Tag: ফায়ার সার্ভিস

  • আনোয়ারায় আগুনে পুড়েছে মাদ্রাসা ও দোকান

    আনোয়ারায় আগুনে পুড়েছে মাদ্রাসা ও দোকান

    আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় চুলার আগুনে পুড়ে গেছে ৫টি বসতঘর, হোটেল ও দোকান। ক্ষতিগ্রস্থ হয়েছে একটি মাদ্রাসা। বৃহস্পতিবার ভোররাত সোয়া ৩টার সময় উপজেলার বৈরাগ ইউনিয়নের শাহাদাত নগর এলাকার চার রাস্তার মোড়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর ভোর সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী।

    চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন তথ্যটি নিশ্চিত করে জানান, চুলা থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে পুড়ে গেছে মুদির দোকান, পাঁচটি বসতঘর ও হোটেল। এছাড়াও আগুনে মাজ্জাতুল তাক্বাওয়া মাদিনাতুল উলুম মাদ্রাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

    সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষ টাকা। এ ঘটনায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করেছে বলে জানান জসীম উদ্দিন।

  • চট্টগ্রামের কেইপিজেড-এ আগুন

    চট্টগ্রামের কেইপিজেড-এ আগুন

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের কেইপিজেড এর এইচকেডি ইনোভেশন কারখানার ইউনিট ১ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বুধবার ভোর ৬টার দিকে কারখানাটির আউটডোরে আগুন লাগার ঘটনাটি ঘটে।

    আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৫টি গাড়ি ঘটনাস্থলে পৌছে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করলেও আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক জানাতে পারেনি। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানিয়েছেন।

  • চট্টগ্রামের পতেঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ২ লাখ টাকার ক্ষতি

    চট্টগ্রামের পতেঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ২ লাখ টাকার ক্ষতি

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুজন মালিকের তিনটি দোকান পুড়ে অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

    সোমবার ভোরে কাঠগড় এলাকার রাজা পুকুর পাড়ে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন।

    তিনি বলেন, এ ঘটনায় হতাহতের কোন ঘটনা না ঘটলেও আগুন নির্বাপণের আগে মো. শামসুল আলম ও মাহবুবুল আলমের মালিকানাধীন তিনটি দোকান পুড়ে যায়। এতে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

  • সীতাকুণ্ডে অগ্নিকান্ডে পুড়েছে ৭ ঘর, ৮ লক্ষ টাকার ক্ষতি

    সীতাকুণ্ডে অগ্নিকান্ডে পুড়েছে ৭ ঘর, ৮ লক্ষ টাকার ক্ষতি

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের বশরতনগর এলাকায় আগুনে ৭টি টিনের বসতিঘর পুড়ে ছাই হয়ে গেছে।

    আজ রবিবার (২৪ নভেম্বর) ভোররাতে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে ধারনা করছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিস। ঘটনায় আনুমানিক ক্ষয়ক্ষতি ৮ লাখ টাকা হয়েছ বলে প্রাথমিক তথ্য জানিয়েছে তারা।

    স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে মুরাদপুর ইউপির বশরত নগর এলাকায় নজির আলী সেরাং বাড়ীতে আগুন লাগে। এসময় চারদিকে মানুষ ছুটে এসে যে যার মত আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    আগুনে আবুল কাশেম, বাহার উদ্দীন, গিয়াস উদ্দীন, কাইয়ুম খান, নিজাম উদ্দীন, নুরুল আলম, শাহ আলমের ৭ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

    সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার কসরব হোসেন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, আগুনে ৭টি ঘর পুড়ে গেছে। আগুনে আনুমানিক ৭/৮ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

    রান্নার চুলার আগুন থেকে সূত্রপাত হতে পারে বলে ধারনা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

  • ফায়ার সার্ভিসকে জাম্বু কুশন দিলেন প্রধানমন্ত্রী

    ফায়ার সার্ভিসকে জাম্বু কুশন দিলেন প্রধানমন্ত্রী

    অগ্নিদুর্ঘটনায় উদ্ধারকাজে ব্যবহারের জন্য তিনটি অত্যাধুনিক জাম্বু কুশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রবিবার (২৪ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনের কাছে জাম্বু কুশনগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।

    অগ্নিদুর্ঘটনার সময় উদ্ধার কাজে ব্যবহারের জন্য অত্যাধুনিক এই জাম্বু কুশনগুলো জার্মানি থেকে আমদানি করা হয়েছে।

    প্রতিটি ৫০ দশমিক ৬৩ ঘনমিটার আকৃতির জাম্বু কুশন এক মিনিটের মধ্যেই ব্যবহার উপযোগী করা যাবে। জাম্বু কুশনগুলো ফাইবার গ্লাস দিয়ে তৈরি এবং বিদ্যুৎ অপরিবাহী।

  • আগুনে পুড়েছে সাতকানিয়ার ৯ দোকান

    আগুনে পুড়েছে সাতকানিয়ার ৯ দোকান

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের দুরদুরি সেন্টার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ৯টি দোকান। বুধবার ভোর সোয়া ৫টার সময় সৃষ্ট এ অগ্নিকাণ্ডে প্রায় ২৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে দাবী ক্ষতিগ্রস্তদের।

    ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোরে চরতীর দুরদুরি সেন্টার এলাকায় আগুন জ্বলতে দেখে ছুটে যান স্থানীয়রা। ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারপাশে। প্রথমে আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রা চেষ্টা করে এবং পরে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় সকাল পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম। তিনি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন।

    এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও মো. ইউনুচ, আবদুল করিম, মো. শওকত আলী, আকতার হোসেন, আমির হোসেন, মো. সেলিম, সিরাজুল ইসলাম, ছাবের আহমদ ও সৈয়দ নুরের মালিকানাধীন মুদি দোকান,কুলিং কর্ণার ও চায়ের দোকানসহ মোট ৯টি দোকানে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি জানান।

  • জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবায় কাজ করেন ফায়ারম্যানরা

    জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবায় কাজ করেন ফায়ারম্যানরা

    চট্টগ্রামের বোয়ালখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’১৯ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম বলেছেন, দূর্যোগ দূর্বিপাক মোকাবেলায় সচেতনতার বিকল্প নেই। আগাম প্রস্তুতি ও সচেতনতায় পারে জান মালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে।

    বুধবার (৬ নভেম্বর) দুপুরে বোয়ালখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

    এ সময় তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরতরা সার্বক্ষণিক প্রস্তুত থাকেন মানুষের জান মালের রক্ষায়। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবায় কাজ করেন ফায়ারম্যানরা। এ এক মহৎ পেশা।

    বোয়ালখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন। স্বাগত বক্তব্য রাখেন স্টেশন অফিসার কীরিটী রঞ্জন রড়ুয়া।

    ফায়ারম্যান এনামুল কবিরের সঞ্চালনা বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, কধুরখীল ইউপি চেয়ারম্যান মো. শফিউল আজম শেফু, উপজেলা জাসদ সভাপতি মনির উদ্দিন খান, শিক্ষক আমীর হোসেন, সৈয়দ মনিরুল কুদ্দুছ আকবরী। এতে বক্তব্য রাখেন সাংবাদিক আবুল ফজল বাবুল, অধীর বড়ুয়া, রাজু দে।

    সভায় আগত দর্শনার্থীদের দূর্যোগ মোকাবেলায় বিভিন্ন আধুনিক সরঞ্জামের ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন স্টেশন লিডার রূপক কান্তি সরকার ও নুরুল আবেদীন।

    অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করেন ফায়ার ষ্টেশনের চৌকষ দল। এরপর পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ফায়ারম্যান শওকত কবির।

  • আনোয়ারায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন : পুড়লো ৪ দোকান

    আনোয়ারায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন : পুড়লো ৪ দোকান

    চট্টগ্রামের আনোয়ারার বটতলী রুস্তমহাট বাজারে একটি কুলিং কর্ণারের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই দোকানের পাশাপাশি আরো চারটি দোকান আগুনে ক্ষতিগ্রস্থ হয়।

    সোমবার (৪ নভেম্বর) সকাল এগারাটার দিকে উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের রুস্তমহাট বাজারের নিহার রঞ্জন দত্তের মালিকানাধীন মিতু কুলিং কর্ণার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের ন্যায় সকালে মিতু কুলিং কর্ণার দোকানের গ্যাসের চুলা জ্বালালে হঠাৎ করে চুলা থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজনের চেঁচামেচিতে আগুন লাগার খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার তৎপরতায় এগিয়ে আসে।

    পরে খবর পেয়ে আনোয়ারা ফায়ার সির্ভিল সার্ভিস স্টেশনের একটি ইউনিট এসে উদ্ধার তৎপরতা চালায়। প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

    এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি উল্লেখ করে আগুনে একটি কুলিং কর্ণার, একটি ফার্মেসী ও দুটি কামারের দোকানের মালামাল পুড়ে গিয়ে দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।

  • আছাদগঞ্জের শুটকিপল্লীতে আগুন : পুড়ল ব্যবসায়ি সমিতির অফিস

    আছাদগঞ্জের শুটকিপল্লীতে আগুন : পুড়ল ব্যবসায়ি সমিতির অফিস

    চট্টগ্রামের বৃহৎ পাইকারী শুটকির বাজার আছাদগঞ্জের শুটকি পল্লীর একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

    বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে বড় ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও আগুনে পুড়ে গেছে শুঁটকি ব্যবসায়ী সমিতির কার্যালয়।

    আজ রবিবার সকাল ৭টার দিকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে নগরীর লামাবাজার ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে লামার বাজার ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার জাকির হোসেন বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে শুটকিপল্লীর ৫ তলা একটি ভবনের তৃতীয় তলায় থাকা আছাদগঞ্জ শুঁটকি ব্যবসায়ি সমিতির কার্যালয়ে আগুন লাগে।

    খবর পেয়ে আমার স্টেশনের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুন নিয়ন্ত্রণে আসার আগে সমিতির কার্যালয় পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানালেন পায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

  • অভয়মিত্র ঘাটে আগুনে পুড়ল জুতার কারখানা

    অভয়মিত্র ঘাটে আগুনে পুড়ল জুতার কারখানা

    চট্টগ্রাম নগরীর অভয়মিত্র ঘাট এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গেছে একটি জুতার কারখানা। শনিবার ভোর ৫টার সময় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

    ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, শনিবার ভোরে নগরীর অভয়মিত্রঘাট এলাকায় অবস্থিত একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ, নন্দন কানান ও লামার বাজার ফায়ার স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে পৌছায়।

    প্রায় দেড় ঘন্টার চেষ্টায় শনিবার সকাল সাড়ে ৬ টার সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।

    এ ঘটনায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিত তিনি জানাতে না পারলেও এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান। তাছাড়া ফায়ার সার্ভিস কর্মীরা আগুন লাগার কারণ অনসন্ধান করছে বলে তিনি জানিয়েছেন।

  • চুনতিতে মাইক্রোবাস উল্টে ৭ যাত্রী আহত

    চুনতিতে মাইক্রোবাস উল্টে ৭ যাত্রী আহত

    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় যাত্রীবাহি মাইক্রোবাস উল্টে অন্তত ৭ যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।

    আজ বৃহস্পতিবার ২৪ অক্টোবর ভোর সোয়া ৬টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি হোটেল ফোর সিজন এর সামনে দুর্ঘটনাটি ঘটে।

    স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে চুনতি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাইক্রোবাসটি। জোরে ব্রেক কষতে গিয়ে গাড়িটি উল্টে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়্ এসময় ৭ থেকে ৮ জন গুরুতর আহত হয়েছে বলে জানান স্থানীয়রা।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে। পরে স্থানীয়দের সহায়তায় মাইক্রোবাসের ৭ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে আমিরাবাদ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    তাৎক্ষনিক তিনি আহতের নাম পরিচয় জানাতে পারেনি।

  • চট্টগ্রামে দুটি মার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, শতাধিক দোকান পুড়ে নিঃস ব্যবসায়ি

    চট্টগ্রামে দুটি মার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, শতাধিক দোকান পুড়ে নিঃস ব্যবসায়ি

    চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক জহুর হকার্স মার্কেট ও জালালাবাদ মার্কেটের ভয়াবহ আগুন প্রায় আড়াই ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন নিয়ন্ত্রণের আগে দুটি মার্কেটের অন্তত ১৩০টির মত ছোট বড় কাপড়ের দোকান ও গোডাউন পুড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে জহুর হকার্স মার্কেট সংলগ্ন জালালাবাদ মার্কেটে।

    ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (মিডিয়া) মো. জসীম উদ্দীন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, শনিবার ভোর সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে প্রথমে নগরীর আগ্রাবাদ, নন্দনকানন, চন্দনপুরা ষ্টেশন থেকে ১৩টি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আগুনের ভয়াবহতা দেখে কালুরঘাট ফায়ার স্টেশনের আরো দুটি গাড়ি ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

    তিনি বলেন, মার্কেটের বিভিন্ন কাপড়ের দোকান ও গোডাউন ছাড়াও দাহ্য বস্তুু রয়েছে। ধারণা করা হচ্ছে জহুর হকার্স মার্কেটের কোন একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। তবে এ ব্যাপারে কমিটি গঠন ও অনুসন্ধ্যানের পর আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হবে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জসিম উদ্দিন জানান।

    এদিকে আগুনে শতাধিক দোকান পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশকা করছেন জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন বাবুল। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, প্রায় আড়াই ঘন্টার আগুনে জুহুর হকার্স মার্কেট ও জালালাবাদ মার্কেটের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান এবং কাপড়ের গোডাউন পুড়ে নিঃস্ব হয়ে গেছে অনেক ব্যবসায়ি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের জন্য শনিবার মার্কেট বন্ধ থাকবে বলে ঘোষণা দেন তিনি।

    অন্যদিকে মধ্যবিত্তদের বৃহৎ ঐতিহ্যবাহি এ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার পর চুরি ও কৌতুহলী মানুষের ভিড় ঠেকাতে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন কোতোয়ালি থানা পুলিশের একাধিক টিম।

    এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় জহুর হকার্স মার্কেট ও জালালাবাদ মার্কেটের অন্তত ১৩০টির মতো দোকান আগুনে পুড়ে গেছে। আগুনের খবর পেয়ে দুটি মার্কেটের শত শত দোকান মালিক ও কর্মচারিরা আসতে শুরু করে।

    এতে কে দোকান কর্মচারী কে মালিক বোঝা কষ্টসাধ্য। তাই অগ্নিকাণ্ডের ঘটনায় চোরের উপদ্রপ ঠেকাতে এবং কৌতুহলী মানুষের ভিড় রোধে থানা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার দায়িত্ব পালন করা হচ্ছে।

    আরো খবর : চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে আগুন