Tag: ফায়ার সার্ভিস

  • পটিয়াতে আগুনে পুড়েছে ৭ বসতঘর,ক্ষতি ৫ লক্ষ টাকা

    পটিয়াতে আগুনে পুড়েছে ৭ বসতঘর,ক্ষতি ৫ লক্ষ টাকা

    চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সামশু সওদাগরের বাড়ীতে এক অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গেছে ৭টি বসতঘর।

    রোববার সকাল সাড়ে সাতটায় বৈদ্যুাতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

    স্থানীয় আশুতোষ নাথ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, স্থানীয়রা আগুনের লেলিকান শিখা দেখতে পেয়ে প্রথমে পটিয়া ফায়ার সার্ভিস এবং লামার বাজার ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

    তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই কবির আহম্মদ সুবেদার, শাহ আলম, বদিউল আলম, মো: রফিক, মো: হাবিব সহ মোট ৭ বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

    পটিয়া ফায়ার সার্ভিস এর ষ্টেশন অফিসার সৌমেন বড়ুয়া ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আগুনের খবর পেয়ে আমাদের ১টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে আগুনে ৭টি বসতঘর পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

    এদিকে আগুন লাগার খবর পেয়ে পটিয়ার সাংসদ এবং জাতীয় সাংসদের হুইপ সামশুল হক চৌধরী, পটিয়া উপজেলা চেয়ারম্যান, জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন এবং পটিয়া উপজেলা প্রসাশনের পক্ষ থেকে আর্থিক অনুদানসহ খাবার ও কাপড় বিতরন করা হয় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে।