Tag: ফুলবাড়িয়া

  • শ্রেষ্ঠ সার্কেল অফিসার স্বাগতা ভট্টাচার্য

    শ্রেষ্ঠ সার্কেল অফিসার স্বাগতা ভট্টাচার্য

    ময়মনসিংহের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন ত্রিশাল ও ফুলবাড়িয়ার সার্কেল অফিসার এএসপি স্বাগতা ভট্টাচার্য।

    মঙ্গলবার জেলা পুলিশ লাইন্স হল রুমে মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পুরস্কার প্রদান করা হয়েছে।

    অপরাধ দমন, আইন শৃঙ্খলার উন্নতি, দক্ষ ও সাহসিকতা, সমাজ থেকে অপরাধ নির্মূলের জন্যে সচেতনতা বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল, মামলা দ্রুত নিষ্পত্তি করায় সহকারী পুলিশ সুপার (এএসপি) ত্রিশাল সার্কেল স্বাগতা ভট্টাচার্যকে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান পিপিএম (সেবা)।

    এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসাবে পদোন্নতিপ্রাপ্ত) হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী উপস্থিত ছিলেন।

    জানুয়ারি মাসের ভাল কাজের জন্য নিষ্ঠাবান ও পরিশ্রমী অফিসারদের উত্তম পুরস্কারে ভূষিত করেন।

    ত্রিশালের সার্কেল স্বাগতা ভট্টাচার্য বলেন, শ্রেষ্ঠত্ব পুরস্কার আমার দায়িত্বভার কর্মদক্ষতা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। মানুষের মধ্যে অপরাধ প্রবণতার হার কমানোর জন্য উদ্বুদ্ধকরণ কর্মসূচি নিয়ে কাজ করবো। গত ২ডিসেম্বর ত্রিশাল সার্কেল হিসাবে যোগদান করে স্বাগতা ভট্রাচার্য সততা দক্ষতার মাধ্যমে আইনশৃংখলার উন্নতি সহ অপরাধ দমনে সচেতনতার বৃদ্ধি করে সুনাম অর্জন করে শ্রেষ্ঠত্বের আসনের অধিকারী হন। এ সফলতা ধরে রাখার জন্য আরও বেশী কাজ করবেন।

  • ফুলবাড়িয়ায় মহিষের আক্রমণে নিহত ১, আহত ১৯

    ফুলবাড়িয়ায় মহিষের আক্রমণে নিহত ১, আহত ১৯

    ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জবাই করার আগে হঠাৎ দড়ি ছিঁড়ে মানুষের ওপর আক্রমণ চালিয়েছে একটি মহিষ। এ সময় আক্রমণে সানোয়ার হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন।

    রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পৌর এলাকায় বাজারের গরুর হাটে এ ঘটনা ঘটে। নিহত সানোয়ার হোসেন একই এলাকার বাসিন্দা।

    ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, রোববার (১০ নভেম্বর) বিকেলে পৌর এলাকায় বাজারের গরুর হাটে তোলা হয় বিশাল আকৃতির কালো রঙয়ের একটি মহিষ। এটি কেনেন কসাই শফিক ও চানু।

    পরে মহিষটি জবাই করার আগে হঠাৎ দড়ি ছিঁড়ে বাজারের মানুষের ওপর আক্রমণ করে। এ সময় মহিষের আক্রমণে সানোয়ারসহ কমপক্ষে ২০ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সানোয়ার।