Tag: ফায়ার সার্ভিসের

  • পতেঙ্গা সৈকত এলাকার সায়মা শপিং সেন্টারে আগুন : দোকান কর্মচারির মৃত্যু

    পতেঙ্গা সৈকত এলাকার সায়মা শপিং সেন্টারে আগুন : দোকান কর্মচারির মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বিনোদনের অন্যতম প্রধান স্পট পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার সায়মা শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    বুধবার গভীররাতে ওই শপিং সেন্টারের ফারুক স্পিড বোট সার্ভিস নামক একটি প্রতিষ্ঠানে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের কর্মচারি মো. জাবেদ (১৮) আগুনে দগ্ধ হয়ে মারা যায়।

    নিহত জাবেদ কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার নোয়াপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

    চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন ঘটনার সত্যতা ও একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, বুধবার গভীররাত সোয়া ১টার সময় পতেঙ্গার সায়মা শপিং সেন্টারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পতেঙ্গা ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। পরে ফারুক স্পিড বোট সার্ভিসিং সেন্টারের ভেতর থেকে এক যুবকের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।

    তিনি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তাৎক্ষনিক জানাতে না পারলেও নিহত যুবকের পরিচয় নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম মো. জাবেদ। সে ওই প্রতিষ্ঠানের কর্মচারি। রাতে সে প্রতিষ্ঠানের ভেতর ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যায়।