Tag: ফায়ার সার্ভিস

  • সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে নারী ফাইটাররা: স্বরাষ্ট্রমন্ত্রী

    সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে নারী ফাইটাররা: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিজিবি বলেন, পুলিশ বলেন, সব সেক্টরেই নিয়োগ পেয়ে নারীরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এতদিন ফায়ার নারী অগ্নিসেনা সার্ভিসে ছিল না। দুই হাজার ৭০০ প্রার্থী থেকে আমরা সব যোগ্যতায় উত্তীর্ণ ১৫ নারীকে নিয়োগ দিয়েছি। যা ফায়ার সার্ভিসের ইতিহাসে প্রথম।’

    বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর-১০ মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

    এর আগে প্রথমবারের মতো ফায়ার সার্ভিসে যোগদান করা নারী অগ্নিসেনা ব্যাচের সঙ্গে ফটোসেশনে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা প্রত্যেকটা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন ইতোমধ্যে স্থাপন করেছি। এরপরও আমরা যেখানে প্রয়োজন সেখানেই উপজেলার বাইরে ও ফায়ার সার্ভিস স্টেশন তৈরি করছি।’

    তিনি বলেন, ‘দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে চাহিদা অনুযায়ী ফায়ার সার্ভিসের সেরকম কর্মকর্তা কর্মচারী ফায়ার ফাইটার বা অগ্নিসেনা নিয়োগ, আধুনিকায়ন, প্রযুক্তিগত ব্যবহার ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আমরা অত্যাধুনিক সরঞ্জামাদি দিয়েও ফায়ার সার্ভিসকে সমৃদ্ধ করেছি।’

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নারীদের ক্ষমতায়নের কথা বলেন। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই নারীদের অবস্থান রয়েছে। পুলিশে রয়েছে বিজিবিতেও রয়েছে। এমনকি কারাগারেও রয়েছে। তবে ছিল না শুধু ফায়ার সার্ভিসে।’

    মন্ত্রী বলেন, ‘এই প্রথম ফায়ার সার্ভিসেও নারীদের রিক্রুট করা হলো অগ্নিসেনা হিসেবে। মোট দুই হাজার ৭০০ জনের বেশি প্রার্থী ছিলেন। সেখান থেকে বাছাই করে ১৫ জনকে চূড়ান্ত পর্যায়ে নিয়োগ দেওয়া হয়েছে। যারা সব পরীক্ষায় সব যোগ্যতায় উত্তীর্ণ হয়েছেন।’

    আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ফায়ার সার্ভিসের প্রথম নারী অগ্নিসেনা ব্যাচে নিযুক্ত ১৫ জন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য তৈরি আছেন। আমরা মনে করি পুলিশের সঙ্গে তারাও সাহসিকতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।’

    এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের সেবা অত্যন্ত চ্যালেঞ্জিং। শুধু চ্যালেঞ্জিং নয় সবসময় যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়। হঠাৎ অগ্নিকাণ্ড বা ভূমিকম্প হতে পারে। যেকোনো কিছু মোকাবিলার জন্যই তাদের প্রস্তুত থাকতে হয়। আগুন লাগলে অগ্নিসেনারাও দগ্ধ হতে পারেন। অনেক ক্ষেত্রে আমাদের ফায়ার ফাইটারদের অগ্নিদগ্ধ হতে দেখেছি, আহত হয়েছেন।’

    ফায়ার সার্ভিসের সেবা সম্প্রসারণে আমরা নারী ব্যাচ চালুর উদ্যোগ গ্রহণ করেছি। আমরা দেখেছি পুলিশ বা বিজিবি যেখানেই নারীদের নিয়োগ করা হয়েছে সেখানে সাহসিকতার সঙ্গে তারা ভালো কাজ করছেন। ফায়ার সার্ভিসে প্রথমবারের মতো নিয়োগ পাওয়া নারী ব্যাচের সদস্যরা আরও ভালো করবেন বলে আমরা প্রত্যাশা করি।’

    এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, ফায়ার সার্ভিস মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন ও ফায়ার সার্ভিসের পরিচালক উপস্থিত ছিলেন।

  • ফায়ার সার্ভিস কার্যালয়ে হামলার ঘটনায় ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

    ফায়ার সার্ভিস কার্যালয়ে হামলার ঘটনায় ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

    রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস কার্যালয়ে যারা হামলা করেছিল তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বুধবার (৫ এপ্রিল) গণভবনে পদ্মা সেতু নির্মাণে সরকারি ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। সরকারের অর্থ বিভাগ সেতু কর্তৃপক্ষকে এই টাকা ঋণ হিসেবে দিয়েছিল।

    প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা অন্তত দুঃখজনক। ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হবে।

    তিনি বলেন, বঙ্গবাজারে যারা ফায়ার সার্ভিসের অফিসে হামলা ও কাজে ব্যাহত করেছেন তাদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

    শেখ হাসিনা বলেন, অনেক উন্নত দেশ থেকে বাংলাদেশের আর্থিক অবস্থা ভালো। জনগণের সমর্থনই সরকারের মূল শক্তি।

    পদ্মা সেতু নির্মাণে বাধার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশি ও বিদেশি প্রবল বাধা-বিপত্তি অতিক্রম করে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশ বিশ্ববাসীকে সক্ষমতা দেখিয়েছে।

  • তুরস্কে পা রেখেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল

    তুরস্কে পা রেখেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল

    বাংলাদেশের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশ তুরস্কে পৌঁছেছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, তুরস্কে উদ্ধার কাজের জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল সেনাবাহিনীর উদ্ধারকারী দলের সঙ্গে বিমান জার্নি শেষে আদানা এয়ারপোর্টে পৌঁছেছেন। সেখান থেকে তারা ৩৫০ কিলোমিটার দূরে আদিয়ামান স্থানে বাসে করে রওনা হয়েছে।

    এর আগে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে উদ্ধারকারী দলটি তুরস্কের উদ্দেশে রওনা হয়। তুরস্কে ধ্বংসস্তূপে অনুসন্ধান ও উদ্ধারকাজে অংশ নিতে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের ১২ সদস্যসহ মোট ৭০ সদস্যের একাধিক দল পাঠানো হয়েছে। বুধবার রাত ১০টার দিকে দলগুলো বিমানবাহিনীর (সি ১৩০) উড়োজাহাজে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

     

  • আনোয়ারায় ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

    আনোয়ারায় ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

    আনোয়ারা প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ সংক্রান্ত ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৬ জুন) উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে এই মহড়া অনুষ্ঠিত হয়।

    মহড়ায় স্কুল শিক্ষার্থীদের আগুন থেকে মানুষদের উদ্ধার করা এবং প্রাথমিক চিকিৎসার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।

    এসময় আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিস টিম, স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • বিএম ডিপো ট্র্যাজেডি, আরো এক ফায়ার ফাইটারের মৃত্যু

    বিএম ডিপো ট্র্যাজেডি, আরো এক ফায়ার ফাইটারের মৃত্যু

    সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের সোনাইছড়িস্থ কেশবপুর বিএম ডিপোর অগ্নিকাণ্ডের পর ভয়াবহ বিস্ফোরণে মোঃ গাউছুল আজম (২২) নামে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের আরো এক ফায়ার ফাইটার মারা গেছেন। ৮দিন মৃত্যুর সাথে পাঞ্জা রোববার ভোরে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    ভয়াবহ অগ্নিকাণ্ডে তার শরীরের ৭৫% পুড়ে যায়। গাউছুল আজম সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদরের ১৩ নং লাপসা ইউনিয়নের মাগুড়া গ্রামের আজগর আলীর পুত্র। তার ৬ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। এনিয়ে ফায়ার সার্ভিসের ১০ সদস্যের মৃত্যু হয়েছে।

    উল্লেখ্য, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় গত ৪জুন (শনিবার) বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীসহ এ পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় তিনশতাধিক মানুষ।

  • নালায় পড়া পঞ্চাশোর্ধ বয়সী ব্যক্তিকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

    নালায় পড়া পঞ্চাশোর্ধ বয়সী ব্যক্তিকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

    হাটতে হাটতে হঠাৎ করেই নালায় ঝাপ দিয়েছে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা পঞ্চাশোর্ধ বয়সী এক ব্যক্তি। না বুঝে লাফিয়ে পড়লেও সে নিজে থেকে আর উঠে আসতে পারছিলেন না।

    পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। ১৫ মিনিটের চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করে পারে তুলে আনতে সক্ষম হয়।

    আজ রবিবার (২৭ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে বহদ্দারহাট স্বাধীনতা কমপ্লেক্সের সামনের নালা থেকে অজ্ঞাত এ ব্যক্তিটিকে উদ্ধার করে দমকল বাহিনী।

    বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, রবিবার দুপুর ১২টার দিকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নালায় ঝাঁপ দেন।

    নালার গভীরতা বেশি থাকায় তিনি আর উঠতে পারছিলেন না। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে মাত্র ১৫ মিনিটের মাথায় স্থানীয়দের সহায়তায় লোকটিকে উদ্ধার করতে সক্ষম হয়।

    এর আগে গত শনিবার (২৬ মার্চ) চট্টগ্রামের পুরাতন চান্দগাঁওয়ে নালায় পড়ে যাওয়া এক শিশুকেও জীবিত উদ্ধারের তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

    ২৪ ঘন্টা/এন রানা

  • ভয়াবহ আগুনের কবলে আবুল খায়ের স্টিল মিল!

    ভয়াবহ আগুনের কবলে আবুল খায়ের স্টিল মিল!

    চট্টগ্রাম ডেস্ক : ভয়াবহ আগুনের কবলে পড়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাট এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মিল। আগুন নিয়ন্ত্রণে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের ৭টি গাড়ি চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ পরিচালক আজিজুল ইসলাম জানান, আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২ টা ৪০ মিনিটের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড, কুমিরা, ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৭টি গাড়ি আগুন দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    তবে এখন পর্যন্ত আগুনে কোন হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৬ দোকান

    আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৬ দোকান

    ২৪ ঘণ্টা, আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলী চৌধুরী বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ছয়টি দোকান দোকান ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়।

    আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে চারটায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে।

    আগুন লাগার পর স্থানীয়রা উদ্ধার তৎপরতায় এগিয়ে আসে। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৬ টি দোকান আগুনে ভস্মীভূত হয়।

    আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন মো. হেলাল উদ্দীনের কসমেটিকসের দোকান, মো. হারুনের চায়ের দোকান, মো. আয়ুবের মুদির দোকান, মো. ওসমানের মুরগী ও ইলেকট্রনিক্সির দোকান, মো. নাঈমউদ্দীনের (কসমেটিকস ও কম্পিউটারের দোকান এবং মো. দিদারের কুলিং কর্ণারের দোকান।

    আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল কুমার মিত্র অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই ফায়ার সার্ভিসের দমকল বাহিনী।

    আগুনে হতাহতের ঘটনা না ঘটলেও ৬টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল কুমার মিত্র।

    ২৪ ঘন্টা/জাবেদুল ইসলাম/রাজীব

  • রাঙ্গামাটি সুবলং বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড/পুড়ে গেছে অর্ধশত দোকান

    রাঙ্গামাটি সুবলং বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড/পুড়ে গেছে অর্ধশত দোকান

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জেলা সংবাদ : রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড’র ঘটনা ঘটেছে। রবিবার বিকেল ৪টার দিকে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের সুবলং বাজারে এ ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

    এতে বাজারের প্রায় অর্ধশত দোকান পুঁড়ে ছাই অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে বললেন স্থানীয়রা।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- রবিবার বিকেলে বাজারের একটি হোটেল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহুত্বেই আগুনে পুড়ে যায় সাগরিকা নামক হোটেলটি। এরপর আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে আশ-পাশের আরো অর্ধশত দোকান ভস্মিভূত হয়।

    আগুন লাগার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাছাড়া রাঙ্গামাটি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

    আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রাঙামাটি অঞ্চলের সহকারী পরিচালক রতন কুমার নাথ। তিনি বলেন সুবলং বাজারে আগুন লাগার খবর পেয়ে বোটযোগে রাঙামাটি শহর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দ্যেশে রওনা দিয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক জানান-সুবলং বাজারে অর্ধশত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সেনাবাহিনীর একটি টিম স্থানীয়দের নিয়ে চেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে রাঙ্গগামাটি থেকে ফায়ার সার্ভিসের একটি দল বোটযোগে রওনা দিয়েছে বলে তিনি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

    প্রসঙ্গত: রাঙামাটির বরকল উপজেলাটি কাপ্তাই হ্রদ ঘিরে গড়ে উঠেছে এবং এই উপজেলাটি দূর্গম এলাকা। জেলা সদরের সাথে নৌ-পথেই একমাত্র যোগাযোগের প্রধান মাধ্যম। এই এলাকায় কোন ফায়ার স্টেশন নেই।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • পটিয়ায় রান্না ঘরের চুলার আগুনে পুড়ল ৫ বসতঘর/ক্ষতি ৫ লাখ

    পটিয়ায় রান্না ঘরের চুলার আগুনে পুড়ল ৫ বসতঘর/ক্ষতি ৫ লাখ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ধলঘাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাগদন্ডী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    গতকাল ১৩ জুন শনিবার বিকেলে রান্না ঘরের চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ওই এলাকার ৫টি বসতঘর। এতে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে ওই এলাকার শামসুল আলমের ঘরের রান্না চুলা হতে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা মুহুর্ত্বেই ছড়িয়ে পড়ে আশে পাশের বসতঘর গুলোতে। এসময় বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে।

    প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণের আগেই সুলতান আহমদ, শামসুল আলম, আব্দুল গফুর, লোকমান ও অলি আহমদের মোট পাঁচটি বসতঘর আগুনে পুড়ে যায়।

    পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    রান্নার চুলার হতে এ আগুনের সূত্রপাত হয়েছে জানিয়ে এ কর্মকর্তা বলেন এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে ৫টি বসতঘর পুড়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    ২৪ ঘণ্টা/সঞ্জয় সেন/রাজীব প্রিন্স

  • পটিয়াতে মধ্যরাতে চুলার আগুনে পুড়ল ১৫ বসতঘর

    পটিয়াতে মধ্যরাতে চুলার আগুনে পুড়ল ১৫ বসতঘর

    ২৪ ঘণ্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়াতে পুড়ে গেছে অন্তত ১৫ বসতঘর। শনিবার মধ্যরাতে উপজেলার হাঈদগাঁও নাথপাড়ায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, করোনার প্রাদুর্ভাবে অঘোষিত লকডাউনে নিস্তব্দ গ্রামে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলো ঠিক তখনই সর্বনাশা আগুন কেড়ে নিল ১৫ পরিবারের সকল আশা ভরসা।

    কোন ভাবে সকলে প্রাণে রক্ষা পেলেও আগুনে পুঁড়িয়ে সব শেষ করে দিলো। তারা জানায়, রাত আনুমানিক সোয়া ১২টার সময় আগুন লাগার ঘটনাটি ঘটে।

    এদিকে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান, আগুন লাগার খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

    তিনি এ ঘটনায় হতাহতের খবর নেই বললেও তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। তবে চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

    ২৪ ঘন্টা/ সঞ্জয়/আর এস পি

  • সীতাকুণ্ডে আগুনে পুড়ে গেছে ৩২টি ঘর, ৩৫ লক্ষ টাকার ক্ষতি

    সীতাকুণ্ডে আগুনে পুড়ে গেছে ৩২টি ঘর, ৩৫ লক্ষ টাকার ক্ষতি

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপূর এলাকায় আগুনে বসতঘরসহ ৩২টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

    বুধবার (৪ মার্চ) বিকাল পৌনে ৩টার সময় এলাকার জহুরলাল এর ভাড়াটিয়া হাসান এর তুলার গোডাউনে গ্যাসের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে ধারনা করা হচ্ছে।

    সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকাল পৌনে ৩টার সময় আমরা খবর পেয়ে বাড়বকুণ্ড অনন্তপূর গ্রাম এলাকায় ফারুক বড়ূয়ার বাড়ীতে ছুটে যায়। এসময় চারদিকে মানুষ ছুটে এসে যে যার মত আগুন নেভানোর চেষ্টা করে।

    সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে মৃত মনমোহন বড়ূয়ার সন্তান অশোক বড়ূয়ার বসত ঘরসহ জহুরলাল বড়ূয়া ও প্রিয়লাল বড়ূয়ার ৩২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থদের দাবি আগুনের ঘটনায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।সীতাকুণ্ডে আগুনে পুড়ে গেছে ৩২ ঘর ক্ষতি ৩৫ লক্ষ টাকা

    ক্ষতিগ্রস্থ বাড়বকুণ্ড অগ্নিকুণ্ডের পৌরহিত নির্মল ভট্টাচায্য এবারের শিব চতুদর্শী মেলায় দক্ষিনা ও জায়গা বিক্রয়ের নগদ ৭ লক্ষ টাকা অপর দিকে মুদি দোকান দার শ্যামল চৌধুরীর ৫লক্ষ টাকা সহ পুড়ে ছাই হয়ে যায়।

    সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ তাশারফ হোসেন জানান, আগুনে ৩২টি টিন সেডের কাঁচাঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ২০ থেকে ২৫ লাক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। গ্যাসের রান্নার চুলার আগুন থেকে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করছি।