Tag: ফিরোজ হোসেন

  • সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন প্রত্যাহার, নতুন ওসি আবুল কালাম

    সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন প্রত্যাহার, নতুন ওসি আবুল কালাম

    কামরুল ইসলাম দুলু : যোগদানের ৮ মাসের মাথায় প্রত্যাহার করা হয়েছে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লাকে। তাকে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে যোগদান করেছেন বাঁশখালী থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ।

    ওসি ফিরোজ হোসেন মোল্লা গত বছরের জুন মাসে সীতাকুণ্ড মডেল থানায় যোগদান করেন। সাম্প্রতিক সময়ে সীতাকুণ্ড উপজেলায় চুরি, ডাকতিসহ বিভিন্ন অপরাধ প্রবনতা বেড়ে যাওয়ায় এবং গত ২০ ডিসেম্বর সীতাকুণ্ডে ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীর টাকা লুট করে মডেল থানার এক সাব ইন্সপেক্টর ও এক কনস্টেবল। এঘটনার পরিপ্রেক্ষিতে ওসি ফিরোজ হোসেন মোল্লাকে প্রত্যাহারের মুল কারণ বলে জানা যায়।

    এব্যাপারে সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম বলেন, ব্যবসায়ীর টাকা লুট এর ঘটনা ও সাম্প্রতিক ডাকতিসহ অপরাধ প্রবনতা বেড়ে যাওয়ায় প্রত্যাহারের মূল বিষয়। তবে এটি একটি পুলিশের বদলীর অংশ।

    উল্লেখ, গত একমাসে সীতাকুণ্ড উপজেলায় প্রায় ১৫ টি ডাকতির ঘটনা ছাড়াও আইনশৃংখলা অবনতি ঘটে।