Tag: ফার্মেসিকে জরিমানা

  • চট্টগ্রামের হাজারি গলিতে ৯ ফার্মেসিকে জরিমানা

    চট্টগ্রামের হাজারি গলিতে ৯ ফার্মেসিকে জরিমানা

    চট্টগ্রামের বৃহত্তম পাইকারি ওষুধের বাজার হাজারি গলিতে অভিযান চালিয়ে নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্ট না থাকায় ৯টি ফার্মেসিকে ১ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা হয়েছে।

    মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম ও সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক হোসাইন মো. ইমরান।

    অভিযানে জিলানী ফার্মেসিকে ৫ হাজার টাকা, নিউ দিশারী ফার্মসিকে ১০ হাজার, নিউ উপশম ফার্মসিকে ২০ হাজার, নূরজাহান ড্রাগ হাউসকে ১০ হাজার, চিটাগং মেডিক্যাল হলকে ৫ হাজার, মায়ের আঁচল মেডিসিনকে ১০ হাজার, অর্পন ড্রাগ হাউসকে ১৪ হাজার ও সুরিচা মেডিক্যাল হলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    তাছাড়া, জিসি মার্কেটের তৃতীয় তলার গুদামে নকল গ্লিসারিন উৎপাদন করায় পিকে সার্জিক্যালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, ‘চট্টগ্রামের বৃহত্তম ওষুধের পাইকারি ওষুধের বাজার হাজারি গলি। এটির ওপর মানুষের আস্থা ও বিশ্বাস অনেক। অথচ এখানেই নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ওষুধ বিক্রি হচ্ছে এবং ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্টও নেই। তাই ৯টি ফার্মেসিকে ১ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • চট্টগ্রামে অবৈধ ঔষধ ও নকল সুরক্ষা সামগ্রী বিক্রির দায়ে দুই ফার্মেসিকে জরিমানা

    চট্টগ্রামে অবৈধ ঔষধ ও নকল সুরক্ষা সামগ্রী বিক্রির দায়ে দুই ফার্মেসিকে জরিমানা

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) সংলগ্ন কে বি ফজলুল কাদের রোডে অননুমোদিত ঔষধ ও নকল সুরক্ষা সামগ্রী বিক্রির দায়ে দুই ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    আজ শুক্রবার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান চকবাজার এলাকায় চলমান অভিযানে শাহ আমানত ফার্মেসিকে দশ হাজার টাকা ও একই মার্কেটের নিরাময় ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করেন।

    অন্যদিকে কোতোয়ালি ও সদরঘাট থানা এলাকায় ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করার কারণে কোতোয়ালি মোড়ের ক্যাফে মমতাজ রেস্টুরেন্টকে দুই হাজার টাকা জরিমানা ও সদরঘাটে নেওয়াজ হোটেলের লাইসেন্স না থাকায় পাচঁ হাজার টাকা জরিমানা করা হয় ।

    ২৪ ঘণ্টা/এম আর