Tag: ফিরিঙ্গিবাজার

  • ফিরিঙ্গিবাজার ব্রীজঘাটে সিগারেটের আগুনে পুড়ল ফার্নিচার কারখানা

    ফিরিঙ্গিবাজার ব্রীজঘাটে সিগারেটের আগুনে পুড়ল ফার্নিচার কারখানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা ফিরিঙ্গবাজার ব্রীজঘাট এলাকায় আগুনে পুড়ে গেছে একটি ফার্নিচার কারখানা। গতকাল রবিবার রাত সাড়ে ১২টার সময় সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বললেন ফায়ার সার্ভিস।

    ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রেণ কক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে ১২টার সময় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে জানালেও তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি ফায়ার সার্ভিস।সিগারেটের আগুনে পুড়ল ফার্নিচার কারখানা

    তথ্যটি নিশ্চিত করেছে ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। তিনি বলেন, ফায়ার সার্ভিসের দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। তিনি এ ঘটনায় একটি ফার্নিচার কারখানার অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান।

    ২৪ ঘন্টা/ আর এস পি

  • ফিরিঙ্গিবাজারে মিনি ট্রাকসহ চালক-হেলপার আটক : ইয়াবা উদ্ধার

    ফিরিঙ্গিবাজারে মিনি ট্রাকসহ চালক-হেলপার আটক : ইয়াবা উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতায়ালি থানা ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে একটি মিনি ট্রাকসহ ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় পাচারের উদ্দ্যেশে মিনি ট্রাকে কৌশলে লুকিয়ে রাখা ১৩ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার লেঙ্গুর বিল এলাকার মৃত নুরুল আমিনের ছেলে চালক রফিকুল আলম (৪৩) ও একই এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে চালকের সহকারী খোরশেদ আলম (৩৪)।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক মো.রাশেদুজ্জামান তথ্যটি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় বিশেষ চেক পোস্ট বসিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে ইয়াবা পরিবহণে ব্যবহৃত মিনি ট্রাক (ঢাকা মেট্টো ড-১২-১৪৩৯)টি জব্দ করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই ট্রাক পরিবহণের আড়ালে ইয়াবা পাচারে জড়িত থাকার কথা স্বীকার করে। দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী কোতোয়ালি থানায় নিমিত মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

    ২৪ ঘন্টা নিউজ/আর এস প্রিন্স

  • ফিরিঙ্গিবাজারে ৭ হাজার পিস ইয়াবাসহ আটক এক

    ফিরিঙ্গিবাজারে ৭ হাজার পিস ইয়াবাসহ আটক এক

    চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা ফিরিঙ্গিবাজার এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে ট্রাকচালক মো. মিলন প্রামানিক (৩৮) কে আটক করে পুলিশ।

    গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দিবাগত রাত দেড়টার সময় ট্রাকসহ ইয়াবাগুলো উদ্ধার করে পুলিশ। আটক মিলন বগুড়া জেলার কাহালু সাঘাটিয়া গোলাম মোস্তাফার বাড়ির গোলাম মোস্তাফার ছেলে বলে জানা গেছে।

    নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান ২৪ ঘন্টা ডট নিউজকে তথ্যটি নিশ্চিত করে বলেন, ইয়াবার একটি চালান ট্রাকযোগে নগরে আসছে এমন সংবাদে অভিযানে নামে গোয়েন্দা পুলিশের একটি টিম।

    রাত দেড়টার সময় কোতোয়ালি থানা ফিরিঙ্গিবাজার এলাকায় নির্দ্দিষ্ট ট্রাকটি থামিয়ে তল্লাশী করা হলে ট্রাকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবা পরিবহনের দায়ে ট্রাকটি জব্দ করার পাশাপাশি ট্রাকচালক মিলনকে আটক করা হয়।

    তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান নগর গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।