Tag: ফরিদপুর

  • সাজেদা চৌধুরীর আসনে নৌকা পেলেন ছোট ছেলে লাবু চৌধুরী

    সাজেদা চৌধুরীর আসনে নৌকা পেলেন ছোট ছেলে লাবু চৌধুরী

    ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা ও কৃষ্ণপুর) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নৌকার টিকিট পেয়েছেন সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী।

    মঙ্গলবার (০৪ অক্টোবর) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    সন্ধ্যায় ৭টার দিকে মনোনয়ন পাওয়ার খবর নিশ্চিত করে শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর মেহেরবানীতে বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে নৌকার টিকেট আমাকে দিয়েছেন। আমি সবার কাছে দোয়া চাই। আমি যেন আমার মায়ের (সৈয়দা সাজেদা চৌধুরী) ও আমার নেত্রী শেখ হাসিনার সম্মান রক্ষা করতে পারি।

    দলীয় সূত্রে জানা যায়, ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা-কৃষ্ণপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য মোট ১৭ জন প্রার্থী আবেদনপত্র সংগ্রহ করেছিলেন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্রের জন্য আবেদনপত্র সংগ্রহকারীরা ছিলেন, সদ্য প্রয়াত সাজেদা চৌধুরীর দুই ছেলে আয়মন আকবর বাবলু চৌধুরী ও শাহদাব আকবর লাবু চৌধুরী।

    আবেদনপত্র সংগ্রহ করা অন্যদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বিপুল ঘোষ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাহালুল মজনু চুন্নু, ফরিদপুরের আটরশী পীরের নাতি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সায়েম আমীর ফয়সাল, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) আতমা হালিম দুলু, ফরিদপুর জেলা শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য মো. সাব্বির হোসেন, ফরিদপুর জেলা মৎসজীবী লীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক মো. লায়েকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ মিয়া, কালাচাঁদ চক্রবর্তী, এয়ার কমোডর কাজী দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব ও এ বি এম শফিউল আলম বুলু।

    সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ নবেম্বর। নির্বাচন কমিশন গত ২৬ সেপ্টেম্বর সোমবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভায় এ তফসিল চূড়ান্ত করা হয়।

    ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১০ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর ও প্রার্থীতা প্রত্যাহার ১৯ অক্টোবর। এ উপনির্বাচনে ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ১১ সেপ্টেম্বর ওই আসনটি শূন্য হয়।

    ২৪ঘণ্টা/বিআর

  • ২ হাজার কোটি টাকা পাচার : ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতির দায় স্বীকার

    ২ হাজার কোটি টাকা পাচার : ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতির দায় স্বীকার

    দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় গ্রেপ্তার ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

    বুধবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে এ জবানবন্দি দেন তিনি।

    গত ২২ আগস্ট শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করা হয়। এ সময় ঘটনার বিষয়ে স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারি পুলিশ কমিশনার (এএসপি) উত্তম কুমার সাহা।

    সেই আবেদন মঞ্জুর করে বিচারক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
    এর আগে ২১ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পুলিশের একটি দল। গত ২৬ জুন শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে প্রধান আসামি করে অবৈধ উপায়ে দুই হাজার কোটি টাকা আয় ও পাচারের অভিযোগে ঢাকার কাফরুল থানায় মামলাটি দায়ের করে সিআইডি।

    ওই মামলায় সিআইডি রুবেল ও বরকতকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে এর সঙ্গে জড়িত অনেকের নাম প্রকাশ করেন তারা।

    সিআইডি জানায়, রুবেল-বরকতের স্বীকারোক্তি অনুযায়ী ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ফরিদপুরে চাঁদাবাজি ও হামলার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর শামীমকে বহিষ্কার করে ছাত্রলীগ। এ মামলায় আরো গ্রেপ্তার হয়েছেন ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী ও জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক বেল্লাল হোসেন।

    প্রসঙ্গত, গত ১৬ জুন রাতে শহরের মোল্লাবাড়ী সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে সুবল চন্দ্র সাহা ১৮ জুন ফরিদপুর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন। ৭ জুলাই পুলিশের বিশেষ অভিযানে সুবল সাহার বাড়িতে হামলার মামলায় গ্রেপ্তার হন ফরিদপুর শহর আওয়ামী লীগের সেই সময়ের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ আরও সাতজন।

    এর পর ঢাকার সিআইডি পুলিশ বরকত ও রুবেলের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে তদন্তে নামে। তদন্তে প্রাথমিকভাবে দুই হাজার কোটি টাকা পাচারের তথ্য পেয়ে এ মামলা দায়ের করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ফরিদপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে ২ ভাই নিহত

    ফরিদপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে ২ ভাই নিহত

    ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    সোমবার ভোরে উপজেলার হাওলীকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    নিহত শামিম (২২) ও রাকিব (২০) দুই ভাই। তারা ওই গ্রামের গিয়াসউদ্দিন মাতুব্বরের ছেলে।

    এলাকাবাসী জানান, শামিম ও রাকিব গ্রামের পাশের বিলে মাছ ধরার জাল পাততে যান। সেখানে স্থানীয় আবদুর ছাত্তারের ছেলে জামাল ও আবজাল নামে দুই ব্যক্তি তাদের জাল বিল থেকে উঠিয়ে ফেলে দেয়।

    এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এসময় দুই ভাইকে কুপিয়ে জখম করা হলে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

    ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান জানান, পরিবেশ আপাতত শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

    ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

    দুই হাজার কোটি টাকা পাচার মামলার অন্যতম আসামি ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঢাকার উত্তরা থেকে বৃহস্পতিবার রাতে তাকে আটক করে।

    এ সময় সোহাগ নামের এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান এ সংবাদ নিশ্চিত করেছেন।

    জানা গেছে, ২ হাজার কোটি টাকা পাচার ঘটনায় সিআইডি ঢাকার কাফরুল থানায় মানি লন্ডারিং মামলা করে। সেই মামলায় গ্রেফতার করা হয় ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে। তাদের স্বীকারোক্তি অনুসারে পরে আটক করা হয় ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক বিল্লাল হোসেন ও শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহানকে।

    ফরিদপুরের পুলিশ সুপার জানান, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলার পর থেকে নিশান মাহমুদ শামীম পলাতক ছিলেন। মানি লন্ডারিং মামলায় গ্রেফতার হলেও তাকে চাঁদাবাজি মামলায়ও গ্রেফতার দেখানো হবে। শামীমকে ফরিদপুরে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

    এদিকে, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহার বাড়িতে হামলা ও মানি লন্ডারিং মামলায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতা-কর্মীকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে।

    এখনো গ্রেফতারের তালিকায় রয়েছেন আরও অর্ধশতাধিক নেতা-কর্মী।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতি- সম্পাদক বহিষ্কার

    ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতি- সম্পাদক বহিষ্কার

    ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জীবনকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

    শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জীবনকে সাময়িক বহিষ্কার করা হলো।

    প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে দুই হাজার কোটি টাকার একটি মানি লন্ডারিংয়ের মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

    ২৪ ঘণ্টা/এম আর

  • দুই হাজার কোটি টাকা পাচার : এবার ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

    দুই হাজার কোটি টাকা পাচার : এবার ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

    পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) করা দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় নিশান মাহামুদ শামীমকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ।

    শামীম ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদে আছেন। বৃহস্পতিবার রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশের একটি দল।

    ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় শামীমের নাম আসায় তাকে গ্রেপ্তার করেছে সিআইডি। এ ছাড়া তার বিরুদ্ধে ফরিদপুরে চাঁদাবাজি ও হামলার মামলা রয়েছে। সিআইডির জিজ্ঞাসাবাদ শেষে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুরে নিয়ে আসা হবে।

    আটক রুবেল-বরকতের স্বীকারোক্তি অনুযায়ী ছাত্রলীগের সভাপতি নিশান মাহামুদ শামীমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে এ মামলায় গ্রেপ্তার হন শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী ও জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক বেল্লাল হোসেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • কৃষকলীগ নেতার বাড়ি থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

    কৃষকলীগ নেতার বাড়ি থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

    ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃষকলীগের এক নেতার বাড়ি থেকে আশিক রানা (১৮) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার ভোর ৩টার দিকে ওই নেতার বাড়ির নিচতলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

    কৃষকলীগের ওই নেতার নাম শরীফ হারুন অর রশিদ। তিনি উপজেলার বানা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের বাসিন্দা ও বানা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি।

    আর নিহত আশিক কঠুরাকান্দি গ্রামের সৌদি প্রবাসী আলমগীর হোসেনের ছেলে। তিনি ফরিদপুর মুসলিম মিশন কলেজের দ্বাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় কৃষকলীগ নেতা শরীফ হারুনের ছোট ভাই নজরুল শরীফসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

    পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে কলেজ বন্ধ থাকায় আশিক রানা বাড়িতে ছোট ভাইকে নিয়ে মায়ের সাথে থাকতেন।

    প্রতি দিনের ন্যায় রাতের খাবার শেষ করে শুয়ে পড়ে আশিক। কিন্তু রাত ১টার পর হারুন অর রশিদ আশিকের চাচা জাহাঙ্গীর আলমকে ফোন দিয়ে বলেন, তোমার ভাতিজা আমার ঘরে আটকে আছে, নিয়ে যাও।

    পরে চাচা জাহাঙ্গীর হোসেন ও আশিকের মা মরিয়াম বেগম ঘরে খোঁজাখুজি করে না পেয়ে দ্রুত হারুন অর রশিদের বাড়িতে ছুটে যান তারা। সেখানে গিয়ে হারুনের ঘরে জানালা দিয়ে আশিকের গলায় গামছা পেছানো অবস্থায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার মা ও চাচা। পরে পুলিশকে খবর দিলে সকালে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    কঠুরাকান্দি গ্রামের একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, আশিকের পরিবারের সাথে হারুন অর রশিদের আগে থেকেই দ্বন্দ্ব ছিল। সম্প্রতি দুই পরিবারের মধ্যে ঝামেলা মীমাংসাও হয় এবং একসাথেই চলাফেরা করছিল। কিন্তু হারুনের মেয়ের সাথে আশিকের প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছেন।

    আশিক রানার মা মরিয়াম বেগম বলেন, আমার ছেলেকে কৌশলে হারুন ও তার ভাই বাড়িতে ডেকে নিয়ে হত্যা করেছে। তিনি এই হত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন। তবে প্রেমের বিষয় সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেন তিনি।

    বানা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হারুন অর রশিদ পলাতক ও বাড়ির সবাই থানা হেফাজতে থাকায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

    আশিকের চাচা ও বানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, আমাদের পরিবারের সাথে জমিজমা ও গ্রাম্য দলাদলি নিয়ে হারুনের সাথে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। রাত ১টার পর হারুন আমাকে ফোন দিয়ে জানান, ভাতিজা তার ঘরে আটকা আছে। তার ভাতিজাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

    আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, স্থানীয়দের সংবাদে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে আলামত সংগ্রহ করা হয়েছে। সকালে ময়নাতদন্ত করার জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যার সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর শহর আ.লীগ সভাপতি গ্রেফতার

    দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর শহর আ.লীগ সভাপতি গ্রেফতার

    অর্থ পাচারের মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার ওরফে লেবিকে (৬১) গ্রেপ্তার করা হয়েছে।

    আজ শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে শহরের চরকমলাপুর এলাকা থেকে তাকে কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করে।

    ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ‘নাজমুল হাসানকে মানি লন্ডারিং মামলায় সিআইডির চাহিদা অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। সিআইডি এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী সময়ে জেলা কারাগার থেকে তাদের জিম্মায় নেবে।’

    জানা গেছে, ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (অব্যাহতিপ্রাপ্ত) সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি (অব্যাহতিপ্রাপ্ত) ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ গত ২৬ জুন ঢাকার কাফরুল থানায় মামলাটি দায়ের করেন।

    পরে ১৯ জুলাই ভোরে সিআইডি বরকত ও রুবেলকে ফরিদপুর জেলখানা থেকে তাদের জিম্মায় নেয়। এরপর তাদের ঢাকার মালিবাগে সিআইডির কার্যালয়ে নেওয়া হয়। প্রথম দফায় দুই দিন রিমান্ড শেষে সিআইডি ২১ জুলাই পুনরায় তাদের ১০ দিন করে রিমান্ড চাইলে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে রুবেল ও বরকত মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

    মামলাটি তদন্ত করছেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস। তিনি বলেন, ‘রুবেল ও বরকত স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যাদের আশ্রয়–প্রশ্রয়ে থেকে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন, তাদের সবার নাম উল্লেখ করেছেন।’

    তিনি আরও বলেন, ‘গত শুক্রবার রাতে জবানবন্দি গ্রহণের পর আদালতের নির্দেশে বরকত ও রুবেলকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

    ওই মানি লন্ডারিং মামলায় সিআইডির চাহিদা অনুযায়ী নাজমুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনায় ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান মৃধার মৃত্যু

    করোনায় ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান মৃধার মৃত্যু

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. লোকমান হোসেন মৃধা।

    শুক্রবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

    গত ২২ জুন লোকমানের শরীর খারাপ হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৩ জুন তার করোনা শনাক্ত হয়।

    ২৪ জুন ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

    লোকমান হোসেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রেড ক্রিসেন্ড সোসাইটির সভাপতির দায়িত্বে ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা : ফরিদপুরে দুই যৌনপল্লী লকডাউন

    করোনা : ফরিদপুরে দুই যৌনপল্লী লকডাউন

    করোনা ভাইরাস সংক্রমণ রোধে ফরিদপুর শহরের দুইটি যৌনপল্লী অনির্দিষ্টকালের জন্য লক-ডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

    জেলা প্রশাসক অতুল সরকার জানান, ফরিদপুর সদর উপজেলার দুইটি যৌনপল্লীতে অতিরিক্ত লোকজনের যাতায়াত ছিল, এজন্য বন্ধ করে দেয়া হয়েছে।

    জেলা প্রশাসক আরো জানান, শনিবার (২১ মার্চ) দুপুরে শহরের হাজী শরিয়তুল্লাহ বাজার সংলগ্ন রথখোলা যৌনপল্লী এবং ডিক্রিরচর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় অবস্থিত যৌনপল্লী লক-ডাউন করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজাকে পাঠানো হয়েছে।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম রেজা জানান, শহরের এ দুটি যৌনপল্লীতে জায়গা কম, ঘিঞ্জি পরিবেশ এবং বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে থাকেন। এতে সংক্রমণ ঝুঁকি থাকায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পরামর্শে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এ দুই পল্লীতে প্রায় তিন শতাধিক যৌনকর্মী ছাড়াও বাড়িওয়ালা, মাসী ও অনেকের ছেলে-মেয়ে রয়েছে।

    তিনি আরো জানান, মানবিক কারণে এ সময়ে যৌনকর্মীদের খাদ্য সহায়তা হিসেবে প্রাথমিক পর্যায়ে এক-দুইদিনের মধ্যে প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
    এছাড়া বাড়িওয়ালাদেরকে বন্ধকালীন সময়ে যৌনকর্মীদের কাছ থেকে ঘর ভাড়া না নেয়ার নির্দেশও দেয়া হয়েছে বলে জানান তিনি।

    ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে পল্লী দুইটির প্রবেশ পথের মধ্যে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে।

  • ওসি’র প্রচেষ্টায় সংসার ফিরে পেলেন ফেরদৌসি

    ওসি’র প্রচেষ্টায় সংসার ফিরে পেলেন ফেরদৌসি

    ফরিদপুরের মধুখালী উপজেলায় পুলিশের প্রচেষ্টায় ২ বছর পর স্বামীর সংসার ফিরে পেলেন গৃহবধূ ফেরদৌসি (২৪)।

    মধুখালী থানার ওসি আমিনুল ইসলাম জানান, ২০১৭ সালের ৮ মার্চ উপজেলার ছকড়িকান্দি গ্রামের মো. হোসেন শেখের ছেলে মো. মিরাজ শেখের সঙ্গে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামের মো. হান্নান বিশ্বাসের মেয়ে ফেরদৌসির বিয়ে হয়। বিয়ের ১ বছর পর পারিবারিক কলহের কারণে দু’জনের মাঝে বিচ্ছেদ হয়ে যায়।

    পরে ২ বছর ধরে স্বামীর ঘর ফিরে পেতে আপ্রাণ চেষ্টা চালায় ফেরদৌসি। কোনো ফল না পেয়ে দ্বারস্থ হয় মধুখালী থানা পুলিশের।

    বুধবার মধুখালী থানার ওসি মো. আমিনুল ইসলামের আন্তরিক প্রচেষ্টায় উপজেলার ছকড়িকান্দি গ্রামের স্বামীর ঘরে ফিরে গেলেন ফেরদৌসি।

    ২ বছর পর ঘর ফিরে পেয়ে খুব খুশি ফেরদৌসি। তার স্বামী মিরাজ শেখ বলেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওসিকে অনেক ধন্যবাদ আমার ভাঙ্গা সংসার এক করে দেয়ার জন্য।

  • সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৩

    সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৩

    সড়ক দুর্ঘটনায় দেশের দুই জেলায় এক পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ফরিদপুরে এক পুলিশ সদস্য এবং পাবনায় দুইজনের মৃত্যু হয়েছে।

    ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পাথর বোঝাই ড্রাম ট্রাক চাপায় মো. ইউনুস শিকদার (৫২) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সকালে খুলনা-মাওয়া মহাসড়কের নির্মাণাধীন বগাইল টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ইউনুস বরিশাল জেলার বানারীপাড়ার সোনাহার গ্রামের মৃত কাঞ্চন আলী শিকদারের ছেলে ও ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল ছিলেন।

    পুলিশ জানায়, হাইওয়ে পুলিশের একটি দল রাত্রিকালীন ডিউটি শেষে সকাল ৬টায় থানার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়িটি থামাতে বলেন ইউনুস। এ সময় সে সড়কের অপরপাশে যাওয়ার সময় দ্রুতগতিতে আসা পাথর বোঝাই একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

    অতিরিক্ত পুলিশ সুপার মাদারীপুর রিজিওন (ফরিদপুর) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও হেলপারকে আটক করে থানায় আনা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    কান্নাজড়িত কণ্ঠে নিহতের স্ত্রী সালমা বলেন, ‘মাত্র ১০ দিন আগে কাটাখালী থানা থেকে বদলি হয়ে ভাঙ্গা হাইওয়ে থানায় যোগদান করে আমার স্বামী। আজ শুক্রবার আমাকে নিয়ে ভাঙ্গায় নতুন ভাড়া বাসায় ওঠার কথা ছিল। কিন্তু তা আর হলো না। এখন আমার একমাত্র সন্তান ফাহাদকে (৮) নিয়ে কীভাবে বাঁচব!’

    এদিকে পাবনা-ঢাকা মহাসড়কে আতাইকুলা থানার মধুপুর এলাকায় কাভার্ডভ্যান ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ভোর সাড়ে পাঁচটার দিকের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

    নিহতরা হলেন- জেলার আতাইকুলা থানার মধুপুর গ্রামের আব্দুল হামিদ (৪০) ও একই থানার ভবানীপুর গ্রামের বাবু হোসেন (৫০)।

    পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক দুলাল মিয়া জানান, একটি মিনি ট্রাকে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী পাবনার হাজিরহাটে যাচ্ছিলেন।পথে মধুপুরে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল হামিদ মারা যান এবং চারজন আহত হন।

    তিনি জানান, খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত চারজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক বাবু হোসেনকে মৃত ঘোষণা করেন।