Tag: ফেডারেল নির্বাচন

  • কানাডার ফেডারেল নির্বাচনে বাংলাদেশি প্রার্থী

    কানাডার ফেডারেল নির্বাচনে বাংলাদেশি প্রার্থী

    আগামী ২১ অক্টোবর ফেডারেল নির্বাচনে স্কারবোরো সেন্টার আসনে এনডিপি থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি-কানাডিয়ান তরুণ ফাইজ কামাল।

    তিনি স্কারবোরো সেন্টার আসনে এনডিপির নোমিনেশন মিটিংয়ে প্রতিদ্বন্দ্বী জামীর নাদীমকে পরাজিত করে এই মনোনয়ন লাভ করেন।

    ছাত্রাবস্থা থেকেই রাজনীতিতে জড়িত হলেও বাংলাদেশি ইমিগ্র্যান্ট পরিবারের সন্তান ফাইজের রাজনীতিতে অভিষেক হয় ২০১৮ সালের অন্টারিও প্রাদেশিক নির্বাচনে। স্কারবোরো সাউথওয়েস্ট থেকে বিজয়ী বাংলাদেশি এমপিপি ডলি বেগমের নির্বাচনী প্রচারণা দলের সদস্য হিসাবে।

    এবার ফেডারেল নির্বাচনে মনোনয়ন পেয়ে তিনি কানাডার জাতীয় রাজনীতিতে বাংলাদেশি-কানাডিয়ানদের সদর্প পদচারণার আভাস দিলেন।

    তবে এই আসনে তার প্রতিদ্বন্দ্বিতা হবে অভিজ্ঞ রাজনীতিবিদ এবং লিবারেল পার্টির এমপি সালমা জাহিদ এবং কনজারভেটিভ পার্টির প্রার্থী এরশাদ চৌধুরীর সঙ্গে। কামাল ছাড়া আরও কজন বাংলাদেশি-কানাডিয়ান আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।