Tag: ফটিকছড়ি

  • ফটিকছড়িতে ট্রাক,সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ২জন নিহত

    ফটিকছড়িতে ট্রাক,সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ২জন নিহত

    ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলায় ট্রাক, সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ২জন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরো কয়েকজন।

    ২২মার্চ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে ফটিকছড়ি পৌরসভা বিবিরহাট বাস স্ট্যান্ডের উত্তর পাশে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক কে.এম.টেক মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

    এতে, উপজেলার দাঁতমারা ইউনিয়নের পশ্চিম হাসনাবাদ (বৈদ্য পাড়া) এলাকার মৃত রমজান আলীর ছেলে তানবির হোসেন রকি (১৪) ও নোয়াখালী কবিরহাট এলাকার মানিক আচার্য্য (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশার পিছনে থাকা সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে যায় এসময় সামনে থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয় সিএনজির এবং সিএনজির ধাক্কায় ছিটকে পরে অটোরিকশা ও যাত্রীরা। এসময় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যায়। এছাড়াও গুরুতর আহত অবস্থায় একজনকে চমক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা মীর সরওয়ার আলম বলেন, ‘আমরা দূর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করি। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

  • ফটিকছড়িতে গাঁজা ব্যবসায়ী যুবলীগ নেতা আটক

    ফটিকছড়িতে গাঁজা ব্যবসায়ী যুবলীগ নেতা আটক

    ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কবির রায়হানকে দুই কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।

    পুলিশ জানায়, দীর্ঘ দিন থেকে কৌশলে এলাকায় গাঁজার ব্যবসা করে আসছিল রায়হান। তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর পুলিশ ছদ্দবেশে মাঠে নামে মাদক সহ রায়হানকে হাতে নাতে ধরতে। গত শনিবার রাত ২টার সময় ইউনিয়নের ইসলামপুর গ্রামে গাঁজার একটি চালান বিক্রির সময় পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছ থাকা দুই কেজি গাঁজা জব্দ করে।

    দাতঁমারা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আতাউল হক চৌধুরী জানান, রবিবার তাকে মাদক আইনে মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, তার বিরুদ্ধে ইতোপূর্বে তক্ষক পাচারের মামলা রয়েছে।

    ২৪ ঘণ্টা/জুনায়েদ

  • ফটিকছড়িতে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: শিক্ষক আটক

    ফটিকছড়িতে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: শিক্ষক আটক

    ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ রবিউল আলম (৮) নামে এক মাদরাসা শিশু ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর (৩০) আটক করেছে পুলিশ।

    গতকাল সোমবার উপজেলার পাইন্দং ইউপির হযরত ইমাম এ- আজম আবু হানিফা (রা:) গাউসিয়া সুন্নিয়া হেফজ ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

    আজ মঙ্গলবার (১৬ মার্চ) আহত ছাত্রের বাবা আব্দুল হাকিম বাদী হয়ে অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার পরে ফটিকছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    পরে আজ মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত শিক্ষক মাওলানা জাহাঙ্গীরকে উক্ত মাদ্রাসা থেকে আটক করে পুলিশ। মাদ্রাসা ছাত্র মোহাম্মদ রবিউল আলম উপজেলার দাঁতমারা ইউপির হাসনাবাদ গ্রামের মোহাম্মদ আব্দুল হাকিমের পুত্র।

    রবিউলের বাবা মো: আব্দুল হাকিম জানান,”গতকাল সোমবার আমি আমার বাচ্চাকে মাদ্রাসায় দেখতে গেলে আমার বাচ্চার শারীরিক অবস্থা দেখে আমি বিস্মিত হয়ে যাই।আমি দেখতে পাই যে,আমার বাচ্চাকে ঐ শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার পরির্বতে মানসিক ও শারীরিকভাবে অনেক নির্যাতন করা হয়। উক্ত মাদ্রাসার হুজুর জাহাঙ্গীর আলম আমার বাচ্চাকে মারধর করে। যার ফলে আমার বাচ্চার শারীরিক অবস্থা খুবই সংকটপন্ন।কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষকে উক্ত বিষয়ে অভিযোগ করার পরেও তারা কোন পদক্ষেপ গ্রহন করেনি’।

    ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম জানান, আহত মাদ্রাসা ছাত্র রবিউলের বাবা আব্দুল হাকিম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলমকে মাদ্রাসা থেকে আটক করা হয়েছে’।

    উপজেলা নির্বাহী অফিসার মো: সায়েদুল আরেফিন জানান, “অভিযোগের পরিপ্রেক্ষিতে ফটিকছড়ি থানা পুলিশ সাথে সাথে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষকে গ্রেফতার করেছে। মামলা কার্যক্রম চলমান”।

    ২৪ ঘণ্টা/জুনায়েদ

  • ফটিকছড়িতে ইটভাটা মালিকদের মানববন্ধন পালন

    ফটিকছড়িতে ইটভাটা মালিকদের মানববন্ধন পালন

    ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার ইট প্রস্তুুতকারী মালিক ও শ্রমিকরা। গতকাল বুধবার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বাসস্টেশনে পালন করা মানববন্ধনে অংশ নেন ইট প্রস্তুুতকারী মালিক ও কয়েক হাজার শ্রমিক। পরে ব্রিক ফিল্ড রক্ষার দাবী জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন ইটভাটা মালিকগণ।

    উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজমের সঞ্চালনায় ও আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন পূর্ব এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, সারাদেশে একই ধরনের ইটের ভাটা রয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলের ইটের ভাটাগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যা অনেকটা এ অঞ্চলের উন্নয়ন কাজে প্রতিবন্ধকতার সুদূর প্রসারী পরিকল্পনা। ফটিকছড়ি ৪০টি ইটভাটায় প্রায় কয়েক হাজারেরও বেশি শ্রমিক কর্মরত। বর্তমানে ইটভাটা বন্ধ থাকার ফলে এ সব শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। তাদের পরিবারের কথা ভেবে ইটভাটাগুলো যাতে সচল থাকে সে ব্যাপারে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছি।

    এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন রেজাউল করিম চৌধুরী, কেশব দেব, নুরুল আমিন, ফোরকানুল আমিন, নাছির উদ্দীন, শহিদুল্লাহ, হাসেম কোম্পানী, শহীদ কোম্পানি, হাবিবুল্লাহ চৌধুরী সাইফু, আনোয়ার মেম্বার, সাহেদ উল্লাহ জনি, জয়নাল আবেদিন, আজিজুল হক কোম্পানি, সিরাজুল হক কোম্পানি, মোঃ সেকান্দার, মোঃ কামাল, আনোয়ার কোম্পান, রাশেদ কোম্পনী সহ ইট ভাটার কয়েক হাজার শ্রমিক।

    ২৪ ঘণ্টা/জুনায়েদ

  • “হাইকোর্টের আদেশ অমান্য” গুড়িয়ে দেয়া ইটভাটায় এবার ড্রাম চিমনীতে পুড়ছে ইট

    “হাইকোর্টের আদেশ অমান্য” গুড়িয়ে দেয়া ইটভাটায় এবার ড্রাম চিমনীতে পুড়ছে ইট

    ফটিকছড়ি প্রতিনিধিঃ হাইকোর্টের নির্দেশে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুড়িয়ে দেয়া ইটভাটায় ড্রাম চিমনী দিয়ে ইট পোড়ানোর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ফকিরা চাঁন এলাকার গ্রামীণ ব্রিকস নামক ইটভাটায় এমন দৃশ্য দেখা গেছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারী জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট মো. আশরাফুল আলমের নেতৃত্বে পরিবেশ অধিপ্তর, র‍্যাব, পুলিশ যৌথ অভিযানে পাইন্দং ফকিরা চাঁন এলাকার গ্রামীণ ব্রিকস নাজিরহাট পৌরসভায় হালদা ব্রিকস এবং সুয়াবিলে জেএন ব্রিকস গুড়িয়ে দেয়। কিন্তু অভিযানের পর দিন থেকেই হালদা ব্রিকস ও গ্রামীণ ব্রিকস টিনের তৈরী ড্রাম চিমনী ব্যবহার করে পূণঃরায় ইট পুড়ানো শুরু করে।

    এদিকে গতকাল বুধবার যৌথ বাহিনী আবার অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট সুরাইয়া ইযাছমিন। তিনি পাইন্দং এসএন্ডবি ব্রিকস ও একতা ব্রিকস গুড়িয়ে দেয়ার পর নাজিরহাটস্থ হালদা ব্রিকসটির ড্রাম চিমনী আবার গুড়িয়ে দেয়। কিন্তু বহাল তবিয়তে ড্রাম চিমনী ব্যবহার করে ইট পুড়াতে ব্যস্ত রয়েছে পাইন্দং গ্রামীণ ব্রিকস।
    অপর দিকে গত ২৮ ও ২৯ ডিসেম্বর পাইন্দং, নাজিরহাট, সুয়াবিল, ধর্মপুর, নানুপুর, খিরাম এলাকায় যৌথ বাহিনীর ফুটো করে দেয়া ইট ভাটা গুলো পূণঃরায় ইট পুড়ানোর খবর পাওয়া গেছে।

    প্রশাসন গুগিয়ে দেয়ার পরও কেন নিষিদ্ধ ড্রাম চিমনী ব্যবহার করে ইট পুড়ানো হচ্ছে জানকে চাইলে গ্রামীণ ব্রিকসের মালিক মো. নাসির উদ্দিন জানান, বেশ কিছু কাঁচা ইট রয়েছে। তাই এগুলো ড্রাম চিমনী দিয়ে পুড়িয়ে নিচ্ছি।

    এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদুল আরেফিন বলেন, গুড়িয়ে দেয়া ইটভাটায় ড্রাম চিমনী ব্যবহারের অভিযোগ পেয়েছি। বিষয়টি উদ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আবার অভিযান পরিচালনা করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

  • ফটিকছড়িতে চারদিন ধরে বন্ধ ইট বিক্রি

    ফটিকছড়িতে চারদিন ধরে বন্ধ ইট বিক্রি

    ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: তিনদিন ধরে বৃহত্তর চট্টগ্রামের ইটভাটাগুলোতে বন্ধ রয়েছে ইট বিক্রি। ইটভাটার ছাড়পত্র নবায়ন না করা ও শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলের ইটভাটার বিরুদ্ধে মামলার কারণে চট্টগ্রাম ইট প্রস্তুত মালিক সমিতির ডাকে অনির্দিষ্টকালের জন্য ইট বিক্রি বন্ধ রেখেছে।

    এরই ধারাবাহিকতায় ফটিকছড়ি উপজেলার প্রায় ৪০টি ইটভাটায় ইট বিক্রি বন্ধ থাকায় স্থবিরতা নেমে এসেছে এই উপজেলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে। এখন চলছে ইট তৈরির মৌসুম।সরকারের উন্নয়নমূলক কাজ ছাড়াও উপজেলার অভ্যন্তরীণ উন্নয়নকাজে এসব ইটের ভাটা থেকে ইট সরবরাহ করা হয়। ইট বিক্রি বন্ধ থাকায় এসব কাজে স্থবিরতা নেমে এসেছে। ইট বিক্রেতাদের ধর্মঘট অব্যাহত থাকলে এর প্রভাব পড়বে চলতি অর্থবছরের উন্নয়নমূলক কাজে।

    সারাদেশে একই ধরনের ইটের ভাটা রয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলের ইটের ভাটাগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যা অনেকটা এ অঞ্চলের উন্নয়ন কাজে প্রতিবন্ধকতার সুদূরপ্রসারী পরিকল্পনা মনে করছেন ইটের ভাটার মালিকরা।

    চট্টগ্রাম ইট প্রস্তুত মালিক সমিতির আহবায়ক ফটিকছড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, আমাদের জন্ম বৈধভাবেই হয়েছে। সময়ের পরিবর্তনে ইটভাটা আইন হয়েছে। শুরুতে ড্রাম চিমনির ইটের ভাটায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়পত্র দিয়েছে। পরবর্তীতে বলা হলো চিমনি ১২০ ফুট করতে হবে। তাও করা হলো। এরপর বলা হলো জিগজাগ ইটের ভাটা করতে হবে। তাও করা হলো। হঠাৎ করে আইনের সংস্কারে ২০১৬ সাল থেকে আমাদের ছাড়পত্র মিলছে না। সারাদেশে একই অবস্থা। কিন্তু শুধুমাত্র চট্টগ্রামের ইটের ভাটাগুলোর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

    তিনি বলেন, একটি ইট ভাটায় বিভিন্ন কাজের তিন থেকে চারশো শ্রমিক জড়িত। প্রতিটি ইটের ভাটায় গড়ে প্রায় ১০ হাজার ইট বিক্রি হয়। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থায় যে দরপত্র দেয়া হয় (যেখানে ইটের কাজ থাকে) তার শিডিউল তৈরি করা হয় ইটের মূল্যের উপর। চলতি অর্থবছরে চট্টগ্রামের ১৬ উপজেলায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ চলছে তাতে ৩০ কোটির বেশি ইট লাগবে। প্রতিবছর একেকজন ইট ভাটার মালিক ১০ থেকে ১২ লাখ টাকা রাজস্ব দিয়ে থাকেন। কিন্তু আইনি প্রতিবন্ধকতার কারণে আমরা অসহায় হয়ে পড়েছি।

    উপজেলা কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ বলেন, ফটিকছড়িতে ৪০টি ইটভাটা থাকলেও কয়েকটি বন্ধ রয়েছে। হাই কোর্টের নির্দেশে এ পর্যন্ত ৭টি ভেঙ্গে ফেলা হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোও উচ্ছেদ অভিযান চালানো হবে।

    ২৪ ঘণ্টা/জুনায়েদ

  • ফটিকছড়িতে আরও দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

    ফটিকছড়িতে আরও দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

    ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে তৃতীয় ধাপে আরও দুটি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (৩ মার্চ) সকাল ১০টায় ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের টেকনিক্যাল কলেজের উত্তর পাশে এই অভিযান পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।

    এই অভিযানে সেকান্দার মিয়ার এসএনবি ব্রিক্স, বিএনপি নেতা নাজিম উদ্দিন শাহিনের একতা বিক্স চিমনি ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের টিম নাজিরহাট পৌরসভায় ভেঙে দেওয়া হালদা ব্রিক্সে বাংলা চিমনি বসিয়ে ইট পোড়ানোর খবর পেয়ে আবারোও অভিযান পরিচালনা করে ইট ভাটা ভেঙ্গে দেয়। এই অভিযানে ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন র‍্যাব ও পুলিশ।

  • ফটিকছড়ির লেলাংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব এক পরিবার

    ফটিকছড়ির লেলাংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব এক পরিবার

    ফটিকছড়ির লেলাং ইউনিয়নের চম্পাতলী এলাকার নাজির আলী সওদাগর বাড়ি প্রকাশ আছমার বাপের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে নিঃস্ব এক পরিবার। সোমবার (১ মার্চ) আনুমানিক ভোর ৪ টার সময় মাহাবুবুল আলমের কাঁচা ঘরে অগ্নিকান্ড সংঘটিত হয়।অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৫০ লাখ টাকা হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে।

    মাহাবুবুল আলমের মেয়ে ফারজানা ইয়াছমিন কলি বলেন, ঘরে শুধু আমার আম্মু আর আমি ছিলাম। রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় হাঁসের ডাক শুনে আমার ঘুম ভেঙ্গে যায়। তখন মনে হয়েছিল ঘরের পিছনে কেউ ছিল, তিনি আবার ঘুমিয়ে যায়। তার অল্প কিছুক্ষণ পর দেখি চার দিক থেকে আগুন জ্বলছে, আমরা কোনমতে জান নিয়ে ঘর থেকে বের হয়েছি।

    মাহাবুবুল আলম বলেন অগ্নিকান্ডে আমার ঘরের আসবাবপত্র, আমার ২ মেয়ে ও স্ত্রীর প্রায় ৩৫ ভরি স্বর্ণালংকার, একটি টিভিএস মোটর সাইকেল, পার্সপোর্ট, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, নগদ টাকা সহ পুড়ে ছাই হয়ে যায়। আমার ছেলের অপারেশন হয়েছে গত কাল, আমি ও আমার বড় ছেলে শহরে ছিলাম। ঘরে কোন পুরুষ ছিল না, এই সুযোগে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটিয়েছে। আমি চেয়াম্যানের সাথে পরামর্শ করে আইনানুগ ব্যবস্থা নিব।

  • টাওয়ার আছে নেটওয়ার্ক নেই; ফটিকছড়িতে রবি’র বেহাল অবস্থা

    টাওয়ার আছে নেটওয়ার্ক নেই; ফটিকছড়িতে রবি’র বেহাল অবস্থা

    ফটিকছড়ি প্রতিনিধি: চরম ভোগান্তিতে আছেন ফটিকছড়ির রবি’র গ্রাহকেরা। ঢাকঢোল পিটিয়ে ৪.৫ জি সুবিধার চটকদার বিজ্ঞাপন দিলেও এই ধরনের সেবার ধারে কাছেও নেই তারা। রবি জোন হিসেবে পরিচিত ফটিকছড়ি উপজেলার প্রায়ই মানুষ রবি নাম্বার ব্যবহার করলেও রবি’র ভোগান্তিতে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ গ্রাহক। গ্রাহকসেবায় অনেক পেছনের কাতারে তারা। ঘন ঘন নেটওয়ার্ক আসা যাওয়া, কলড্রপ, নো নেটওয়ার্ক কভারেজ, কল ফেইলড, ফোন করলেই বিনা কারণেই বিচ্ছিন্ন হয়ে যায় সংযোগ। আবার অনেকের মোবাইল ব্যালেন্স থেকে বিনা নোটিশে টাকা কেটে নেওয়ার বিষয়তো আছেই।

    গত কয়েকদিন ধরে এ সমস্যা চরম আকারে হলেও রবি কর্তৃপক্ষ সমস্যা সমাধানে স্থায়ী কোন পদক্ষেপ নেয়নি। মোবাইল ফোনের নেটওয়ার্ক বিপর্যয় চরম আকারে চলে যাওয়ায় সব ধরণের মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে করে অফিসিয়াল কাজকর্ম করাও দুরূহ ব্যাপার হয়ে পড়েছে। তবে তুলনামুলক কিছুটা হলেও সচল গ্রামীণ ফোন ও অন্যান্য অপারেটরগুলো।

    জাহেদুল আলম নামে রবি’র এক গ্রাহক জানান, নিজের ঘরের ভিতরও রবি’র নেটওয়ার্ক পাওয়া যায় না।

    জয় চক্রবর্তী অন্য একজন গ্রাহক অভিযোগ করে বলেন, রবি’র খুব বাজে অবস্থা বাসা থেকে টাওয়ার এর দূরত্ব ১০০ মিটার তারপর ও এতো বাজে নেট বলার মতো না।

    রবি’র নেটওয়ার্কের প্রতি ক্ষোভ প্রকাশ কয়েকজন শিক্ষার্থীর জানান, গত দুইদিন ধরে রবি গ্রাহকরা চরম দুর্ভোগে আছি।করোনাকালিন সময়ে স্কুল-কলেজ বন্ধ থাকলেও আমাদের অনলাইনে ক্লাস চলছে।অথচ রবি’র সঠিক নেটওয়ার্ক না থাকায় বিভিন্ন তথ্য পেতে নানামুখী সমস্যায় ভোগান্তিতে পড়তে হচ্ছে।

    মো: ইসলাম নামে আরো একজন গ্রাহক জানান, রবির নেটওয়ার্ক বিপর্যয়ের ফলে কোন কাজকর্ম করাই সম্ভব হচ্ছে না। ফলে এখন অন্য অপারেটর ব্যবহার করার চিন্তা করতে হচ্ছে।

    এ ব্যাপারে জানতে চাইলে ফটিকছড়ি এরিয়ায় দায়িত্বরত কর্মকর্তা মো: আইনুল হোসেন বলেন, আমি গ্রাহকের সব অভিযোগ নিলাম।আমরা গতবছর কোভিডের ভিতরে ফটিকছড়ি ও ভূজপুর থানা মিলে ২৮টি টাওয়ার দিছি। আরো সাতটি স্থাপন করা হবে। আমরা গ্রাহকের সুবিধার্থে এসব টাওয়ার স্থাপন করছি। আমি আপনার (প্রতিবেদক) অভিযোগটি গুরুত্ব সহকারে নিলাম।কাঙ্ক্ষিত সমস্যাটি সমাধানের চেষ্টা করছি।

    ২৪ ঘণ্টা/জুনায়েদ

  • ফটিকছড়িতে দলবল নিয়ে জমি দখলের অভিযোগ

    ফটিকছড়িতে দলবল নিয়ে জমি দখলের অভিযোগ

    ফটিকছড়ি প্রতিনিধিঃ ফটিকছড়িতে দলবল নিয়ে দিনদুপুরে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছিলোনিয়া গ্রামে এঘটনা ঘটে। এ ব্যাপারে ফটিকছড়ি থানায় মামলার প্রস্তুতি চলছে জানিয়েছেন জমির মালিক আবু জাফর।

    অভিযোগ সূত্র আবু জাফর জানান, ছিলোনিয়া মৌজার বিএস ৪০৭৪ খতিয়ানের ৬২৫ দাগের ৪.০২ শতক জমি ক্রয় সূত্রে ভোগ দখলে থাকা অবস্থায স্থানীয় জনৈক সফি, তারপুত্ররা ও ভাড়াটে মাস্তান নিয়ে বার বার জমিটি দখল করতে আসে। এ ব্যাপারে ফটিকছড়ি থানায় ও চট্টগ্রাম চীপ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা চলমান রয়েছে।

    এসব মামলা মোকদ্দমা অগ্রায্য করে শনিবার সকালে সফিরপুত্র সাকিব ২০/৩০জন ভাড়াটে মাস্তান নিয়ে জমিতে পাকা দেয়াল নির্মাণ করতে থাকে। এসময় জাফর ও তার পরিবারের লোকজন স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, থানা পুলিশ ও আত্মীয় স্বজনকে খবর দিলে তারা দ্রুত পালিয়ে যায়।

    এ ব্যাপারে জমির মালিক আবু জাফর বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন।

  • ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে- এমপি ভান্ডারী

    ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে- এমপি ভান্ডারী

    ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর বাইন্যাছালা- মানিকপুর উচ্চ বিদ্যালয়ে ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার বিকেলে কাঞ্চননগর ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দীন চৌধুরী কাতেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

    এসময় তিনি জনগনকে আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার আহবান জানান। তিনি আরো বলেন এ জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এলাকার জনপ্রিয় ও যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ করব। বর্তমান চেয়ারম্যান কাতেবের মাধ্যমে কাঞ্চননগরের উন্নয়নের জন্য আমি কোটি কোটি টাকা বরাদ্ধ দিয়েছি। সে জন্য কাঞ্চননগরের উন্নয়ন হয়েছে।

    আগামীতে যোগ্য প্রার্থী নির্বাচিত করলে উন্নয়ন অব্যাহত থাকবে।

    নাজমুল হুদা নিবিড় এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হুসাইন আবু তৈয়ব, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন, ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুননাহার মুক্তা, সহকারী কমিশনার (ভুমি) জিসান বিন মাজেদ, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম প্রমুখ।

    ২৪ ঘণ্টা/জুনায়েদ

  • আ’লীগ নেতা এটিএম পেয়ারু সংবর্ধিত

    আ’লীগ নেতা এটিএম পেয়ারু সংবর্ধিত

    ফটিকছড়ি প্রতিনিধিঃ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের নব ঘোষিত কমিটির সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম নিজ গ্রামে সংবর্ধিত হলেন। গতকাল শুক্রবার বিকাল ৩টায় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দরা কিপাইত নগর গ্রামে এ সংবর্ধনার আয়োজন করেন।

    সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট উত্তম কুমার মহাজনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ শাহীন, জাফত নগর চেয়ারম্যান আবদুল হালিম, নানুপুর ইউপি চেয়ারম্যান সফিউল আজম, এডভোকেট আজিজুল হক, এডভোকেট লেয়াকত আলী চৌধুরী, আওয়ামীলীগ নেতা আশীশ কান্তি দে, ইছমাইল হোসেন মজুমদার, মাস্টার মাহাবু, কাজী সেলিল, আফাজ উদ্দিন, মাসুদুল ইসলাম মাসুদ, এমিলি চৌধুরী, কাউন্সিলর গোলাপ, পূজা উদযাপন পরিষদ নেতা মাস্টার রতন কান্তি চৌধুরী, যুবনেতা মাসুদ আলম, সরোয়ার কাজী সুরুজ, হাসান, আলাউদ্দিন প্রমুখ।

    সংবর্ধনার জবাবে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হয়ে যখন দল যে আদেশ নির্দেশ দিয়েছে তখন তা পালন করেছি। এখন চট্টগ্রাম উত্তর জেলার দায়িত্ব দিয়েছে জেলার আওয়ামী রাজনীতির উন্নয়নে কাজ করবো।