Tag: ফারাজ করিম

  • এবার করোনা হেল্প ডেস্ক মেডিক্যাল টীম চালু করলেন ফারাজ করিম

    এবার করোনা হেল্প ডেস্ক মেডিক্যাল টীম চালু করলেন ফারাজ করিম

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:কখনো মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন বিভিন্ন খাদ্যসামগ্রী। কখনোবা ভ্যানে করে পাঠিয়েছেন মাছ ও শাকসবজি। ১০০ জন ডাক্তারের সমন্বয়ে চালু করেছিলেন টেলি-মেডিসিন সেবা। ইতোমধ্যে প্রায় ৬৫ হাজার গরিব ও দুস্থ পরিবারকে দিয়েছেন খাদ্যসামগ্রী।

    সর্বশেষ গত রমজান মাস জুড়ে প্রতিদিন ২ হাজার ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সাধারণ মানুষকে দিয়েছেন সেহেরীর খাবার। ঈদের পর নিজেদের তৈরী করা মাস্কও দিচ্ছেন পুরো চট্টগ্রাম জুড়ে।

    এরই মধ্যে আরো এক ব্যতিক্রমী হেল্প ডেস্ক মেডিক্যাল টীম নিয়ে হাজির হলেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম. ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান, তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।

    আজ রবিবার (৭ জুন) রাতে নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া একটি স্ট্যাটাসের মাধ্যমে রাউজানবাসীর জন্য করোনা মোকাবেলায় হেল্প ডেস্ক মেডিক্যাল টীম এর কার্যক্রম সম্পর্কে ঘোষণা দেন ফারাজ করিম চৌধুরী।

    যেখানে একটি নির্দিষ্ট সময়ে প্রতিদিন ১০ জন ডাক্তার রাউজানের মানুষকে করোনা সম্পর্কে যাবতীয় চিকিৎসা সেবা প্রদান করবেন। এই মেডিক্যাল টীমের চিকিৎসকরা শুধু পরামর্শ দিবেন তাই নয় তারা একদিন পর ফোন করে রোগীদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবরও নিবেন।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারাজ করিম চৌধুরীর এই কার্যক্রমটি সম্পর্কে ছড়িয়ে পড়লে ব্যাপকভাবে প্রশংসিত হতে থাকেন তিনি।

    তার দেওয়া সেই স্ট্যাটাসটি ছিল নিম্নরূপ,

    “পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী আপনাদের জন্য সম্মানিত ডাক্তারদের নিয়ে করোনার হেল্প ডেস্ক মেডিক্যাল টীম চালু করতে যাচ্ছি। ১০ জন সম্মানিত ডাক্তারের সমন্বয়ে গঠিত একটি টীম প্রতিদিন রাত ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত আপনাদেরকে বিরতিহীন বিনামূল্যে সেবা দিয়ে যাবেন। আপনার মনের ভয়ভীতি দূর করার জন্য, আপনার শরীরে করোনাভাইরাস আছে কিনা তা জানার জন্য কিংবা কোন উপসর্গ (জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট ও ডায়রিয়া) দেখা দিলে বা আপনার করোনা পরীক্ষার প্রয়োজন কিনা তা জানার জন্য আমাদের সম্মানিত এই ডাক্তারদের সাথে পরামর্শ করুন। এরমধ্যে কারো যদি করোনার লক্ষণ দেখা দেয় ও পরীক্ষার প্রয়োজন হয় তবে আমরা তাকে পরীক্ষা করানোরও ব্যবস্থা করবো।

    তাছাড়া, রাউজানের বাইরের কারো যদি জরুরী চিকিৎসার প্রয়োজন হয় তবে তারা পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। তারা অনেক কষ্ট করে পড়ালেখা করে ডাক্তারি পাশ করে এই পর্যায়ে এসে বিনামূল্যে মানুষের সেবা করার জন্য এগিয়ে এসেছেন। প্রত্যেকেই ডাক্তার সাহেবদের সাথে সম্মান ও বিনয়ের সাথে কথা বলবেন।

    ১০ জন ডাক্তারের সমন্বয়ে গঠিত এই মেডিক্যাল টীমের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন ডাঃ রিয়াজ উদ্দিন বিপ্লব। যারা ফেসবুক ব্যবহার করে না তাদের নিকট আমাদের এই কার্যক্রমটি সম্পর্কে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। তারা যেন এই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে।রাউজানের জনসাধারণ যারা দেশে ও প্রবাসে অবস্থান করছেন তারা এই স্ট্যাটাসটি শেয়ার করে সকলের নিকট পৌঁছে দিন। আমার প্রিয় রাউজানবাসী সবসময় সুস্থ থাকুক, ভালো থাকুক। এই প্রত্যাশা করি।

    হেল্প ডেস্ক মেডিক্যাল টীমের ডাক্তারদের নাম্বার –
    ♦রাউজান (উত্তর)- রাউজান পৌরসভা, হলদিয়া ইউনিয়ন, ডাবুয়া ইউনিয়ন, চিকদাইর ইউনিয়ন, গহিরা ইউনিয়ন, বিনাজুরী ইউনিয়ন, রাউজান ইউনিয়ন ও নোয়াজিষপুর ইউনিয়ন।
    *০১৬৭৩৭৯৬০৩৩
    *০১৮৮৯১৮৫৮০২
    *০১৮৭৪১৫২১৮৯
    *০১৮৪৫৬০০০২৩
    *০১৩১৯২১১০১৪

    ♦রাউজান (দক্ষিণ)- কদলপুর ইউনিয়ন, পাহাড়তলি ইউনিয়ন, পূর্ব গুজরা ইউনিয়ন, পশ্চিম গুজরা ইউনিয়ন, উরকিরচর ইউনিয়ন, নোয়াপাড়া ইউনিয়ন ও বাগোয়ান ইউনিয়ন।
    *০১৮৩০৯২৯২৯৪
    *০১৬৭৯৪৬৭৬৩৯
    *০১৬৩২৭২৩৮৮৩
    *০১৫৩৩০৯২৭৩৭
    *০১৮৭১৬৯৬৩৫৪

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা পরিস্থিতি ; চসিক নির্বাচন স্থগিত দাবী ফারাজ করিমের

    করোনা পরিস্থিতি ; চসিক নির্বাচন স্থগিত দাবী ফারাজ করিমের

    ভয়াবহ করোনা ভাইরাসের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য এবং এর প্রতিরোধে সকল জনসমাগম স্থগিত সহ আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করার দাবী জানিয়েছেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি’র সন্তান ফারাজ করিম চৌধুরী।

    আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে নিজের ফেসবুক টাইমলাইনে স্ট্যাটাসের মাধ্যমে এই দাবী জানান তিনি।

    তার স্ট্যাটাসটি হুবুহু উল্লেখ করা হল, “আমি পরিষ্কারভাবে বলছি, কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তবে ক্ষমা করবেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সহ সকল ধরণের নির্বাচন স্থগিত চাই। আপনারা অনেকেই হয়তো জানেন, ইতালীতে করোনা ভাইরাস ধরা পড়েছিল এ বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে এবং প্রথম সপ্তাহে মাত্র ২ জন রোগী ছিল। সাত দিনে যখন সেই দুইজন থেকে অন্য কোন রোগীর সংখ্যা বৃদ্ধি পায় নি, তখন ইতালী সরকার ভেবেছিল তারা করোনা ভাইরাসকে দমন করে ফেলেছে এবং করোনা ভাইরাস ইতালীতে আর আঘাত হানতে পারবে না। পরবর্তীতে মাত্র দুই থেকে তিন সপ্তাহের ব্যবধানে সেই ২ জন আক্রান্ত ব্যক্তি থেকে কয়েকশ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়। ফেব্রুয়ারি পাড় হয়ে মার্চ মাসে এসে সেই কয়েকশ মানুষ থেকে তা কয়েক হাজারে গিয়ে দাঁড়ায়। ১০ মার্চের মধ্যেই তা ১০ হাজারে পৌঁছে যায়। আর গতকাল ১৫ মার্চ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ইতালীতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২২ হাজার ছুঁয়ে যায়। ইতালী সরকার বলছে দুয়েক দিনের মধ্যেই তা ২৫ হাজারে পৌঁছে যাবে। ৮০ বছরের উপরে যারা আছে তাদেরকে ইতালী সরকার আর হাসপাতালের আই.সি.ইউ’তে জায়গা দিবে না এবং তাদেরকে মৃত হিসেবে ধরে নিয়েছে। ইতালীতে ইতোমধ্যে ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং গতকালই প্রায় ৪ শত মানুষ মৃত্যুবরণ করেছে।

    আমি এই কথাগুলো বলছি আপনাদেরকে কিংবা সরকারকে ভয় দেখানোর জন্য নয়। এটা কোন রাজনৈতিক ইস্যু নয় এটা সকলের স্বাস্থ্যের জন্য মারাত্মক ও ভয়াবহ হুমকিস্বরূপ। ইতালীর কাছ থেকে আমাদের শিক্ষা নিতেই হবে। এই মুহুর্তে কোন ধরনের নির্বাচনের প্রয়োজন নেই। প্রত্যেকটি মেলা, কনসার্ট, সমাবেশ স্থগিত চাই। প্রত্যেক ধরনের জনসমাগমের উপর সরকারি নিষেধাজ্ঞা জারী চাই। এমনকি এলাকাবাসীরও কড়া নজরদারী চাই। বাংলাদেশের প্রেক্ষিতে যেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি সেখানে হোম কোয়ারেন্টিন কাজ করবে না। হোম কোয়ারেন্টিন যদি করতে হয়, তবে স্থানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর ও এলাকাভিত্তিক নেতৃবৃন্দকে দায়িত্ব দিতে হবে যে আক্রান্ত ব্যক্তিরা তাদের বাসায় আছে কিনা। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত সহ দায়িত্বশীল ব্যক্তিবর্গকে কাজে লাগাতে হবে। তা হলে কোন অবস্থাতেই এটা সম্ভব না।

    অফিস-আদালত, ফ্যাক্টরি, গণপরিবহণ, রাস্তাঘাট, বাজার, মার্কেট এগুলো আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি এ ব্যাপারে চিন্তা করার সময় এসেছে। করোনা ভাইরাস মোকাবেলায় যেসব দেশ সফল হচ্ছে তাদেরকে উদাহরণ হিসেবে রেখে তারা যে কার্যক্রম গুলো করছে তা অনুসরণ করে আমাদের কাজ করা দরকার। ‘পরিস্থিতি এখনো হয় নি বলে ব্যবস্থা নেওয়া যাবে না’ এই কথার সাথে আমি একমত নই।”

  • রাউজান থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    রাউজান থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    রাউজান প্রতিনিধি : “পুলিশ সপ্তাহ ২০২০ ” উপলক্ষে রাউজান থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে রাউজান থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বারের নিজস্ব অর্থায়নে এলাকার গরিব ও দুস্থদের মাঝে এক হাজার পিস কম্বল বিতরণ করা হয়।

    এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহর সভাপতিত্বে ও রাউজান থানার উপ পরিদর্শক সাইমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, সমাজসেবক ফারাজ করিম চৌধুরী।

    অতিথি ছিলেন নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাফর আহমদ, আ.লীগ নেতা তফসির আহমেদ বাবুল,জাহাঙ্গীর সিকদার, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সুমন দে, দ. রাউজান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী, হাফিজ উদ্দিন মেম্বার , সেকান্দর হোসেন মেম্বার, যুবলীগ নেতা নুরুল ইসলাম।

    অনুষ্ঠানে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ফারাজ করিম চৌধুরী।

    ফারাজ করিম চৌধুরী বলেন, কমিউনিটি পুলিশিং জনগণের মাঝে পুলিশের আস্থার সেতুবন্ধন সৃষ্টিতে ভূমিকা রাখছে। সন্ত্রাসমুক্ত, অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার পাশাপাশি শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের যে উদ্যোগ তারা নিয়েছেন সেটি নিঃসন্দেহে প্রশংসনীয় একটি কাজ।

  • বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করতে হবে:ফারাজ করিম

    বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করতে হবে:ফারাজ করিম

    রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি: “আমরা যদি কিছু বিষয় এখনো পরিবর্তন করতে না পারি, তবে আমাদের তরুণ প্রজন্ম কিভাবে তাদের নিত্যনতুন চিন্তাভাবনার মাধ্যমে এগিয়ে যাবে? ইতোপূর্বে আমি সকলের কাছে অনুরোধ করেছিলাম আমার ছবি দিয়ে যেন কোন ধরনের পোস্টার, ব্যানার কিংবা ফেস্টুন না ছাপানোর জন্য। কিন্তু এই অনুষ্ঠানে আমার ছবি দিয়ে ফেস্টুন লাগানো হয়েছে কেন? আমার ছবি লাগানোর মতো এমন কি কাজ করেছি আমি? ছবি থাকবে শুধুমাত্র বঙ্গবন্ধু, মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় জনপ্রতিনিধির। আমারর ছবি লাগালেই যে আমি খুশি হয়ে যাবো, এমন ধারনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা চাই পরিবর্তন। আমাদের বিনয়ী হতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে শৃঙ্খলার সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে।”

    বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সাবেক ছাত্রনেতাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী।

    আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ।

    বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি কাজী আবদুল ওহাব, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ এর সভাপতি সভাপতি তানভীর হোসেন তপু।

    রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলুর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক রেজাউল করিম।

    বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, কাজী মোঃ ইকবাল, শ্যামল পালিত, কামরুল ইসলাম বাহাদুর, ইরফানুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, প্রচার সম্পাদক আলমগীর আলী, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সহ-সভাপতি সুমন দে প্রমুখ।

  • কসবায় ট্রেন দুর্ঘটনা : বেঁচে গেলেন ফজলে করিম!

    কসবায় ট্রেন দুর্ঘটনা : বেঁচে গেলেন ফজলে করিম!

    ২৪ ঘন্টা চট্টগ্রাম স্পেশাল : ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে ভয়াবহ রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

    দুর্ঘটনা কবলিত তুর্ণা নিশীতা ট্রেনে করেই ঢাকা যাওয়ার কথা ছিলো সাংসদ ফজলে করিমের। ওই ট্রেনের টিকিটও সংগ্রহ করেছিলেন তিনি। তবে রাষ্ট্রপতির সাথে গুরুত্বপূর্ণ এক বৈঠকের সিদ্ধান্তে হঠাৎ করেই তিনি যাত্রা পথ পরিবর্তণ করেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করেই তিনি ঢাকায় পৌছান।

    এসব তথ্য নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিমের এপিএস চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।

    তিনি বলেন, দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। শোক বার্তায় ফজলে করিম নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দুর্ঘটনায় আহত মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানান।

    এদিকে দুর্ঘটনার শিকার ট্রেনে করে পিতার ঢাকা যাওয়ার পথ পরিবর্তণকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছা ব্যতীত আর কিছুই নয় বলে উল্লেখ করে ট্রেন দুর্ঘটনায় ঝড়ে যাওয়া প্রাণগুলোর আত্মার মাগফিরাত কামনা করে ভেরিফাইড ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়েছেন সাংসদের জ্যৈষ্ঠ পুত্র ফারাজ করিম চৌধুরী।

    আজ মঙ্গলবার দুপুর ২ টা ৫৭ মিনিটে ফারাজ করিম তার পোস্টটি পাবলিশড করেন।

    ২৪ ঘন্টা ডট নিউজের পাঠকদের জন্য ফারাজ করিমের স্ট্যাটাসটি হুবুহ তুলে ধরা হলো।

    দুর্ঘটনার শিকার তূর্ণা নিশীতা যা গতরাতে চট্টগ্রাম থেকে ঢাকা আসছিলো, সেই ট্রেনে করে আমার বাবার আজ সকালে ঢাকা পৌঁছানোর কথা ছিল। সেই ট্রেনের টিকেট কিনেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে প্লেনে আসার পরিকল্পনাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছা ব্যতীত আর কিছুই নয়।

    দায়িত্বরতদের কর্তব্যের অবহেলার কারণে এই ঘটনাগুলো ঘটছে, এটা বুঝতে আর কতগুলো তদন্ত কমিটি লাগবে? আগেও বলেছি, দায়িত্বে থাকা সকলের বিরুদ্ধে হত্যা মামলা আনুন। একটা উদাহরণ সৃষ্টি করুন।

    আমি নিশ্চয়তার সাথে বলছি, এধরণের ঘটনা ভবিষ্যতে শূন্যের কোটায় নেমে আসবে। তবে ব্যবস্থা নেবেনই বা কেমনে, যেখানে গুরুত্বপূর্ণ এসব পদে চাকরি তদবির ও ঘুষের মাধ্যমেই হয়?

    মনে কষ্ট নিয়েই বলছি, আজ আল্লাহ যদি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিকে সেই ট্রেনে যাওয়ার হুকুম করতেন, তাহলে কি দেশের রেল ব্যাবস্থায় কোন পরিবর্তন আসতো? ঝড়ে যাওয়া প্রাণগুলোর আত্মার মাগফিরাত কামনা করছি।

  • পিতার জন্মদিনে সাংসদপুত্রের ব্যতিক্রমী উদ্যোগ

    পিতার জন্মদিনে সাংসদপুত্রের ব্যতিক্রমী উদ্যোগ

    রাউজান থেকে বার বার নির্বাচিত সাংসদ, রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ বি এম ফজলে করিম চৌধুরীর জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে উত্তর চট্টলার আলোচিত সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান।

    আগামী ৬ই নভেম্বর সাংসদের ৬৬তম জন্মদিনে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজনে থাকছে সন্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান।

    সাংসদপুত্র, উদীয়মান রাজনীতিবিদ ও সমাজকর্মী ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রাউজানের যে সকল মেধাবী শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে সম্মাননা স্মারক ও মেধাবৃত্তি প্রদান করা হবে।

    কৃতি শিক্ষার্থীদের সন্মাননা প্রদান ছাড়াও যে সকল মেধাবী শিক্ষার্থী আর্থিকভাবে অস্বচ্ছল তাদেরকে মেধাবৃত্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম।

    সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব ও সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন জামাল চিশতি বলেন, সাংসদপুত্র, তরুণ প্রজন্মের অহংকার ফারাজ করিম চৌধুরী যুব জাগরণে যেভাবে একের পর এক প্রশংসনীয় উদ্যোগ বাস্তবায়ন করে চলেছেন তাতে করে আগামী দিনে কোনো মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সমস্যার কারণে নিজের কাঙ্খিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নের সুযোগ থেকে বঞ্চিত হবেনা।

    রাউজানের যে সকল মেধাবী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে নিন্মের নাম্বারগুলোতে যোগাযোগ করতে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

    এসব নাম্বারে ০১৮১৫ ৩৭৩১৪৮, ০১৮২৯ ৯৯১৮১৭৬, ০১৮৬৫ ৭৬৪৪৬৫, ০১৮৫৬ ২০৭৮১৩ যোগাযোগ করে ব্যাতিক্রমী এ আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন মেধাবী শিক্ষার্থীরা