Tag: ফিরে গেলো

  • মাসকাট থেকে আসা বিমান শাহ আমানত এ না নেমে ফিরে গেলো কলকাতা

    মাসকাট থেকে আসা বিমান শাহ আমানত এ না নেমে ফিরে গেলো কলকাতা

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : মাসকাট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ফিরে গেছে কলকাতা।

    শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক খায়রুল কবির বলেন, সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে বিমানের ১২২ ফ্লাইটটি ঘন কুয়াশার কারনে চট্টগ্রামে নামতে পারেনি। বিমানটি ফিরে গিয়ে কলকাতা বিমান বন্দরে অবতরণ করেছে।

    তবে কুয়াশার কেটে গেলে ফ্লাইটটি আবার চট্টগ্রামে চলে আসবে বলে তিনি জানিয়েছেন। তাছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছাড়া বাকী সবগুলো ফ্লাইট উঠা-নামায় কোন সমস্যা হয়নি। ঢাকা-চট্টগ্রাম অভ্যন্তরীণ রুটের তিনটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে বলে তিনি জানান।