Tag: ফেইসবুক মার্কা

  • ফেইসবুক মার্কা নয়, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত আওয়ামী লীগার চাই-হুইপ সামশুল হক

    ফেইসবুক মার্কা নয়, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত আওয়ামী লীগার চাই-হুইপ সামশুল হক

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান বিজয় দিবস নান্দনিক আয়োজনে পালনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে পটিয়ার আওয়ামী লীগ পূর্বের তুলনায় অনেক বেশী শক্তিশালী।

    কে কোন পদ পেয়েছে সেই বিচার বিশ্লেষন না করে জাতির পিতার আদর্শে মহান মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ফেইসবুক মার্কা আওয়ামী লীগ নয়, বঙ্গবন্ধুর আর্দশে উজ্জীবিত আওয়ামী লীগার চাই।

    পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মুজিব বর্ষ ও মহান বিজয় দিবস নান্দনিক আয়োজনে সফল করার লক্ষে আজ ৮ ডিসেম্বর বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ ও আবু ছালেহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত বর্ধিত সভায় তিনি আরো বলেন, আমি কখনো কোন অন্যায়ের সাথে আপোষ করি না। যারা অপপ্রচারে লিপ্ত তাদের মুখোশ একদিন উন্মোচিত হবেই। তখন এ বানোয়াট অপ প্রচারের দায় কিন্তু তারা এড়াতে পারবেন না।

    তিনি লোক দেখানোর জন্য নয়, আন্তরিকতার মাধ্যমে উৎসব গুলো পালনের আহবান জানিয়ে বলেন, দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা নয়। তিনি বঙ্গবন্ধুর আর্দশে উজ্জীবিতদেরকে আওয়ামী পরিবারেরই সদস্য হিসেবে অভিহিত করে বলেন সিনিয়রদের সম্মান দেখাতে হবে প্রয়োজনে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।পটিয়া আওয়ামী লীগ

    বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।

    বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আবদুল খালেক, শাহাদাৎ হোসেন ফরিদ, আবদুল্লাহ আল হারুন, আলমগীর খালেদ, ঋষি বিশ্বাস, হাবিবুল হক চৌধুরী, এম এজাজ চৌধুরী, বেলাল উদ্দিন, মোরশেদুল হক, দীপক শীল, নাছির উদ্দিন, মোজাম্মেল হোসেন রাজধন, আবু সফিয়ান টিপু, গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ, আলমগীর আলম, উজ্জল চৌধুরী চন্দন, নাছির উদ্দিন।

    এছাড়াও পটিয়া উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ এতে বক্তব্য রাখেন।