ক্রীড়া সম্পাদক মোঃ এমরান হোসেন ফরহাদ (দৈনিক পূর্বদেশ), পাঠাগার সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহান (দৈনিক দেশরূপান্তর), কার্যনির্বাহী সদস্য সৈয়দ মোহাম্মদ মাসুদ (দৈনিক নয়াদিগন্ত), মোহাম্মদ জুনায়েদ (দৈনিক ভোরের দর্পণ), মোঃ কাউছার সিকদার (সাপ্তাহিক ফটিকছড়ির খবর), সাংবাদিক আহমদ এরশাদ খোকন, আনোয়ার হোসেন ফরিদ প্রমূখ।

    উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী, একেএম নাজিম উদ্দিন চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ শফিউল আলম, অস্থায়ী সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন শাহনেওয়াজ, মুহাম্মদ ওমর ফয়সাল প্রমূখ।

    মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থাকারী অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমের অপসারণসহ গ্ৰেফতার, স্বাস্থ্য মন্ত্রণালয়ে এডমিন ক্যাডারের পরিবর্তে স্বাস্থ্য ক্যাডারের সচিব-অতিরিক্ত সচিব নিয়োগ, সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি, বন্ধ গণমাধ্যম খুলে দেয়া এবং দেশের সর্বত্র সাংবাদিক নির্যাতন বন্ধের জোর দাবি জানান।

    ২৪ ঘণ্টা/জুনায়েদ

  • ফটিকছড়িতে বেয়াই’র হাত ধরে ঘর ছাড়লো বেয়াইন!

    ফটিকছড়িতে বেয়াই’র হাত ধরে ঘর ছাড়লো বেয়াইন!

    ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নে প্রেমের টানে ইব্রাহীম নামে ৪৪ বছর বয়সী এক ব্যক্তির সাথে পালিয়ে গেছে মনোয়ারা বেগম নামে ৪৩ বছর বয়সী এক নারী। তারা সম্পর্কে বেয়াই-বেয়ান। গত ২৩ এপ্রিল নারায়ণহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঘড়াভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।

    জানা গেছে, দেড় বছর পূর্বে ওই ইউনিয়নের পশ্চিম চানপুর ঘরাভাঙা এলাকার মন্তু মিয়ার ছেলে মানিকের সাথে একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাট্টস্যে এলাকার ইব্রাহীম প্রকাশ কালু ড্রাইভারের মেয়ে সাথী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে উভয় পরিবারে স্বাভাবিক সম্পর্ক বিদ্যমান। এরই মাঝে বেয়াই ইব্রাহীমও মেয়ের শ্বশুর বাড়িতে মাঝেমধ্যে আসা-যাওয়া করতেন। এক সময় দুই কন্যা সন্তানের জনক ইব্রাহীমের সাথে মেয়ের শাশুড়ি মানোয়ারা বেগমের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে দু’জনের এ সম্পর্ক গভীর প্রেমে রূপ নেয়।

    বিষয়টি উভয় পরিবারে জানা জানি হলে এ পথ পরিহার করার জন্য দু’জনকে নানাভাবে বুঝানোর হয়। কিন্তু প্রেম তো মানে না কোনো বাঁধা। সকল বাঁধা উপেক্ষা দীর্ঘ এক বছর ধরে চলতে থাকে ইব্রাহীম-মনোয়ারার অসম প্রেম। সর্বশেষ ২২ এপ্রিল রাতে মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে যান ইব্রাহীম। পরদিন সকাল ৭টার দিকে মেয়ের শ্বশুর বাড়ি থেকে চলে আসেন তিনি। এর ঘন্টা খানেক পর ঠুনকো অজুহাতে পরিবারে একটি ঝগড়া সৃষ্টি করে স্বামীর সংসার করবে না বলে ঘর থেকে বেরিয়ে যান মনোয়ারা। এরপর থেকে এখনো ঘরে ফিরে যায়নি তিন সন্তানের জননী মনোয়ারা বেগম। পরবর্তীতে তাকে দীর্ঘক্ষণ খুঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদকে জানানো হয়।

    এ বিষয়ে মন্তু মিয়া বলেন- আমার স্ত্রী মনোয়ারার সাথে ছেলের শ্বশুর ইব্রাহীমের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরমধ্যে ২৩ এপ্রিল সকালে নিজে ঝগড়া সৃষ্টি করে ঘর থেকে বেরিয়ে যায় সে। পরবর্তীতে আমরা নিশ্চিত হয়েছি সে পালিয়ে গিয়ে বেয়াই ইব্রাহীমকে বিয়ে করেছে।
    এ ঘটনায় মন্তু মিয়া বাদী হয়ে ৩ মে স্ত্রী মনোয়ারা বেগম ও বেয়াই ইব্রাহীমের বিরুদ্ধে চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।

    এ বিষয়ে অভিযুক্ত ইব্রাহীমের সাথে কথা হলে তিনি বলেন, মনোয়ারা পারিবারিক ভাবে বিভিন্ন সমস্যায় ভুগছিলো। সে প্রায় সময় এ গুলো আমাকে বুঝাতো। ২২ এপ্রিল রাতেও তারা স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। পরদিন সকালে সে আমার দোকানে এসে মন্তু মিয়ার সাথে আর সংসার করবে না জানিয়ে আশ্রয় দিতে বলে। আমি আশ্রয় না দিলে প্রয়োজনে আত্মহত্যা করবে বলেও হুমকি দেয় বেয়ান মনোয়ারা। পালিয়ে বিয়ে করার বিষয়ে জানতে চাইলে ইব্রাহীম বলেন- আমি তাকে ভাগিয়ে আনিনি, সে নিজে আমরা কাছে চলে এসেছে।

    এদিকে মধ্যবয়সে প্রেমের টানে বেয়াই-বেয়ানের পালিয়ে বিয়ে করা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    ২৪ ঘণ্টা/জুনায়েদ

  • ফটিকছড়িতে ৪১ হাজার পরিবারকে সহায়তা হস্তান্তর করলেন এমপি নজিবুল বশর

    ফটিকছড়িতে ৪১ হাজার পরিবারকে সহায়তা হস্তান্তর করলেন এমপি নজিবুল বশর

    ফটিকছড়ি প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ পরিবহণ শ্রমিক, দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে ৪১ হাজার ১৯ পরিবারকে আর্থিক অনুদান ও মানবিক সহায়তা হস্তান্তর করেছেন স্থানীয় এমপি এবং ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

    গতকাল সোমবার (৩ মে) দুপুরে ফটিকছড়ি উপজেলা পরিষদ মাঠে এবং ২টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে এক যোগে এ সহায়তা আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়। এর মধ্যে রয়েছে- ৯ হাজার ৫ শত পরিবারকে নগদ অর্থ মানবিক সহায়তা ৫০০ টাকা হারে ৪৭ লক্ষ ৫০ হাজার টাকা।

    ২৯ হাজার ৭ শত ৪৪ পরিবারকে ভিজিএফ আর্থিক সহায়তা ৪৫০ টাকা হারে ১ কোটি ৩৩ লক্ষ ৮৪ হাজার ৮ শত টাকা। পরিবহণ শ্রমিকদের খাদ্য সহায়তা ১ হাজার পরিবারকে (চাল-আলু) প্যাকেট।
    ৫৫ পরিবারকে ৫৫ বান্ডিল ঢেউটিন ও প্রতি পরিবার ৩ হাজার টাকা করে ১ লক্ষ ৬৫ হাজার টাকা।
    ৩ শত পরিবারকে শিশু খাদ্য সহায়তা, ৪ শত পরিবারকে গো-খাদ্য। ২০টি এতিমখানাকে ৬০ প্যাকেট খেজুর।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুদান ও মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যাম ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, ফটিকছড়ি পৌর মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌর মেয়র এসএম সিরাজুদ্দৌলার লাফ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: নাভিল চৌধুরী, ফটিকছড়ি থানার ওসি মোঃ রবিউল ইসলাম, ভূজপুর থানার ওসি শেখ আব্দুল্লাহ প্রমূখ। পরে সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি, উপজেলা করোনা মনিটরিং কমিটি এবং উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রমজান ও ঈদে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন। পরে তিনি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সেতু হাতিরপুল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাগবে নির্দেশনা দেন।

    ২৪ ঘণ্টা/জুনায়েদ

  • ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই

    ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই

    ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে আগুনে পুড়ে ৭ টি দোকান ভস্মিভূত হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে লেলাং ইউনিয়য়ের শাহনগর ইসলামি বাজারে এ ঘটনা ঘটে।

    এলাকাবাসী ও ফটিকছড়ি ফায়ার সার্ভিস দীর্ঘ ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনলেও ততক্ষণে আগুনে বাঁশ বেড়ার দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।মোস্তফা সওদাগরের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

    আগুনে মোস্তফা সওদাগরের চায়ের দোকান, বাদল ডাক্তারের হোমিওপ্যাথিকের চেম্বার, মোহাম্মদ করিমের মুরগির ফার্ম, আল আমিনের মাছের দোকান, মোহাম্মদ আইয়ুবের সবজির দোকান, মোহাম্মদ নাসিরের কলার দোকান, আব্দুস সালামের মুরগির ফার্ম ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

    এদিকে খবর পেয়ে লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন ও ফটিকছড়ি থানার এস আই ফখরুল সংঙ্গীয় ফোর্স নিয়ে পরিদর্শন করেন।

    ২৪ ঘণ্টা/জুনায়েদ

  • ফটিকছড়িতে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাত; ছুরিকাঘাতকারী যুবক আটক

    ফটিকছড়িতে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাত; ছুরিকাঘাতকারী যুবক আটক

    ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে দুই জনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে বাবুল (৩৬) নামে এক যু্বক গুরুতর আহত হয়েছে।

    শনিবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে নাজিরহাট সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। আহত বাবুল হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের বালুখালী এলাকার জনৈক ইলিয়াসের পুত্র। তবে তিনি দীর্ঘদিন ধরে নাজিরহাটের গুল মোহাম্মদ তালুকদার বাড়িস্থ শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে নাজিরহাট বাজার সিটি সেন্টারের সামনে বাবুলের সাথে সাকিব নামে স্থানীয় এক যুবকের কথা কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে বাবুলকে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সাকিব। পরে আহত বাবুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পথচারীরা। অবস্থা গুরুতর হওয়ায় তাকে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

    খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম। এদিকে ঘটনার এক ঘন্টার মাথায় ছুরিকাঘাতকারী যুবক সাকিবকে (১৮) নাজিরহাট ঝংকার এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক সাকিব নাজিরহাট বাজার সংলগ্ন চুন্নার বাপের বাড়ির জনৈক আবু তৈয়ব ড্রাইভারের পুত্র।

    তবে কী কারণে বাবুলকে ছুরিকাঘাত করা হয়েছে তা নিশ্চিত না হওয়া গেলেও চোরাই মোবাইলের লেনদেন নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    এ ব্যাপার ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতোমধ্যে ছুরিকাঘাতকারী সাকিবকে স্থানীয়দের সহায়তায় আটক করতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানা যাবে।

    ২৪ ঘণ্টা/জুনায়েদ

  • ফটিকছড়িতে পুকুর ডুবে শিশুর মৃত্যু

    ফটিকছড়িতে পুকুর ডুবে শিশুর মৃত্যু

    ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি জাপতনগরে পুকুরে ডুবে মো: অভি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ এপ্রিল) দুপুরে জাপতনগর ইউনিয়নের জাঁহানপুর লতিফ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার প্রবাসী রহিম উল্লাহর ছেলে।

    জানা যায়, অভি বাড়ির সামনে পুকুরের পাশে বল নিয়ে খেলা করছিল। খেলার কোনো এক সময় বলটি পুকুরে পড়ে গেলে বলটি তুলতে গিয়ে শিশুটি ডুবে মারা যায়।

    এদিকে শিশু অভির এমন মৃত্যুতে তার পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

    ২৪ ঘণ্টা/জুনায়েদ

  • ফটিকছড়িতে মাটিচাপায় যুবকের মৃত্যু

    ফটিকছড়িতে মাটিচাপায় যুবকের মৃত্যু

    ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বারমাসিয়া নোয়াপাড়া হালদা নদীরপাড় এলাকায় মাটিচাপায় পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

    শুক্রবার (০৯ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক পূর্ব সুয়াবিল লালমাটি গ্রামের মৃত বেলালের ছেলে মোহাম্মদ শাকিল (২০)।

    জানা যায়, সকালে মাটিকাটার সময় মাটি বহনকারী ট্রাক বেক গিয়ার দিলে ট্রাকের ধাক্কা খেয়ে পড়ে যায় ওই যুবক, এরপর ট্রাক থেকে মাটি তার শরীরে পড়লে মাটিচাপায় পড়ে ঘটনাস্থলেই মারা যায় যুবকটি।

    এ ব্যাপারে ভুজপুর থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল্লাহ জানান, শ্রমিক যুবকটি মাটিচাপায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    ২৪ ঘণ্টা/জুনায়েদ

  • ফটিকছড়িতে হরতালের সমর্থনে হেফাজতের বিক্ষোভ মিছিল

    ফটিকছড়িতে হরতালের সমর্থনে হেফাজতের বিক্ষোভ মিছিল

    ফটিকছড়ি প্রতিনিধি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভের সময় গুলিতে ৫ মাদরাসা ছাত্র নিহতের ঘটনার প্রতিবাদ জানিয়ে সারাদেশের মত ফটিকছড়িতেও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।

    ২৭ মার্চ (শনিবার) বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ফটিকছড়ি শাখার ব্যানারে উপজেলার বিবিরহাট, নাজিরহাট, কাজিরহাট ও আজাদী বাজারে বিক্ষোভ মিছিল হয়।

    ফটিকছড়িতে পৃথক পৃথকভাবে বিক্ষোভ হলেও প্রধান মিছিলটি নাজিরহাট ঝংকার মোড়ে বাবুনগর মাদরাসার নায়েবে মুহতামিম হযরত মাও আইয়ুব বাবুনগরী সভাপতিত্বে অনুষ্টিত হয়।

    মুফতি আবু মাকনূন মুহাম্মদ আজিজীর সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, নাজিরহাট মাদ্রাসার মুহতামিম মুফতী হাবিবুররহমান কাসেমী, মাওলানা ইহইয়াহ, মুফতী রহিমুল্লাহ শাহী, মাও মাহমুদ শাহ ধর্মপুরী, মাও হারুন আজিজী নদভী, মাও মুফতী রবীউল আলম, মাও আতিকুল্লাহ ইসলামী আন্দোলন, মাও ফরিদুল আলম, মুফতী নেজাম, মুফতী আব্দুল হাকিম সাহেব, মাও আছেম বাবুনগর, মাও আব্দুল আজিজ, মাও জুনায়েদ ইমামী, মাও আকবর প্রমুখ৷

    এতে বক্তারা বলেন, সারা দেশে যে সব ভাই শহীদ হয়েছেন যারা এ হত্যা কান্ডের সাথে জড়িত, নির্দেশদাতা তাদের চাকরিচ্যুত করে আইনের আওতায় এনে ফাঁসি দিতে হবে৷ এসময় তারা আরো বলেন, আগামীকালের হরতাল কোন রাজনেতিক হরতাল নয়। এ হরতাল ইসলাম রক্ষার হরতাল। যার অন্তরে আল্লাহর প্রেম আছে তারা এ হরতালকে সমর্থন দিবে।

    ২৪ ঘণ্টা/জুনায়েদ

  • ফটিকছড়িতে হত্যা মামলার মৃত্যুদন্ড সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

    ফটিকছড়িতে হত্যা মামলার মৃত্যুদন্ড সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

    ফটিকছড়ি প্রতিনিধিঃ ফটিকছড়ি উপজেলায় আলোচিত নেচার আহাম্মদ হত্যা মামলার পলাতক মৃত্যুদন্ড সাজা প্রাপ্ত আসামি নুরুল ইসলাম কে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। মৃত্যুদন্ড সাজা প্রাপ্ত আসামি মাল্যাটিলা গ্রামের হাফেজ দেলোয়ার এর ছেলে। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে লেলাং নয়াহাট আসামীকে এস আই রিদোয়ানুল হক ও এস আই ফখরুল ইসলাম বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

    সম্প্রতি নেচার আহমদ হত্যা মামলার ঘটনায় ৯ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।
    দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শাহীন, বাবুল, ল্যাডা নাছির, নুরুল ইসলাম, মো. জোবায়ের, দিদার, আবু বক্কর বাঁশি, ইসমাইল ও মো. জঙ্গু। এদের মধ্যে শাহীন ছাড়া বাকী ৮জন পলাতক থাকলেও বর্তমানে নুরুল ইসলামকে গ্রেফতারের পর বাকী রইল ৭জন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। পলাতকরা বেশিরভাগই দেশের বাইরে আছে বলে থানা সূত্রে জানা যায়।

    উল্লেখ্য, ২০০৩ সালের ১ নভেম্বর ফটিকছড়ি উপজেলার দক্ষিণ রাঙামাটিয়া গ্রামের নেচার আহমেদ কে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী মোর্শেদা আক্তার বাদি হয়ে ফটিকছড়ি থানায় আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

  • স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফটিকছড়ি আওয়ামী লীগের বিশাল জনসভা

    স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফটিকছড়ি আওয়ামী লীগের বিশাল জনসভা

    স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২২ মার্চ) বিকালে ফটিকছড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালাম। প্রধান আলোচক ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা।

    প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, আমি জানি আপনাদের মধ্যে ক্ষোভ রয়েছে, কারণ আপনাদের দলীয় এমপি নেই। মনে রাখবেন এটার কারণ মানোনীয় প্রধানমন্ত্রী ভালো জানেন। তবে আগামীতে দলীয় এমপি আসতেও পারেন। এসময় তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরও অনেকদূর এগিয়ে যাবে।

    উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে ফটিকছড়ি হতে স্থানপ্রাপ্ত দুই সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম ও আফতাব উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তালেব চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ হারুন, কার্যনির্বাহী সদস্য ইউপি চেয়ারম্যান রুম্তম আলী, পৌর মেয়র ইসমাইল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, বখতিয়ার সাঈদ ইরান, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, আখতার উদ্দীন মাহমুদ পারভেজ ও মঞ্জুর মোরশেদ ফিরোজ।

    সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি নূর হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাজিয়া মাসুদ, রোসাংগিরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম, ফটিকছড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রায়হান রুপু।

    আলোচনা সভা শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

    ২৪ ঘণ্টা/জুনায়েদ