Tag: ফুলেল শুভেচ্ছা

  • লোহাগাড়ায় ড. নদভী এমপি’কে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ফুলেল শুভেচ্ছা

    লোহাগাড়ায় ড. নদভী এমপি’কে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ফুলেল শুভেচ্ছা

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

    সোমবার (৩১ জানুয়ারী) বিকেল ৫টায় লোহাগাড়া উপজেলা পরিষদ কনফারেন্স হলে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

    এসময় লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত আহবায়ক নুরুল কবির সলিল, সিনিয়র যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, যুগ্ম আহবায়ক মুহাম্মদ জামিল উদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজানসহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলার সকল ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
    এসময় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দীন নদভী লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটিকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

    ২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

  • আবুধাবীতে প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু পরিষদের ফুলেল শুভেচ্ছা

    আবুধাবীতে প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু পরিষদের ফুলেল শুভেচ্ছা

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : আবুধাবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

    রবিবার (১২ জানুয়ারী) স্হানীয় সময় রাত ৮.৫৫ মিনিটে ‘বিজি-০২৭’ ভিভিআইপি ফ্লাইটে
    আবুধাবি সাসটেইন্যাবিলিটি সপ্তাহে’ যোগ দিতে সরকারী সফরে সংযুক্ত আরব আমিরাত পৌঁছেছেন প্রধানমন্ত্রী।

    সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, ‘আবুধাবি প্রবাসী কমিউনিটি নেতা ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন তালুকদার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
    ফুলেল শুভেচ্ছা জানান।

    প্রধানমন্ত্রী বিমানবন্দর হতে তাঁর সফরকালীন আবাসস্থল হোটেল শাংগ্রিলাতে চলে যান। সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন।

    তিনি সোমবার সকাল ১১টায় আবুধাবি জাতীয় প্রদর্শন কেন্দ্রে ‘আবুধাবি সাসটেইন্যাবিলিটি সপ্তাহ’ এবং ‘জায়েদ সাসটেইন্যাবিলিটি পুরস্কার’ বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেলে সফরকালীন আবাসস্থল শাংগ্রি-লা হোটেলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতদের নিয়ে ‘দূত সম্মেলনে’ অংশ নেবেন।

    মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের স্থপতি মরহুম শেখ যায়িদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী শেখা ফাতিমা বিনতে মুবারাক আল কেতবির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, বিদ্যুত-জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়াসহ ৭২ জনের প্রতিনিধি দল।

  • ফুলেল শুভেচ্ছা জানাতে ফজলে করিমের বাসায় সালাম ও আতাউর

    ফুলেল শুভেচ্ছা জানাতে ফজলে করিমের বাসায় সালাম ও আতাউর

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাজীব সেন প্রিন্স : আগামী তিন বছরের জন্য উত্তর জেলা আওয়ামী লীগের দায়িত্ব পেয়ে ফুলেল শুভেচ্ছা জানাতে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর বাসভবনে গেছেন নবনির্বাচিত সভাপতি এমএ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।

    রবিবার (৮ ডিসেম্বর) রাতে নগরীর কোতোয়ালি থানা এলাকার পাথরঘাটাস্থ রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিমের বাসায় সৌজন্য সাক্ষাতে মিলিত হন দায়িত্বপ্রাপ্ত এ দুই নেতা।

    এসময় উত্তর জেলা আওয়ামী লীগের রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময় এবং আগামী তিন বছরের ভবিষ্যত বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে ফজলে করিমের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন সালাম ও আতাউর। রাজনৈতিক সকল কর্মকাণ্ড ছাড়াও উত্তর জেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডে দলের পাশে থেকে সহযোগীতার আশ্বাস দেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি।

    সৌজন্য সাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মহানগর পাবলিক প্রসিকিউটর ফখরুদ্দীন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলামসহ সিনিয়র কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

    এর আগের দিন শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে অধিবেশন শেষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    ৩৬৬ জন কাউন্সিলর ভোট দিয়ে আগামী ৩ বছরের জন্য উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন। ২২৩ ভোট পেয়ে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। এ পদে একমাত্র প্রতিদ্বন্ধী প্রার্থী রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী পেয়েছেন ১২৯ ভোট।

    অন্যদিকে কাউন্সিলরদের ১৯৬ ভোট পেয়ে আগামী তিন বছরের জন্য উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ আতাউর রহমান। তার একমাত্র প্রতিদ্বন্ধী প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ১৫৪ ভোট।

    গত ৯ মাস আগে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী মারা গেলে উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

    ভারপ্রাপ্ত সভাপতি হলেও ৯ মাসের দায়িত্ব পেয়ে তিনি দলীয় কার্যালয় সংস্কার ও সামনে থেকে নেতৃত্ব দিয়ে চার উপজেলায় সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বও উপহার দেন।