Tag: ফেনসিডিল

  • বারইয়ারহাটে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    বারইয়ারহাটে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলার বারইয়ারহাট থেকে প্রায় ৫শ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ মো. ওমর ফারুক (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

    বুধবার (২৫ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন র‌্যাব-৭ এর এএসপি কাজী মোহাম্মদ তারেক আজিজ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওমর ফারুক খাগড়াছড়ি জেলার ফেনিরকুল গ্রামের মো. ইউনুসের ছেলে।

    র‌্যাব-৭ এর এএসপি কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে রাত পৌনে ১২টায় ৪৯৭ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ মো. ওমর ফারুক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সে ফেনসিডিল ও গাঁজা নিয়ে কুমিল্লা বর্ডার হতে চট্টগ্রামের দিকে আসছিলো।

  • অভিনব কায়দায় পেঁয়াজ ও তরমুজের ভেতরে ইয়াবা-ফেনসিডিল

    অভিনব কায়দায় পেঁয়াজ ও তরমুজের ভেতরে ইয়াবা-ফেনসিডিল

    নিত্য নতুন অভিনব কায়দায় ভারত থেকে কুমিল্লা সীমান্ত দিয়ে দেশের ভেতর পাচার হয়ে আসছে ইয়াবা ও ফেনসিডিল। এর জন্য বেছে নেওয়া হচ্ছে গবাদিপশু, ফল ও সবজি।

    বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হচ্ছে, সীমান্তবর্তী বিভিন্ন জেলার মতো কুমিল্লা সীমান্ত দিয়েও অপ্রতিরোধ্য গতিতে দেশে ঢুকছে বিপুল পরিমাণ মাদক।

    দেশের সীমান্তবর্তী বিভিন্ন জেলার মতো কুমিল্লা সীমান্ত দিয়েও অপ্রতিরোধ্য গতিতে দেশে ঢুকছে বিপুল পরিমাণ মাদক। মাদক চোরাচালানের পাশাপাশি, কুমিল্লাসহ এর আশপাশের জেলাগুলোতে বেড়ে চলেছে মাদকাসক্তের সংখ্যা। প্রতিনিয়ত অভিনব সব কৌশল ব্যবহার করে অব্যাহত রাখা হচ্ছে মাদক চোরাচালান।

    মাদক চোরাচালান দমনে বর্ডার গার্ড বাংলাদেশ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও র‌্যাবসহ বিভিন্ন সংস্থা কাজ করলেও তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে মাদক পাচারে নতুন কৌশল নিয়েছে কুমিল্লায় মাদক চোরাচালানকারীরা।

    ভারত থেকে রাতে আসা গরুর পেটের সাথে বেঁধে আনা হচ্ছে গাঁজা। চোরাচালানীদের ভাষায় এটি হলো ‘ক্যাটল কেরিং’। বড় পেঁয়াজের ভেতরের অংশ ফেলে দিয়ে তার মধ্যে এবং অভিনব পন্থায় আখের ভেতরে ঢুকিয়ে আনা হচ্ছে ইয়াবা ট্যাবলেট। কনডমের মাধ্যমেও ইয়াবা মানুষের মুখ বা পায়ূপথ দিয়ে পেটে ঢুকিয়ে দেশে আনা হচ্ছে।

    এ ছাড়াও কুমিল্লা সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরেই নানা ধরনের মৌসুমী ফল তরমুজ, কাঁঠাল, লাউ, কুমড়ার ভেতর ঢুকিয়ে ভারত থেকে আনা হচ্ছে ফেনসিডিল, ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য। ছোট-বড় নানা যানবাহনে করেও বিভ্ন্নি কৌশলে ভারত থেকে মাদক আসছে। যা পরবর্তিতে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে।

    প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে মাদক পাচারের ধরন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাব, পুলিশসহ বিভিন্ন সংস্থার হাতে হরহামেশা মাদকের চালান ধরা পড়লেও, বেশিরভাগ ক্ষেত্রেই ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল হোতারা। আর মাদকসহ যারা ধরা পড়ছে, তাদের অধিকাংশই বহনকারী। যারা অল্প কিছু টাকার বিনিময়ে বহন করছে সর্বনাশা এসব মাদক।

    কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- হেরোইন, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, বিয়ার, বিভিন্ন ধরনের মদ, রিকোডেক্স সিরাপ, সেনেগ্রাসহ নানা প্রকার মাদক ও যৌন উত্তেজক ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের নেশা জাতীয় ইনজেকশান।

    এ বিষয়ে কুমিল্লার মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মাঞ্জুরুল ইসলাম বলেন, ‘কিছুদিন আগেও ইয়াবা ট্যাবলেট মিয়ানমার থেকে কক্সবাজার হয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার হতো। বর্তমানে মিয়ানমার থেকে সরাসরি ভারতের ত্রিপুরা সীমান্ত দিয়ে কুমিল্লায় ঢুকছে।’

    কুমিল্লা সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবির পাশাপাশি র‌্যাব, পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তর কাজ করছে উল্লেখ করে মাঞ্জুরুল ইসলাম আরও বলেন, ‘চোরাকারবারীরা নতুন নতুন কৌশল অবলম্বন করলেও, আমরাও পাল্টা কৌশল নিচ্ছি। মাদকসহ তাদেরকে আটক করা হচ্ছে। মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে আমাদের প্রয়াস সার্বক্ষণিক থাকবে।’

  • ওয়্যার হাউজে অবৈধ মদ ও ফেনসিডিল

    ওয়্যার হাউজে অবৈধ মদ ও ফেনসিডিল

    ক্যাসিনোতে মাদক সরবরাহের অভিযোগে রাজধানীর গুলশানের একটি মদ সরবরাহকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সর্ব সাধারণের কাছে বিক্রি নিষিদ্ধ এমন হুইস্কি, বিদেশি মদ ও ফেনসিডিলের অতিরিক্ত মজুদ পেয়েছে র‌্যাব।

    র‌্যাব জানায়, এসব মদ কূটনীতিকদের কাছে বিক্রির অনুমতি থাকলেও তারা ব্ল্যাক মার্কেটে বিক্রি করত।

    বৃহস্পতিবার রাত নয়টার দিকে গুলশান-২ নম্বরের ১০৮ নম্বর সড়কের ইস্টার্ন ডিপ্লোম্যাটিক নামের ওয়্যার হাউজে এ অভিযান শুরু করে র‌্যাব।

    রাত ১২টার দিকে অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সংবাদ মাধ্যমকে বলেন, ওয়্যার হাউজটির সরকারি অনুমোদন রয়েছে। কিন্তু তারা অবৈধভাবে অতিরিক্ত মাদকদ্রব্য মজুদ রেখেছিল এবং ব্ল্যাক মার্কেটে বিক্রি করত। এছাড়া এখান থেকে বিভিন্ন ক্লাব ও ক্যাসিনোতে মাদক সরবরাহ করা হতো। অভিযানে প্রায় শতাধিক বোতল ফেনসিডিলের বোতল পাওয়া গেছে।

    সারওয়ার আলম আরো বলেন, ‘ওয়্যার হাউজটি থেকে অনুমোদন সাপেক্ষে ডিপলোমেটরা কাগজপত্র দেখিয়ে পরিমাণ মতো অ্যালকোহল কিনতে পারেন। দিনের নির্দিষ্ট সময়ের পর এটি বন্ধ থাকবে। একজন কাস্টমস কর্মকর্তা সিলগালা করে রাখবেন। পরেরদিন আবার খুলবেন। এখানে কি পরিমাণ স্টকস থাকবে তাও রেজিস্ট্রারে লেখা থাকবে। তবে গুলশানের এই ওয়্যার হাউজে যে কক্ষে অনুমোদিত অ্যালকোহল থাকার কথা সে কক্ষে ছিল না। কক্ষের বাইরেও অনেক মদ, বিয়ার পাওয়া গেছে। এমনকি ফেনসিডিলও পাওয়া গেছে। যা অপরাধ। তাই মাদক আইনে মামলা হবে।

  • পিরোজপুরে সাবেক ছাত্রলীগ নেতার বাসা থেকে ফেনসিডিল উদ্ধার

    পিরোজপুরে সাবেক ছাত্রলীগ নেতার বাসা থেকে ফেনসিডিল উদ্ধার

    পিরোজপুরে অভিযান চালিয়ে ৩০৩ বোতল ফেনসিডিল ও নগদ প্রায় ৫ লাখ টাকাসহ কলেজ মশিউর রহমান ওরফে শুভ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

    রোববার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

    এ সময় তার সহযোগী ও পৌর এলাকার আলামকাঠী গ্রামের বাসিন্দা রনজিৎ কুমার বসুর ছেলে সঞ্জয় কুমার বসুকেও (৩০) আটক করা হয়।

    আটক শুভ পিরোজপুর সদর উপজেলার চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক। তিনি সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বড়জালা গ্রামের মৃত আশ্রাফ আলী খানের ছেলে এবং পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এমডি মেজবাউদ্দিন সাবুর ভাই।

    পুলিশ জানায়, পিরোজপুর সদর থানার পুলিশের একটি দল রোববার রাত ১১টার দিকে পিরোজপুর পৌরসভার ঝাটকাঠী এলাকার নিজ বাসা থেকে শুভকে আটক করে। এর আগে পুলিশ রাত ৮টা থেকে শুভর বাসা ঘিরে রেখে ব্যাপক তল্লাশি চালায়। এসময় তার শয়নকক্ষের বক্স খাটের নিচে অভিনব কায়দায় রাখা ৩০৩ বোতল ফেনসিডিল এবং বাসার আলমীরা থেকে নগদ ৪ লাখ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করে।

    অভিযানের নেতৃত্বে থাকার পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মশিউর রহমান শুভর বাসায় অভিযান চালায়।

    সদর থানার ওসি নূরুল ইসলাম বাদল জানান, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।