Tag: ফুলপুর

  • ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৮

    ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৮

    ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ আটজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ছয়জন।

    মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ফুলপুর-শেরপুর সড়কের বাশাটি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

    জানা গেছে, মাইক্রোবাসটি ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাচ্ছিল। পথে ফুলপুরের বাশাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন।

    নিহতদের মধ্যে এক শিশু, পাঁচ নারী ও দুই পুরুষ রয়েছেন।

    খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

    ফুলপুর থানার ওসি ইমারাত হোসেন গাজী জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধারে কাজ চলছে। আহত ছয়জনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • অফিসে ইয়াবা সেবনকারী সেই কর্মকর্তা প্রত্যাহার

    অফিসে ইয়াবা সেবনকারী সেই কর্মকর্তা প্রত্যাহার

    ময়মনসিংহের ফুলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অফিস চলাকালীন সময়ে এক কর্মকর্তার ইয়াবা সেবন করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে।

    অভিযুক্ত কর্মকর্তার নাম সমীর কুমার চক্রবর্তী। তিনি প্রধান সহকারী কাম হিসাবরক্ষক পদে কর্মরত।

    প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শের মাহাবুব মুরাদ। সেই সঙ্গে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান অতিরিক্ত জেলা প্রশাসক।

    বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়াবা সেবনে ১৫ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়লে ফুলপুরসহ জেলাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। ফুলপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে প্রধান সহকারী কাম হিসাবরক্ষক পদে ২০১৬ সালের মার্চ মাসে যোগদান করেন তিনি। এ উপজেলায় প্রায় চার বছর ধরে কর্মরত আছেন সমীর কুমার চক্রবর্তী।

    দীর্ঘদিন ধরে ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে ইয়াবা সেবনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ ছিল এলাকার মানুষের মুখে মুখে। অবশেষে ইয়াবা সেবনের ভিডিও’র মাধ্যমে তা প্রমাণিত হয়।

    বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, অফিসের চেয়ারে বসে তার কয়েকজন সহকর্মীর সহযোগিতায় সমীর কুমার ইয়াবা সেবন করছেন।

  • অফিসে বসেই ভূমি কর্মকর্তার ইয়াবা সেবন (ভিডিও)

    অফিসে বসেই ভূমি কর্মকর্তার ইয়াবা সেবন (ভিডিও)

    ময়মনসিংহের ফুলপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি অফিসের এক কর্মকর্তার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

    অফিস চলাকালে ইয়াবা সেবন করেন কার্যালয়ের প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক সমীর কুমার চক্রবর্তী বলে জানা গেছে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এ নিয়ে ফুলপুরে সমালোচনার ঝড় উঠছে। বিব্রত হয়েছে উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও।

    ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সমীর কুমার চক্রবর্তী অফিসের চেয়ারে বসে আছেন। এসময় তার সহকারীরা ইয়াবা সামনে নিয়ে আসেন। পরে তিনি নিজ চেয়ারে বসেই ইয়াবা সেবন করেন। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ইয়াবা সেবনসহ বিভিন্ন দুর্নীতির বিষয়ে অভিযোগ উঠে। অবশেষে ভিডিওটির মাধ্যমে তা প্রমাণিত হয়।

    এ বিষয়ে অভিযুক্ত সমীর চক্রবর্তীর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি। এমনকি সাংবাদিক পরিচয়ে ক্ষুদে বার্তা পাঠালেও মিলেনি সাড়া।

    সহকারী কমিশনার (ভূমি) তৃপ্তি কণা মন্ডল বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। ফলে এসব বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।

    তবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, ‘ইতিমধ্যে ভিডিওটি আমরাও হাতে পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

    ভিডিও লিংক: