Tag: ফুটবল টুর্ণামেন্ট

  • আবুল বশর চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন কাল

    আবুল বশর চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন কাল

    চট্টগ্রামের বোয়ালখালীতে আগামীকাল ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বীর মুক্তিযোদ্ধা আবুল বশর চেয়ারম্যান স্মৃতি অলম্পিক ফুটবল টুর্ণামেন্ট।

    আজ বুধবার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. সেলিম উদ্দীন এ তথ্য জানান।

    তিনি বলেন, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় এর উদ্বোধন করবেন টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক সারোয়াতলী ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।

    বিশেষ অতিথি থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, অধ্যক্ষ সমীর কান্তি দাশ, চট্টগ্রাম ফুটবল এসোসিয়েশনের সভাপতি এসএম শহিদুল ইসলাম ও পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, গোমদণ্ডী একাদশ ক্লাবের আয়োজিত এ টুর্ণামেন্টে এবার চট্টগ্রামের ৩৬টি ফুটবল দল অংশ নিচ্ছেন। টুর্ণামেন্টের প্রতিটি খেলা সান্ধ্যকালীন অনুষ্ঠিত হবে।

    এসময় উপস্থিত ছিলেন, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন চৌধুরী আবু, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো.শাহীনুর কিবরিয়া মাসুদ, সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সাংবাদিক কাজী আয়েশা ফারজানা, গোমদণ্ডী একাদশ ক্লাবের সভাপতি আবুল হাসেম মতি, সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন, পিংকু কর, সাধারণ সম্পাদক মো.ইয়াছিন আলী, মো. ইউনুছ, মো. বাহাদুর শাহ, মো. লোকমান হোসেন, নাজিম উদ্দিন ও ফারুক ইসলাম মানিক।

    ২৪ ঘন্টা/পূজন সেন/প্রিন্স

  • মুজিব শতবর্ষ উপলক্ষে সীতাকুণ্ডের সোনাইছড়িতে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

    মুজিব শতবর্ষ উপলক্ষে সীতাকুণ্ডের সোনাইছড়িতে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

    সীতাকুণ্ড প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে সীতাকুণ্ডের সোনাইছড়ির ৪নং ওয়ার্ডে শেখ চিকনেরপাড়া কর্তৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

    বুধবার বিকালে পূর্ব বক্তারপাড়া ডংব্যাং সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সোনাইছড়ি যুবলীগের সভাপতি নুরুল আলম বাবলু, যুবলীগ সদস্য মোঃ আশরাফ, সাহাব উদ্দীন, ইসলাইল হোসেন মনি এবং ছাত্রলীগ নেতা আকবর আলী জিকু প্রমূখ।

    উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বক্তারপাড়া একাদশ বনাম শেখ চিকনেরপাড়া একাদশ। মাসব্যাপী লিগ পদ্ধতির এ টুর্ণামেন্টে মোট ৮ দল অংশ নিবে।

    ২৪ ঘণ্টা/দুলু