স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মার্চ) বিকালে ফটিকছড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালাম। প্রধান আলোচক ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, আমি জানি আপনাদের মধ্যে ক্ষোভ রয়েছে, কারণ আপনাদের দলীয় এমপি নেই। মনে রাখবেন এটার কারণ মানোনীয় প্রধানমন্ত্রী ভালো জানেন। তবে আগামীতে দলীয় এমপি আসতেও পারেন। এসময় তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরও অনেকদূর এগিয়ে যাবে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে ফটিকছড়ি হতে স্থানপ্রাপ্ত দুই সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম ও আফতাব উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তালেব চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ হারুন, কার্যনির্বাহী সদস্য ইউপি চেয়ারম্যান রুম্তম আলী, পৌর মেয়র ইসমাইল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, বখতিয়ার সাঈদ ইরান, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, আখতার উদ্দীন মাহমুদ পারভেজ ও মঞ্জুর মোরশেদ ফিরোজ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি নূর হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাজিয়া মাসুদ, রোসাংগিরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম, ফটিকছড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রায়হান রুপু।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
২৪ ঘণ্টা/জুনায়েদ